Tag: Rashid Latif

Rashid Latif

  • Rashid Latif: ‘‘ভাইয়ের বাড়ির পাশেই থাকি’’! দাউদ-যোগ উস্কে দিল্লির দাবিতে সিলমোহর প্রাক্তন পাক ক্রিকেটারের

    Rashid Latif: ‘‘ভাইয়ের বাড়ির পাশেই থাকি’’! দাউদ-যোগ উস্কে দিল্লির দাবিতে সিলমোহর প্রাক্তন পাক ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাউদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্কিত বিবৃতি দিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ। দাউদকে আন্ডারওয়ার্ল্ডের ‘ভাই’ বলে ভারতকে ভয় দেখাতে গিয়ে নিজেই বেকায়দায় পড়লেন লতিফ। তাঁর মন্তব্য ঘিরে সোশ্যাল সাইটে সমালোচনার ঝড় উঠেছে। রশিদ লতিফ বলেছেন যে তিনি করাচিতে সন্ত্রাসবাদী দাউদের বাসভবনের কাছাকাছিই থাকেন। তাই তাঁর বা তাঁদের সঙ্গে ‘পাঙ্গা’ না নেওয়াই ভালো। লতিফের এই মন্তব্যের পর বিপাকে পাকিস্তানও। দাউদ যে করাচিতে রয়েছেন দীর্ঘদিন ধরে তা অভিযোগ করে আসছে ভারত। কিন্তু অস্বীকার করেছে পাকিস্তান। লতিফের মন্তব্য, কার্যত ভারতের দাবিকেই মান্যতা দিল।

    কী বলেছেন লতিফ

    আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারত জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠানো হবে না। লতিফ এর আগে ভারতকে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনাল খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারত পাকিস্তানে দল পাঠাবে না শুনে বেজায় চটেছেন প্রাক্তন পাক ক্রিকেটার। সম্প্রতি ইউটিউবে কট বিহাইন্ড শো-এ হাজির ছিলেন লতিফ। আলোচনার সময় এই অনুষ্ঠানের আয়োজক নিয়াজ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের অবস্থানের উল্লেখ করেছিলেন। তারপরই লতিফ পরোক্ষভাবে ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘কার সঙ্গে ছলচাতুরি করছ? আমি ভাইয়ের বাড়ির কাছেই থাকি।’’

    ভারতের দাবিকেই মান্যতা

    রশিদ করাচিতে থাকেন। তাঁর এই মন্তব্য কার্যত দাউদের করাচিতে থাকার ইঙ্গিত দিয়েছে, বলেই অভিমত নানা মহলের। এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন লতিফ। উল্লেখ্য, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের একজন। তিনি করাচিতে বসবাস করছেন বলে বহুদিন ধরেই ভারত অভিযোগ করে চলেছে। কয়েক বছর ধরে, পাকিস্তান ধারাবাহিকভাবে দাউদকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিচ্ছে। দাউদ ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম। ওই বিধ্বংসী হামলায় ২৫৭ জন ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। দাউদকে নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার জন্য ভারতের একাধিক অনুরোধ সত্ত্বেও, পাকিস্তান সমস্ত দাবি প্রত্যাখ্যান করে। এবার লতিফের খোলামেলা স্বীকারোক্তি কার্যত ভারতের দাবিতেই সিলমোহর দিল। দাউদ পাকিস্তানেই রয়েছে, তা মেনে নিলেন লতিফ। একইসঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কেন পাকিস্তানে দল পাঠাতে নারাজ তা-ও ফের বুঝতে পারল ক্রিকেট-বিশ্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    Rashid Latif: এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন লতিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের থেকে বেশি শক্তিশালী দল পাকিস্তান (Pakistan)। তারাই জিতবে এশিয়া কাপের (Asia Cup) ট্রফি। বহু প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথের আগে এমনই মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। এই মুহূর্তে ক্রিকেট মাঠে একে অপরের সঙ্গে দেখা হয় না এই দুই প্রতিবেশী দেশের। রাজনৈতিক চাপানউতোরের কারণে এখন শুধু বহুদেশীয় টুর্নামেন্টগুলিই খেলে এই দুই দেশ। তাই ২৭ অগাস্টের ভারত-পাক দ্বৈরথের দিকে তাকিয়ে আছে দুই দেশ তথা গোটা বিশ্ব। তার আগে নিজের দেশের দলকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী লতিফ।   

    পাকিস্তানকে এগিয়ে রাখলেও ভারতকে খাটো করে দেখছেন না কিংবদন্তি ক্রিকেটার। রশিদ বলেন, “নিঃসন্দেহে অন্যান্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে ২০২২ এশিয়া কাপের মূল প্রতিযোগিতা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি আশাবাদী পাকিস্তান আসন্ন এশিয়া কাপ জিতবে।”

    আরও পড়ুন: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    লতিফ আরও বলেন, “গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাকিস্তান দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং রিজওয়ানের মতো বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড়, আইসিসি যাদের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছে।”

    আরও পড়ুন: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের     

    তবে এবার ভেতর ভেতর বদলার আগুনে ফুঁসছে ভারতও। শেষ হার ভোলেনি ভারত। ক্রিকেট সমালোচকরা অনেকেই পাকিস্তানের থেকে ভারতকে এগিয়ে রাখছেন। 

    কিন্তু একদম উল্টো সুরেই কথা বলছেন লতিফ। পূর্ব অভিজ্ঞতাই তাঁর এই আত্মবিশ্বাসের কারণ বলে মনে করছেন অনেকে। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। 

    তবে বিশ্ব আসরের হিসাব বলছে অন্য কথা। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।   

    গত ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানদের কল্যাণে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। রশিদের বিশ্বাস, সে ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপে দারুণ কিছু করবে পাকিস্তান।   

    চার বছর পর এবার এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এবার টুর্নামেন্ট হবে টি টোয়েন্টি ফরম্যাটে। ২২ গজে ঠিক কতটা আক্রমনাত্মক হতে পারে পাকিস্তান সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে ভারতের। তবে ‘বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী’ ছাড়তে এক্কেবারে রাজি নয় ‘মেন ইন ব্লু’। তাই এবার লড়াই  সেয়ানে সেয়ানে। 

     

LinkedIn
Share