Tag: Rashtra Mata

  • VHP: গোরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    VHP: গোরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গোরুকে ‘রাষ্ট্রমাতা’ (Rashtra Mata) এবং ‘রাষ্ট্রধরোহর’ ঘোষণার দাবি বিশ্ব হিন্দু পরিষদের (VHP)। প্রয়াগরাজের কুম্ভমেলা এলাকায় গৌ রক্ষা সম্মেলনের আয়োজন করেছিল বিশ্বহিন্দু পরিষদ। সেখানেই এই দাবি জানানো হয়। স্বেচ্ছাসেবকরা গোরুর লালন-পালন ও সুরক্ষার জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার দাবিও জানান।

    গৌ রক্ষা প্রধানের বক্তব্য (VHP)

    অখিল ভারতীয় গৌ রক্ষা প্রধান দীনেশ উপাধ্যায় বলেন, “সংগঠনের গৌ রক্ষা শাখা জনসাধারণের মধ্যে গৌ পালন, গৌ রক্ষণ এবং গৌ সম্বর্ধনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে।” তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময় তিনটি বিষয় ছিল – গোরু, গ্রাম এবং দরিদ্র। এখন আমাদের প্রধান দাবি, গোরুকে রাষ্ট্রমাতার মর্যাদা দিতে হবে।” ভারতীয় গৌ রক্ষা প্রধান বলেন, “যদি গোরু রক্ষা পায়, তবে বিশ্ব রক্ষা পাবে। যখন লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভে যোগ দিচ্ছেন, আমরা সেই বার্তাও ছড়িয়ে দিতে চাই যে যারা গোরুকে দুর্ঘটনার মুখে ছেড়ে দেন, তারা কখনও মুক্তি পান না।” তিনি বলেন, “গৌ মাতার গুরুত্ব বর্ণিত হয়েছে এবং গোরুই আমাদের শারীরিক, অর্থনৈতিক এবং মানসিক উন্নয়নের ভিত্তি।”

    গো রক্ষার প্রয়োজন

    উপাধ্যায় বলেন (VHP), “একমাত্র হিন্দুরাই গোরুকে মা বলেন এবং বিশ্বকল্যাণের অনুভূতি পোষণ করে।” সম্মেলনের সভাপতি তিরুপিতা স্বামীজি বলেন, “সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে, গোরুর জন্য কাজ এবং সংরক্ষণ করা হচ্ছে।” তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ৯৮ শতাংশ গোরু দেশীয়, যার মধ্যে ৩০০-রও বেশি প্রজাতি রয়েছে।” গোরু রক্ষা এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজকে গোরুর উপকারিতা সম্পর্কে সচেতন করা দরকার। তিনি স্বেচ্ছাসেবকদের তাদের দায়িত্ব বুঝতে এবং গোরু সংরক্ষণের জন্য পরিকল্পনা নেওয়ার ডাক দেন।

    বিশ্ব হিন্দু পরিষদের (গৌরক্ষা শাখা, কাশী প্রান্ত) আঞ্চলিক সম্পাদক লালমণি তিওয়ারি বলেন, “গোরুর জন্য নির্দিষ্ট জমি উন্নয়নের প্রয়োজন এবং সমস্ত কারাগারে গোশালা খোলার উদ্যোগ নেওয়া উচিত (Rashtra Mata)।” প্রসঙ্গত, সারা দেশ থেকে ৪ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন (VHP)।

LinkedIn
Share