Tag: Punjab Lok Congress

Punjab Lok Congress

  • Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    Capt Amarinder Singh joins BJP: ‘দেশের জন্য কিছু করার সময় এসেছে…’, বিজেপিতে যোগ দিয়ে অমরিন্দর সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Capt Amarinder Singh joins BJP)। সম্প্রতি  কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে নতুন দল গঠন করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবার নিজের তৈরি পাঞ্জাব লোক কংগ্রেস-কে (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে মিশিয়ে দিলেন তিনি। ক্যাপ্টেনের হাতে বিজেপির (BJP) পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ও  কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar)। সোমবার বিজেপির হেড কোয়ার্টারে এসে দলে যোগ দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। কংগ্রেসের এই হেভিওয়েট নেতার দলে যোগদানের পর কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, “দলের থেকে দেশকে বরাবরই উপরে রেখেছেন ক্যাপ্টেন সাহেব। খুব ভালো লাগছে আজ তাঁর পাঞ্জাব লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে গেল। তাঁকে ও তাঁর অনুগামীদের বিজেপিতে স্বাগত জানাচ্ছি। পাঞ্জাব সীমান্ত রাজ্যে। তাই সবসময় এই রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ। বিজেপি এমন একটি দল যারা দলের উপরে রাখে দেশকে। তাই আজ অমরিন্দর আমাদের সঙ্গে বসে রয়েছেন।”

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস           
     
    গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন অমরিন্দ সিং। সেইসময় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ও মাদকের বাড়বাড়ন্ত নিয়ে কথা বলেন। বিজেপি যোগদানের বিষয়টিও সেই সময়ই ঠিক হয় বলে ধারণা করছে রাজনৈতিক মহল।  

    কংগ্রেসের দলীয় কোন্দলের জন্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসতে বাধ্য হন অমরিন্দর। আর এর পরেই কংগ্রেসের থেকে দূরে সরে আসেন এই প্রবীণ নেতা। কিন্তু এরপরেও পাঞ্জাব বিধানসভায় ভরাডুবির মুখে পড়ে কংগ্রেস। ফেব্রুয়ারিতে কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবের মসনদে বসে আম আদমি পার্টি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় আপের দখলে আসে ৯৭ আসন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিত্ সিং চন্নি দুটি আসনে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। সেই সময় অমরিন্দর সিং, তাঁর দল পাঞ্জাব লোক কংগ্রেস নিয়ে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন, কিন্তু কোনও আসন জিততে পারেননি। ভোটের কিছুদিনের মধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিলেন অমরিন্দর। তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দিলেন ৭ জন প্রাক্তন বিধায়ক ও ১ জন প্রাক্তন সাংসদ।

    আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    দলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে অমরিন্দর সিং বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন অ্যান্টনি কোনও অস্ত্র আনেনি। দুর্ভাগ্যজনকভাবে আজ চিন অস্ত্রশস্ত্রের দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে। এর জন্য কংগ্রেস দায়ী। এবার দেশের জন্যে কিছু করার সময় এসেছে।” এর আগেও এই ইস্যুতে কংগ্রেসে থাকাকালীন ক্ষোভ উগরেছেন ক্যাপ্টেন সিং। তোপ দেগেছিলেন ইস্তফা পত্রেও।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) থেকে বেরিয়ে অমরিন্দর গড়েছিলেন নয়া দল। নাম দিয়েছিলেন পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)। সেই দলও মিশে যাচ্ছে গেরুয়া শিবিরে। তাঁর এই দলবদলের অনুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর, সোমবার।

    পাঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল বলেন, পার্টি নেতাদের কারা কারা দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন অমরিন্দর সহ তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সোমবার তাঁরা হাতে তুলে নেবেন পদ্ম আঁকা ঝান্ডা। অমরিন্দরের পদ্ম শিবিরে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেই দাবি বিজেপির। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ সদস্য হরজিৎ গ্রুওয়াল বলেন, অমরিন্দর আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি বহিরাগত নন।

    পাঞ্জাবে বর্তমানে চলছে আম আদমি পার্টির শাসন। তাদের অভিযোগ, অপারেশন লোটাসের মাধ্যমে পাঞ্জাবেও সরকার ফেলার ছক কষছে বিজেপি। আপের এই অভিযোগের জবাব দিয়েছেন অমরিন্দর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপের ৯২ জন বিধায়ক রয়েছে। বিজেপি যদি তার থেকে ১২ জনকে কিনেও নেয়, তাতে কিছুই হবে না। কারণ সরকার ফেলতে  প্রয়োজন ৫০ শতাংশের বেশি বিধায়কের সমর্থন। জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই অযথা হইচই করছে তারা।

    আরও পড়ুন : বিজেপি বিরোধী জোট সুযোগ সন্ধানীদের, নীতীশকে নিশানা গেরুয়া শিবিরের

    কংগ্রেসের এই প্রাক্তনী বলেন, পাঞ্জাবের আপ সরকার চলছে দিল্লির অঙ্গুলি হেলনে। দিল্লিতে রয়েছে আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ যা কিছু কাজ অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে দিল্লিতে। চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন কেজরিওয়াল। তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (ভগবন্ত মান)কে কোনও কাজই করতে দিচ্ছে না।  

    চলতি বছর হয় পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এই ভোটে ফের জিততে গত বছরের শেষের দিকে অমরিন্দরকে সরিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে বসায় চরণজিৎ সিং চান্নিকে। ক্ষোভে কংগ্রেস ছেড়ে নয়া দল গড়েন অমরিন্দর। নির্বাচনে বিশেষ ছাপ ফেলতে পারেনি অমরিন্দরের দল। শেষমেশ সেই দলই মিশে যাচ্ছে বিজেপির সঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share