Tag: Qatar

Qatar

  • PM Modi: কাতারের আমিরের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কী বিষয়ে হল আলোচনা?

    PM Modi: কাতারের আমিরের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কী বিষয়ে হল আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারের (India Qatar Ties) আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবারের এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা ভারত ও কাতারের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মূল লক্ষ্য হল বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক, যা দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহ্যবাহী সম্পর্ক আরও দৃঢ় করবে। জানা গিয়েছে, তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়সমূহ নিয়ে মতামত বিনিময় করেছেন।

    ভারত সফরে কাতারের আমির (PM Modi)

    প্রসঙ্গত, দুদিনের ভারত সফরে এসেছেন কাতারের আমির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই তিনি ভারতে এসেছেন। এনিয়ে তিনি দুবার এলেন ভারতে। এর আগে কাতারের আমির ভারত সফরে এসেছিলেন ২০১৫ সালের মার্চ মাসে। কাতার ও ভারতের বন্ধুত্ব খুবই নিবিড়। মোদি জমানায় সেই সম্পর্কের আরও উন্নতি হয়েছে। ভারত চায় পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে। উদ্দেশ্য, জ্বালানির চাহিদা পূরণ করা। সেক্ষেত্রে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস পায় নয়াদিল্লি। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকটিও গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১৪.০৮ বিলিয়ন মার্কিন ডলার।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    কাতারের আমিরকে এদিন ভাই বলে সম্বোধন করে এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানানোর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার ভাই কাতারের আমির এইচএইচ শেখ তামিম বিন হামাদ আল-থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম (PM Modi)।”

    এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন, “ভারত-কাতার, যা আরও শক্তিশালী করছে গভীর ও ঐতিহ্যবাহী সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি আজ হায়দ্রাবাদ হাউসে বিস্তৃত আলোচনা করেছেন। উভয় নেতা ভারত-কাতার সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে বাণিজ্য, শক্তি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে (India Qatar Ties) সম্পর্কের ওপর ফোকাস থাকবে। তারা পারস্পরিক আগ্রহের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময়ও করেছেন (PM Modi)।”

  • Qatars Amir: মোদির আমন্ত্রণে সাড়া, ভারতে আসছেন কাতারের আমির

    Qatars Amir: মোদির আমন্ত্রণে সাড়া, ভারতে আসছেন কাতারের আমির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আমন্ত্রণে ভারত সফরে আসছেন কাতারের আমির (Qatars Amir) তামিম বিন হামাদ আল থানি। ১৭-১৮ ফেব্রুয়ারি তিনি ভারত সফর করবেন বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমিরের সঙ্গে মন্ত্রী ঊর্ধ্বতন কর্তা এবং একটি ব্যবসায়িক প্রতিনিধি দল সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে।

    কাতারের আমির (Qatars Amir)

    প্রসঙ্গত, মোদি জমানায়ই এনিয়ে দু’বার ভারতে আসতে চলেছেন কাতারের আমির। প্রথমবার তিনি ভারতে পা রেখেছিলেন ২০১৫ সালের মার্চ মাসে। তারপর আসছেন আগামী সপ্তাহে। ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে তাঁকে। সেখানে তাঁর সম্মানে আয়োজন করা হয়েছে ভোজসভার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও আলোচনা করবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন।

    এস জয়শঙ্কর

    এ বছরের শুরুতে দোহা (কাতারের রাজধানী) সফর করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় তিনি দেখা করেছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Qatars Amir) সঙ্গে। পরে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছিলেন, “আজ দোহায় প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। ২০২৫ সালে এটি আমার প্রথম কূটনৈতিক আলোচনা। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার একটি ফলপ্রসূ পর্যালোচনা ও সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের ওপর বিস্তৃত আলোচনা হবে।” বিদেশমন্ত্রক উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলিতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে মানুষের সম্পর্ক সহ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে।

    বিদেশমন্ত্রকের তরফে জারি করা ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, কাতারে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় কাতারের বৃহত্তম প্রবাসী সম্প্রদায় ও কাতারের অগ্রগতি ও উন্নয়নে তাদের ইতিবাচক অবদানের জন্য তারা প্রশংসিত। আমিরের এই সফর আমাদের ক্রমবর্ধমান (PM Modi) বহুমুখী অংশীদারিত্বকে আরও গতিশীল করবে (Qatars Amir)।

  • Qatar Fifa World Cup: ফিফা বিশ্বকাপ শুরু হবার আগেই অভিবাসী শ্রমিকদের বের করে দিয়েছে কাতার

    Qatar Fifa World Cup: ফিফা বিশ্বকাপ শুরু হবার আগেই অভিবাসী শ্রমিকদের বের করে দিয়েছে কাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও বাকি নেই। তবে আয়োজক কাতারকে সামলাতে হচ্ছে নানাবিধ চ্যালেঞ্জ। কাতারের অস্বস্তি বাড়াচ্ছে মানবাধিকার রক্ষা সংক্রান্ত পরিসংখ্যান। সম্প্রতি কাতার ফিফা বিশ্বকাপের (Qatar Fifa World Cup) জন্য রাজধানী দোহার কিছু গুরুত্বপূর্ণ বিল্ডিং থেকে অভিবাসী শ্রমিকদের বের করে দিচ্ছে।

    স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০ নভেম্বর টুর্নামেন্ট (Qatar Fifa World Cup) শুরুর আগেই কাতারের নিরাপত্তা রক্ষীরা শহরের কেন্দ্রে অবস্থিত ১২ টি বিল্ডিংয়ে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের তাদের বাসস্থান থেকে বের করে শহরের অন্য স্থানে তাদের স্থানান্তরিত করা হয়। 
    যদিও সরকারের তরফে জানানো হয়েছে যে, এই বিল্ডিংগুলি বিপজ্জনক অবস্থায় থাকায় এই শ্রমিকদের ওই বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে।আল মনসুরা এই এলাকাটিতে বিদেশী পর্যটকদের থাকার জন্য অনেক দিন ধরেই নতুন নতুন বিল্ডিং বানানো হচ্ছে। 

    [tw]


    [/tw] 

    বাংলাদেশের একজন পরিযায়ী শ্রমিক যে ড্রাইভার হিসেবে কাতারে কাজ করে তাকে একপ্রকার জোর করে তার বাসস্থান থেকে বের করে দেয় কাতার নিরাপত্তা রক্ষীরা। পরে সে সারা রাত তার গাড়ির ভেতরে শুয়ে কাটায়। ইউনুস জানায় এই নিয়ে তাকে  তিনবার তার আস্তানা থেকে বের করে দেওয়া হয়েছে।

    পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তাহীনতার প্রশ্নে এর আগেও প্রশ্নের মুখে পড়েছে খনিজ তেল সমৃদ্ধ এই ধনী দেশটি। পরিযায়ী শ্রমিকদের এমন পরিস্থিতির জন্য সরব হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দেশ।কাতারে বিশ্বকাপের (Qatar Fifa World Cup) সময় হাজির থাকবেন না বলে জানিয়েছেন প্রিন্স উইলিয়াম।
    অস্ট্রেলিয়াও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হয়েছে। অস্ট্রেলিয়ান ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে একজন অস্ট্রেলীয় ফুটবলার বলেছেন, আমরা জানতে পেরেছি কাতারে বিশ্বকাপ আয়োজনের ফলে অসংখ্য সাধারণ শ্রমিককে দুর্দশা ও ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফুটবল অস্ট্রেলিয়ার তরফে বিবৃতিতেও বলা হয়েছে, কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে, যদিও তার জন্য অনেক পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে অনেক দুঃখ-কষ্ট-দুর্দশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়াও কাতারে সমকামীতা নিষিদ্ধ তাই সমকামী দর্শকদের কাতারে নিশ্চয়তার দাবী জানিয়েছেন অস্ট্রেলিয়ান এক ফুটবলার।

    [tw]


    [/tw]

    যদিও কাতার কর্তৃপক্ষ অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে বলেই কাতারকে বেনজিরভাবে সমালোচনা করা হচ্ছে। সমকামীতার বিষয়ে কাতার কর্তৃপক্ষ জানান, বিশ্বকাপে এলজিবিটিকিউ-সহ সমস্ত ফ্যানেরাই স্বাগত। তবে তাঁদের কাতারের রক্ষণশীল সংস্কৃতি মেনে চলতে হবে। 
    প্রসঙ্গত, ভারত,বাংলাদেশ, পাকিস্তান, নেপাল,ফিলিপাইন, উগান্ডা সহ আফ্রিকার নানা দেশ থেকে জীবিকা নির্বাহের জন্য প্রচুর মানুষ কাতারে পরিযায়ী শ্রমিক হিসেবে আসেন। বর্তমানে কাতারে মূল অভিবাসীদের সংখ্যা শতকরা ২০ শতাংশ বাকি ৮০ শতাংশই বাইরে দেশ থেকে জীবিকার সন্ধানে কাতারে গিয়ে বসবাস করছে। এরাই মূলত কাতারের চালিকা শক্তি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • PM Modi In Qatar: ‘‘ভারত-কাতার সম্পর্কের পুনর্জাগরণ’’, দোহায় বৈঠকের পর কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    PM Modi In Qatar: ‘‘ভারত-কাতার সম্পর্কের পুনর্জাগরণ’’, দোহায় বৈঠকের পর কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারেও আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কাতারে নামতেই উষ্ণ অভ্যর্থনা জানায় প্রবাসী ভারতীয়রা। ‘মোদি মোদি’ স্লোগান এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন তাঁরা। কাতার সরকারের কাছেও রাজকীয় সম্মান পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন তিনি। 

    নয়াদিল্লি-দোহা সম্পর্ক 

    পশ্চিম এশিয়া সফরে গিয়ে নয়াদিল্লি-দোহা সম্পর্ক নিবিড় করতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী মোদি। কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ইতিবাচক বার্তা দেন তিনি। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “কাতারের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দুর্দান্ত বৈঠক। আমাদের আলাপচারিতায় পুনর্জাগরণ হবে বিভিন্ন ক্ষেত্রে ভারত-কাতার সম্পর্কের।” ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।’’ 

    কী কী নিয়ে আলোচনা

    দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি-থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে এটি মোদির দ্বিতীয় কাতার সফর। এর আগে ২০১৬ সালে কাতারে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত সাতটি চুক্তি করেছিলেন তিনি। কাতারের তরফে বিবৃতিতেও শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দুই দেশে শীর্ষ নেতার আলাপচারিতার কথা বলা হয়। পাশাপাশি উভয় রাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উল্লেখ করা হয়। এখানেই মোদি তথা নয়াদিল্লির কূটনৈতিক সাফল্য দেখছে বিশ্লেষকরা।

    এক সময় মুসলিম দেশগুলির আন্তর্জাতিক সংগঠন ওআইসি কার্যক্ষেত্রে ভারতবিরোধী ছিল। অযোধ্যার পর আবু ধাবিতে মন্দির তৈরি করার পরেও সেই মুসলিম বিশ্বকে বন্ধুত্বের বার্তা দিতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্বও বুঝিয়ে দিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারত ও কাতারের বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার দোহায় পৌঁছে কাতারের  প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে সাক্ষাত করেন মোদি (Modi in Doha)। যেখানে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, অর্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

    নজরকাড়া সম্বর্ধনা

    এই নিয়ে দ্বিতীয়বার কাতার সফরে (Modi in Doha) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের জুনে তিনি প্রথম কাতার সফর করেন। সেখানে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি। সেখানে মোদিকে দেখতে ভিড় করে প্রচুর প্রবাসী ভারতীয়রা। পরে তিনি কাতারের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভারত-কাতারের বন্ধুত্বকে আরও মজবুত করতে আশাবাদী তিনি। গত ১২ ফেব্রুয়ারি ভারত ঘোষণা করে, কাতারের রাজধানী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাতারে জেলবন্দি ভারতীয় নৌবাহিনীর আট সদস্যের মধ্যে সাতজন দেশে ফেরার পর এই ঘোষণা করা হয়। 

    কাতারের রাজার সঙ্গে সাক্ষাত

    দুইদিনের সফরে তিনি কাতারের (Modi in Doha) এমির বা রাজা শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাতারের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতিই কাতার থেকে নৌসেনার প্রাক্তন ৮ কর্তার মুক্তিকে প্রধানমন্ত্রী মোদী ও ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয় বলেই দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদি-ডোভাল-জয়শঙ্কর, ত্রয়ীর চালেই বাজিমাত, দেশে ফিরলেন কাতারের আট বন্দি

    PM Modi: মোদি-ডোভাল-জয়শঙ্কর, ত্রয়ীর চালেই বাজিমাত, দেশে ফিরলেন কাতারের আট বন্দি

    মাধ্যম নিউজ ডেস্ক: সাজা হয়েছিল মৃত্যুদণ্ড। সেখান থেকে একেবারে মুক্তি পেয়ে দেশে ফেরা। কাতারের জেলবন্দি নৌবাহিনীর ৮ প্রাক্তন আধিকারিক দেশে ফিরে গাইছেন মোদি-স্তুতি (PM Modi)। তবে কেবল মোদি নন, এই আটজনের বেঁচে ফেরার নেপথ্যে রয়েছেন আরও দুজন। একজন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্যজন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই ত্রয়ীর চালেই হয় বাজিমাত। দেশে ফেরেন কাতারে মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আটজন।

    চরবৃত্তির অভিযোগে গ্রেফতার

    ওমান ভিত্তিক দারা গ্লোবালে কাজ করছিলেন ওই আটজন। চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন ২০২২ সালের ৩০ অগাস্ট। তার পর থেকে বন্দি ছিলেন সে দেশের জেলে। পরের বছর ২৬ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। এর পরেই নৌসেনার প্রাক্তন এই আট আধিকারিককে বাঁচাতে প্রাণপণ করে ভারত সরকার (PM Modi)। ২০২২ সালের অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশমন্ত্রী জয়শঙ্করকে তাঁদের মুক্তির বিষয়ে কাতার সরকারের সঙ্গে কথা বলতে বলেন। বিদেশমন্ত্রক জানায়, গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই তাঁদের মুক্ত করতে উঠেপড়ে লাগে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই জয়শঙ্কর কর্মরত ও অবসরপ্রাপ্ত ছয় কূটনীতিককে নিয়ে একটি দল গঠন করেন। মধ্য প্রাচ্য ও পশ্চিম এশিয়ার যাবতীয় তথ্য এঁদের নখদর্পণে।

    কাতার সরকারের সঙ্গে আলোচনা

    কাতার সরকারের সঙ্গে আলোচনা শুরু করেন এঁরাই। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতও। জানা যায়, চরবৃত্তির যে অভিযোগ এই আটজনের বিরুদ্ধে তোলা হয়েছে তা সর্বৈব মিথ্যে। এর পাশাপাশি নয়াদিল্লি ওমানের দারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস এলএসসির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করে। ওমানের সুলতান, যাঁর সঙ্গে মোদির সম্পর্ক খুবই ভালো, তিনিও এই আটজনকে কাতার যাতে মুক্তি দেয়, সে ব্যাপারে সওয়াল করেন। কাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন লন্ডন ভিত্তিক এক ব্যবসায়ীও। এর পাশাপাশি ভারত ইরানকেও এ বিষয়ে কাতারের সঙ্গে কথা বলতে অনুরোধ করে। এমতাবস্থায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এঁদের মুক্তির বিষয়ে চিঠি লেখেন কাতারকে। দু দিনের সফরে তিনি চলে যান দোহা। সেখানে বৈঠক করেন সে দেশের নিরাপত্তা উপদেষ্টা শেখ মহম্মদ বিন আহমেদ আল মুসনাদের সঙ্গে।

    আরও পড়ুুন: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    ডোভাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেনকেও এ ব্যাপারে অনুরোধ করেন। কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ ভালো। সেই কারণেই অনুরোধ করা হয় ব্লিঙ্কেনকে। ভারতের হয়ে সওয়াল করেন তাঁরা। হামাস-ইজরায়েল যুদ্ধে কাতার হামাসদের পক্ষে। এমতাবস্থায় ভারত কথা বলে দোহা, ওয়াশিংটন, তেহরান এবং ম্যাসকটের সঙ্গে। মোদি (PM Modi) স্বয়ং কথা বলেন সে দেশের আমির আল থানির সঙ্গে। এই আটজনকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এঁরা যে চরবৃত্তি করছিলেন না, তার অকাট্য প্রমাণ তুলে ধরেন ডোভাল।

    কাতারে যে প্রচুর ভারতীয় রয়েছেন, ভারত যে সে দেশে ১৫.০৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করতে চায়, প্রধানমন্ত্রী এসবই জানান আমিরকে। সেদেশে যে ছ’ হাজার ভারতীয় কোম্পানি রয়েছে, তাও জানান প্রধানমন্ত্রী। এই বৈঠকের পরেই গলে বরফ। ক্ষমা করে দেওয়া হয় জেলবন্দি আটজনকে। তার পরেই মেলে কাঙ্খিত মুক্তি (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi UAE Visit: ‘‘ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায়…’’, আরব সফরে যাওয়ার আগে বার্তা মোদির

    PM Modi UAE Visit: ‘‘ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায়…’’, আরব সফরে যাওয়ার আগে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানকে ভাই বলে সম্মোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi UAE Visit)। দু-দিনের আরব সফরে যাওয়ার আগে মঙ্গলবার সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে নয়াদিল্লি থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিনই আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহান-সহ সেদেশের পদস্থ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।

    মোদির ট্যুইট বার্তা

    দু-দিনের এই সফরে রওনা হওয়ার আগে সোশ্যাল সাইটে মোদি লেখেন, ‘আমার ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ ২০১৫ সাল থেকে এই নিয়ে সপ্তম বার এবং গত আট মাসে তৃতীয়বার আমিরশাহি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে শক্তি, ডিজিটাল পরিকাঠামো, বন্দর, রেলওয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবু ধাবির জায়জ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের ‘আহলান মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

    মোদিকে স্বাগত জানাতে অনুষ্ঠান

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এবং অভ্যর্থনা দিতেই ‘আহলান মোদি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৬৫ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: বৈদিক নকশা নজরকাড়া! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে মৈত্রীর বার্তা

    মোদির ভাষণের পাশাপাশি নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং ৭০০ শিল্পী সেসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি, বুধবার সকালে আমিরশাহিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Qatar: চরবৃত্তির অভিযোগে কাতারে ধৃতদের মুক্তি, ঠিক কী ঘটেছিল গত ১৮ মাসে?

    Qatar: চরবৃত্তির অভিযোগে কাতারে ধৃতদের মুক্তি, ঠিক কী ঘটেছিল গত ১৮ মাসে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন কর্মীকে। দীর্ঘ ১৮ মাস কাতারের (Qatar) জেলে বন্দি ছিলেন তাঁরা। শেষমেশ মুক্তি পেয়েছেন। সোমবার কাকভোরে পা রেখেছেন ভারতভূমে। দেশে ফিরে তাঁরা যেমন ভারত মাতা কী জয় স্লোগান দিচ্ছেন, তেমনি উদাত্ত কণ্ঠে গাইছেন মোদি প্রশস্তিও।

    চরবৃত্তির অভিযোগ

    নৌবাহিনীর এই প্রাক্তন সদস্যরা কাজ করছিলেন আল ধারা নামের এক বেসরকারি সংস্থায়। চরবৃত্তির অভিযোগে ২০২২ সালের অগাস্টে গ্রেফতার করা হয় তাঁদের। ২০২২ সালের অক্টোবরে বন্দি করা হয় কাতারের কারাগারে। গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। ২০২৩ সালের ২৫ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কাতারের (Qatar) আইনে শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই বছরেরই মে মাসে আল ধারা গ্লোবাল দোহায় তাদের অপারেশন বন্ধ করে দেয়। এই অপারেশনে যাঁরা যোগ দিয়েছিলেন, যাঁদের সিংহভাগই ভারতীয়, তাঁরা দেশে ফেরেন।

    মৃত্যুদণ্ড

    ২০২৩ সালের অক্টোবর মাসে ধৃত আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। সে দেশের এই রায়কে দুঃখজনক বলে অভিহিত করে ভারত সরকার। এই রায়ের বিরুদ্ধে থাকা সমস্ত বৈধ অপশনগুলি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় ভারত। ৯ নভেম্বর মাসে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে ভারত। সেই আপিল গ্রহণও করে কাতারের উচ্চ আদালত। ১৬ নভেম্বর ভারত সরকার আপিলের কথা জানায়। সরকারের তরফে এও জানানো হয় সদর্থক কিছু ঘটতে চলেছে।

    বিদেশমন্ত্রকের তৎকালীন মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “কাতার সরকারের সঙ্গে এ ব্যাপারে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্ত করতে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।” ২৩ নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে কাতার আদালত। ডিসেম্বরের ৭ তারিখে ভারতীয় রাষ্ট্রদূত কাতারে বন্দি আট ভারতীয়র সঙ্গে দেখা করেন। অরিন্দম বাগচী বলেন, “মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল, তার দুটো শুনানি হয়ে গিয়েছে।”

    আরও পড়ুুন: রাজ্যসভা নির্বাচনে ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জায়গা পেলেন কারা?

    ২৭ ডিসেম্বর মৃত্যুদণ্ড রদ করা হয় বলে জানায় কাতারের আদালত। বিষয়টিকে ভারতীয় কূটনীতির বিরাট সাফল্য বলে মনে করে বিদেশমন্ত্রক। তার আগে অবশ্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের ৪ জানুয়ারি কাতার আদালত জানায় মৃত্যুদণ্ড রদের কথা। ১২ ফেব্রুয়ারি মেলে কাঙ্খিত মুক্তি। এদিন ভোরেই দিল্লি এসে পৌঁছান সাত ভারতীয়। দেশে তাঁদের স্বাগত জানানো হয় সরকারের তরফে (Qatar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: মুক্তি পেলেন কাতারের জেলে বন্দি ৮ ভারতীয়, দেশে ফিরে কি বললেন জানেন?

    PM Modi: মুক্তি পেলেন কাতারের জেলে বন্দি ৮ ভারতীয়, দেশে ফিরে কি বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সয়েছেন দীর্ঘ জেল যন্ত্রণা। বিদেশে কারাবাসের যে যন্ত্রণা তা ভাষায় বলে বোঝানো যায় না কাউকে। শেষমেশ মিলল মুক্তি। গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন যে আট কর্মীকে বন্দি করেছিল কাতার, তাঁদের দেওয়া হয়েছে মুক্তি।

    “ভারত মাতা কি জয়”

    দেশে ফিরে তাঁরাই সমস্বরে বললেন, “ভারত মাতা কি জয়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নামেও জয়ধ্বনি দেন তাঁরা। সোমবার ভোরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘কাতারে আটক আট ভারতীয় নাগরিক, যাঁরা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করছিলেন, তাঁদের মুক্তিকে ভারত সরকার স্বাগত জানায়। এঁদের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি ও দেশে ফিরে আসার ক্ষেত্রে কাতারের আমিরের সিদ্ধান্তের আমরা প্রশংসা করি।’

    কূটনৈতিক সাফল্য মোদির

    গত ডিসেম্বরে কাতারি আদালত আল দাহরা গ্লোবাল মামলায় গ্রেফতার হওয়া এই আট ভারতীয়ের মৃত্যুদণ্ড রদ করে। পরিবর্তে কারাদণ্ড দেওয়া হয়। কাতারে ধৃত নৌবাহিনীর এই (PM Modi) কর্মীরা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বাসিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। কাতারের আদালত এঁদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে, ভারত সরকার সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানায়। তার পরেই মৃত্যুদণ্ডের পরিবর্তে দেওয়া হয় কারাদণ্ড। শেষমেশ মেলে মুক্তি। আটজন ছাড়া পেলেও, ভারতে ফিরেছেন সাতজন। এই বিষয়ে হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তাঁরা।

    আরও পড়ুুন: “লোকসভা ভোটে বিজেপি ছাড়াবে ৩৭০ আসন”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী

    মুক্তি পাওয়া নৌবাহিনীর এক কর্মী বলেন, “প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ ছাড়া আমাদের এখানে এসে দাঁড়ানো সম্ভব হত না। ভারত সরকারের ক্রমাগত প্রচেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে।” অন্য এক মুক্তি পাওয়া প্রাক্তন নৌবাহিনীর আধিকারিক বলেন, “আমি স্বস্তি বোধ করছি। নিরাপদে বাড়ি ফিরতে পেরে আমি যারপরনাই খুশি। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। তিনি (PM Modi) হস্তক্ষেপ না করলে, মুক্তি মিলত না। কৃতজ্ঞতা জানাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে। মুক্তি পাওয়া নৌবাহিনীর আর এক প্রাক্তন কর্তা বলেন, ভারতে ফিরতে আমাদের প্রায় আঠারো মাস অপেক্ষা করতে হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ ও কাতারের সঙ্গে সম্পর্ক ছাড়া এটা সম্ভব হত না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023)। ১২ জানুয়ারি আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে লেবাননের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু। পরের দিনই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এর আগে দুইবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি ভারত। এবারও সুনী‌লদের জন্য গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন লড়াই। 

    কবে কবে খেলবে ভারত

    আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর (AFC Asian Cup 2023) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় বিকেল ৫টায় হবে এই খেলা। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। এই খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়। আগামী ২৩ জানুয়ারি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে সুনীলরা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

    ভারতের কঠিন প্রতিপক্ষ 

    এশিয়ান কাপে (AFC Asian Cup 2023)যাত্রা শুরুর আগে ভারতীয় ফুটবল প্রেমীদের বড় স্বপ্ন দেখালে‌ন কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য পৌঁছাতে আরও চার বছর সময় লাগবে ভারতের। তাঁর কথায়, ভারত ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। এবারে দলের সাফল্য সম্পর্কে স্টিম্যাচ বলেন,“আমাদের তিন প্রতিপক্ষই টেকনিক্যালি ভালো, আমাদের থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং গতিময়। তাই তিনটি ম্যাচে আমাদের রণকৌশলে বিশেষ পার্থক্য থাকবে না। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখতে হবে, আগামী দুই সপ্তাহে কতটা উন্নতি করা যায় সেটাও দেখতে হবে।”

    এশিয়ান কাপের গ্রুপ বিভাজন

    এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) ১৮তম আসরে ২৪টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উঠবে, যার মধ্যে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে লুসাইল স্টেডিয়ামে। এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলে। মোবাইলে দেখতে চাইলে ডাউনলোড করে নিতে হবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share