Tag: Rajnath Sing

Rajnath Sing

  • Rajnath Sing: রাজৌরিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং! কী বার্তা দিলেন?

    Rajnath Sing: রাজৌরিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং! কী বার্তা দিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকেই রাজৌরির কান্দির জঙ্গলে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই। ইতিমধ্যে সেখানে নিহত হয়েছেন পাঁচজন জওয়ান। শুক্রবার সকালে গোপন সূত্রে সেনা খবর পায় যে, রাজৌরির কান্দির জঙ্গলের গুহাতে আত্মগোপন করে রয়েছে ৮ থেকে ৯ জনের একটি জঙ্গি দল। অভিযানের সময় জঙ্গিদের ছোড়া বোমার অভিঘাতে মারা যান দুজন। গুরুতর জখম চারজনকে উধমপুর সেনা হাসপাতালে ভর্তি করা হলে পরে আরও তিনজন মারা যান। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার সিদ্ধান্ত ছেত্রী। প্রসঙ্গত, জি২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু-কাশ্মীরে। বিশেষজ্ঞ মহল মনে করছে, আন্তজার্তিক মহলে ভারতের সম্মানকে ক্ষুন্ন করতে পাক মদতপুষ্ট জঙ্গীরা এই সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে রাজৌরিতে শনিবার পৌঁছান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। ওয়াকিবহাল মহলের ধারণা এতে তিনি সরাসরি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানকে তিনি বার্তা দিতে চাইলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কোনও পরিবর্তন হয়নি।

    আরও পড়ুন: দুমাসও বিয়ে হয়নি! রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ গেল বাংলার সিদ্ধান্তর

    লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে এদিন রাজৌরি পৌঁছান রাজনাথ সিং (Rajnath Sing)

    শনিবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং সেনাবাহিনীর প্রধান মনোজ পান্ডের সঙ্গে রাজৌরিতে পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing)। কমান্ডিং-ইন-চিফ নর্দান কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কান্দি জঙ্গলের জঙ্গি হামলা সম্পর্কে বিশদ বিবরণ দেন রাজনাথ সিংকে (Rajnath Sing)। সূত্র মারফত জানা গেছে, রাজনাথ সিং (Rajnath Sing) সেনা সেনা আধিকারিকদের বার্তা দিয়েছেন, যে সমস্ত সন্ত্রাসবাদীরা আমাদের জওয়ানদের হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত হত্যা করতে হবে যে কোনও মূল্যে। পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধেও তিনি তোপ দেগে তিনি বলেন, যেকোনও মূল্যে জম্মু-কাশ্মীরের শান্তি বজায় রাখা হবে।

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Army Day: সেনা দিবসে দেশের জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    Army Day: সেনা দিবসে দেশের জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনা দিবসে (Army Day) দেশের জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, ১৯৪৯ সালের আজকের দিনে (১৫ জানুয়ারি) শেষ ব্রিটিশ কমান্ডার-ইন-চিফ ফ্রান্সিস রায় বুচারের হাত থেকে দায়িত্ব নেন ভারতীয় কমান্ডার-ইন-চিফ কেএম কারিয়াপ্পা।

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    দেশের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার হলেন রাষ্ট্রপতি। তিনি ট্যুইট করে এদিন জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লেখেন, ‘‘আমি উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি ভারতীয় সেনাবাহিনীকে (Army Day)। সেনা দিবসে দেশের নিরাপত্তার স্বার্থে জওয়ানরা সর্বদাই কর্তব্য পালন করেন। যখনই কোনও সংকটের পরিস্থিতি উদ্ভূত হয়েছে, দেশের সেনাবাহিনী এগিয়ে এসেছে। তা সে সন্ত্রাস দমনে হোক অথবা বিপর্যয় মোকাবিলায়।’’

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন দেশের জওয়ানদের (Army Day) শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘যখনই বহিরাগত আক্রমণ হোক অথবা প্রাকৃতিক দুর্যোগ, তখনই আমাদের সাহসী জওয়ানরা তাঁদের কর্তব্যবোধ পালন করেন সাহসের সঙ্গে। পৃথিবীর মধ্যে শৃঙ্খলা পরায়ণ এবং শক্তিশালী সেনাবাহিনী হল ভারতের। অমৃত কালে দেশ এগিয়ে চলেছে বিকশিত ভারতের দিকে। এখানেও ভূমিকা রয়েছে দেশের সেনাবাহিনীর।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    সেনা দিবসে জওয়ানদের এবং তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: চিন সহ ৪ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, কী কথা হল?

    Rajnath Singh: চিন সহ ৪ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, কী কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলি হল কাজাখস্তান, ইরান, তাজিকিস্তান এবং চিন। জানা গিয়েছে, এই বৈঠকে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যু আলোচিত হয়েছে। এদিন রাজনাথ সিংয়ের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয় কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রাসলানের সঙ্গে, এরপরেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মহম্মদ রেজা, তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মির্জো এবং চিনা প্রতিরক্ষামন্ত্রী লাই সাংফুর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত গালওয়ানে চিনের সঙ্গে সীমান্ত বিবাদের পরে প্রতিরক্ষা মন্ত্রক স্তরে এই প্রথম বৈঠক হল।

    আরও পড়ুুন: ‘মোদি’ পদবী মামলায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ রাহুল, শুনানি শীঘ্রই

    ১৮ তম কমান্ডার লেভেলের মিটিং সম্পন্ন চিনের সঙ্গে 

    প্রসঙ্গত, চিন এবং ভারত সাম্প্রতিক সময়ে ১৮ তম কমান্ডার লেভেলের মিটিং সম্পন্ন করেছে চিনের চুশুল-মলডো সীমান্তে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে হওয়া ওই বৈঠকে পশ্চিম সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি এবং সুরক্ষা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ মাস পরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগের বৈঠকটি গত বছরের ডিসেম্বর মাসে সম্পন্ন হয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার রাজনাথ সিং (Rajnath Singh) রাশিয়ার বেলারুশ এবং উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

    আরও পড়ুুন: ‘এই চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে’, জামালপুরের সভায় বললেন শুভেন্দু

    সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল ২০০১ সালে

    সাংহাই  কো-অপারেশন অর্গানাইজেশনের  ২০২৩ সালের সম্মেলন ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের থিম রাখা হয়েছে Secure-SCO। এই সংগঠনের সদস্যভুক্ত দেশগুলো সঙ্গে পারস্পরিক সম্পর্কে উন্নতিই ভারতের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh)। প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল ২০০১ সালে। সংগঠনের সদস্যভুক্ত দেশগুলি ছাড়াও এখানে আরও কিছু পর্যবেক্ষক দেশ আছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য বেলারুশ এবং ইরান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share