Tag: Punjab congress

Punjab congress

  • Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Capt Amarinder Singh joins BJP)। সম্প্রতি  কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন দল গঠন করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবার নিজের তৈরি পাঞ্জাব লোক কংগ্রেস-কে (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে মিশিয়ে দিলেন তিনি। ক্যাপ্টেনের হাতে বিজেপির (BJP) পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ও  কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)। সোমবার বিজেপির হেড কোয়ার্টারে এসে দলে যোগ দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। কংগ্রেসের এই হেভিওয়েট নেতার দলে যোগদানের পর কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, “দলের থেকে দেশকে বরাবরই উপরে রেখেছেন ক্যাপ্টেন সাহেব। খুব ভালো লাগছে আজ তাঁর পাঞ্জাব লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে গেল। তাঁকে ও তাঁর অনুগামীদের বিজেপিতে স্বাগত জানাচ্ছি। পাঞ্জাব সীমান্ত রাজ্যে। তাই সবসময় এই রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ। বিজেপি এমন একটি দল যারা দলের উপরে রাখে দেশকে। তাই আজ অমরিন্দর আমাদের সঙ্গে বসে রয়েছেন।”

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস           
     
    গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন অমরিন্দ সিং। সেইসময় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ও মাদকের বাড়বাড়ন্ত নিয়ে কথা বলেন। বিজেপি যোগদানের বিষয়টিও সেই সময়ই ঠিক হয় বলে ধারণা করছে রাজনৈতিক মহল।  

    কংগ্রেসের দলীয় কোন্দলের জন্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসতে বাধ্য হন অমরিন্দর। আর এর পরেই কংগ্রেসের থেকে দূরে সরে আসেন এই প্রবীণ নেতা। কিন্তু এরপরেও পাঞ্জাব বিধানসভায় ভরাডুবির মুখে পড়ে কংগ্রেস। ফেব্রুয়ারিতে কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবের মসনদে বসে আম আদমি পার্টি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় আপের দখলে আসে ৯৭ আসন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিত্ সিং চন্নি দুটি আসনে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। সেই সময় অমরিন্দর সিং, তাঁর দল পাঞ্জাব লোক কংগ্রেস নিয়ে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন, কিন্তু কোনও আসন জিততে পারেননি। ভোটের কিছুদিনের মধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিলেন অমরিন্দর। তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দিলেন ৭ জন প্রাক্তন বিধায়ক ও ১ জন প্রাক্তন সাংসদ।

    আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    দলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে অমরিন্দর সিং বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন অ্যান্টনি কোনও অস্ত্র আনেনি। দুর্ভাগ্যজনকভাবে আজ চিন অস্ত্রশস্ত্রের দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে। এর জন্য কংগ্রেস দায়ী। এবার দেশের জন্যে কিছু করার সময় এসেছে।” এর আগেও এই ইস্যুতে কংগ্রেসে থাকাকালীন ক্ষোভ উগরেছেন ক্যাপ্টেন সিং। তোপ দেগেছিলেন ইস্তফা পত্রেও।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sidhu Jail Diet Chart: জেল না স্পা? সিধুর ‘ডায়েট চার্টে’ চক্ষু চড়ক গাছ নেটিজেনদের

    Sidhu Jail Diet Chart: জেল না স্পা? সিধুর ‘ডায়েট চার্টে’ চক্ষু চড়ক গাছ নেটিজেনদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা অন্ধকার ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ, শুধু পেট ভরানোর জন্যে দুবেলা অত্যন্ত নিম্নমানের খাবার। এক কথায় নরকের জীবন। বাস্তবে তাই হয়ে থাকে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্ত এক নিয়ম চলে না। জেলে বসেও কেউ কেউ থাকতে পারেন রাজার হালে। যেমন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। জেলে বসেও প্রাক্তন সাংসদ পাচ্ছেন রোজমেরি চা, চিয়া সিডস, ফলের রস, ল্যাকটোজ ছাড়া দুধ, অ্যাভোকাডো। ভিআইপি বন্দির ডায়েট চার্ট দেখলে জেলে রয়েছেন না ফাইভ স্টার কোনও হোটেলে আছেন বোঝা দুষ্কর।  

    আরও পড়ুন: অনিচ্ছাকৃত খুনের দায়ে এক বছরের জেল সিধুর 

    সম্প্রতি ৩৪ বছরের পুরনো একটি পথ হিংসার মামলায় এক বছরের জেলের সাজা পেয়েছেন পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। রায় ঘোষণার পরেই সিধুকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল আদালত। অসুস্থতার কথা জানিয়ে কোর্টের কাছে কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন প্রাক্তন সাংসদ। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয় এবং সিধুর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে পাতিয়ালা জেল কর্তৃপক্ষকে তাঁর জন্যে ‘স্পেশ্যাল ডায়েট’ -এর ব্যবস্থা করার নির্দেশ দেয়। এখন এই ‘স্পেশ্যাল ডায়েট’- নিয়েই আলোচনায় মেতেছে বিভিন্ন মহল। 

    আরও পড়ুন: সশ্রম কারাদণ্ডের একবছর জেলে কী কাজ করবেন নভজ্যোত সিং সিধু জানেন?
     
    কী কী রয়েছে সিধুর বিশেষ ডায়েটে? 

    একদম সকালে সিধু পাবেন রোজ়মেরি চা, ডাবের জল বা চালকুমড়োর জুস। প্রাতরাশে ল্যাকটোজ ছাড়া দুধ, এক চামচ ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার, মেলন বা চিয়া সিড, পাঁচ-ছটা আমন্ড, একটা আখরোট, দুটো পেকান নাট। কিছুটা সময় পরে, যাকে আমরা ‘প্রি-লাঞ্চ’ বলি, সেই সময় বিটের রস, বা তুলসী-পুদিনা কিংবা সেলেরি পাতার জুস দেওয়া হবে। এক-একদিন এক একরকম করে ঘুরিয়ে ফিরিয়ে একটি ফল দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে অ্যাভোকাডো, কিউই- র মতো দামি দামি সব ফল। দুপুরে সিধুকে দেওয়া হবে রুটি, তরকারি, রায়তা, শসা, লেটুস, লেবু দিয়ে স্যালাড ও এক গ্লাস লস্যি। সন্ধ্যায় ফের ল্যাকটোজ ছাড়া দুধের চা, সঙ্গে পনীর বা টফু। রাতে বিভিন্ন সবজি দিয়ে স্যুপ এবং অল্প তেলে হাল্কা ভাজা সবজি। ঘুমোতে যাওয়ার আগে তাঁকে দেওয়া হবে চ্যামোমাইল চা এবং গরম জলে সাইলিয়াম হাস্ক। এছাড়াও রয়েছে বিকল্প খাবারের লম্বা এক তালিকা।

    এছাড়া কী কী খাওয়া যাবে না রয়েছে তারও লম্বা তালিকা। স্যাচুরেটেড ফ্যাট, প্রসেসড ফুড নৈব নৈব চ। রান্না করতে হবে অলিভ অয়েল বা কোল্ড প্রেসড ভোজ্য তেলে। স্যালাডে দেওয়া যাবে না সাধারণ সাদা লবন। সিধুর জন্যে জেল কর্তৃপক্ষের এই এলাহি ব্যবস্থা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। অনেকেই মশকরা করে বলেছেন এটা জেল না স্পা তাঁরা বুঝতে পারছেন না।
     

     

     

      

  • Punjab Congress: “আলবিদা কংগ্রেস”,  ফেসবুক লাইভ করে সোনিয়া-সঙ্গ ছাড়লেন সুনীল জাখর

    Punjab Congress: “আলবিদা কংগ্রেস”, ফেসবুক লাইভ করে সোনিয়া-সঙ্গ ছাড়লেন সুনীল জাখর

    মাধ্যম নিউজ ডেস্ক : পঞ্জাবে (Punjab) ফের একবার জোর ধাক্কা খেল কংগ্রেস (Congress)। রাজস্থানের উদয়পুরে চলছে কংগ্রেসের চিন্তন শিবির (Chintan Shivir)। এই সময়ই ফেসবুক লাইভ (Facebook Live) করে দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা সুনীল জাখর (Sunil Jakhar)। সদ্যই কংগ্রেসের হাতছাড়া হয়েছে পঞ্জাবের (Punjab) রাশ। তার পর ফের একবার রামধাক্কা খেল সোনিয়া গান্ধীর দল।

    পঞ্জাবে পরাজয়ের পর খোলনলচে বদলাতে উদ্যোগী হয় কংগ্রেস নেতৃত্ব। ঢেলে সাজানো হয় দলীয় সংগঠন। দলের সব পদ থেকে অপসারণ করা হয় প্রবীণ নেতা সুনীল জাখরকে। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে সোনিয়ার অনুমোদন সাপেক্ষে অপসারণ করা হয় তাঁকে। তবে তাঁর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ নিতে রাজি হননি কংগ্রেসের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট। যার জেরে কংগ্রেসেই রয়ে যান সুনীল।

    এই নিয়ে কংগ্রেসকে একহাত নিতে ছাড়েননি সুনীল। তিনি বলেন, আমি তো কেবল প্রচার কমিটির প্রধান পদে ছিলাম। নির্বাচনের পর তো সেই পদই নেই। তাছাড়া সাংসদ থাকার দরুণ সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে ছিলাম। সাংসদ পদ খোয়ানোর পর সেই পদেও আমি নেই। কারণ আমি কমিটির নির্বাচিত সদস্য ছিলাম না। তাঁর প্রশ্ন, তাহলে কোন পদ থেকে দল আমাকে অপসারণ করল?

    রাজনৈতিক মহলের মতে, এই অপমানের জবাব দিতেই এদিন ফেসবুক লাইভ করে কংগ্রেস ছাড়েন জাখর। তাঁকে কারণ দর্শানোর নোটিস (Showcause notice) দিয়েছিল শৃঙ্খলারক্ষা কমিটি। এই কমিটিতে ছিলেন তারিক আনোয়ার (Tariq Anwar)। জাখর বলেন, তারিক আমাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি কংগ্রেস ছেড়েছেন। পরে ফিরেও এসেছেন। এক সময় দল এবং সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও করেছিলেন।

    আরও পড়ুন : ‘বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত’, মমতাকে সাহিত্য পুরস্কার দেওয়ায় ট্যুইট-বাণ শুভেন্দুর

    ফেসবুক লাইভ চলাকালীন অম্বিকা সোনিকেও (Ambika soni) কটাক্ষ করেন জাখর। তাঁর প্রশ্ন, সোনি কীভাবে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য হতে পারেন? জাখর বলেন, ১৯৭০ সালে অম্বিকা সোনি কোথায় ছিলেন যখন কংগ্রেসের সদস্যদের সব চেয়ে বেশি প্রয়োজন ছিল? তিনি ছিলেন তাঁর দায়িত্ব থেকে দূরে। জাখরকে মুখ্যমন্ত্রী করা হবে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলেছিলেন সোনি। ওয়াকিবহাল মহলের মতে, এদিন সেই কারণেই সোনিকে নিশানা করেন জাখর।

    তিনি যে কংগ্রেসের শৃঙ্খলাবদ্ধ কর্মী, তা জানিয়ে দেন জাখর। তিনি বলেন, আমি কংগ্রেসের দাস নই, বরং একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী। প্রবীণ এই কংগ্রেস কর্মী বলেন, গত ৫০ বছর ধরে আমি দলের একজন সুশৃঙ্খল কর্মী হিসেবে কাজ করেছি। এদিন ফেসবুক লাইভ করে সম্পর্কের সেই সুতোটাই ছিঁড়ে ফেললেন জাখর।

     

LinkedIn
Share