Tag: Ranchi Test

Ranchi Test

  • India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট। রাঁচি টেস্ট ম্য়াচ জয়ের জন্য় দুই দলই মরিয়া।  ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করলে চলতি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটা নেহাতই সম্মানরক্ষার হয়ে দাঁড়াবে। আর যদি ব্রিটিশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করে, তাহলে তারা এই সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে। তার ফলে জমে যাবে শেষ ম্যাচ।

    রাঁচিতে কেমন খেলে ভারত

    শুক্রবার থেকে রাঁচিতে (Ranchi Test) শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচি স্টেডিয়ামে ২০১৭ সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও পাঁচদিন খেলার পরও এই টেস্ট ম্যাচে কোনও ফলাফল হয়নি এবং শেষপর্যন্ত ড্র হয়ে গিয়েছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় ক্রিকেট দল ২০১৯ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়। সেই ম্যাচে জয় পায় ভারত। এই মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচির পিচ দেখে অবশ্য অবাক বনে গিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে কোনও দিন নাকি এই ধরনের পিচ তিনি দেখেননি।

    রাঁচির পিচ নিয়ে স্টোকস

    রাঁচির পিচ প্রসঙ্গে স্টোকস বলেন, “আমি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভাল করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি।” স্টোকস জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। ইংরেজ অধিনায়ক বলেন, “সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভাল করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগল। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম।” তবে এখনও পর্যন্ত ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররা। সিরিজে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজ, মার্ক উড, জেমস অ্যান্ডারসনরাও উইকেট কুড়িয়েছেন। অর্থাৎ একথা বলাই যায় যে, চলতি টেস্টে সিরিজে পিচ থেকে কম-বেশি সাহায্য পেয়েছেন সকলেই। কিন্তু স্টোকসের কথা যথার্থ হলে, রাঁচি টেস্টের একপ্রান্ত দিয়ে পেসাররা এবং অপর প্রান্ত দিয়ে স্পিনাররা সাহায্যে পেতে পারেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share