Tag: Property Tax

Property Tax

  • Municipality: বালুরঘাটে সম্পত্তিকর বেড়েছে ব্যাপকহারে, ক্ষোভে ফুঁসছে শহর, আন্দোলনে নাগরিক মঞ্চ

    Municipality: বালুরঘাটে সম্পত্তিকর বেড়েছে ব্যাপকহারে, ক্ষোভে ফুঁসছে শহর, আন্দোলনে নাগরিক মঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে (Balurghat Municipality) লাগামছাড়া বেড়েছে সম্পত্তিকর। এই অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ শহরে। ইতিমধ্যেই সম্পত্তিকর কমানোর দাবি নিয়ে এসডিও, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বালুরঘাটের সম্মিলিত নাগরিক মঞ্চ কমিটি। অভিযোগ, কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর ধার্য করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বর্ধিত সম্পত্তিকর নিয়েও ধন্দে তারা। কার কত কর (Property Tax) বাড়ল, কীসের ভিত্তিতে সম্পত্তিকর বাড়ল, তাও স্পষ্ট নয়। এদিকে এ নিয়ে বিরোধী দলগুলিও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।   

    কী বলছে সম্মিলিত নাগরিক কমিটি ? 

    এবিষয়ে সম্মিলিত নাগরিক কমিটির সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু বলেন,  সম্পত্তিকর বেড়ে বহুগুণ হয়েছে। আমরা তীব্র আপত্তি জানিয়েছি। হিয়ারিং-এর নামে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা সম্পত্তিকর দিতে চাই। কিন্তু সবার সাধ্য কতটুকু, দেখা প্রয়োজন।

    কোনওরকম স্বচ্ছতা নেই, অভিযোগ আরএসপির

    আরএসপির জোনাল কমিটির সদস্য প্রলয় ঘোষ বলেন, বালুরঘাট শহরে (Balurghat Municipality) পুরকর বেড়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ১০ থেকে ১০০০ গুণ সম্পত্তিকর বাড়ানো হয়েছে। কোনওরকম স্বচ্ছতা নেই।  ফলে সমস্যা হচ্ছে মানুষের। এটা নিয়ে আমাদের তরফে আন্দোলনে নামা হবে। 

    বৈষম্য চরমে, অভিযোগ বিজেপির 

    বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, শহরে উন্নয়ন স্তব্ধ। তৃণমূল নেতাদের বাড়ির ট্যাক্স কম, অথচ সাধারণ মানুষের বাড়ির ট্যাক্স বেশি। কার কত ট্যাক্স বাড়ল, তাও জানতে পারছে না মানুষ। এ নিয়ে আমরা আন্দোলনে (Movement) নামব। 

    কী বলছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ?

    এবিষয়ে বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ২০১৮ সালে ভ্যালুয়েশন বোর্ড (Valuation Board)যেভাবে সম্পত্তিকর ধার্য করেছে, সেভাবেই কর নেওয়া হচ্ছে। সকলের সাধ্যমতোই সম্পত্তিকর নেওয়া হচ্ছে। তবে কেউ কেউ রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করছে। যারা আপত্তি করছে, তারা আবেদন করলে, তা আমরা সংশ্লিষ্ট দফতরে পাঠাব।

    প্রসঙ্গত, বিগত তৃণমূল বোর্ড ২০১৮ সালের ভ্যালুয়েশন বোর্ডের ধার্য করা এই সম্পত্তিকর চালু করতে চাইলেও পরে সাধারণ মানুষের চাপে তা করতে পারেনি। এই বোর্ড নতুন কর ধার্য করতেই বিতর্ক শুরু হয়েছে। কয়েমমাস আগে এনিয়ে সম্মিলিত নাগরিক মঞ্চের তরফে গণ কনভেনশন, ডেপুটেশন ও আন্দোলন হয়। এরপরে গত ১৫ মার্চ থেকে শহরের শতাধিক বাসিন্দাকে শুনানিতে ডাকা হয়। অভিযোগ, হিয়ারিং হলেও ট্যাক্স কমাচ্ছে না পুরসভা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Taj Mahal: বকেয়া করের নোটিস পেল তাজমহলও, ৩৭০ বছরে প্রথমবার

    Taj Mahal: বকেয়া করের নোটিস পেল তাজমহলও, ৩৭০ বছরে প্রথমবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাড় নেই কারোরই। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলকে (Taj Mahal) দিতে হবে আবাসন কর। অবাক লাগছে? বিশ্বাস হচ্ছে না? কিন্তু সত্যিই এমনটা ঘটেছে। তাজমহল কর্তৃপক্ষকে বকেয়া করের নোটিস ধরিয়েছে ভারত সরকার। তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। সম্পত্তি কর বাকি, জলের কর বকেয়া, এই মর্মে নোটিস ধরানো হল তাজমহল ও আগ্রা ফোর্টকে। যোগী সরকারের বিভিন্ন দফতর বিভিন্ন ইস্যুতে বকেয়া বিল ধরিয়েছে ওই দুই স্থানকে। 

    কী ঘটেছে? 

    তাজমহলের (Taj Mahal) আবাসন কর জমা দেওয়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভাগকে নোটিশ পাঠিয়েছে আগ্রা পৌরনিগম। এএসআইকে ১৫ দিনের মধ্যে সেই কর জমা দিতে বলা হয়েছে। নোটিশ দেখে বিস্মিত এএসআই আধিকারিকরা। প্রথমবার এমন নোটিস পেলেন তাঁরা। এ ব্যাপারে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছেন এএসআই অফিসাররা৷ 

    বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত তাজমহল। সেই তাজমহলের (Taj Mahal) জন্য গত ৩৭০ বছরে প্রথমবার এমন নোটিস পেল আইএসআই। গত ২৫ নভেম্বর এমন নোটিস জারি করেছে আগ্রা পৌরনিগম। কিন্তু সেই নোটিশ সম্প্রতি এএসআই-এর হাতে এসেছে। এর সঙ্গে যমুনার ওপারে অবস্থিত ইতমাদ-উদ-দৌলার জন্যও আবাসন করের নোটিশ দেওয়া হয়েছে। এএসআই- এর এক আধিকারিক বলেন, “ব্রিটিশ শাসনকালের সময় থেকে স্মৃতিসৌধের আবাসন কর নেওয়া হয়নি। সেই কারণে পৌরনিগমের এই নোটিসে আধিকারিকরাও বিস্মিত।” পৌরনিগমের জারি করা নোটিস অনুসারে, ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত, জমির কর বকেয়া ৮৮,৭৮৪ টাকা এবং এর উপর ৪৭,৯৪৩ টাকা সুদ রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই আবাসন কর দেখানো হয়েছে ১১,০৯৪ টাকা । তাজমহলের জন্য মোট ১,৪৭,৮২৬ টাকা আবাসন কর দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

    আরও পড়ুন: সাত দিনের পুলিশি হেফাজত অনুব্রতর, আটকে গেল দিল্লি যাত্রা, বৈঠকে ইডি     

    এএসআই-এর সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার সরকার বলেন, “বিশ্ব ঐতিহ্য তাজমহল (Taj Mahal) এবং ইতমাদ-উদ-দৌলা স্মৃতিসৌধের আবাসন কর জমা দেওয়ার জন্য পৌরনিগমের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে। আগ্রায় তাজমহল-সহ সমস্ত স্মৃতি সৌধ দেখাশোনা করে এএসআই। যদিও এই স্মৃতিস্তম্ভগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে।” সহকারী পৌর কমিশনার সরিতা সিং জানান, সাই কনস্ট্রাকশন কোম্পানি স্যাটেলাইট ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে হাউস ট্যাক্সের জন্য জরিপ করেছিল। তার ভিত্তিতে নোটিস জারি করা হয়েছে। কোম্পানিটি জরিপেও অনেক ভুল করেছে, যার কারণে নোটিসও পাঠানো হয়েছে ভুল ভাবে। এ নিয়েও প্রশ্ন উঠেছে। এখন যা ভুল হয়েছে কোম্পানিটির, সেগুলি সংশোধন করা হচ্ছে এবং এর তদন্ত করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share