Tag: Qatar World Cup

Qatar World Cup

  • FIFA World Cup 2022: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    FIFA World Cup 2022: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় এনে দিতে পারলেন না লিওনেল মেসি। শেষপর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে নাম নয়, পারফরমেন্সই গুরুত্বপূর্ণ, তা আজকের এই ম্যাচ থেকেই বোঝা গেল। ফুটবলপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন যে, মেসির শেষ বিশ্বকাপে (FIFA World Cup 2022), তিনি হয়ত এক ইতিহাস সৃষ্টি করবেন। আর সেই আশা নিয়েই টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচেই যে এমন অঘটন ঘটবে, তা হয়ত কেউই ভাবতে পারেনি। এমনকি আর্জেন্টিনা দলের অতি বড় শত্রুও কল্পনা করেনি। এদিন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরেও জয় আনতে ব্যর্থ হয় মেসির দল।

    ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

    শুরুটা ভালই ছিল আর্জেন্টিনার। এদিন ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আরও তিনটি গোল করতে পারত আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের ফলে আটকে যায় স্কোরবোর্ড। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি লা আলবেসেলেস্তা। কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হলেন মেসি। টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল আর্জেন্টিনা। অবশেষে আজ হার। ৩২ বছর পর বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল আর্জেন্টিনা। ফলে অঘটন যে যখন তখন ঘটতে পারে, তারই প্রমাণ আজকের এই ম্যাচ (FIFA World Cup 2022)।

    দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ পারফরমেন্স সৌদি আরবের

    প্রথমের দিকে তেমন ভালো খেলতে শুরু না করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যায় সৌদি আরব (FIFA World Cup 2022)। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের একমাত্র সুযোগ তৈরি করল তারা। আর তাতেই গোল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে ক্রিশ্চিয়ান রোমেরোকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন সালেহ আল-শেহরি। এরপরেই ছন্দ ফেরত সৌদি আরবের। সেই মুহূর্তই ম্যাচ ঘুরিয়ে দেয় তারা। এরপর কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করল সৌদি আরব। এ বার সালেম আল-দাওয়াসারির গোল। আর এতেই ১-২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।

    তবে গোল শোধ করার অনেক চেষ্টা করছিল আর্জেন্টিনা। এক্ষেত্রে সৌদির গোলকিপারের কথা উল্লেখ না করলেই নয়। কিন্তু সৌদির গোলকিপার আলওয়াইসের কাছে পেরে ওঠেনি মার্টিনেজরা। পুরো ম্যাচেই দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। বেশ কয়েকটি ভাল শট বাঁচান তিনি। ফলে আর্জেন্টিনার কয়েকটি সুযোগ আসলেও কোনটিই শেষপর্যন্ত কাজে লাগাতে পারেনি তারা। শেষে মাঠ ছাড়তে হয় মেসিদের। এরপর এই হারের হতাশা কাটিয়ে মেক্সিকো ও পোল্যাল্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন মেসিদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ (FIFA World Cup 2022)।

     
  • Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসিকে ভবিষ্যতে আর নীল সাদা জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তবে কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022), জানিয়ে দিলেন আধুনিক ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি (Lionel Messi)। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর লিও বলে দিলেন, আগামী ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন। মেসি এই কথা জানানোর পরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের মেসিকে আর খেলতে না-ও দেখা যেতে পারে, সংশয় মেসি অনুরাগীদের মনে।

    এভাবেই শেষ হোক

    ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তাঁর বিশ্বকাপে শেষ ম্যাচ বলে জানিয়ে দিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভাল।” ৩৫ বছরের মেসি এটি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। টপকে গিয়েছেন তাঁর দেশের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনাকে। এ বারের বিশ্বকাপে পঞ্চম গোল করে ফেলেছেন ফুটবলের জাদুকর। বিশ্বকাপে মোট ১১টি গোল তাঁর দখলে। মঙ্গলবার রাতে লুসেইল স্টেডিয়ামে আরও একবার পায়ের জাদু দেখান তারকা ফুটবলার। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি আলভারেজকে গোল করতে সাহায্য করেন আর্জেন্টিনার অধিনায়ক।  দলকে ফাইনালে তোলার পর আর্জেন্টিনার সংবাদ সংস্থা ডিয়ারিও ডিপোর্টিভো ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “ব্যক্তিগত রেকর্ড ভাল। সেগুলো গড়তে পারলে ভাল লাগে। কিন্তু আসল হচ্ছে দলগত ভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর জিনিস সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা। এ বার আমরা বিশ্বকাপ পাওয়ার জন্য নিজেদের সবটুকু দিয়ে দেব।”

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    নীল-সাদা জার্সিতে আরও কিছুদিন!

    আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপের ফাইনাল, তাঁর শেষ ম্যাচ কি না তা অবশ্য স্পষ্ট করেননি মেসি। সমর্থকরা চান, বিশ্বকাপে আর না খেললেও আর্জেন্টিনার হয়ে আরও কয়েকবছর খেলা চালিয়ে যান মেসি। আশা করা যায়, আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে বাকি প্রশ্নের উত্তর ফাইনালের পরই মিলবে। কিন্তু মেসির এই বক্তব্যে জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত স্পষ্ট। আপাতত ফোকাস ১৮ ডিসেম্বরের ‘ব্যাটেল অব লুসেইল’। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি কাপ উপহার দেওয়াই লক্ষ্য লিওর।

  • FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ (FIFA World Cup Final) জয়ের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট। ২০২২-এর বিশ্বকাপ ফাইনালের ম্যাচকে ফুটবলের ইতিহাসের ‘অন্যতম রোমাঞ্চকর ম্যাচ’ বলে অভিহিত করেছেন মোদি। নির্ধারিত সময়ে ফলাফল ৩-৩ থাকার পর, পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার হাতে এল ট্রফি। ফলে লিওনেল মেসিদের খুশির মুহূর্তে সামিল হয়েছে গোটা বিশ্ব। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে অভিনন্দন জানান আর্জেন্টিনা দলকে। আবার ফ্রান্সকেও কুর্নিশ জানিয়েছেন মোদি। কারণ ফাইনালের ম্যাচে এমবাপেদের লড়াইও ছিল অতুলনীয়।

    প্রধানমন্ত্রী ট্যুইটে কী বললেন?

    রবিবার রাত ১১.৪১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন, “সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত।” ট্যুইটে আর্জেন্টাইন প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজকে ট্যাগও করেন প্রধানমন্ত্রী।

    ফ্রান্সের জন্য ট্যুইট করে কী লিখলেন?

    ফাইনালে ফ্রান্স পরাজিত হলেও এমবাপেদের কুর্নিশ জানাতে ভোলেননি মোদি। তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফ্রান্সের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি অন্য একটি ট্যুইটে লিখেছেন, “ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন! ফাইনালে ওঠার পথে তাঁরাও তাঁদের দক্ষতার মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে।” এই ট্যুইটটিতে তিনি ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ট্যাগ করেছেন।

    রাহুল গান্ধীর ট্য়ুইট

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আর্জেন্টিনার জয়ে ট্যুইট করে লিখেছেন, “কি দারুণ খেলা! রোমাঞ্চকর জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। ভালো খেলেছে, ফ্রান্সও। মেসি ও এমবাপে দুজনেই সত্যিকারের চ্যাম্পিয়নদের মত খেলেছেন! #FIFAWorldCupFinal আবার দেখিয়ে দিল কীভাবে খেলা সবাইকে একত্রিত করে!”

    শুভেন্দুর ফেসবুকে পোস্ট

    আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ফেসবুকে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাই।”

    [fb]https://www.facebook.com/SuvenduWB/posts/719825192835766[/fb]

  • FIFA World Cup: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    FIFA World Cup: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের পঞ্চম দিনে রোনাল্ডো, নেইমারকে দেখতে বৃহস্পতিবার টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবল প্রেমীরা। রোনাল্ডো গোল করলেও যাদু ছিল না তাঁর এদিনের খেলায়। সহজ গোলের সুযোগও নষ্ট করেন রোনাল্ডো। নেমার গোল পাননি। কিন্তু তাঁর খেলা নজর কাড়ে।  তবে এদিন ব্রাজিল-সার্বিয়ার খেলায় বাইসাইকেল কিকে হলুদ-সবুজ জার্সিধারী রিচার্লিসনের গোল বুঝিয়ে দিল কাতার বিশ্বকাপে নয়া তারকা এসে গিয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল।

    নেইমারের চোট

    এদিন ব্রাজিল দলকে চালনা করছিলেন নেইমারই। প্লে অ্যাক্টিংয়ের চিহ্ন ছিল না কোথাও। দু’টি গোলের ক্ষেত্রে সরাসরি না হলেও ভূমিকা ছিল নেইমারের। ৬২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোল বুঝিয়ে দেয় ব্রাজিলের ফুটবল দেখতে এখনও কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা। সহজেই ম্যাচ জেতে ব্রাজিল। তবে নেইমারের চোট শঙ্কায় রাখল ভক্তদের। চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ ট্যাকেল করেন নেইমারকে। গোড়ালিতে চোট পান নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলের অধিনায়ককে। এমন অবস্থায় বাকি বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে কি না সেই আশঙ্কায় রয়েছেন সমর্থকরা। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার।  

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর রেকর্ড

    নিজে গোল করলেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। কিন্তু রোনাল্ডো পারলেন। তাঁর গোলেই প্রথমে এগোল পর্তুগাল। ঘানা সমতা ফেরালেও ধরে রাখতে পারল না। তিন মিনিটের ব্যবধানে পর পর দু’গোল করে এগিয়ে যায় পর্তুগাল। গোল শোধ করার অনেক চেষ্টা করে ঘানা। একটা শোধ করলেও টান টান ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ে পর্তুগাল। এদিন গোল করার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের পঞ্চম এবং খুব সম্ভবত শেষ বিশ্বকাপে অনবদ্য রেকর্ড গড়ে ফেলেন রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন শুধুমাত্র রোনাল্ডোর ঝুলিতে। গ্রুপ এইচ থেকে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী ফার্নান্দো স্যান্টোসের দল।

    এদিন গ্রুপ-জি থেকে যাত্রা শুরু করে সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। ব্রেল এমবোলোর একমাত্র গোলে জেতে সুইৎজারল্যান্ড। যদিও গোলের পর সেলিব্রেশন করেননি এমবোলো। ক্যামেরুনে জন্ম তাঁর। ফুটবলে পরিচিতি দিয়েছে সুইৎজারল্যান্ড। জন্মভূমির বিরুদ্ধে গোল করে তাই সেলিব্রেশন থেকে বিরত রইলেন ফুটবলার। গ্রুপ-এইচ থেকে কাপ যাত্রা শুরু করল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    সুইৎজারল্যান্ড ১ : ক্যামেরুন ০  

    উরুগুয়ে ০ : দক্ষিণ কোরিয়া ০

    পর্তুগাল ৩ : ঘানা ২

    ব্রাজিল ২: সার্বিয়া ০

    আজকের ম্যাচ:

    ওয়েলস্‌ বনাম ইরান (গ্রুপ বি) (দুপুর সাড়ে ৩টে)

     কাতার বনাম সেনেগাল (গ্রুপ এ) (সন্ধ্যা সাড়ে ৬টা)

    নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর (গ্রুপ এ) (রাত সাড়ে ৯টা)

    ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি) (রাত সাড়ে ১২টা)

     

  • FIFA World Cup 2022: আজ শুরু কাতার বিশ্বকাপ, ভারত থেকে কখন খেলা দেখা যাবে জানেন?

    FIFA World Cup 2022: আজ শুরু কাতার বিশ্বকাপ, ভারত থেকে কখন খেলা দেখা যাবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছরের অপেক্ষার অবসান। আজ, রবিবার শুরু হতে চলেছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবার আয়োজক দেশ কাতার। এর আগেরবার বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়, ২০১৮ সালে।

    কাতারই প্রথম…

    উল্লেখ্য যে, কাতারই প্রথম আরব দুনিয়ার কোনও দেশ, যারা আয়োজন করছে ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ উপলক্ষে লাখো লাখো ক্রীড়াপ্রেমী ভিড় জমাবেন মধ্য প্রাচ্যের এই দেশটিতে। এবার বিশ্বকাপে (World Cup) খেলছে ৩২টি দল। খেলা হবে ৬৪টি ম্যাচ। এই ৩২টি দেশের দলের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে একটি মাত্র দেশকে। কাতারে যে ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে, তা ভারত থেকে লাইভ দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত সাড়ে ৮টায়, রাত সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়।  

    বিশ্বকাপের টেলিকাস্টিংয়ের ব্রডকাস্ট রাইটস কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম ১৮ মিডিয়া। খেলা সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এই চ্যানেলটি এসডি এবং এইচডি লাইভ ব্রডকাস্ট দেখাবে। ধারা বিবরণী শোনা যাবে ইংরেজি এবং হিন্দিতে। যাঁরা ফোন কিংবা ল্যাপটপে ফিফা ওয়ার্ড কাপের ম্যাচগুলি দেখতে চান, তাঁরা লাইভ ম্যাচ দেখতে পাবেন রিলায়েন্স জিও সিনেমা অ্যাপে।

    আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

    ফিফা ওয়ার্ল্ড কাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী ম্যাচটি হবে কাতারের আল বায়াত স্টেডিয়ামে। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কাতারে খেলা শুরু হবে রাত্রি সাড়ে ৯টায়। তার আগে হবে বিরাট জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেবেন বিটিএসের জুং কুক এবং মরক্কো-কানাডিয়ান অভিনেত্রী নোরা ফতেহি। গ্রুপ ম্যাচ শুরু হবে কাতার বনাম ইকুয়েডরের মধ্যে দিয়ে। এর পর থকে পর পর ম্যাচগুলি দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত্রি সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়। গ্রুপ স্টেজের শেষ আটটি ম্যাচ খেলা হবে ভারতীয় প্রমাণ সময় রাত্রি সাড়ে ৮টায়। গ্রুপ স্টেজের ম্যাচ শেষে জয়ী দলগুলি ১৬ রাউন্ডের খেলায় অংশ নিতে পারবে। এই রাউন্ডের খেলা শুরু হবে ডিসেম্বরের ৩ তারিখ থেকে। এখান থেকেই শুরু হবে নকআউট পর্বও। বিশ্বকাপের ((FIFA World Cup 2022)) কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এই খেলাগুলি হবে ভারতীয় প্রমাণ সময় রাত্রি সাড়ে ৮টা এবং রাত্রি সাড়ে ১২টায়। ডিসেম্বরের ১৮ তারিখে হবে ফাইনাল খেলা। খেলা শুরু হবে রাত্রি সাড়ে ৮টায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Lionel Messi Retirement: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    Lionel Messi Retirement: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসির অনুরাগীদের জন্য এক দুঃখের খবর নিয়ে এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) নিজেই। তিনি ঘোষণা করে দিলেন, এবারের বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ (Lionel Messi Retirement)। ৩৫ বছর বয়সী মেসি এক সাক্ষাৎকারে বলেন, কাতার বিশ্বকাপই (Qatar World Cup) শেষ হতে চলেছে আর্জেন্টিনার (Argentina) হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। ফলে এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল ও মেসি প্রেমীদের উত্তেজনার শেষ নেই।

    সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে এক আলোচনায় মেসি জানিয়েছেন ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে (Lionel Messi Retirement)। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন বিশ্বকাপের দিন গুনছি। সত্যি কথা বলছি, একটু উদ্বেগ রয়েছে। আমি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। আমরা সবাই এই এক জায়গাতেই রয়েছি। কী হবে সেটা নিয়ে আলাদা করে ভাবছি না।“

    আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

    তিনি আরও বলেন, “তবে বিশ্বকাপের জন্য আমি মরিয়া হয়ে রয়েছি। আমরা এই মুহূর্তে খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব শক্তিশালী একটা গ্রুপে আছি। তবে বিশ্বকাপে যা কিছু ঘটতে পারে। প্রতিটি ম্যাচই কঠিন। এই জন্যই বিশ্বকাপ এত স্পেশ্যাল। যারা ফেভারিট হয়ে টুর্নামেন্টে নামে তারাই যে জেতে এমনটা নয়, বা প্রত্যাশিত কিছু করে না। জানি না, আমরা ফেভারিট কিনা! ইতিহাস আর্জেন্টিনার কথা বলছে। আমরা ফেভারিট নই। আমাদের ওপরেও অনেক দল আছে।”

    প্রসঙ্গত, চলতি মরুশুমে ক্লাব এবং দেশের উভয়ের হয়েই মেসি দারুণ ফর্ম রয়েছেন। ২০১৯ থেকে শুরু করে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে অপরাজিত রয়েছে। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে মেসি জিতেছিলেন। এটি তাঁর সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল। তবে এবার তাঁর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে ও তাঁরা আশা করেই রেখেছে যে, দেশকে এবারে বিশ্বকাপ এনে দিয়েই অবসর নেবেন মহাতারকা (Lionel Messi Retirement)। অন্যদিকে মেসিও মরিয়া হয়ে উঠেছে দেশের হয়ে বিশ্ব সেরা হওয়ার জন্য। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ (Qatar World Cup)।

  • FIFA 2022: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    FIFA 2022: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের নভেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম অধ্যুষিত দেশে হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে (Qatar) মদ বিক্রি হয়। তবে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা (Beer Policy) রয়েছে। এই পরিস্থিতিতে ফিফা ও বিশ্বকাপের আয়োজকদের ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। বিশ্বের বেশিরভাগ ফুটবল দর্শক বিশেষ করে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান দর্শকরা বিয়ার পান করতে করতে ফুটবল দেখায় অভ্যস্ত। কিন্তু কাতারে স্টেডিয়ামের ভিতরে বিয়ার নিষিদ্ধ। পানীয় প্রস্তুতকারক সংস্থা বুডউইজার আবার বিশ্বকাপের অন্যতম স্পনসর। 

    ফিফা ও আয়োজকদের আশা, ফুটবল মহাযুদ্ধের সাক্ষী থাকতে ১২ লক্ষ দর্শক কাতারে যাবেন। ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ ওই পানীয় প্রস্তুতকারী সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিফা বিশ্বকাপে দর্শকাসনে বসে ফুটবলপ্রেমীরা বুডউইজার জিরো ও বুডউইজার পান করতে পারবেন। এতেই মনে করা হচ্ছে, দর্শকাসনে নন-অ্যালকোহলিক পানীয় পান করতে হবে ফুটবলপ্রেমীদের। তবে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রক্ষনশীল কাতারে বান্ধবী নিয়ে এসে বিশ্বকাপ দেখার সম্ভবনায় দাঁড়ি টেনেছে উদ্যোক্তা দেশ।  কাতারের প্রচলিত আইন অনুযায়ী হোটেলে  স্ত্রী ছাড়া অন্য কোনও নারীর সঙ্গে চেক ইন করায় নিষেধাজ্ঞা আছে।  সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিশ্বকাপ এর সময়েও। এবার বিয়ারে কোপ পড়লে দর্শকদের মনোরঞ্জনে খামতি থেকে যাবে বলে মনে করছে ক্রীড়া ট্যুরিজম সংস্থাগুলি। তাই নিয়মে কিছু বদল আনতে চাইছে ফিফা। আর্থিক চুক্তি ও স্পনসরদের কথাও ভাবতে হচ্ছে তাদের।

    কাতারে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপ। তখনও বিশেষ অ্যালকোহল পলিসি তৈরি করা হয়েছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় সুরাপ্রেমীদের জন্য ড্রিঙ্কিং জোন তৈরি করা হয়েছিল দোহার কাছেই একটি গল্ফ ক্লাবে। সেখানে বিয়ার মিলেছিল শহরের নামী হোটেলগুলির তুলনায় অনেকটাই কম দামে। এবার সেরকম কিছু করার কথাই ভাবা হচ্ছে। 

    উল্লেখ্য, ২৯টি দল নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজানো হয়। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। ৩২টি দল নিয়ে ফুটবল বিশ্বযুদ্ধ শুরু হবে ২১ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। 

LinkedIn
Share