Tag: rain increased from sunday

rain increased from sunday

  • Weather Update: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

    Weather Update: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে মানুষের বৃষ্টির আক্ষেপ (Weather Update) এবার দূর হতে চলেছে। অন্তত তেমনটাই খবর মিলেছে হাওয়া অফিস সূত্রে। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে প্রবল নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে নিম্নচাপের কারণে। আলিপুর আবহাওয়া অফিসের এই ঘোষণার পরেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২৮ তারিখ থেকেই ফুঁসবে সমুদ্র। মৎস্যজীবীদের তাই আজ ২৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই সাগরে মাছ ধরতে না যাওয়ার সর্তকতা জারি করা হয়েছে।

    নিম্নচাপের খুঁটিনাটি

    বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে নিম্নচাপটি (Weather Update)। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের আকার নিয়েছে ওই নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হবে। নিম্নচাপের গতিবিধির ওপর নজর রাখছে হাওয়া অফিস। এই নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তাদের মতে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলার উপরে অবস্থান করছে না। সেকারণে সেভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। 

    উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস…

    দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া একই রকম থাকবে বলে জানা গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই দিনভর ভিজবে দক্ষিণবঙ্গবাসী। তবে কখনও মেঘ কখনও রোদ আবার কখনও হালকা বৃষ্টি, এ খেলা চলবে। আলিপুরের অধিকর্তারা (Weather Update) জানাচ্ছেন, ২৯ তারিখের পর থেকে বৃষ্টির দাপট ফের বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের সব জেলাতেই জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, হাওয়া অফিস। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে একনাগাড়ে চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার জেলাতে ব্যাপক বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মানুষ চলিত বছরের বর্ষায় (Weather Update) বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত। এর জেরে ক্ষতি হচ্ছে চাষের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share