Tag: Rahul

Rahul

  • BJP: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই দায়ী,” তোপ বিজেপির

    BJP: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই দায়ী,” তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “দলের পরাজয়ের জন্য রাহুল গান্ধীই (Rahul Gandhi) দায়ী এবং তাঁর ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ বন্ধ করা উচিত।” শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাঁকে এই ভাষায়ই আক্রমণ শানাল বিজেপি (BJP)। দু’দিনের গুজরাট সফরে গিয়েছিলেন রাহুল। দ্বিতীয় দিনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “বিজেপির জন্য কাজ করা দলের নেতা-কর্মীদের ছেঁকে বের করার প্রয়োজন আছে।” এঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দেন তিনি। হুঁশিয়ারি দেন অপসারণেরও।

    রাহুলকে আক্রমণ (BJP)

    এর পরেই রাহুলকে আক্রমণ শানান বিজেপি নেতৃত্ব। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “রাহুল ও তাঁর মা সোনিয়া গান্ধী দলের শীর্ষে আসার পর থেকে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়েছে।” সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কংগ্রেসের ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নেতা গুজরাটে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের সাফল্যের মূল মন্ত্র শেখাচ্ছেন। যদিও এটি দলের অভ্যন্তরীণ বিষয়, তাঁর মন্তব্য অবশ্যই কংগ্রেসের অভ্যন্তরীণ দুর্দশা এবং তাঁর ক্রমশ অবনতিশীল মানসিক অবস্থার দিকেই ইঙ্গিত করে।”

    সবচেয়ে খারাপ নেতা

    রাজ্যসভার এই সাংসদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকার এবং মিডিয়ার ওপর দোষারোপ করার পর, তিনি এখন নিজের দলের লোকদের দোষারোপ করতে শুরু করেছেন। পদ্ম-পার্টির এই নেতা (BJP) বলেন, “এভাবে প্রকাশ্যে নিজের দলের লোকদের অপমান করার উদাহরণ আপনি অন্য কোনও নেতার মধ্যে খুঁজে পাবেন না। গান্ধী যদি আত্মবিশ্লেষণ করেন, তবে তিনি বুঝতে পারবেন যে তিনি দলের সবচেয়ে খারাপ নেতা।”

    বিজেপির আর এক জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “রাহুল গান্ধী গুজরাটে নিজেকে এবং তাঁর দলকে ট্রোল করেছেন এবং নিজের প্রতিচ্ছবি দেখিয়েছেন – তিনি তাঁর ব্যর্থতার জন্য খাড়্গেজি এবং তাঁর দলের কর্মীদের দোষারোপ করছিলেন। তিনি বলেছেন, তাঁর দলের অর্ধেকেরও বেশি নেতা বিজেপির সঙ্গে গোপন আঁতাতে যুক্ত। আর তিনিই নিজের দলকে ৯০টিরও বেশি নির্বাচনে পরাজিত করেছেন। এই দিক থেকে, তিনিই বিজেপির সবচেয়ে বড় সম্পদ।” তাঁর প্রশ্ন, “আপনি (Rahul Gandhi) কি বিজেপির সঙ্গে গোপন আঁতাতে যুক্ত (BJP)?”

  • Rahul Gandhi: নিষিদ্ধ চিনা ড্রোন নিয়ে রাহুল গান্ধীর কেরামতি! শিল্পমহলে ছিছিক্কার

    Rahul Gandhi: নিষিদ্ধ চিনা ড্রোন নিয়ে রাহুল গান্ধীর কেরামতি! শিল্পমহলে ছিছিক্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দলকে ফাঁসালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)! ভারতের ড্রোন শিল্পের সমালোচনা করতে গিয়ে একটি পোস্টে তিনি ব্যবহার করলেন নিষিদ্ধ চিনা ড্রোন (Banned Chinese Drone)। তার পর আর যায় কোথায়! দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।

    রাহুলের সমালোচনা (Rahul Gandhi)

    রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার (DFI) প্রেসিডেন্ট স্মিত শাহ। তিনি বলেন, “দেশে বৃদ্ধি পাচ্ছে এমন ড্রোন শিল্পকে অস্বীকার করে চিনা ডিজেআই ড্রোন প্রদর্শন করা কেবল অন্যায় নয়, বিভ্রান্তিকরও।” ডিজেআই ড্রোন তৈরি করে একটি চিনা কোম্পানি। ডিজেআই টেকনোলজি কোম্পানি লিমিটেড নামের ওই সংস্থাটি রয়েছে শেনঝেন, গুয়াংডং-এ। এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, “ডিজেআই ড্রোন ২০২২ সাল থেকে ভারতে নিষিদ্ধ। তবুও রাহুল গান্ধীকে এরই একটি নিয়ে কাজ করতে দেখা গিয়েছে।” তাঁর প্রশ্ন, “এই ড্রোনটা কীভাবে এল? এটি ব্যবহারের আগে বৈধ অনুমতি নেওয়া হয়েছিল কিনা।”

    ভারতের ড্রোন

    শাহ (Rahul Gandhi) বলেন, “ভারতের ড্রোন শিল্প এখনও বিকাশমান। এখানে এখনও অনেক কাজ বাকি। তবে বাস্তব সমাধান না দিয়ে বিস্তৃত বক্তব্য দিলে আদতে কোনও কাজ হয় না। শিল্প নেতৃবৃন্দ, গবেষক এবং নীতিনির্ধারকদের সম্মিলিত প্রচেষ্টাই বাস্তব অগ্রগতি তৈরি করছে।” তিনি বলেন, “রাহুল গান্ধী ড্রোন চালানোর বিষয়ে আইনগত উদ্বেগ উত্থাপন করেছেন। জানতে চেয়েছেন তার কি বৈধ রিমোট পাইলট সনদ আছে এবং ড্রোন কি ডিজিটালস্কাইতে রেজিস্টার্ড ছিল, যেমনটা ভারতের ড্রোন নিয়ম ২০২১ অনুসারে প্রয়োজন”। ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়ার  প্রেসিডেন্টের আরও প্রশ্ন, “তাঁর বাসস্থান এবং অফিস সম্ভবত একটি সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে পড়ে। ড্রোন ওড়ানোর আগে তিনি কি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছিলেন? এই নিয়মগুলি কি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়, নাকি তিনি সহজেই উপেক্ষা করেছেন?”

    মোহনদাস পাই পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। তিনি ইনফোসিসের প্রাক্তন সিএফও এবং বোর্ড সদস্য। তিনি বলেন, “ভারত আজ বিশ্বের ৫ম বৃহত্তম শিল্প উৎপাদনকারী দেশ, ২য় বৃহত্তম স্টিল উৎপাদক, ২য় বৃহত্তম সিমেন্ট, ৩য় বৃহত্তম অটোমোবাইল উৎপাদক, বৃহত্তম ২ডাব্লু উৎপাদক, ২য় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদক, ৩য় বৃহত্তম শক্তি উৎপাদক (Banned Chinese Drone)। এর মধ্যে অধিকাংশই হয়েছে গত ১০ বছরে (Rahul Gandhi)।”

  • Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সানডে তে ভারত- পাকিস্তান সুপার ব্যাটেলের আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া। ব্যাট বল ছেড়ে দুবাইয়ে বিচ ভলি থেকে রোয়িংয়ে মেতে উঠলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা। কঠিন ম্যাচে মাঠে নামার আগে দলকে মানসিকভাবে ফুরফুরে রাখতে চাইছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের একতা বাড়িয়ে দলকে আরও চাঙ্গা করতে তাই কোহলিদের একদিন ছুটি দিলেন হেড স্যার।

    বোর্ডের তরফে মজার এই দিনের ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত, বিরাট, অশ্বিন, কার্তিকরা সবাই রোয়িং করছেন। আবার বিচ ভলিতেও মেতে উঠেছেন। তবে সবাই মেতে উঠলেও দূরে রাহুল স্যারের সঙ্গে বিশেষ আলোচনা করতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে। আবারও পাক-বধের পরিকল্পনা নয় তো? ভিডিওতে দেখা যাচ্ছে যে যুজবেন্দ্র চাহাল বলছেন,”আমাদের একদিন ছুটি ছিল। তাই রাহুল স্যার বললেন যে আজ একটু অন্যরকম কার্যকলাপ হবে। সেই মতই আমরা রোয়িং ও বিচ ভলিতে মেতে উঠেছি। টিম বন্ডিংয়ের জন্য এই সেশন খুব উপযোগী।”

    আরও পড়ুন: ৫ দিনে তিনটে ম্যাচ রোহিতদের! সুপার ফোরে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    তবে মেগা ম্যাচে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ডান হাঁটুতে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার। যা রোহিতদের জন্য বড় ধাক্কা হতে পারে। তাঁর পরিবর্ত হিসেবে দলে অক্ষর প্যাটেল। জাদেজা আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। 

    জাদেজা চলতি এশিয়া কাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দলের হয়ে যুগ্ম সর্বোচ্চ ৩৫ রান করেন তিনি। পরে ২ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১১ রান খরচ দেন তিনি। অক্ষর প্যাটেলের বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতটাও মন্দ নয়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাট বল হলেও ফিল্ডিংয়ে জাদেজার মতো ক্ষীপ্রতা দেখানো মুশকিল প্যাটেলের পক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চর্চায় রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাহুল গান্ধীর প্রতিবেশী দেশের নাইট ক্লাবে (Night Club) পার্টি করার ভিডিও। ভিডিওয় ক্লাবের আলো আধারিতে হঠাৎই মুখ ভেসে ওঠে কংগ্রেস সাংসদের। নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) একটি নাইট ক্লাবে বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতিকে। মঙ্গলবার ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল (viral video) হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।     

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) প্রথম টুইটারে ভিডিওটি শেয়ার করেন। টুইটে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন  রাহুল গান্ধী ছিলেন নাইট ক্লাবে। তাঁর দলে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছে, তখন তাঁকে উল্লাসে মাততে দেখা গেল।” 

    [tw]


    [/tw]

    যদিও এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করা যায় নি। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভিডিওটি কাঠমান্ডুর একটি নাইট ক্লাবের। সোমবার এক সাংবাদিক বন্ধু সুমনিমা দাসের বিয়েতে গিয়েছিলেন গান্ধী পরিবারের এই সদস্য। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ম্যারিয়ট (Mariott) হোটেলে।  

    এদিন রাহুল (Rahul) গান্ধীর ভিডিও সামনে আসতেই আক্রমণ শানায় ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সফরকেও রেয়াত করেনি হাত শিবির। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, “দেশে যখন একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে, তখন সাহেব বিদেশ ভ্রমণে ব্যস্ত।” এরপরই রাহুল গান্ধীর নাইট ক্লাবের ভিডিও প্রকাশ্যে এলে কংগ্রেসকে (Congress) খোঁচা মারতে এক মূহূর্তও দেরি করেনি বিজেপি।

     

     

LinkedIn
Share