Tag: Ram temple consecration ceremony

Ram temple consecration ceremony

  • Ram Mandir: পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠের পবিত্র জল অযোধ্যায় পাঠালেন জনৈক মুসলিম

    Ram Mandir: পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠের পবিত্র জল অযোধ্যায় পাঠালেন জনৈক মুসলিম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক মুসলিম বাসিন্দা সারদা পীঠ কুণ্ডের পবিত্র জল রামলালার (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অযোধ্যা পাঠালেন। এই পবিত্র জল ব্রিটেনের মাধ্যমে তিনি ভারতে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ‘সেভ সারদা কমিটি কাশ্মীর’ নামের সংগঠনের প্রতিষ্ঠাতা রবীন্দ্র পণ্ডিতা এ বিষয়ে বলেন,‘‘পবিত্র জল সরাসরি ভারতে পাঠানো সম্ভব হয়নি তার কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে পোস্টাল সার্ভিস বন্ধ রয়েছে বালাকোট এয়ার স্ট্রাইকের পরেই। তাই ব্রিটেনের মাধ্যমে এই জল পবিত্র রাম জন্মভূমিতে (Ram Mandir) পাঠানো হয়েছে।’’

    জনৈক তানভির আহমেদ এই পবিত্র জল রাম মন্দিরের নির্মাণের জন্য পাঠিয়েছেন

    জানা গিয়েছে, জনৈক তানভির আহমেদ এবং অন্যান্যরা এই পবিত্র জল রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণের জন্য পাঠিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের নাগরিকরা এই জল সংগ্রহ করেন এবং তা ইসলামাবাদে পাঠান সেখান থেকেই তানভির আহমেদের লন্ডনবাসী কন্যা মাঘরিবির কাছে পাঠানো হয়।  জানা গিয়েছে, এরপরে মাঘরিবি ওই জল সোনাল শের নামের জনৈক কাশ্মীরি পণ্ডিতকে পাঠান। পরবর্তীকালে এই জল দিল্লিতে আসে। রবীন্দ্র পণ্ডিতা আরও জানিয়েছেন, পবিত্র এই জল এশিয়া ইউরোপ মহাদেশ ঘুরে ভারতে এল। প্রসঙ্গত সারদা সর্বজ্ঞান পীঠে ১৯৪৮ সাল থেকেই ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

    ‘সেভ সারদা কমিটি কাশ্মীর’ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটি উদযাপন করবে

    শুধু জলই নয় এর আগে মাটি এবং শিলাও এসেছে সারদা কুণ্ড থেকে। এটা খুব গর্বের বিষয় যে রাম মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরের জনসাধারণেরও যোগদান রইল, এমনটাই বলছেন সেভ সারদা কমিটির সদস্যরা।  প্রসঙ্গত, গত বছরের ৫ জুন শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য সারদা মন্দিরের উদ্বোধনও করেন। জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি সেভ সারদা কমিটি- এর সদস্যরা প্রদীপ জ্বালিয়ে দিনটি উদ্বোধন করবেন লাইন অফ কন্ট্রোল এর কাছে। কাশ্মীরের কুপোয়ারা জেলাতে এই উদযাপন হবে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তার চাদরে রামনগরী

    Ram Mandir: অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তার চাদরে রামনগরী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন জঙ্গি হামলার সম্ভাবনার রয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে এমনই খবর মিলেছে। সন্ত্রাসবাদীরা টার্গেট করছে মূলত বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, প্রশাসনিক আধিকারিকদের। অযোধ্যায় ওই দিন একটি অশান্তির পরিবেশও তারা তৈরি করতে চাইছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, সন্ত্রাসবাদীরা চলতি ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলের পক্ষে ভারতের দাঁড়ানোকেও ব্যবহার করছে, উস্কানি হিসেবে। রাম জন্মভূমিতে ওই দিন নিরাপত্তা ব্যবস্থায় অতি সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র অযোধ্যা নয়, সারা উত্তরপ্রদেশকে অস্থির করার একটি ষড়যন্ত্র চলছে বলে জানা গিয়েছে। যেখানে ভারত বিরোধী শক্তিগুলো সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই অশান্তির পরিবেশ নির্মাণ করতে চাইছে। অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব। নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই আঁটোসাঁটো। তবে জঙ্গি হামলার আশঙ্কার পরে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

    নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, চলুন জেনে নেওয়া যাক এক নজরে 

    বুম ব্যারিয়ার্স

    এই ব্যবস্থাকে টায়ার কিলার্সও বলে। একটি নির্দিষ্ট জায়গায় আন-অথরাইজড যানবাহন প্রবেশে বাধা দেয় এই টায়ার কিলার্স নিরাপত্তা ব্যবস্থা।

    অ্যান্টি ড্রোন টেকনোলজি

    যোগী রাজ্যের পুলিশই ভারতের একমাত্র রাজ্য পুলিশ যারা রাম মন্দিরের (Ram Mandir) নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অ্যান্টি ড্রোন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে চলেছে। ড্রোন হামলা কোনও বাবেই সম্ভব হবে না এই প্রযুক্তির ব্যবহারে।

    হাই-টেক সিসিটিভি

    হাইটেক সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা অযোধ্যাকে। 

    ইন্টেলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (ITMS)

    এই ব্যবস্থার মাধ্যমে কড়া ভাবে ট্রাফিকের উপর নজরদারি চালানো হবে। থাকবে ইমার্জেন্সি কল বক্স, অসুবিধায় পড়লে যাতে দ্রুত জানানো যায়।  

    ২৫টি টেলিস্কোপ

    প্রতিটি টেলিস্কোপের এক একটিতে থাকবে ৯টি করে লেন্স। কড়া নজরদারি চলবে এর মাধ্যমে।

    সোশ্যাল মিডিয়ায় নজরদারি

    সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অনেক ক্ষেত্রেই অশান্তির পরিস্থিতি তৈরি হয়। তাই সেখানেও নজরদারি চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share