Tag: Rajat Sharma

Rajat Sharma

  • PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে পাকিস্তানের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভিসা ছাড়া পাকিস্তান সফর প্রসঙ্গেও প্রতিবেশী দেশের ‘ক্ষমতা’ পরীক্ষার তত্ব ঠিক সেই সময় এসেছে যখন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মন্তব্য করেছেন “ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা উচিত কারণ তাঁদের কাছে পারমাণবিক বোমা রয়েছে”। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফে এই ব্যঙ্গ  এসেছে।

    পাকিস্তানের ক্ষমতা দেখা আছে

    দেশের একটি প্রথম সারির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি তাঁর ২০১৫ সালের লাহোর সফরের কথা স্মরণ করে বলেন, “উস তাকত কো মে খুদ লাহোর জাকর চেক করকে আয়া হুঁ (পাকিস্তান কতটা শক্তিশালী তা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখে নিয়েছি)।” লাহোর সফরের বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের একজন সাংবাদিক অবাক হয়ে বলেছিলেন, “হায় তাওবা, বিনা ভিসা কে কৈসে আ গয়া (হায় হায়, মোদি ভিসা ছাড়াই কীভাবে দেশে চলে এসেছে), আমি তাঁদের বলেছিলাম, “এটি আমার দেশ ছিল কোনও এক সময়ে।”

    আরও পড়ুন: ২৮ মে কলকাতায় জমকালো রোড-শো মোদির! ‘‘ঐতিহাসিক হবে’’, দাবি বিজেপির

    পাকিস্তান দাবি করছে, বিশ্বের নানা প্রান্তে ‘অজানা খুনিদের দ্বারা’ জঙ্গি খতম হওয়ার পিছনে ভারতের হাত রয়েছে। এমন অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “তিনি জানেন যে, পাকিস্তান উদ্বিগ্ন এবং তিনি তাঁদের উদ্বেগের মূল কারণ। তবে, ভারতের কিছু লোক কেন এই বিষয়টি নিয়ে কাঁদছে তা বুঝতে পারছি না। আমি জানি, পাকিস্তানের মানুষ আজকাল চিন্তিত।’’

    ১৯৭১-এ ক্ষমতায় থাকলে কারতারপুর নিয়ে নিতাম  

    কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে এদিন মোদি বলেন, “একটি সম্মানিত দলের একজন নেতা, যারা আমাদের দেশকে ৬০ বছর ধরে শাসন করেছে এবং ২৬/১১ মুম্বাই হামলার সময় যারা  ক্ষমতায় ছিল, তাঁরা একবার অভিযোগ করেছিল যে, এটি পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসব এবং তার লোকেরা করেনি। যারা আমাদের দেশবাসীকে হত্যা করেছে তাঁদের পক্ষ নেওয়া সত্যিই দুঃখজনক। দেশের একজন নেতা কীভাবে পাকিস্তান ও আজমল কাসবের পক্ষে বক্তব্য দিতে পারেন? এমন মন্তব্য শুনলেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমার হৃদয় এমন বক্তব্যে ব্যাথিত হয়।” বৃহস্পতিবার, পাঞ্জাবের পাতিয়ালায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মোদি বলেন, “১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ৯০ হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। আমি ক্ষমতায় থাকলে তাঁদের সৈন্যদের মুক্ত করার আগে পাকিস্তান থেকে কারতাপুর সাহেবকে নিয়ে নিতাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ABVP: দিল্লিতে এবিভিপির জাতীয় সম্মেলন, ৩ যুব আইকন পাবেন ‘যশবন্তরাও কেলকর পুরস্কার’

    ABVP: দিল্লিতে এবিভিপির জাতীয় সম্মেলন, ৩ যুব আইকন পাবেন ‘যশবন্তরাও কেলকর পুরস্কার’

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৬৯তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চলতি বছরে দিল্লিতে। জানা গিয়েছে, ৭ ডিসেম্বর থেকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছরই এবিভিপি তাদের সর্বভারতীয় সম্মেলনে প্রফেসর ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ প্রদান করে। প্রসঙ্গত, যশবন্তরাও কেলকর ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যতম স্থপতি। তাঁর সম্মানে সমাজ ও দেশের কাজে অবদান রাখা যুবদের এই পুরস্কার প্রদান করা হয়। চলতি বছরের ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন সাংবাদিক রজত শর্মা। ২০২৩ সালে পুরস্কার প্রাপকদের জন্য এবিভিপি (ABVP) নেতৃত্বের তরফে বাছা হয়েছে তিনজনকে। তাঁরা হলেন শ্রী শরদ বিবেক সাগর, সুশ্রী লাহারি বাঈ পডিয়া এবং বৈভব ভান্ডারি। প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, শংসাপত্র এবং স্মারক। ১৯৯১ সাল থেকে দেওয়া হয় ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’।

    বিহারের শরদ বিবেক সাগর

    বিহারের ছোট্ট গ্রাম জিরাদেই-এর বাসিন্দা শরদ বিবেক সাগর। ছোট থেকেই রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত শরদ সমাজের জন্য কিছু কাজ করার কথা চিন্তা করেন। এর পরেই তিনি প্রতিষ্ঠা করেন Dexterity Global. তাঁর এই সংস্থার মাধ্যমে তিনি নিম্নবিত্ত পরিবারের ছাত্রদের কোচিং করান এবং প্রশিক্ষণ দেন। বর্তমানে কাজের পরিধিতে প্রায় ৭০ লাখ যুব নাগরিকের কাছে পৌঁছাতে পেরেছে তাঁর এই সংস্থা। দেশ বিদেশের প্রায় ৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ছাত্র-ছাত্রীরা স্কলারশিপও পেয়েছেন। চলতি বছরে তিনি ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ (ABVP) পাচ্ছেন। 

    মধ্যপ্রদেশের সুশ্রী লাহারি বাঈ পডিয়া

    মধ্যপ্রদেশের দিন্দোই জেলা থেকে সুশ্রী লাহারি বাঈ পডিয়া চলতি বছরের ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ (ABVP) পাচ্ছেন।  তাঁর কাজ মূলত বাজরা জাতীয় শস্যের ওপর। তাঁকে ‘মিলেট অ্যাম্বাসাডর’ বলেও অভিহিত করা হয়। স্বাস্থ্যের উপর কাজ করা এই সমাজকর্মী দিকে দিকে বার্তা ছড়িয়ে দেন পরিবেশ রক্ষার, সুস্বাস্থ্য এবং নিত্যদিনের ডায়েটের বিষয়ে। চলতি বছরের ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভূয়সী প্রশংসা করেন। তাঁর কাজের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে মিলেছে পুরস্কারও। ‘মিলেট কুইন’ নামেও পরিচিত তিনি। ১৫০-এরও বেশি বাজরার বীজ ব্যাঙ্কের মালিক তিনি।

    রাজস্থানের বৈভব ভান্ডারী 

    অন্যদিকে রাজস্থানের পালির বাসিন্দা বৈভব ভান্ডারী আইনের রিসার্চ স্কলার। দিব্যাঙ্গদের জীবনযাত্রার মান বাড়ানোর উপর কাজ করেন তিনি। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাতে তাঁর কাজের জন্য ২০০৭ সালে রাজস্থান সরকারের কাছ থেকে মিলেছে পুরস্কার। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকেও জাতীয় স্তরের পুরস্কার নিয়েছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share