Tag: rajasthan royals

rajasthan royals

  • IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিল কেকেআর। এমনকি ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাও এখন রিটেনার নন। কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম এখন রিঙ্কু সিং। তাঁকে দেওয়া হল ১৩ কোটি। তবে কী ভবিষ্যতে কেকেআর অধিপতি রিঙ্কু! এমন কথাও শোনা যাচ্ছে ক্রীড়া মহলে। ইতিমধ্যেই আগামী আইপিএলের জন্য রিটেনার লিস্ট প্রকাশ করেছে ১০ দল। কেউ ধরে রেখেছে ছ’জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু’জনকে। 

    কোন দলে কোন কোন ক্রিকেটার

    আগামী আইপিএলে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।  রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রেখেছে তারা। রিঙ্কুকে ধরে রাখতে হলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি দিতে হত। নাইটরা রিঙ্কুকে যে হারাতে চাইবেন না, তা জানাই ছিল। শুধু টিমে রেখে দেওয়া নয়। বাড়তি সম্মান ও মাইনে দুইই একসঙ্গে বাড়ানো হল। রিঙ্কুকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিন জনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে।  দু’জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। কেকেআর-এর হাতে রয়েছে ৫১ কোটি টাকা।

    কার হাতে কত টাকা

    পাঞ্জাব কিংসের হাতে রয়ছে ১১০.৫ কোটি টাকা। মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রেখেছে তারা। দু’জনেই আনক্যাপড (যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রভসিমরনকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা। তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটীদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড যশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।

    দিল্লি-গুজরাট-চেন্নাই-মুম্বইয়ের অন্দর মহল

    দিল্লি ক্যাপিটালস চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। অক্ষর প্যাটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা রাখল দিল্লি। সেই সঙ্গে রেখেছে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির। হাতে আছে ৭৩ কোটি টাকা।

    পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে রাখা যাবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ধোনি এবারে আনক্যাপড। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিসা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি)। চেন্নাই সুপার কিংস-এর হাতে রয়েছে ৫৫ কোটি টাকা।

    আরও পড়ুন: নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? রাজ্যের সরকারি ছুটিই বা কতদিন?

    পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পেয়েছেন। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে। হায়দরাবাদ ও মুম্বই দুই দলের হাতেই রয়েছে ৪৫ কোটি করে টাকা। ছ ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রাজস্থান রয়্যালস-এর হাতে আছে ৪১ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: ফের কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে, ফিরলেন রাজস্থান রয়্যালসে

    Rahul Dravid: ফের কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে, ফিরলেন রাজস্থান রয়্যালসে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ফিরে এলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে এবার মেন্টর নয়, কোচ হিসেবে। দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবরও শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান রয়্যালস। গোলাপি-নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও জেক লাস ম্যাক্রামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে।

    একদা ছিলেন রাজস্থানের অধিনায়ক (Rahul Dravid)

    প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে এক সময় রাজস্থানের হয়ে খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ছিলেন ক্যাপ্টেনও (Rahul Dravid)। তবে এবার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি। সূত্রের খবর, নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, সেই নিয়েও রাজস্থানের কর্তারা একপ্রস্থ আলোচনা করেছেন দ্রাবিড়ের সঙ্গে।

    কী বললেন দ্রাবিড়

    জানা গিয়েছে, বেঙ্গালুরুতে গিয়ে এই চুক্তি সই হয়েছে। প্রসঙ্গত বেঙ্গালুরু হল রাহুল দ্রাবিড়ের বাড়ি। চুক্তি সই হওয়ার পরে দ্রাবিড় বলেন, “বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ (Rajasthan Royals) নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই।”

    ২০২১ সাল থেকে জাতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) 

    ২০২১ সাল থেকে জাতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে চলতি বছরে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারতের মাটিতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে। শুধু তাই নয়, তার আগে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়। কোচ হিসেবে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাজস্থানকে (Rajasthan Royals) তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। তবে রাজস্থানের সাফল্য একেবারেই নেই। ২০০৮ সালের প্রথম আইপিএল তারা জেতে। তারপর ১৪ বছর পরে ২০২২ সালে ফাইনালে উঠলেও তারা হেরে যায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২০২৩ সালে প্লে-অফেই উঠতে পারেনি রাজস্থান। এখন দেখার দ্রাবিড়ের জাদুবলে কিছু হয় কি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল-এ (IPL 2024) দুটি ম্যাচের দিন পরিবর্তন করা হল। ১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। সেই ম্যাচের দিন বদলে গেল। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল। ওই দিন আমেদাবাদে গুজরাট টাইটান্সের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের দিনও বদলে গিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাটের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। 

    কেন দিন বদল

    আগামী ১৭ এপ্রিল (IPL 2024) রামনবমী। ওই দিন খেলা হল কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। সিএবি-কে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যে হেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” এরপরই বোর্ডের কাছে ম্যাচের দিন পরিবর্তনের জন্য আবেদন জানায় সিএবি। ১৭ তারিখের বদলে ১৬ অথবা ১৮ তারিখ ইডেনে আইপিএলের ম্যাচ করতে চায় তারা। অবশেষে সিএবির দাবিই মেনে নেওয়া হল।

    প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করলেও নির্বাচনের দিন ঘোষণা হতেই বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এর মধ্যেও পরিবর্তন হতে পারে। ১৭ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2024) ম্যাচ হচ্ছে না। ওই দিন রামনবমী। ১৯ তারিখ আবার প্রথম দফার ভোট। নির্বাচনের জন্য উত্তরবঙ্গে ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররা। নিরাপত্তা জনিত কারণ এবং পর্যাপ্ত পুলিশের অভাবে ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিকল্প তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে বেছে নেওয়া হল।

     

    আরও পড়ুন: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ (IPL 2024) জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকায় তিন থেকে একলাফে একেবারে শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অপরদিকে, হারের হ্যাটট্রিক গড়ে লিগ তালিকার লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। ৬ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌছে গেল সঞ্জু স্যামসনরা।

    ফের কটাক্ষের শিকার হার্দিক

    আমেদাবাদ এবং হায়দরাবাদের মতোই একই দৃশ্য দেখা গেল ওয়াংখেড়েতে। হার্দিক টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও বিরক্ত হলেন। কিন্তু গ্যালারি থামল না। তবে ম্যাচ যত এগোল শব্দ ততই ক্ষীণ হল। শূন্য রানে আউট হলেন মুম্বইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত। বর্তমান ক্যাপ্টেন হার্দিকও ম্লান। ব্যাট হাতে রান পেলেও বল এবং ফিল্ডিং প্রশ্নচিহ্ন রেখ গেল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা করতে পারবেন তো চোট সারিয়ে ২২ গজে ফেরা হার্দিক।

    ম্যাচ আপডেট

    ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। সঞ্জু স্যামসনের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন রাজস্থান বোলাররা। ম্যাচের শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, নমন ধীর ও ডিওয়াল্ড ব্রেভিস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি মুম্বই ইনিংসে। একটা সময় মুম্বইয়ের স্কোর ছিল ২০ রানে ৪ উইকেট। ওয়াংখেড়ের ব্যাটিং প্যারাডাইসে শুরুতে একটা বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই যেত। সেই লক্ষ্যই ছিল হার্দিকের। কিন্তু ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গারের প্রথম স্পেলেই স্বপ্নভঙ্গ। রাজস্থানকে মাত্র ১২৬ রানের টার্গেট দেয় মুম্বই। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। তবে এদিনও রিয়ান পারাগের দুরন্ত ইনিংস জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। আইপিএল-এ (IPL 2024) পরপর ৩ ম্যাচ জিতে কেকেআর, সিএসকে পিছনে ফেলে রানরেটের নিরিখে লিগ টেবিলের এক নম্বর স্থানে উঠে আসে রাজস্থান।

    কী বললেন হার্দিক

    পর পর ম্যাচ হেরে চলতি আইপিএলে (IPL 2024) ভরাডুবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পর মুম্বইয়ের সর্বাধিক রান স্কোরার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলছেন, ‘শুরুটা যে ভাবে করতে চেয়েছিলাম, কিছুই হয়নি। আমাদের জন্য খুবই কঠিন রাত।’ হার্দিক পান্ডিয়া-তিলক ভার্মা জুটি মুম্বই ইনিংসকে ভরসা দিয়েছিল। যদিও প্রত্যাশা পূরণ হয়নি। হার্দিক বলছেন, ‘আমার মনে হয় ওই সময় ভালো পজিশনেই ছিলাম। অন্তত ১৫০-১৬০ অবধি পৌঁছনোর পরিস্থিতি ছিল। পিচের যেমন ভূমিকা রয়েছে, তেমনই আমার আরও ভালো পারফর্ম করা উচিত ছিল।’ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান। ভারতীয় দলের প্রথম সারির প্লেয়ারে ভরা মুম্বই ইন্ডিয়ান্সের এই হালে হতাশ সমর্থকেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। জিতেছে পর পর দু’টি ম্যাচ। আজ, বৃহস্পতিবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে (IPL 2023) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই অঙ্ক মাথা রেখে নামছে কলকাতা ও রাজস্থান। গত ছ’টি ম্যাচের মধ্যে রাজস্থান পাঁচটিতে হেরেছে। সেখানে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে।

    প্লে-অফের দৌড়

    কলকাতা নাইট রাইডার্স ১১টি ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট। রয়েছে ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের ঝুলিতে সেই ১০ পয়েন্ট। তবে নেট রান রেটের বিচারে তারা কেকেআরের উপরে, পঞ্চম স্থানে আছে। তবে আজ যারা ইডেনে জিতবে তাদের প্লে-অফে ওঠার পথ কিছুটা সহজ হবে। এবারের আইপিএলে (IPL 2023) জোর টক্কর চলছে। প্লে-অফের দৌড়ে কিছুটা এগিয়ে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট। বুধবার দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির দলও ১১টি খেলেছে। তবে তাদের পয়েন্ট ১৫।

    ঘুরে দাঁড়িয়েছে কলকাতা

    একটা সময় পর পর ম্যাচ হেরে কেকেআর অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে নীতীশ রানারা ঘুরে দাঁড়িয়েছেন। প্রত্যাশার পারদ নতুন করে চড়ছে রাসেল, রিঙ্কুদের ঘিরে। কারণ, গত ম্যাচে ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম দুই কারিগর ছিল রিঙ্কু ও রাসেল। ২৩ বলে ঝোড়ো ৪২ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। অনেকদিন পর ব্যাটে বড় রান আসায় তিনি কিছুটা চাপমুক্ত। আর রিঙ্কু এখন কেকেআরের প্রাণভোমরা। অধিকাংশ ম্যাচে তিনি ফিনিশারের ভূমিকা পালন করছেন। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জিতিয়েছিলেন দলকে। তার আগে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ রান তাড়া করতে নেমে মেরেছিলেন পাঁচটি ছক্কা। ছন্দে আছেন নীতীশ রানাও।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    ব্যাটল অব স্পিন

    ইডেনের পিচে ‘ব্যাটল অব স্পিন’ দেখা যেতে পারে। কেকেআর দলে রয়েছেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও সুয়াশ শর্মা। অন্যদিকে রাজস্থানে বোলিংয়ের বড় ভরসা যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন ও অ্যাডাম জাম্পা। তবে রাজস্থানের ব্যাটিং বেশ শক্তিশালী। বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন বড় ইনিংস গড়তে পারেন। তাই কেকেআরের বোলারদের চেষ্টা করতে হবে শুরুতেই আঘাত হানতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের কাছে কেকেআর হারলেও খুশি দলের মালিক শাহরুখ খান। ওই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়।
    আইপিএলে (IPL)রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)কাছে হারের পরেও কলকাতা নাইট রাইডার্সের লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই প্রশংসা শোনা গেল নাইটদের দলের অন্যতম মালিক শাহরুখ খানের গলাতেও। তাঁর বার্তা, হারলে এ ভাবেই হারা উচিত। টুইট করে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘খুব ভাল খেলেছ। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারাইনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।’
    সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। ভাল খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমেয়ার। নারাইন ছাড়া কলকাতার কোনও বোলার ছন্দে ছিলেন না।

    [tw]


    [/tw]
    তবে সেই রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়। এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নেন যুজবেন্দ্র চহাল। শেষ পর্যন্ত সাত রানে ম্যাচ হারে কলকাতা।

  • IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

    IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

     নয়াদিল্লি: আমাকে একটি বহুতলের ১৫ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার এক সতীর্থ(teammate)। অন্তত এমনই অভিযোগ জানালেন ক্রিকেটার(cricketer) যুযবেন্দ্র চাহাল (Yuzvendra chahal)। চলতি মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের(rajasthan royals) হয়ে আইপিএল(ipl) খেলছেন। এর আগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indians) এবং রয়েল চ্যালেঞ্জার্সে। সম্প্রতি তাঁর এক টিমমেটের মাদকাসক্তি নিয়ে বলতে গিয়ে তাঁর এক এমন অভিজ্ঞতার কথাই জানান চাহাল।
    ভারতীয় ক্রিকেটারদের অনেকেই নিয়মিত মদ্যপান করেন। একবার তেমনিই এক ক্রিকেটারের পাল্লায় পড়েছিলেন চাহাল। তাঁর সেই সতীর্থই তাঁকে ১৫ তলার ব্যালকনি থেকে ফেলে দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। 
    সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন চাহাল। ঘটনাটি ২০১৩ সালের। তখন তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একবার ম্যাচ শেষে গেট-টুগেদার হচ্ছিল। আমাদের কয়েকজন টিমমেট মদ্যপান করেছিলেন। তাঁদেরই একজন অনেকক্ষণ ধরে আমাকে নিরীক্ষণ করছিলেন। হঠাৎই তিনি আমাকে ডাকেন। উৎসবের আবহে আমিও সাতপাঁচ না ভেবে তাঁর কাছে চলে যাই। এর পর যা হল, তা ভাবলে আজও ঘুমের মধ্যে আমি চমকে উঠি। চাহাল বলেন, মদের নেশায় চুর আমার ওই সতীর্থ আমাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যান। তারপর একেবারে ধারে নিয়ে গিয়ে দোলাতে থাকেন। আমি যে তাঁকে জাপটে ধরব, সে রকম কোনও সুযোগ ছিল না। ভয়ে আমার প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। ১৫ তলা উঁচু জায়গা থেকে পড়লে আমার কী হবে, তা ভেবে শিউরে উঠছিলাম আমি। সেই সময় কয়েকজন এসে আমার ওই মত্ত সতীর্থের হাত থেকে আমাকে উদ্ধার করে। রাজস্থান রয়েলসের এই বোলার বলেন, এতদিন এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। এবার বললাম। সবাই জানল। তবে দয়া করে আমাকে কেউ আমার ওই সতীর্থের নাম জিজ্ঞেস করবেন না।  

  • IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    মাধ্য়ম নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) আইপিএলের (IPL) ম্যাচে নো-বল বিতর্কে মাথা গরম করে মাঠ থেকে দল তুলে নেওয়ার জের। ক্রিকেটীয় আদর্শ আচরণবিধি (Model code of conduct) ভঙ্গের জন্য বড় শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Pant) ও শার্দূল ঠাকুর (Shardul)। একইসঙ্গে শাস্তির কোপে পড়লেন দলের সহকারী কোচ প্রবীণ আমরে (Amre)। 

    দিল্লি-রাজস্থান ম্যাচের (RR vs DC) শেষ ওভারে নো-বল বিতর্কে (no-ball controversy) আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরে। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing council)। 

    এদিন পন্থকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে হয়। শার্দূলকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে, সবথেকে বড় শাস্তি পেলেন কোচ প্রবীণ আমরে। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর ফলে, ফলে আগামী ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না আমরে।  

    আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাঁকে জরিমানা করা হয়েছে। প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন শার্দুলও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

    রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল। ওভারের প্রথম তিন বলে নাগাড়ে তিনটি ছক্কা হাঁকান রোভম্য়ান পাওয়েল। তবে তৃতীয় বলটি ফুলটসে পাওয়েলে কোমরের উপরের ছিল বলে দিল্লির তরফে দাবি জানানো হলেও, আম্পায়ার নো বল দেননি। এক সময় তো ক্ষোভে দল তুলে নিতে উদ্যত হন পন্থ। এমনকী মাঠের মধ্যেই আমরেকেও পাঠিয়েও অভিযোগ জানান পন্থ। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ১৫ রানে ম্যাচ হেরে যায় দিল্লি এবং বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি।

     

LinkedIn
Share