Tag: Pushpa Kamal Dahal

Pushpa Kamal Dahal

  • Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে  চলেছেন পুষ্প কমল দহল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড । এদিন দেশের রাষ্ট্রপতি (President of Nepal) বিদ্যাদেবী ভাণ্ডারি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছেন।

    নেপাল রাজনীতির সারাদিনের ঘটনাক্রম

    রবিবার সকালেই নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। কারণ প্রথম দফায় প্রচণ্ডকে (Pushpa Kamal Dahal) প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি হননি নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলেন দেউবা। প্রচণ্ডের দলকে আপাতত স্পিকারের পদই দিতে চেয়েছিলেন তিনি। বেঁকে বসেন প্রচণ্ড। সে কারণে জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 

    এরপর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি কেপি শর্মা ওলির সঙ্গে একান্তে সাক্ষাৎকার করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। ওলির বাসকোটের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন-এমসি, ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এবং অন্য কিছু ছোট ছোট দল।  নিজেদের মধ্যে সহমতের ভিত্তিতে জোট সরকার গড়ার বিষয়ে সহমত হয়েছে দলগুলি। ঠিক হয়েছে ওলি এবং প্রচণ্ডের মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগ হবে। প্রথম দফায় প্রধানমন্ত্রী হবেন প্রচণ্ড।

    প্রসঙ্গত, নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রচণ্ড তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রীর হতে চলেছেন। ২০০৮-২০০৯ সাল ও ২০১৬-১৭ সালের পর আবারও ফের নেপালের প্রধানমন্ত্রী হবেন তিনি (Pushpa Kamal Dahal)। জাতীয় সংসদের ২৭৫ জন প্রতিনিধির মধ্যে ১৬৫ জনই তাঁর সমর্থনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জনের সমর্থন পেয়েছে নতুন জোট সরকার। প্রচণ্ডের দল সিপিএন-এমসির ৩২ জনের সমর্থন রয়েছে। আরএসপির ২০ জন, আরপিপির ১৪ জন, জেএসপির ১২ জন, জনমত দলের ৬ জন এবং নাগরিক উন্মুক্তি পার্টির ৩ জনের সমর্থন রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share