Tag: Ranbir kapoor

Ranbir kapoor

  • Ranbir Kapoor: সনাতন ধর্মে অগাধ আস্থা, মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    Ranbir Kapoor: সনাতন ধর্মে অগাধ আস্থা, মোদিতে মুগ্ধ রণবীর কাপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মের প্রতি তাঁর অগাধ আস্থা। প্রতি দিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েই ঘুমোতে যান অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি এক পটকাস্টে উদ্যোক্তা নিখিল কামাথের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা। ধর্ম (Sanatan Dharma) থেকে রাজনীতি, কেরিয়্যার সবকিছু নিয়েই নিজের মত ব্যক্ত করেছেন রণবীর। অভিনেতা জানান, রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তা না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার তাঁকে প্রতি মুহূর্তে আকর্ষণ করে। 

    ঈশ্বরে বিশ্বাস

    আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাস্তবেও সনাতন ধর্মের (Sanatan Dharma) প্রতি গভীর আস্থা ঋষি কাপুর পুত্রের।  রণবীর (Ranbir Kapoor) বলেন, “আমার বাবা খুবই ধার্মিক ছিলেন। মা বরং বাবার মতো ততটা ধার্মিক ছিলেন না। কিন্তু বাবা ধর্মচর্চা করতে ভালবাসতেন বলে, মা-ও সঙ্গ দিতেন। আমরা তখন ছোট। দেখতাম বাবা-মাকে। বাচ্চারা তো বাবা-মাকেই অনুকরণ করার চেষ্টা করে। তাই ঈশ্বর-ভাবনা আমার ভাল লাগে। আমি বহু আগেই বুঝতে পেরেছিলাম, আমার প্রার্থনার জোর আছে। ঈশ্বরের কাছে কিছু চাইলে, তা খুব সহজেই পেয়ে যেতাম। তাই খুব ছোট বয়সেই, আমি ঈশ্বরের কাছে কিছু চাওয়া বন্ধ করে দিই। হয়তো কোনও এক বর্ষার দিনের জন্য সেই প্রার্থনার সুযোগ বাঁচিয়ে রাখতাম। আমি আসলে নিজের সঙ্গেই কথা বলতাম। তবে, মনে আছে, সেই সময় থেকেই ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম। এখন আমি যে জায়গায় আছি, তা নিয়ে আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” 

    সনাতন ধর্মে আস্থা

    রণবীর কাপুর (Ranbir Kapoor) এখনও নিশ্চিত করেননি যে তিনি ‘রামায়ণ’-এ রয়েছেন কিনা, তবে সীতা রূপী সাই পল্লবীর পাশে ভগবান রামের বেশে রণবীরের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। রণবীর বেশ কিছুদিন ধরে এই চরিত্রের জন্য কঠোর প্রশিক্ষণও নিয়েছেন। সনাতন ধর্মের উপর বিশ্বাস নিয়ে রণবীর বলেন, “আমি সনাতন ধর্মের উপর বিশ্বাস করতে শুরু করেছি। বেশ কয়েক বছর ধরে এই ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি। সনাতন ধর্মের প্রভাব কী, তা জানতে আমি গভীরে গিয়ে বিষয়টা দেখেছি।”

    আরও পড়ুন: পাইন গাছের বর্জ্য ব্যবহার করেই জীবিকা অর্জনের সুযোগ, পথ দেখাচ্ছেন দুই বোন

    প্রধানমন্ত্রী মোদির ব্যবহারে মুগ্ধ

    ওই সাক্ষাতকারে রাজনীতি থেকে চলচ্চিত্র নানা জগৎ নিয়ে কথা বলেন রণবীর (Ranbir Kapoor)। অভিনেতা জানান তিনি খুব বেশি চিন্তা করেন না রাজনীতি নিয়ে। ভবিষতে রাজনীতি আসবেন কিনা সে নিয়েও কিছু ভাবেননি, তবে আপাতত তিনি আসতে চান না। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলার দক্ষতা, তাঁর ব্যবহার, তাঁর আঙ্গিক, রণবীরকে আকর্ষণ করে। অভিনেতার কথায়, ৪ থেকে ৫ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে দেখা হয়েছিল।  যেখানে অভিনেতা এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর কথার মধ্যে এমনই এক বিষয় রয়েছে যা সবার উপর ছাপ ফেলে। রণবীর সেই মিটিংয়ে মোদির প্রবেশের মুহূর্তটিরও উল্লেখ করেন। তিনি জানান, সেই মুহূর্তের মধ্যে যে একটা চৌম্বকীয় আকর্ষণ ছিল। রণবীর আরও জানান মোদি মিটিংয়ে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি রণবীরের বাবার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী মোদির ব্যবহারের সঙ্গে সিনে দুনিয়ায় বলিউড বাদশা শাহরুখ খানের কিছুটা মিল রয়েছে বলেও জানান রণবীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে সিনেমাটি (Animal Movie)। জনপ্রিয়তার পাশাপাশি অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে এই সিনেমাকে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও এই ধরনের ছবি পরিচালনা করে কটাক্ষের শিকার হন বলিউড জগতে। সেই সময় অনেকেই বলিউডে এই ধরনের ছবি বানানো উচিত নয় বলে মন্তব্য করেন। কারণ এই ছবিতে উগ্র পুরুষত্ববাদ, নারীদের প্রতি বিদ্বেষ প্রভৃতি দেখানো হয়েছে। কিন্তু এত কিছু সমালোচনার পরে বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর এই সিনেমার পাশে এসে দাঁড়ালেন। বলিউডে যে এই ধরনের সিনেমা তৈরি হয়েছে, তা করণের কাছে খুবই প্রশংসনীয়। এই ধরনের ছবি নাকি তাঁর ভালোই লেগেছে।

    কী জানিয়েছেন করণ জোহর? (Animal Movie)

    প্রথম থেকেই করণ জোহর বলিউডে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি বানিয়ে আসছেন। আর তিনি ভিন্ন স্বাদের ছবি বানাতেই ভালোবাসেন। কীভাবে মানুষকে একটি ছবির প্রতি আকৃষ্ট করা যায়, তার স্ট্র্যাটেজি করণ জোহর অনেক আগে থেকেই অনুসরণ করেন। যে সময় অ্যানিম্যাল নিয়ে সমালোচনা শুরু হয়, ঠিক সেই সময় করণের মুখে অন্য সুর। বরং তাঁকে উল্টোটাই বলতে শোনা যায়। তিনি বলেন, অ্যানিমাল-এর মতো ছবি নাকি তাঁর ভালোই লেগেছে। পরিচালক সন্দীপের প্রথম ছবিতেই তিনি গভীরতা খুঁজে পেয়েছেন। করণ জানান, “যেভাবে সবকিছু স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। স্ক্রিপ্ট রাইটিং, সংলাপ, শব্দ পরিকল্পনা (Animal Movie) এতটাই নিখুঁত যে বলিউডে এটি অন্য মাত্রা এনে দিয়েছে। একজন পরিচালক হিসেবে আমার সত্যিই সিনেমাটি পছন্দ হয়েছে।’’

    আর কী বললেন তিনি? (Animal Movie)

    এছাড়াও তিনি বলেন, “রণবীরের অসাধারণ অভিনয় দক্ষতা আমার বিশেষভাবে পছন্দ হয়েছে। তাঁর মতো এই হিংস্র রূপ অর্থাৎ স্ক্রিনে একটা অ্যানিমাল হয়ে ওঠা অন্য অভিনেতার পক্ষে সত্যি কঠিন। কিন্তু রণবীর তা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।” এক কথায় অ্যানিমাল (Animal Movie) নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর। বলিউডে এটি একদম ভিন্ন স্বাদের ছবি বলেই দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Animal Movie: ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর অভিনেত্রী তৃপ্তি ডিমরিও রাতারাতি জনপ্রিয়!

    Animal Movie: ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর অভিনেত্রী তৃপ্তি ডিমরিও রাতারাতি জনপ্রিয়!

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ (Animal Movie)। ইতিমধ্যে ছবিটি এত জনপ্রিয় হয়েছে, বিশ্ব বক্স অফিসে এখনও পর্যন্ত ৮০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ছবিতে অসামান্য অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা এবং খলনায়ক চরিত্রে ববি দেওলকে। ববি দেওলের এই কামব্যাককে ঘিরেও চরম উত্তেজনা ছিল অনুরাগীদের মধ্যে। আর এই অভিনেতা-অভিনেত্রীদের মাঝে সিনেমার আরও এক অভিনেত্রী রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছেন অনুরাগীদের কাছে, তিনি তৃপ্তি ডিমরি। পর্দাতে খুব একটা বেশি সময় দেখা না গেলেও ছবি মুক্তির কয়েক দিনের মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ৬ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ লক্ষতে।

    এই বিষয়ে কী জানিয়েছেন তৃপ্তি? (Animal Movie)

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি তাঁর সমাজ মাধ্যমে এই ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমার পরিবার রোজ আমার ফলোয়ার সংখ্যার দিকে নজর রাখে। ওরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে, তোর ফলোয়ার সংখ্যা কত। হঠাৎ এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমার পরিবার অনেক খুশি ও তাঁরা গর্ববোধও করেছেন। মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আশা করি ভবিষ্যতেও আরও বেশি ভালোবাসা পাব। দর্শকদের কাছে এই রাতারাতি প্রিয় হয়ে ওঠা আমাকে খুব খুশি করেছে। আজকাল আমার ফোন বেজেই চলেছে, অনেকে ফোন করে আমাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সবাইকে উত্তর দিতে দিতে আমার রাতের ঘুম উড়ে গিয়েছে।” (Animal Movie)

    এর আগে কোন সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি? (Animal Movie)

    এর আগেও অসামান্য অভিনয়ের পরিচয় দিয়েছেন তৃপ্তি। এর আগে কিছু ওয়েব সিরিজ এবং সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি। তার মধ্যে ‘লয়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবি খুব জনপ্রিয় হয়েছে অনুরাগীদের কাছে। এর পর অ্যানিম্যাল (Animal Movie) ছবিতে অভিনয় করার পর যেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তৃপ্তি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Movie: এবার রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, ফেব্রুয়ারিতে শুরু শুটিং

    Indian Movie: এবার রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, ফেব্রুয়ারিতে শুরু শুটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের কাপুর পরিবারের বর্তমান প্রজন্মের নক্ষত্র রণবীর কাপুর। বেশ একজন সফল ও জনপ্রিয় অভিনেতা হিসাবেই নামডাক তাঁর। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রণবীর। রণবীরকে গতানুগতিক বলিউড ছবিতে অভিনয় করতে দেখা গেলেও এবার একদম নতুন আর ভিন্ন রূপে তাঁকে দেখবেন দর্শক। কয়েক মাস ধরেই বলিউডে ‘রামায়ণ’-এর কথা উঠে আসছে। যেখানে জানা গিয়েছে, পরিচালক নীতিশ তিওয়ারি এই ছবিটি পরিচালনা করছেন। আর সেখানেই রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা এই বিষয়ে নিজে কিছু জানাননি। এটাও শোনা গিয়েছে, এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায়, আলিয়া তাঁর সময়ের সমস্যার জন্য এই ছবি থেকে সরে গিয়েছেন। এর পরিবর্তে গুঞ্জন ওঠে এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাঁই পল্লবী।

    বলিউডে রাম হয়ে উঠতে রণবীর মেনে চলছেন অসংখ্য নিয়ম

    ইতিমধ্যে শোনা গিয়েছে, রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। রামচন্দ্রের মতো নিজেকে শুদ্ধ করেই তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছে বলিউডের অন্দরমহল সূত্রে। এই জন্য তিনি খাওয়ার তালিকা থেকে মওত-মাংস বাদ রাখছেন। জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। তাই রামচন্দ্রের ভূমিকায় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য কঠোর প্রস্তুতির মধ্যেই নিজেকে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের মনকে সম্পূর্ণ রূপে শুদ্ধ করেই তিনি এই অভিনয় করবেন বলে জানিয়েছেন। রামচন্দ্রের চরিত্রকে শ্রদ্ধা ও নিজের ভক্তি প্রদান করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    ছবিটির বিষয় কী? কবে থেকেই বা শুরু হচ্ছে এর শুটিং?

    আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। একটি ট্রিলজিকাল ফর্মে ছবিটি আসতে চলেছে। এই ট্রিলজির প্রথম পর্ব ভগবান রাম ও সীতার ওপর নির্ভর করে বানানো হবে। যার শুটিং ফেব্রুয়ারি থেকে অগাস্ট ২০২৪ পর্যন্ত চলবে বলে ধরা হয়েছে। এই প্রথম পার্টের নাম দেওয়া হবে রামায়ণ পার্ট ওয়ান।  নানান ভিএফএক্স সহযোগে এই ছবিটি নির্মাণ করা হব, যার দায়িত্বে থাকবে অস্কার বিজয়ী ডিএনইজি ভিএফএক্স সংস্থা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ranbir Kapoor: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির তলব রণবীর কাপূরকে, কারা রয়েছেন তালিকায়?

    Ranbir Kapoor: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির তলব রণবীর কাপূরকে, কারা রয়েছেন তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির (ED) তলব বলিউড অভিনেতা রণবীর কাপূরকে (Ranbir Kapoor)। শুক্রবার ইডির দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেবল ঋষি-পুত্র নন, ইডির স্ক্যানারে রয়েছেন আরও অন্তত ১৫-২০ জন তারকা। এই তালিকায় রয়েছেন গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ এবং নেহা কক্কর। তালিকায় রয়েছেন অভিনেতা টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা এবং নুসরত ভারুচা। কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও রয়েছেন ইডির আতস কাচের তলায়।

    অনলাইন গেমিং অ্যাপের কর্ণধারের মেগা বিয়ে

    চলতি বছর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকার। তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। এই সময় মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি দিয়েছিলেন সৌরভ। সেখানেও যোগ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। সৌরভের সঙ্গে বলিউডের ওই তারকাদের সমীকরণ (Ranbir Kapoor) কী, মূলত তা-ই জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কিনা, তাও জানতে চান তাঁরা।

    হাওয়ালার মাধ্যমে টাকা!

    সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছিল ১১২ কোটি টাকা। হোটেল বুকিংয়ের জন্য খরচ করা হয়েছিল ৪২ কোটি টাকা। সেই বিল মেটানো হয়েছিল নগদ টাকায়। ইডি সূত্রে খবর, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের কর্ণধারের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও হাওয়ালা অপারেশনের যোগসূত্র রয়েছে। যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গেও। সেই কারণেই ‘অ্যানিমাল’-এর অভিনেতাকে ডেকে পাঠিয়েছে ইডি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ট্রেলর মুক্তি পেয়েছে রণবীর কাপূরের ছবি ‘অ্যানিমাল’-এর।

    আরও পড়ুুন: “সব নথি নিয়ে ইডির দফতরে যান”, অভিষেককে বলল ডিভিশন বেঞ্চ

    মহাদেব গেমিং বেটিং অ্যাপ আসলে একটি অনলাইন সাট্টা খেলার প্লাটফর্ম। এই সাট্টা অ্যাপের টার্নওভার ২ হাজার কোটি টাকার কাছাকাছি। এই চক্রের খোঁজ পেতে কিছুদিন আগেই ইডি তল্লাশি চালায় কলকাতা, ভোপাল ও মুম্বইয়ে। সৌরভের ওই ইভেন্টে পারফর্ম করার জন্য ভাগ্যশ্রী, ভারতী সিংহ, সুখবিন্দর সিংহ এবং নেহা কক্করকে টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইডির তল্লাশিতে জানা গিয়েছে, মহাদেব বুক অ্যাপ ও সাট্টার এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন ছত্তিশগড়ের কিছু রাজনীতিবিদ, পুলিশ অফিসার এবং রাজনৈতিক নেতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ার নতুন বাবা-মা হলেন রণবীর-আলিয়া। তাঁদের জীবনে এল নতুন অতিথি। আলিয়ার কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খুশির জোয়ার ভাট-কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে। 

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)। বিদেশি আদলে তৈরি এই সাইফাই সিনেমা নিয়ে ভীষণ উৎসাহিত ছিলেন ভারতীয় দর্শক। আর তাতেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাকে প্রথম দিনের ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতীয়রা। কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েও প্রথমদিনেই এই ছবি আয় করল ৩৫-৩৬ কোটি টাকা (Brahmastra box office collection)। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে সিনেমাটি। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।

    আরও পড়ুন: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের  

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। শুক্র-শনি-রবি মিলিয়ে এই সিনেমার অ্যাডভ্যান্সড বুকিং ৬০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। যদিও এরপরেও নিশ্চিন্ত হতে পারেননি ছবির নায়ক। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তাঁর নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যে কোনও সময় বদলে যেতে পারে খেলা।  

    Boxofficeindia.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, সব ভাষা মলিয়ে ব্রহ্মাস্ত্রের প্রথম দিনের ব্যবসা ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভাষা আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।  

    এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’- প্রথম সিনের আয় ছিল ৪১ কোটি। সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল এই সিনেমার বক্স অফিস আয়।

    আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়
     
    ব্রহ্মাস্ত্র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমা সমালোচকরা। রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম আকর্ষন। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানেই উন্মোচিত হবে ছবির আসল গল্প। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ আন্তর্জাতিক মানের। বড় পর্দায় এই সিনেমা দেখার অভিজ্ঞতা মিস করবেন না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র (Brahmastra)। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt )। ছবিটি যাতে ভালো চলে সেই কামনায় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির (Mahakaleshwar Temple) দর্শনে গিয়েছিলে মিঞা-বিবি। তবে বহ্মাস্ত্রের নায়ক-নায়িকাকে ফিরতে হল খালি হাতে। দর্শন হল না ভগবান মহাকালেশ্বরের। মঙ্গলবার রাতে তাঁরা গিয়েছিলন বাবার দর্শন পেতে। তবে বজরং দলের কর্মীদের বাধায় ফিরতে হল রণবীর-আলিয়াকে।

    ঘটনার সূত্রপাত ঢের আগে। একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, তিনি গোমাংস ভালবাসেন। ২০১১ সালে তিনি যখন রকস্টার সিনেমা প্রোমোট করতে বেরিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমাদের পরিবার পেশোয়ার থেকে এসেছে। সুতরাং বেশ কিছু পেশোয়ারি খাবার আমাদের সঙ্গে এসেছে। আমি খাসির মাংস, চিকেন এবং গোমাংসের ফ্যান। হ্যাঁ, আমি একজন বড় গোমাংস ফ্যান।

    এদিন রাতে রনবীর-আলিয়া মন্দির দর্শনে গিয়েছেন শুনেই দলে দলে চলে আসেন বজরং দলের সদস্যরা। জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। বজরং দলের এক নেতা বলেন, আমরা তাঁদের মহাকালেশ্বরের দর্শন করতে দেব না। কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন যে নন-ভেজ খাবারের মধ্যে তিনি খাসির মাংস, চিকেন এবং গোমাংস খেতে ভালবাসেন বলে স্বীকার করেছেন। তাই তাঁকে আমরা দেবদর্শন করতে দেব না। তিনি বলেন, এমনকী আলিয়া বলেছিলেন, যাঁরা তাঁর ছবি ব্রহ্মাস্ত্র দেখতে চান, তাঁদের ফিল্মটি দেখা উচিত যখন অন্যরা সেটা দেখা উচিত নয় বলছেন।

    আরও পড়ুন : গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    ঘটনার কথা স্বীকার করেছেন মহাকাল থানার এক আধিকারিকও। তিনি জানান লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। তিনি জানান, লাঠিচার্জ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা রণবীর এবং আলিয়াকে মন্দিরে ঢুকতে দেয়নি। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশ আধিকারিক ওপি মিশ্র বলেন, ভিআইপি আসছেন শুনে মন্দির চত্বরে সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের নিরাপত্তার বেড়াজালের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা বলয় ঠেলেই কয়েকজন বজরং দল কর্মী চলে আসেন। তখনই লাঠিচার্জের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কেবল প্রতিবাদ নয়, ট্যুইটারেও হ্যাশট্যাগ দিয়ে বলা মানুষকে বলা হচ্ছে, বয়কট ব্রহ্মাস্ত্র।

     

  • Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাট (Ranbir Kapoor-Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই এক দুর্দান্ত খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সিনেমা দেখার জন্য এখন থেকেই অগ্রিম বুকিং (Advance Booking) করা শুরু হয়ে গিয়েছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, বড় পর্দায় রণবীর-আলিয়াকে একসঙ্গে প্রথমবার দেখার জন্য তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কিছুদিন আগেই বয়কট ট্রেন্ডের মুখোমুখি হয়েছিল এই ছবি। এই ছবিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে একাধিক অভিযোগ এনেছিল নেটিজেনরা। আবার আলিয়ার এক মন্তব্যের জেরেও এই ছবি বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে এই অগ্রিম বুকিং-এর এই খবর সামনে আসাতে বোঝা যাচ্ছে, বেশিরভাগ মানুষই এই বয়কটের ডাককে তোয়াক্কা না করে এই সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    সূত্রের মতে, অয়ন মুখার্জির (Ayan Mukherjee) পরিচালিত এই ছবির জন্য ২৪ ঘন্টারও কম সময়ে প্রায় ২০০০ টি টিকিট বিক্রি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। করোনা আবহের পর থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই খারাপ। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এই পরিস্থিতিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সবার এত উত্তেজনা দেখে অনুমান করা হচ্ছে যে বক্স অফিসে এই ছবি হিট হতে চলেছে। এমনকি কোভিড পরবর্তী ছবিগুলোর মধ্যে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে রেকর্ড গড়ে তুলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি।

    এছাড়াও বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে রণবীর কাপুরের ছবিটি প্রথম দিনেই ১৮  থেকে ২২ কোটি টাকার ব্যবসা করবে। তবে এবারে অগ্রিম বুকিং রেট দেখে অনুমান করা হচ্ছে, বক্স অফিসে এই ছবি ২২ কোটিরও বেশি ব্যবসা করতে পারে।

    প্রসঙ্গত, রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি একটি ট্রিলজি হিসাবে তৈরি করা হয়েছে। ফলে এরপরেও আরও দুটো পার্ট আসতে চলেছে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায় এবং অন্যান্যদের সহ বিভিন্ন তারকা অভিনয় করেছে। তাছাড়াও এই ছবির ভিজ্যুয়ালস, ভিএফএক্স হতে চলেছে অন্য রকমের। চোখধাঁধানো ট্রেলার আগেই মানুষের নজর কেড়েছে। ছবির গল্প থেকে ভিজ্যুয়াল, সব জুড়ে রয়েছে চমক। ফলে সবমিলে আশায় বুক বেঁধেছেন দর্শকেরা।

LinkedIn
Share