Tag: Punjab University

Punjab University

  • Pakistan Hindu: পাকিস্তানে হোলি পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দু ছাত্ররা, জখম অন্তত ১৫

    Pakistan Hindu: পাকিস্তানে হোলি পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দু ছাত্ররা, জখম অন্তত ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্লান হল হোলির উৎসব। পাকিস্তানে হোলি (Holi) উৎসব পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দু (Pakistan Hindu) ছাত্ররা। লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (Punjab University) ঘটনা। সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হোলি উৎসব পালন করতে যান সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন পড়ুয়া। উৎসব পালনে বাধা দেয় কট্টরবাদী ছাত্র সংগঠন। ঘটনায় জখম হন অন্তত ১৫ জন পড়ুয়া। ঘটনায় মর্মাহত সে দেশের হিন্দু সমাজ। ফের একবার বেআব্রু হয়ে পড়ল পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা।

    হিন্দু (Pakistan Hindu) ছাত্ররা…

    জানা গিয়েছে, লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ল’ কলেজে হোলি উৎসব পালন করতে জড়ো হয়েছিলেন ৩০ জন পড়ুয়া (Pakistan Hindu)। কাশিফ ব্রোহি নামে এক প্রত্যক্ষদর্শী পড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষার্থীরা ল’ কলেজের লনে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামি জমিয়ত তুলবা কর্মীরা জোর করে তাঁদের হোলি পালনে বাধা সৃষ্টি করে। যার জেরে সংঘর্ষ বাঁধে। এর জেরেই ১৫ জন হিন্দু ছাত্র জখম হন। তিনি জানান, নিরাপত্তা রক্ষীরা চার-পাঁচজন হিন্দু পড়ুয়াকে জোর করে তাদের ভ্যানে তোলে। তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেয়নি। কাশিফের দাবি, হোলি উৎসব পালনের জন্য হিন্দু ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়ে রেখেছিলেন।

    ঘটনার প্রতিবাদে উপাচার্যের অফিসের সামনে গেলে ফের এক প্রস্ত পড়ুয়াদের (Pakistan Hindu) মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন ক্ষেত কুমার নামে এক হিন্দু ছাত্র। তিনি বলেন, উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে নিরাপত্তারক্ষীরা আমাদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়। তিনি জানান, ঘটনার প্রেক্ষিতে ইসলামি জমিয়ত তুলবা ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পুলিশকে জমা দেওয়া হয়েছে। তাঁর দাবি, পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি।

    আরও পড়ুুন: কাটল জট, অনুব্রতকে নিয়ে কলকাতার পথে আসানসোল জেল কর্তৃপক্ষ

    ইসলামি জমিয়ত তুলবার মুখপাত্র ইব্রাহিম শাহিদ হিন্দু ছাত্রদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর সংগঠন জড়িত নয়। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজের লনে হোলি উদযাপনের অনুমতি দেয়নি। তিনি বলেন, কোনও এক ঘরে হোলি উদযাপন করলে এই ঘটনা ঘটত না। উপাচার্য পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Punjab: সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার পাঞ্জাবে

    Punjab: সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার পাঞ্জাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া সৈন্যদের কঙ্কাল উদ্ধার। পাঞ্জাবের (Punjab) অমৃতসরে খননকার্য চালানোর সময় উদ্ধার হয় ২৮২ জন সৈন্যের কঙ্কাল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (Punjab University) নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জে এস শেহেরাত এ খবর জানান।

    ইতিহাসখ্যাত সিপাহি বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। শুয়োরের মাংস এবং গরুর মাংস-গ্রিজযুক্ত কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সৈন্যরা বলে জানা গেছে। ইতিহাসবিদদের মতে, এটাই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ (first war of independence)। ব্রিটিশ শাসকদের হাতে পরাধীন ভারতকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল একদল সেনা। তবে সংগঠিতভাবে এই যুদ্ধ হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা কারণে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ভারতীয় সেনারা।

    ভারতের সিংহভাগ ইতিহাসবিদ ১৮৫৭ সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বললেও, ইতিহাসবিদদের একাংশ একে স্বাধীনতার যুদ্ধ বলতে রাজি নন। তাঁদের যুক্তি, এই লড়াই সংগঠিতভাবে হয়নি। বিচ্ছিন্নভাবে হওয়া এই যুদ্ধকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলতে রাজি নন তাঁরা।

    ভারতীয় সিপাহিদের ওই বিদ্রোহ কড়া হাতে দমন করেছিল ইংরেজ সরকার। প্রাণ বলি দিতে হয়েছিল অসংখ্য ভারতীয় সেনাকে। এমনই ২৮২ জন সেনানীর কঙ্কাল উদ্ধার হল অমৃতসরে। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের (anthropology department) সহকারী অধ্যাপক জে এস শেহেরাত বলেন, এই কঙ্কালগুলি হল ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভারতীয় সৈনিকদের।

    অমৃতসরের আজনালা এলাকায় একটি ধর্মীয় স্থাপত্যের নীচে থাকা কুয়োর মধ্যে থেকে কঙ্কালগুলি উদ্ধার হয়। তিনি জানান, এই সৈন্যরা বন্দুকের কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানোর অভিযোগে বিদ্রোহ করেন সৈন্যরা। কড়া হাতে বিদ্রোহ দমন করতে শুরু করে ইংরেজ শাসক। ডিএনএ স্টাডি, রেডিও কার্বন ডেটিং সহ নানা পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে, উদ্ধার হওয়া ২৮২টি কঙ্কালই ভারতীয় সৈনিকদের। পাশাপাশি, খননস্থল থেকে প্রাপ্ত কয়েন, মেডেল, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক পরীক্ষার ফলাফলও একই দিকে নির্দেশ করে বলে যোগ করেন সেহরাওয়াত।

     

     

     

LinkedIn
Share