Tag: Rahul Dravid

Rahul Dravid

  • Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Covid-19) আক্রান্ত বিরাট কোহলি (Kohli)। সূত্রের খবর, মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ।

    করোনার কারণে লন্ডন সফরে যাননি রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)। গত সপ্তাহেই ইংল্যান্ডে পৌঁছয় ভারতীয় দল (Team India)। লন্ডন পৌঁছনোর পর নিয়মমাফিক করোনা টেস্ট করার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে কোহলির। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের 

    গতবছর করোনার কারণে ইংল্যান্ডের সাথে ভারতের পঞ্চম টেস্ট সাময়িক বাতিল হয়ে যায়। বাতিল হওয়া সেই টেস্টই খেলতে ইংল্যান্ড গেছে ভারতীয় দল। অদ্ভুতভাবে আবার একের পর এক ভারতীয় ক্রিকেটারের আক্রান্ত হওয়া খবর সামনে আসছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রান্ত হতে পারেন। লন্ডনে ভক্তদের খুব কাছাকাছি দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই রোহিতদের মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন 

    চলতি মাসের শুরুতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন কোহলি। গত ১৩ জুন দেশে ফিরে আসেন। এরপর ফের ১৬ জুন ইংল্যান্ড উড়ে যান বিরাট। ইংল্যান্ড পৌঁছেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। অনেকে মনে করেছিলেন অনুষ্কা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। তবে পরে জানা যায়, বিরাট স্ত্রীকে নিয়ে কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলেন।    

    তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। দলের সঙ্গে গত দু-তিন দিন ধরে অনুশীলনও করছেন। নেটে তাঁকে ব্যাট করতেও দেখা গিয়েছে। ২৩ জুন শুক্রবার থেকে লেস্টাশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।  সেই ম্যাচে বিরাট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। 

    আগামী ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাটকে খেলতে নামাবেন কিনা এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।   

     

  • Sachin Tendulkar: নিজের স্বপ্নের একাদশ খোলসা করলেন শচীন, কারা রয়েছেন সেই দলে?

    Sachin Tendulkar: নিজের স্বপ্নের একাদশ খোলসা করলেন শচীন, কারা রয়েছেন সেই দলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সর্বকালের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শচীনের ঝুলিতে রয়েছে অজস্র রেকর্ড। ব্যাটিং ইতিহাসে এমন কোন মাইলস্টোন নেই বললেই চলে যা শচীন ছোঁননি। একদিনের ক্রিকেটে তুলেছেন মোট ১৫,৯২১ রান। টেস্ট ক্রিকেটে ১৮,৪২৬ রান করেছেন তিনি। ১০০ টি সেঞ্চুরি এবং ২০১ টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।  

    সম্প্রতি নিজের স্বপ্নের একাদশের কথা উল্লেখ করেছেন শচীন। তিনি একটি ক্রিকেট টিম বানানোর সুযোগ পেলে কে কে স্থান পাবেন সেই দলে। শচীনের সেই দল থেকে বাদ পড়েছেন বেশ কিছু তাবড় তাবড় ক্রিকেটার। ‘কুলেস্ট ক্যাপ্টেন’ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ‘ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট’ এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবীড় (Rahul Dravid), ‘আক্রমনাত্বক ক্যাপ্টেন’ বিরাট কোহলি (Virat Kohli), শ্রীলঙ্কার জনপ্রিয় স্পিনার মুথাইয়া মুরলিধরণ (Muttiah Muralitharan) অবধি জায়াগা করে নিতে পারেননি শচীনের স্বপ্নের একাদশে। এমনকি ‘মাস্টার ব্লাস্টার’ নিজেকেও জায়গা দেননি সেই দলে।

    শচীন চান, দলের অধিনায়কের পদ সামলাক বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এছাড়াও বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এবং সুনীল গাভাস্করকে (Sunil Gavaskar) দলে চান শচীন। ব্রায়ান লারা (Brian Lara), জ্যাক ক্যালিস (Jacques Kallis), ভিভ রিচার্ডসের (Viv Richards) মতো সর্বকালীন সেরা ব্যাটসম্যানদের সেই দলে রেখেছেন শচীন। উইকেট-কিপারের ভূমিকায় শচীন দেখতে চান ‘অজি-লেজেন্ড’ অ্যাডাম গিলক্রিস্টকে। বোলিং-এর দায়িত্ব দিতে চান ক্রিকেট ইতিহাসের সেরা কিছু বোলারকে। তাঁরা হলেন, হরভজন সিং (Harbhajan Singh), শেন ওয়ার্ন (Shane Warne), ওয়াসিম আক্রম (Wasim Akram), গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)।   
     

LinkedIn
Share