Tag: Raju Srivastava Health update

Raju Srivastava Health update

  • Raju Srivastava Health Update: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    Raju Srivastava Health Update: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও দিল্লির এইমস হাসপাতালের ভেন্টিলেটরে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তবে এখন তিনি আগের থেকে আনেকটাই ভালো আছেন, এমনটাই জানা গিয়েছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। হাত-পা নাড়াতে পারছেন। তাঁর ম্যানেজার নয়ন সোনি এমনটাই এক সংবাদমাধ্যমে জানিয়েছেন।

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। জিমে গিয়েই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অনুরাগীদের মধ্যে তাঁকে নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এরপর এক সপ্তাহ পরে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    গতকাল তাঁর ম্যানেজার জানিয়েছেন, রাজু শ্রীবাস্তব তাঁর হাত-পা নাড়াতে পারছেন। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। এখনও আইসিইউ-তে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থায় উন্নতি দেখা গিয়েছে। তবে তাঁকে এখনও কয়েকদিন আইসিইউ-তেই রাখা হবে। তাঁর চিকিৎসক জানিয়েছেন, তাঁর জ্ঞান ফিরতে এখনও এক সপ্তাহ লেগে যেতে পারে।

    তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রায়ই গুজব শোনা যাচ্ছে। তাই গত সপ্তাহেই তাঁর পরিবার থেকে ইন্সটাগ্রামে পোস্ট শেয়ার করা হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কেউ জানো কোনওরকমের গুজব না ছড়ায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই অযথা গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন। চিকিৎসকরা তাঁদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

    আরও পড়ুন: অতিরিক্ত ওয়ার্ক আউট কী হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়াচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা? 

  • Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ করে দেওয়ার মত খবর। টিভির পর্দায় যিনি সবার মুখে হাসি ফোটাতেন, সবার মন ভালো করে দিতেন, আজ তিনিই ভালো নেই। হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এ। গতকাল ভর্তি করানোর পরেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু, আজ বেলা বাড়তেই এই মন খারাপ করা খবর শোনালেন তাঁর চিকিৎসক। এই খবরে তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছে। কমেডি দুনিয়া থেকে তাঁর পরিচিতি গড়ে উঠলেও পরে তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অসংখ্য ভক্ত তাঁর। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    সবার মুখে যিনি হাসি নিয়ে আসেন, আজ তাঁরই মুখে হাসি দেখার জন্যে অপেক্ষায় বসে আছেন পুরো দেশবাসী। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিনেতার স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। সুত্রের খবর অনুযায়ী, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অন্যদিকে তাঁর খবর শোনার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

  • Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার এমনটাই জানালেন জনপ্রিয় কমেডিয়ান রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। বৃহস্পতিবার হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক। গতকাল বিকেল থেকেই শোনা যাচ্ছিল, রাজুর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী।

    গতকাল কমেডিয়ান সুনীল পালের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, ‘রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।’

    আরও পড়ুন: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    এরপরেই দেশবাসী বিশ্বাস করে নেয় যে, তাঁর ব্রেন ডেথ হয়েছে। কিন্তু এই গুজবের উত্তরে কমেডিয়ানের স্ত্রী জানান, তাঁর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটায় ভীষণ বিরক্ত তিনি। তিনি এদিন বলেন, “রাজুর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা দিন-রাত এক করে কাজ করছেন। আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত, উনি এই যুদ্ধ শেষে ফিরে আসবেই। আবারও আপনাদের সবাইকে হাসাবেন এবং এটি আমার আপনাদের সকলের কাছে প্রতিজ্ঞা। এত লোকের এত প্রার্থনা কোনও ভাবেই বৃথা যেতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করছি সবাই ওনার জন্য প্রার্থনা করে যাবেন।”

    চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছেন, এই কথা সত্যি কিনা তা তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি মোটেও সত্যি নয়। তিনি বলেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওনার স্বাস্থ্য নিয়ে মিথ্যে রটাবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। চিকিৎসকেরা সবরকমভাবে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করছেন।“ কয়েকদিন আগেও রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সমস্ত ভুয়ো খবর বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আবার এই ভুয়ো খবর ছড়াতেই এবারে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

LinkedIn
Share