Tag: Rajasthan Assembly Polls 2023

Rajasthan Assembly Polls 2023

  • Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” রবিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “মানুষ মহিলাদের সম্মান রক্ষায় ভোট (Rajasthan Assembly Polls 2023) দিয়েছেন, গরিবদের কল্যাণে ভোট দিয়েছেন।”

    ফলের গতিপ্রকৃতি 

    রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়নি একটি আসনে। যে ১৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে ১০৮টিতে জয়ী হতে চলেছে বিজেপি। কংগ্রেস জয়ী হতে চলেছে ৭৫টি আসনে। রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। এবার হাত বদল হয়ে সেই রাশ যেতে চলেছে বিজেপির হাতে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৯.৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৭৭ শতাংশ। পাশার দান উল্টে যেতে চলেছে এবার।

    ট্যাডিশন বজায় থাকছে এবারও

    প্রত্যাশিতভাবেই রাজস্থানের (Rajasthan Assembly Polls 2023) রশি হাতে আসতে চলেছে জেনে উচ্ছ্বসিত বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “ম্যাজিশিয়ানের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” প্রসঙ্গত, রাজস্থানের এক ম্যাজিশিয়ানের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গেহলট। বাবা যখন ম্যাজিক দেখাতে যেতেন, এক সময় তাঁর সঙ্গে যেতেন গেহলটও। গত পঁচিশ বছর ধরে রাজস্থানে পালাবদলের যে ধারা দেখা যাচ্ছিল, এবারও অন্যথা হল না তার। কংগ্রেসের আগের টার্মে এ রাজ্যের কুর্সিতে ছিল বিজেপি। এবার ফের আসছে তারাই।

    আরও পড়ুুন: মধ্যপ্রদেশে ফিরছে বিজেপি, কী বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ?

    রাজস্থানের জয়ের কৃতিত্বও প্রধানমন্ত্রীকে দিচ্ছেন বিজেপি নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর বলেন, “আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে বলে আমরা আত্মবিশ্বাসী। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।” রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? এ প্রসঙ্গে রাঠোর বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবেন, কে হবেন মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন। নির্বাচন হল দলগত লড়াই। তবে কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। দলের শীর্ষ নেতৃত্বই সেই সিদ্ধান্ত নেবেন (Rajasthan Assembly Polls 2023)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Polls 2023) ভোট পড়ল ৬৮ শতাংশ। শনিবার মরুরাজ্যের ১৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। যদিও বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে একটি কেন্দ্রে।

    সব চেয়ে বেশি ভোট

    এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৮ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে জলসলমীর জেলায়। এখানে ভোট পড়ছে ৭৬.৫৭ শতাংশ। এ রাজ্যে লড়াই মূলত দুই দলের – একদিকে শাসক দল কংগ্রেস, অন্যদিকে রয়েছে বিজেপি। যদিও ময়দানে রয়েছে মায়াবতীর বিএসপি এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ। নির্বাচন (Rajasthan Assembly Polls 2023) মোটের ওপর শেষ হয়েছে শান্তিতেই। তবে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে শিকার, ঢোলপুর ও দিগ জেলায়। এদিনের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার।

    কংগ্রেসের দুর্নীতিই হাতিয়ার বিজেপির

    রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দেদার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিকে প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। ক্ষমতায় আসতে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকার মধ্যে রাখা সহ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল। রাজস্থানের কোটায় ভোট দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বলেন, “গণতন্ত্রের এই উৎসবে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মত প্রকাশের জন্য প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত।”

    আরও পড়ুুন: “সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোর মমতা” তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    এদিনই সর্দারপুরা বিধানসভা কেন্দ্রের একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি সর্দারপুরা কেন্দ্রেরই প্রার্থী। রাজস্থানের বিকানের পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, “রাজস্থানে সরকার গঠন করবে বিজেপি। আমরা এখানে গণতন্ত্রের শক্তি দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক মহিলা ভোট দিতে এসেছেন।”

    এদিকে, শিকারপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাতজনকে আটক করেছে পুলিশ। দু পক্ষই এলোপাথাড়ি পাথর ছুড়েছে। মোতায়েন করা হয়েছে সিএপিএফ। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ঢোলপুরেও। বারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনিল কুমার আগরওয়াল বলেন, “ভোটকর্মীরা নিরাপদেই রয়েছেন। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।” দিগ জেলার সানলের গ্রামে পাথর ছোড়ার ঘটনায় জথম হয়েছেন দুজন। এঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায় পুলিশ (Rajasthan Assembly Polls 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে দুয়ারে ভোটকেন্দ্র! এবার বুথ হল মাত্র একটি পরিবারের জন্য

    Rajasthan Assembly Polls 2023: রাজস্থানে দুয়ারে ভোটকেন্দ্র! এবার বুথ হল মাত্র একটি পরিবারের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবার মাত্র একটি। তবে গণতন্ত্রের উৎসবে (Rajasthan Assembly Polls 2023) তাঁরা যোগ দেবেন না, তা হয় নাকি! তাই এবার মাত্র একটি পরিবারের জন্য বুথ করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের ভারত-পাক সীমান্তবর্তী গ্রাম ‘বারমের কা পার’। বারমের জেলার এই গ্রামে পরিবার রয়েছে একটি। সদস্য সংখ্যা ৩৫। তাঁদের জন্যই এবার আস্ত একটি বুথ করছে নির্বাচন কমিশন।

    ভোট দিতে যেতে হত কুড়ি কিলোমিটার উজিয়ে! 

    এতদিন এই গ্রামের বাসিন্দাদের প্রায় কুড়ি কিলোমিটার উজিয়ে গিয়ে ভোট দিতে যেতে হত। ফলে বৃদ্ধ এবং অশক্তরা ভোট দিতেন না। তাঁদেরই ভোট কেন্দ্রে আনতে দুয়ারে বুথের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজস্থানে নির্বাচন হবে ২৫ নভেম্বর। সেদিনই ভোটকেন্দ্রে যাবেন এই পরিবারের ৩৫জন সদস্যই। এর মধ্যে ১৮ জন পুরুষ, মহিলার সংখ্যা ১৭। ‘বারমের কা পারে’ যেমন একটি মাত্র পরিবারকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে তৈরি হয়েছে বুথ (Rajasthan Assembly Polls 2023), তেমনি মাত্র ১১৭ জন ভোটারের জন্যও বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের সিরোহি জেলার শেরগাঁও গ্রামের বাসিন্দারা এবার ভোট দিতে পারবেন নিজের গ্রামেই।

    ভোটকেন্দ্র প্রায় ৫ হাজার ফুট উঁচুতেও!

    শেরগাঁও গ্রামটি আবু পিন্দওয়ারা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এতদিন এই গ্রামের বাসিন্দাদের জঙ্গলের বুক ফুঁড়ে ভোট দিতে যেতে হত প্রায় ১৮ কিলোমিটার দূরের একটি কেন্দ্রে। এবার তাঁরাও ভোট দেবেন নিজের গাঁয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানান, শেরগাঁও গ্রামটি ৪ হাজার ৯২১ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের বাসিন্দাদের ভোট দিতে যেতে হত প্রত্যন্ত গ্রাম উতরাজে। প্রায় পাঁচ হাজার ফুট উঁচু থেকে নেমে অন্যত্র ভোট দিতে যাওয়াটা খুব কষ্টকর। তাই ভোটারদের সুবিধার জন্য শেরগাঁওয়ে একটি নতুন বুথ করা হল। এই গ্রামে ভোটার রয়েছেন ১১৭ জন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র শাশুড়ি ও শ্যালক ছিলেন শেল কোম্পানির ডিরেক্টর, চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

    দুয়ারে ভোট কেন্দ্র পেয়ে গ্রামবাসীরা খুশি হলেও, বিপাকে পড়বেন ভোটকর্মীরা। তবে তাঁদের জন্যও ব্যবস্থা করেছে কমিশন। প্রবীণ জানান, ভোটকর্মীদের ওই বুথে পাঠাতে বনকর্মীদের সাহায্য নেওয়া হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১৮ কিলোমিটার হেঁটে বুথে গিয়ে পৌঁছবেন ভোটকর্মীরা (Rajasthan Assembly Polls 2023)।

    ভারত যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     
     

     

     

LinkedIn
Share