মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে একযোগে রাজস্থানের ২৫টি জায়গায় হানা দিল ইডি (ED Raid)। রাজ্যের এক আইএএস আধিকারিক সহ রাজ্য প্রশাসনের বেশ কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে এই তল্লাশি অভিযান করে ইডি। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের শাসক দল কংগ্রেস এনিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে।
জলজীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ
অভিযোগ, প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রকল্প রয়েছে জলজীবন মিশন। কংগ্রেস শাসিত রাজস্থানে এই প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সে রাজ্যের শাসক দলের নেতা তথা প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে। রাজস্থানের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অতিরিক্ত প্রধান সচিব সুবোধ আগরওয়ালের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক রয়েছেন ইডির (ED Raid) আতস কাঁচের তলায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেন্দ্রীয় জলজীবন মিশন ঘিরে দুর্নীতির অভিযোগে রাজস্থানের ‘অ্যান্টি করাপশন ব্যুরো’ প্রথম অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: মোদি জমানায় খাদ্য প্রক্রিয়াকরণে এসেছে ৫০ হাজার কোটি টাকার এফডিআই
চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগও রয়েছে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে
প্রসঙ্গত, জলজীবন মিশন ছাড়া রাজস্থানে চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগও উঠেছে। ইডির (ED Raid) দাবি, এখানেও বিপুল আর্থিক কেলেঙ্কারি হয়েছে। চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে মরুরাজ্যের শীর্ষ কংগ্রেস নেতা তথা একাধিক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে। এই অভিযোগে গত ২৬ অক্টোবর প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং এর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকে। রাজস্থানের ভোট রয়েছে আগামী ২৫ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ইতিমধ্যেই সে রাজ্যে কংগ্রেস সরকারের দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগে বেসামাল কংগ্রেস।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।