Tag: Qatar World Cup 2022

Qatar World Cup 2022

  • FIFA World Cup: ইতিহাস গড়া হল না মরক্কোর, বিশ্বকাপে তৃতীয় ক্রোয়েশিয়া

    FIFA World Cup: ইতিহাস গড়া হল না মরক্কোর, বিশ্বকাপে তৃতীয় ক্রোয়েশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শিরোপা লড়াইয়ের আশা শেষ হয়ে গেলেও জয়ের ক্ষুধা যে মেটেনি, তা শুরু থেকেই ফুটে উঠল দুই দলের পারফরম্যান্সে। সেমিফাইনালে উঠেই ইতিহাস লিখেছিল মরক্কো। তবে সেই ইতিহাস আরও সমৃদ্ধ করা হল না মরক্কোর। তৃতীয় স্থানের ম্যাচে ক্রোয়েশিয়া জিতল ২-১ ব্যবধানে। অনেকেরই ধারণা ছিল, এই ম্যাচ গুরুত্বহীন, কিন্তু সেই ধারণাকে ভুল মানতে বাধ্য করে ক্রোটরা। গতকালের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। তৃতীয় স্থান অধিকারের ম্যাচ হলেও দু’দলকেই আক্রমণাত্মকভাবে খেলতে দেখা গিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলা। দু’দলের টানা আক্রমণের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়ায় ক্রোটরা কাতার বিশ্বকাপ শেষ করল তৃতীয় হয়ে।

    হাড্ডাহাড্ডি লড়াই

    গতকালের ম্যাচটি ভারতীয় সময় সাড়ে ৮ টায় শুরু হয়েছিল। সেমিফাইনালে হেরে যাওয়া দু’দল ভাঙা মন নিয়ে খেলতে নামে। ফাইনালে যেতে না পারলেও গতকাল দু’দলের ফুটবলারদের মধ্যে দেখা গেছে উত্তেজনা। ফাইনালে উঠতে না পারার আক্ষেপটা তো থাকবেই। তবে ক্রোয়েশিয়া তৃতীয় স্থানের লড়াইয়ের ম্যাচ আর হাতছাড়া করেনি। মরক্কোকে ২-১ হারিয়ে তৃতীয় স্থান দখল করে তারা। 

    অন্যদিকে এই ম্যাচটি গুরুত্ববপূর্ণ ছিল ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচের জন্য। বিশ্বকাপে সম্ভবত নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। আজকেও প্রথম গোলটির ক্ষেত্রে তাঁর একটি বড় ভূমিকা ছিল। নিচের দেশকে বিশ্ব ফুটবলের মঞ্চে এক আলাদাই উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি।

    আরও পড়ুন:মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    গতকাল ম্যাচ শুরুর ৬ মিনিটেই গোল করেন জস্কো গভর্ডিওল। ক্রোয়েশিয়া ১-০ এগিয়ে যায়। এরপর গোল খাওয়ার ৩ মিনিটের মধ্যেই গোলশোধ। আচরফ দারি গোল করে ১-১ করলেন। প্রথমার্ধেই ম্যাচের স্কোরকে সমতায় আনে মরক্কো। এবং মিরোস্লাভ ওরসিচ। মরক্কোর হয়ে একমাত্র গোলটি আচরফ দারির। গতকাল ক্রোয়েশিয়াকে পুরো আক্রমণের মেজাজে দেখা গিয়েছে। গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল ক্রোটরা। কিন্তু ম্যাচের ২৫ মিনিটেও খেলার ফল ছিল ১-১। এরপর ৪২ মিনিটে ফের ব্যবধান বাড়াল ক্রোয়েশিয়া। মিসলাভ ওরসিচের গোলে বিরতির আগে ২-১ করল ক্রোটরা। অন্যদিকে ইতিহাস গড়ার জন্য মরক্কোও চেষ্টা করে চলেছিল লিড বাড়ানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

    ১৯৯৮ সালের পর ফের তৃতীয়…

    ১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপে তৃতীয় হল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। আর চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া, বিশ্ব সেরার মঞ্চে সেটাই তাদের সেরা সাফল্য। ফলে ফাইনালে না যাওয়ার আক্ষেপ থাকলেও শেষ লড়াইটা ভালোই হয়েছে ক্রোটদের।

  • FIFA World Cup: মেসি ম্যাজিক! আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে গড়লেন একাধিক রেকর্ড

    FIFA World Cup: মেসি ম্যাজিক! আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে গড়লেন একাধিক রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: অপ্রতিরোধ্য মেসি! কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে উঠে গেল মেসিরা। এদিন ম্যাচে মেসি খেলতে নেমেই জয়ের পাশাপাশি গড়লেন একের পর এক নজির। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ফাইনাল ম্যাচেও মেসির সামনে থাকবে একাধিক নতুন রেকর্ড গড়ার ও পুরনো রেকর্ড ভাঙার সুযোগ।

    ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমে মেসির তিনটি রেকর্ড

    বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে (FIFA World Cup) মাঠে নামার সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়ে ফেলেছেন লিওনেল মেসি। আর পেনাল্টি থেকে গোল করেও আরও একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার।

    প্রথম রেকর্ড

    বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। এতদিন বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজের। কিন্তু এবারে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় যুক্ত হল মেসিরও নাম। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছিলেন ম্যাথিউজ। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে (FIFA World Cup) এবার ২৫তম ম্যাচ খেলে মেসিও তাঁর পাশে স্থান পেলেন।

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    দ্বিতীয় রেকর্ড

    বিশ্বকাপে (FIFA World Cup) অধিনায়ক হিসেবেও মেসি গড়লেন নতুন রেকর্ড। ম্যাথিউজের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি, এদিন মেসি ছাপিয়ে গেলেন মেক্সিকোর প্রাক্তন অধিনায়ক রাফায়েল মার্কুয়েজকে। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগে পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আর এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেল ১৯ টি ম্যাচ। ফলে এটিও তাঁর চলতি বিশ্বকাপে একটি নতুন রেকর্ড।

    তৃতীয় রেকর্ড

    আবার এদিন গোল করার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন মহাতারকা। এদিন ম্যাচের ৩২ মিনিটে দলের প্রথম গোল পেনাল্টি থেকে করেন মেসি। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১০ গোল করার নজির ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির।

    আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে নেমে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে (FIFA World Cup) তাঁরও ৫ গোল হয়ে গেল।

    এভাবেই দেখতে দেখতে কাতার বিশ্বকাপও (FIFA World Cup) শেষের পথে। আর একটি সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ বাকি রয়েছে। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট। এরপর ফাইনালে কার বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন মেসিরা, এখন সেদিকে তাকিয়েই বিশ্ববাসী। আর ১৮ ডিসেম্বরের ফাইনালে মেসির জাদু দেখার জন্য এখন থেকেই দিন গুনছে মেসি প্রেমীরা।

  • Zakir Naik: বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়নি জাকির নায়েককে, ভারতকে জানিয়ে দিল কাতার

    Zakir Naik: বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়নি জাকির নায়েককে, ভারতকে জানিয়ে দিল কাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েককে (Zakir Naik) আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের (India) কড়া বার্তার পর একথা জানিয়ে দিল ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) এর আয়োজক দেশ কাতার (Qatar)। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, জাকির নায়েককে আমন্ত্রণের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে কাতার প্রশাসন। তারা জানিয়েছে, ফুটবল বিশ্বকাপের জন্য আমন্ত্রণই করা হয়নি জাকিরকে। তিনি বলেন, জাকির নায়েক যাতে আইনের মুখোমুখি হন, সেজন্য সব রকম চেষ্টা করবে ভারত। শুধু তাই নয়, জাকিরকে প্রত্যর্পণের জন্যও যাবতীয় চেষ্টা জারি রাখবে ভারত।

    জাকির নায়েক…

    বিশ্বকাপ শুরুর আগেই কাতারে পৌঁছে যান বিতর্কিত ইসলামিক ধর্মশিক্ষাদাতা জাকির নায়েক (Zakir Naik)। ভারতে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এই কাতারেই চলছে ফিফা বিশ্বকাপ ২০২২। সেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা। বিশ্বকাপ চলাকালীন সময়ে ধর্মীয় বক্তৃতা দিয়ে বেড়াবেন তিনি।

    প্রসঙ্গত, ইসলাম সম্পর্কিত নানা বিষয়ে বিভিন্ন সময় ভাষণ দিতে দেখা গিয়েছে জাকিরকে (Zakir Naik)। ১৯৯৪ সালে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ গ্রন্থ নিয়ে ভাষণ দেওয়ার সময় প্রথম নজরে আসেন তিনি। নতুন সহস্রাব্দের গোড়া থেকেই তুমুল জনপ্রিয়তা পায় জাকিরের ভিডিও। নানা সময় তাঁর নানা কথায় দেশে সৃষ্টি হয়েছে বিতর্কের। এহেন জাকির কাতার বিশ্বকাপে হাজির হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সাফ জানিয়ে দেন, ভারতকে না জানিয়েই জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার। ভারতের তরফে কড়া বার্তা পেয়ে নড়েচড়ে বসে কাতার প্রশাসন।

    আরও পড়ুন: কাতারে হাজির সেই জাকির নায়েক, কেন জানেন?

    বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অরিন্দম বাগচি জানিয়ে দেন, জাকির নায়েককে (Zakir Naik) আমন্ত্রণ প্রসঙ্গে কাতারের কাছে কড়া বার্তা দিয়েছে ভারত। সে দেশের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি জাকির নায়েককে। বিশ্বকাপের সঙ্গে জাকির নায়েকের কোনও যোগ নেই। এদিন বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয়। তাতে বলা হয়েছে, ভারতের চোখে জাকির নায়েক একজন অপরাধী। ইতিমধ্যেই মালয়েশিয়ার কাছে জাকিরকে প্রত্যর্পণের আবেদনও জানানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Zakir Naik: কাতারে হাজির সেই জাকির নায়েক, কেন জানেন?

    Zakir Naik: কাতারে হাজির সেই জাকির নায়েক, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারে (Qatar) পৌঁছলেন বিতর্কিত ইসলামিক (Islamic) ধর্মশিক্ষাদাতা জাকির নায়েক (Zakir Naik)। ভারতে (India) তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এই কাতারেই চলছে ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)। সেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীরা। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই কাতারে হাজির জাকির নায়েক। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে তিনি ধর্মীয় বক্তৃতা দিয়ে বেড়াবেন।

    তসলিমা নাসরিনের ‘লজ্জা’…

    ইসলাম সম্পর্কিত নানা বিষয়ে বিভিন্ন সময় ভাষণ দিতে দেখা গিয়েছে জাকিরকে। ১৯৯৪ সালে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ গ্রন্থ নিয়ে ভাষণ দেওয়ার সময় প্রথম নজরে আসেন তিনি। নতুন সহস্রাব্দের গোড়া থেকেই তুমুল জনপ্রিয়তা পায় জাকিরের ভিডিও। নানা সময় তাঁর নানা কথায় দেশে সৃষ্টি হয়েছে বিতর্কের।

    ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বন্ধ করে দেয় কেন্দ্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই ফাউন্ডশনের সদস্যদের বিভিন্ন ধর্মের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করতেন তিনি। এর পর ভারত ছাড়েন জাকির। আশ্রয় নেন মালয়েশিয়ায়। বছর সাতান্নর জাকির ২০১৭ সাল থেকে রয়েছেন মালয়েশিয়ায়। ২০২০ সাল থেকে ভারতে তাঁর ভাষণ দেওয়া নিষিদ্ধ হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। এর ঠিক দু বছর আগে জাকির নায়েকের পাশপোর্ট বাতিল করে দেওয়া হয়। তার পর থেকে তিনি নিজেকে প্রবাসী ভারতীয় বলে দাবি করতে থাকেন। ট্যুইট বার্তায় ফিল্মমেকার জাইন খান লেখেন, আমাদের সময়কার একজন বিখ্যাত ইসলামিক স্কলার কাতার এসে পৌঁছেছেন ফিফা বিশ্বকাপ উপলক্ষে। 

    আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, ভারত থেকে কখন খেলা দেখা যাবে জানেন?

    এই জাকির একবার তাঁর বক্তৃতায় আত্মঘাতী হামলাকে সমর্থন করেছিলেন। ইসলাম ধর্মগুরু সলমান ওয়ুধকে তিনি ইসলামের একজন বিরাট পণ্ডিত বলেও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, চরমপন্থা হিসেবে ইসলামে এরকম হামলা অনুমোদিত। এর পর তিনি প্যলেস্তাইনের উদাহরণ দেন। পাকিস্তানে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একটি হিন্দু মন্দির। তখনও জাকির যুক্তি দেখিয়েছিলেন, ইসলামিক দেশে মন্দির বানাতে নিষেধ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Fifa World Cup: বিশ্বকাপের প্রাইজ মানি কত জানেন?

    Fifa World Cup: বিশ্বকাপের প্রাইজ মানি কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। এখন চর্চায় কাতার ফুটবল বিশ্বকাপ। আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। এবার আয়োজক দেশ কাতার। এর আগেরবার বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়, ২০১৮ সালে। এবার বিশ্বকাপে (Fifa World Cup) খেলছে ৩২টি দল। খেলা হবে ৬৪টি ম্যাচ। এই ৩২টি দেশের দলের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে একটি মাত্র দেশকে। কাতারে যে ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে, তা ভারত থেকে লাইভ দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত সাড়ে ৮টায়, রাত সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়। 

    বিশ্বকাপের প্রাইজমানি কত জানেন?

    ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। কাতার, আরবের এই দেশটিতে টাকা-পয়সার যে কোনও কমতি নেই তা সর্বজন বিদিত। এবার পুরস্কার মূল্য আগেরবারের থেকেও অনেকটাই বেশি। ফিফার তরফে এবার পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে মোট ৪৪ কোটি ডলার (৩৫৭৩ কোটি ভারতীয় টাকা)। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে।

    আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

    যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের পুরস্কার মূল্য মাথা পিছু ৯০ লক্ষ ডলার (৭৪ কোটি টাকা)। প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় পৌঁছনো দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার (১০৬ কোটি টাকা)। শেষ আটে উঠলে পাওয়া যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার (১৩৮ কোটি টাকা)। চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২৫ মিলিয়ন ডলার (২০৪ কোটি টাকা)। তৃতীয় স্থানে পৌঁছনো দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার (২২০ কোটি টাকা)। ফাইনালে যে দল হারবে অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ৩০ মিলিয়ন ডলার (২৪৫ কোটি টাকা)। প্রথম স্থানে থাকা বিশ্বকাপজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৪৪  কোটি টাকা)।   

    বিশ্বকাপের টেলিকাস্টিংয়ের ব্রডকাস্ট রাইটস কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম ১৮ মিডিয়া। খেলা সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এই চ্যানেলটি এসডি এবং এইচডি লাইভ ব্রডকাস্ট দেখাবে। ধারা বিবরণী শোনা যাবে ইংরেজি এবং হিন্দিতে। যাঁরা ফোন কিংবা ল্যাপটপে ফিফা ওয়ার্ড কাপের ম্যাচগুলি দেখতে চান, তাঁরা লাইভ ম্যাচ দেখতে পাবেন রিলায়েন্স জিও সিনেমা অ্যাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Lionel Messi Retirement: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    Lionel Messi Retirement: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসির অনুরাগীদের জন্য এক দুঃখের খবর নিয়ে এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) নিজেই। তিনি ঘোষণা করে দিলেন, এবারের বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ (Lionel Messi Retirement)। ৩৫ বছর বয়সী মেসি এক সাক্ষাৎকারে বলেন, কাতার বিশ্বকাপই (Qatar World Cup) শেষ হতে চলেছে আর্জেন্টিনার (Argentina) হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। ফলে এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল ও মেসি প্রেমীদের উত্তেজনার শেষ নেই।

    সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে এক আলোচনায় মেসি জানিয়েছেন ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে (Lionel Messi Retirement)। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন বিশ্বকাপের দিন গুনছি। সত্যি কথা বলছি, একটু উদ্বেগ রয়েছে। আমি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। আমরা সবাই এই এক জায়গাতেই রয়েছি। কী হবে সেটা নিয়ে আলাদা করে ভাবছি না।“

    আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

    তিনি আরও বলেন, “তবে বিশ্বকাপের জন্য আমি মরিয়া হয়ে রয়েছি। আমরা এই মুহূর্তে খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব শক্তিশালী একটা গ্রুপে আছি। তবে বিশ্বকাপে যা কিছু ঘটতে পারে। প্রতিটি ম্যাচই কঠিন। এই জন্যই বিশ্বকাপ এত স্পেশ্যাল। যারা ফেভারিট হয়ে টুর্নামেন্টে নামে তারাই যে জেতে এমনটা নয়, বা প্রত্যাশিত কিছু করে না। জানি না, আমরা ফেভারিট কিনা! ইতিহাস আর্জেন্টিনার কথা বলছে। আমরা ফেভারিট নই। আমাদের ওপরেও অনেক দল আছে।”

    প্রসঙ্গত, চলতি মরুশুমে ক্লাব এবং দেশের উভয়ের হয়েই মেসি দারুণ ফর্ম রয়েছেন। ২০১৯ থেকে শুরু করে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে অপরাজিত রয়েছে। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে মেসি জিতেছিলেন। এটি তাঁর সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল। তবে এবার তাঁর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে ও তাঁরা আশা করেই রেখেছে যে, দেশকে এবারে বিশ্বকাপ এনে দিয়েই অবসর নেবেন মহাতারকা (Lionel Messi Retirement)। অন্যদিকে মেসিও মরিয়া হয়ে উঠেছে দেশের হয়ে বিশ্ব সেরা হওয়ার জন্য। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ (Qatar World Cup)।

  • FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন। নির্ধারিত সূচির এক দিন আগেই শুরু হবে ফুটবলের মহারণ। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। ২১ নভেম্বর, সোমবারের বদলে ২০ নভেম্বর, রবিবার শুরু হবে কাতার বিশ্বকাপ। অনেক হিসেব নিকেশের পর মধ্যপ্রাচ্যের দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ (Football World Cup) শুরুর দিন ঠিক হয়েছিল। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর আয়োজক কাতার নামত গ্রুপ পর্বের লড়াইয়ে। অতীতের এই পরিকল্পনায় আসছে পরিবর্তন।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনতে চলেছে ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। আগের সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। 

    বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি ছাড়াও কাউন্সিলের সদস্য মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থার প্রধানরা। কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর কাতার বিশ্বকাপ শুরুর নতুন দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ফিফা।

    নতুন সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপের ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বরেই। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। ফিফা সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপের বাকি সূচিতে পরিবর্তন হচ্ছে না।

     

     

LinkedIn
Share