Tag: Ram temple in Ayodhya

Ram temple in Ayodhya

  • Ram Mandir: জানেন কি? অযোধ্যার মন্দিরে থাকছে রামলালার ৩টে মূর্তি

    Ram Mandir: জানেন কি? অযোধ্যার মন্দিরে থাকছে রামলালার ৩টে মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারে অযোধ্যার মন্দিরের (Ram Mandir)  গর্ভগৃহে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি কৃষ্ণ শিলার মূর্তি স্থান পেয়েছে মন্দিরে। জানা গিয়েছে, অরুণ যোগীরাজ স্থানীয় একটি ফার্ম হাউস থেকেই এই শিলাটি সংগ্রহ করেন। মোট তিনটি মূর্তির মধ্য়ে বাছা হয় অরুণ যোগীরাজের মূর্তিকে। জানা গিয়েছে, বাকি দুই বিগ্রহ গর্ভগৃহে না থাকলেও নতুন মন্দিরেই রাখা হবে। দুটি বিগ্রহ ইতিমধ্যে সামনে এসেছে।

    বাকি দুই মূর্তি

    শ্বেত পাথরের এই বিগ্রহটি তৈরি করেছেন শিল্পী সত্যনারায়ণ পাণ্ডে। অন্য আর একটি বিগ্রহ তৈরি করেছেন কর্নাটকের শিল্পী গণেশ ভট্ট। দুই শিল্পী অবশ্য কোনওভাবেই হতাশ নন। এমন কাজের সুযোগ পেয়ে তাঁরা খুশি। এমনটাই জানিয়েছেন তাঁরা। রাম মন্দির (Ram Mandir)  নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ওই দুই মূর্তিও মন্দিরে রাখা হবে।

    গর্ভগৃহে অধিষ্ঠিত মূর্তি ৩০০ বছরের পুরনো

    প্রায় ৩০০ কোটি বছরেরও পুরনো এই শিলার তৈরি মূর্তি স্থান পেল রাম মন্দিরের গর্ভগৃহে। বেঙ্গালুরুর ন্যাশনাল ইনসস্টিটিউট অফ রক মেকানিক্সের ডিরেক্টর এইচএস ভেঙ্কটেশই জানাচ্ছেন শিলার বয়স। মূর্তি (Ram Mandir) খোদাইয়ের আগে এই প্রতিষ্ঠানেই পরীক্ষা করা হয়েছিল শিলার বয়স। তখনই জানা যায় প্রস্তরখণ্ডটির প্রাচীনত্ব সম্পর্কে। ভেঙ্কটেশ বলেন, “এই পাথর দারুন টেকসই। জলবায়ুর পরিবর্তন সহনশীল। সাধারণভাবে রক্ষণাবেক্ষণ করলেই হাজার বছর টিকে থাকবে।”

    রাম মন্দির

    যে মন্দিরে ২২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান রাম, সেই মন্দিরটিও তৈরি হয়েছে সব চেয়ে দামি পাথরে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মন্দিরের আয়ু বাড়াতে। কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “মন্দিরের আয়ু যাতে হাজার বছর হয়, সেভাবেই ডিজাইন করা হয়েছে।” বিগ্রহের পাথর আনা হয়েছে মাইসুরু জেলার জয়াপুরা হোবলি জেলা থেকে। ভারতের এই অঞ্চলেই মেলে সব চেয়ে উচ্চ মানের গ্রানাইট পাথর। পাথরটি প্রাক ক্যাম্ব্রিয়ান যুগের। চারশো কোটি বছর আগে সূচনা হয়েছিল যে যুগের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share