Tag: Rahul Gandhi quizzed

Rahul Gandhi quizzed

  • Rahul Gandhi: ফের ১২ ঘণ্টা জেরা, মধ্যরাতে ইডি দফতর ছাড়লেন রাহুল

    Rahul Gandhi: ফের ১২ ঘণ্টা জেরা, মধ্যরাতে ইডি দফতর ছাড়লেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারও দু দফায় প্রায় ১২ ঘণ্টা জেরা করা হল কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আর্থিক তছরুপের অভিযোগে গত চার দিন ধরে জেরা করা হচ্ছে তাঁকে। মঙ্গলবার ছিল পঞ্চম দিন। এদিন প্রথম দফায় প্রায় সাড়ে ন ঘণ্টা জেরা করা হয় রাহুলকে। পরে চলে যান বাড়ি। তারপর ফের তলব করার হয় ইডি দফতরে। সব মিলিয়ে এদিন প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়েছে ওয়েনাডের সাংসদকে। চলতি সপ্তাহে ফের একপ্রস্ত জেরা করা হতে পারে রাহুলকে। বৃহস্পতিবার সোনিয়াকে জেরা করার কথা ইডির। 

    আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় ম্যারাথন জেরা রাহুলকে, আজ ফের তলব

    ন্যাশনাল হেরাল্ড মামলায় চলতি মাসের শুরুর দিকে ইডি তলব করেছিল রাহুলকে। তখন তিনি বিদেশে থাকায় হাজিরা দিতে পারেননি। বিদেশ থেকে ফিরে গত সপ্তাহের সোমবার থেকে ইডি দফতরে হাজিরা দেন এই কংগ্রেস নেতা। সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিনে রাহুলকে ইডি জেরা করেছে ৩০ ঘণ্টা। ‘ক্লান্ত’ রাহুল একদিনের বিরতি চান। তাঁর আবেদন মঞ্জুর করেন ইডির আধিকারিকরা। শুক্রবার ফের হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। মা সোনিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার ইডি দফতরে যাননি রাহুল। সোমবার যথারীতি ইডি দফতরে হাজির হন তিনি। শুরু হয় জিজ্ঞাসাবাদ। মঙ্গলবারও তলব করা হয় রাহুলকে। এদিন টানা ন ঘণ্টা জেরার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফেরেন বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে। এর পরে পরেই ফের ইডি দফতরে হাজির হতে বলা হয় রাহুলকে। আবারও চলে একপ্রস্ত জেরা। সব মিলিয়ে এদিন প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয় রাহুলকে।

    আরও পড়ুন : সোনিয়া, রাহুলকে সমন ইডি-র! ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে কংগ্রেস

    ইডি সূত্রে খবর, জেরা নয়, রাহুলের বয়ান সংশোধনেই নষ্ট হচ্ছে সময়। ইডির একটি সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের বিষয়ে রাহুল আগে যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান বয়ান মিলছে না। তাই দীর্ঘায়িত হচ্ছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।

    এদিকে, রাহুলকে বারংবার ইডি দফতরে তলব করে জেরা করাকে রাজনৈতিক চক্রান্ত বলেই দেখছে কংগ্রেস। গ্র্যান্ড ওল্ড পার্টির অভিযোগ, কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে হেনস্থা করতেই এসব করছে কেন্দ্র।

     

LinkedIn
Share