Tag: purbasthali

purbasthali

  • Purbasthali: পূর্বস্থলীতে তৃণমূল বিধায়কের জন্মদিন পালনে থানার আইসি, বিতর্ক

    Purbasthali: পূর্বস্থলীতে তৃণমূল বিধায়কের জন্মদিন পালনে থানার আইসি, বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশ দলদাসে পরিণত হয়েছে বিজেপি সহ বিরোধীরা বার বার এই অভিযোগ করে আসছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করল পূর্বস্থলীর (Purbasthali) ঘটনা। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করতে দেখা গেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসিকে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ?

    বিধায়কেক জন্মদিন পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মূলত,বিধায়কের ফ্যান ক্লাব পেজ থেকে সে সব ছবি আবার পোস্টও করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোমবাতি জ্বেলে বিধায়ককে কেক খাইয়ে দিচ্ছেন পূর্বস্থলির (Purbasthali) আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি পোস্ট হতেই শুরু হয়েছে বিতর্ক। একজন পুলিশ আধিকারিক কীভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিধায়কের জন্মদিন পালন করেন? শুধু তাই নয়, পাশাপাশি তাঁর নিরপেক্ষতা নিয়েও এলাকাবাসী প্রশ্ন তুলছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একজন আইসি যেভাবে জন্মদিন পালন করছেন তাতে তাঁকে প্রশাসনের আধিকারিক মনে হচ্ছে না। পার্টির লোক মনে হচ্ছে। শাসক দলের লোকজন বা বিধায়কের লোকজন অন্যায় করলে এই আইসি তো তাঁর বিরুদ্ধে কতটা পদক্ষেপ গ্রহণ করবেন তা বোঝা যাচ্ছে।

    কী বললেন বিধায়ক?

    তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় সমস্ত দায়ভার ঝেড়ে ফেলে আইসিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, কেউ যদি ভালবেসে আসে আমি কি তাড়িয়ে দেব? আমি কাউকে ডাকিনি। নিজে থেকেই এসেছেন। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।

    কী বললেন থানার আইসি?

    পূর্বস্থলীর (Purbasthali) আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায় নিজের অবস্থান কতটা নিরপেক্ষ তা বোঝানোর জন্য মরিয়া চেষ্টা চালান। কার্যত এই ঘটনায় তিনি যে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন তা বুঝতে পেরে তিনি বলেন, এলাকায় খোঁজ নিয়ে দেখবেন আমি নিরপেক্ষভাবেই কাজ করে এসেছি। আমি জানতাম না বিধায়কের জন্মদিন রয়েছে। বিধায়ক আমায় ডেকেছেন, বললেন একবার আসতে। তাই আমি গিয়েছিলাম। সৌজন্য রক্ষার্থেই গিয়েছি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: নবজোয়ারের আগেই বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ দেখালেন এক ঝাঁক তৃণমূলের নেতা, কেন জানেন?

    TMC: নবজোয়ারের আগেই বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ দেখালেন এক ঝাঁক তৃণমূলের নেতা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবজোয়ার কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় ব্যালট লুটের ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। এবার নবজোয়ার কর্মসূচি শুরু হওয়ার আগেই একঝাঁক তৃণমূলের (TMC) নেতাকর্মী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি এবং পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নবজোয়ার কর্মসূচি শুরু হওয়ার আগেই একসঙ্গে শাসকদলের জনপ্রতিনিধিদের বিদ্রোহের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    কী অভিযোগ তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ নেতা কর্মীদের?

    আগামীকাল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। সেই কর্মসূচিতে আমন্ত্রণ পাননি এক ঝাঁক তৃণমূলের (TMC) পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য। এরপর সেখানে হাজির হলে প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে এই জনপ্রতিনিধিদের। এমনই অভিযোগ তুলে এদিন পূর্বস্থলী দু’নম্বর ব্লকের সান ঘোষপাড়া এলাকার দলীয় পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ একাংশ। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ফজলুল হক মন্ডল, তাপস দে, মুকসিমপাড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রতিমা দাস, পূর্বস্থলী পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়, মুকসিমপাড়া পঞ্চায়েতের সদস্য ছালেক সেখ সহ একাধিক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, অত্যন্ত খারাপ ব্যবহার করেন বিধায়ক। কোনও কিছুতেই আমাদের আমন্ত্রণ জানানো হয় না। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় গেলে আমাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা চাই না কোনওরকম বিতর্ক হোক। তাই নবজোয়ার কর্মসূচিতে আমরা কেউ যাব না। তবে, দলীয় কর্মসূচিতে না গেলেও বিধায়ক এবং ব্লক সভাপতির কার্য কলাপের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি আমরা দেব। সেই চিঠিও তাঁরা প্রকাশ্যে তুলে ধরেন।

    কী বললেন তৃণমূলের (TMC) বিধায়ক?

    এ প্রসঙ্গে পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল (TMC) বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, নবজোয়ার কর্মসূচিতে দলের সকলেই যোগ দিতে পারেন। আর আমি হুমকি দিয়েছি এইরকম কোনও প্রমাণ ওরা দেখাতে পারবে? যা বলছে সবই মিথ্যে। বিধানসভা ভোটের সময় আমাকে হারানোর পরিকল্পনা করেছিল ওরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share