Tag: Ram Setu

Ram Setu

  • Ram Setu: দীপাবলিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি  ‘রাম সেতু’!

    Ram Setu: দীপাবলিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘রাম সেতু’!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলিতে (Diwali) মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু'(Ram Setu)। রবিবারই প্রকাশ্যে এল রাম সেতু ছবির টিজার।অক্ষয় কুমার নিজেই তাঁর ইনস্টাগ্রাম (Instragram) প্রোফাইলে নতুন এই সিনেমাটির ট্রেলার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, রাম সেতুর এক ঝলক আপনার জন্য। অনেক ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। ২৫ শে অক্টোবর সকলকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

    https://www.instagram.com/reel/Ci9Z7CovRbp/?utm_source=ig_embed&ig_rid=dbf78415-c28f-4f9e-bc89-0f62bdc73c4f

    আরও পড়ুন: কে এই নূপুর শিখরে, যার সঙ্গে এনগেজমেন্ট সারলেন আমির-কন্যা আইরা? 

    এই ছবিতে বলিউডের দুই বিখ্যাত নায়িকা নুসরত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন। পাশাপাশি ছবিতে দক্ষিণী অভিনেতা সত্যদেব, নাসির ছাড়াও রয়েছেন আরও অনেকেই। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা।

    আরও পড়ুন: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর  

    অক্ষয় কুমারকে এই ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের (Archaeologist) ভূমিকায় দেখা যাবে। রাম সেতুটির পৌরাণিক গুরুত্ব তুলে ধরা হবে এই সিনেমাটিতে। করোনার পর একাধিক সিনেমা ফ্লপ হয়েছে নামী অভিনেতাদের। সাফল্যের মুখ দেখেনি বক্স অফিস। সে দিক থেকে অক্ষয় কুমারেরও সূর্যবংশী সিনেমাটি বাদ দিলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সবগুলি সিনেমাই। বড় পর্দায় খারাপ পারফরম্যান্সের কারণে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ফিল্ম কাটপুতলি। যদিও দর্শকরা সেই ছবি নিয়ে বিস্তর সমালোচনা করেছেন। তাই রাম সেতু সিনেমাটি দিওয়ালির বক্স অফিসে ধামাকা করতে পারে কি না, সেটাই দেখার।  

     অজয় ​​দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত কমেডি ফিল্ম  ‘থ্যাঙ্ক গড’-এর সাথে রামসেতু সিনেমাটির প্রেক্ষাগৃহে সম্মুখ সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম  রিলিজ হবে। যদিও তার জন্য কিছুদিনের অপেক্ষা করতে হবে অ্যাামাজন প্রাইম সদস্যদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Ram Setu: মোদি সরকারের পরিকল্পনা, ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত নির্মাণ হবে ২৩ কিমি লম্বা ‘রাম সেতু’

    Ram Setu: মোদি সরকারের পরিকল্পনা, ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত নির্মাণ হবে ২৩ কিমি লম্বা ‘রাম সেতু’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিলোমিটার সেতু নির্মাণের (Ram Setu) কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে এই ব্রিজের নির্মাণের পরিকল্পনা চলছে এবং সেটি তামিলনাড়ুর ধনুশকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার পর্যন্ত নির্মিত হবে। হঠাৎ এই রকম সেতু নির্মাণের কারণ কী? মনে করা হচ্ছে, পৌরাণিক মতে, এটাই ছিল রাম সেতু (Ram Setu)। এই দুই স্থানের মধ্যে সেতু নির্মাণ করে রামচন্দ্র বানর সেনা নিয়ে লঙ্কা অভিযানে যান। এই নতুন রাম সেতু ২৩ কিলোমিটার লম্বা হতে চলেছে।

    যাতায়াতের খরচ ৫০ শতাংশ কমবে 

    এই সেতুর মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কাকে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা যাবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা বলতে বিমান ও জলপথেই যোগাযোগ রয়েছে। এই সেতু নির্মাণ হলে যাতায়াতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস জমানায় সেতুসমুদ্রম প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এই সেতু নির্মাণ হলে পৌরাণিক রাম সেতু (Ram Setu) ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ২০০৭ সালেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সেই সেতুসমুদ্রমের কাজ অব্শ্য শুরু করতে পারেনি কংগ্রেস সরকার। সেতুসমুদ্রম প্রকল্প অবশ্য জলপথেই যোগাযোগের জন্য গড়ে তোলার কথা ছিল। তারপর মোদি জমানায় দুই দেশের মূল ভূখণ্ডকে জোড়ার জন্য সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করা হল।

    প্রকল্পের খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা 

    মনে করা হচ্ছে শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রজেক্টটি তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ছয় মাস আগেই এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পে রয়েছে রেল লাইন এবং সড়ক ব্যবস্থাও, একথা জানা গিয়েছে সূত্র মারফত। প্রসঙ্গত, রাম মন্দির (Ram Setu) উদ্বোধনের আগে ধনুশকোডিতে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন প্রধানমন্ত্রী ধনুশকোডির ওই স্থানে পুষ্পার্ঘ্য নিবেদনও করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রাণপ্রতিষ্ঠার আগে রাম সেতু-খ্যাত ‘আরিচল মুনাই’ পরিদর্শন মোদির

    Narendra Modi: প্রাণপ্রতিষ্ঠার আগে রাম সেতু-খ্যাত ‘আরিচল মুনাই’ পরিদর্শন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) রাম সেতুর উৎপত্তিস্থল তামিলনাড়ুর ধানুষ্কোটিতে আরিচল মুনাই পরিদর্শন করলেন। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ ভারত সফর করছেন। দর্শন করেছেন ভগবান রামের স্মৃতি বিজড়িত নানা মন্দির এবং জায়গা। শুনেছেন দ্রাবিড় ভাষায় রচিত রামায়ণ কথা। করছেন ভজন-কীর্তন শ্রবণও। গত এগারো দিন ধরে রয়েছেন কঠোর সংযম পালনে। রাত পোহালেই ২২ জানুয়ারি। অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। তিনি থাকবেন যজমানের ভূমিকায়। গোটা দেশ এখন মুখরিত রাম নামের জয়গানে। 

    আরিচাল মুনাই

    তামিলনাড়ুতে অবস্থিত এই আরিচাল মুনাই। লোক-বিশ্বাস, ভগবান রাম যে জায়গা থেকে থেকে সেতু নির্মাণ শুরু করেছিলেন, সেই জায়গাটি হল এটি। এদিন প্রধানমন্ত্রীকে (Narendra Modi) এই জায়গায় পুষ্পার্ঘ্য নিবেদন করতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী এদিনই গিয়েছিলেন রামেশ্বরমের শ্রীকোথান্দারামা স্বামী মন্দিরে। কোথান্দারাম নামের অর্থ ধনুকের সঙ্গে রাম। এটিও ধনুষ্কোটিতেই অবস্থিত। রামায়ণে আছে, এখানেই রাবণের ভাই বিভীষণ প্রথমবার ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এই জায়গা থেকেই রামচন্দ্র রাক্ষসরাজ রবাণকে পরাজিত করার সংকল্প নিয়ে ছিলেন। এরপর লঙ্কায় পাড়ি দিয়েছিলেন।

    দক্ষিণ ভারতের একাদিক মন্দির দর্শন 

    শনিবার প্রধানমন্ত্রী (Narendra Modi) তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গনাথস্বামী মন্দির এবং রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামনাথস্বামী মন্দির পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলেছেন, “আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে গতকালের পরিদর্শনের অভিজ্ঞতা ভোলার নয়। মন্দিরের প্রতিটি অংশে নিবিড় ভক্তিভাব রয়েছে”। সেই সঙ্গে নাসিকের রামকুন্ড, শ্রী কালারাম মন্দির, অন্ধ্রপ্রদেশের পুট্টপার্থীর লেপাক্ষীর বীরভদ্র মন্দির, কেরলের গুরুভায়ুর মন্দির এবং ত্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দির পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠায় যোগদান করার আগে ১১ দিন ধরে শাস্ত্র নির্দেশিত বিভিন্ন নিয়ম পালন করছেন। এর মধ্যে রয়েছে সংযমরক্ষা, খাদ্যাভ্যাসে বিধিনিষেধ রক্ষা, রাতে মাটিতে কম্বল পেতে শোয়ার মতো কঠোর সংযমও। তিনি একবেলা আহার করছেন। করছেন ফলাহার। পান করছেন ডাবের জল।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু থেকেই হাজারও বিতর্কের মধ্যেই গত ২৫ অক্টোবর মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ (Ramsetu)। আর শুরুতেই বক্সঅফিসে দারুণ এন্ট্রি নিল ‘রাম সেতু’। ফলে দীপাবলিতে অক্ষয় কুমার তাঁর অনুরাগীদের এই বিশেষ উপহার দিল। ছবিটি এখনও পর্যন্ত দর্শকদের কাছে মিশ্র সাড়া পাচ্ছে। অনেকে অপছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে (Box Office)। জানা গিয়েছে, মুক্তির পর প্রথম দিনই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’।

    এবছর অক্ষয় কুমারের কোনও ছবিই বক্সঅফিসে সেই মত ব্যবসা করতে পারেনি। দর্শকদের মনেও জায়গা করে নিতে পারেনি। তাঁর শেষ তিনটি ছবি ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ‘রাম সেতু’-র দিকে অনেকেই আশা নিয়ে  তাকিয়ে ছিলেন। তবে ছবির শুরুটা ভালও হলেও পরবর্তীতে বক্স অফিসে কতটা হিট হতে পারে এটাই এখন দেখার। বক্স অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য ভারতের রাজ্যগুলির দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে ‘রাম সেতু’। পাশপাশি এই বছর অক্ষয় অভিনীত ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে ভালো ব্যবসা করে ‘রাম সেতু’। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটিই ২০২২-এর ‘খিলাড়ি’-র মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সেরা ওপেনার ছবি।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    প্রসঙ্গত, এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushratt Bharuccha)। এই এই সিনেমায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মাধ্যমে ইতিহাস আর পুরাণের গল্পের সঙ্গে এক করে ‘রামসেতু’ সিনেমায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই ছবি মুক্তির পাশাপাশি মুক্তি পেয়েছে অজয় ​​দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’। প্রথম দিন থেকেই দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। ওপেনিং-এর দিনেই  ‘রাম সেতু’, ‘থ্যাঙ্ক গড’-কে ছাপিয়েছে। যেখানে অক্ষয়ের ছবির প্রথম দিনের আয় প্রায় ১৫ কোটি, সেখানে অজয়ের ছবির আয় ৮-৯ কোটি টাকা। ফলে পরবর্তীতে দেখাই যাবে যে, এই লড়াইয়ে বক্স অফিসে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে।

LinkedIn
Share