Tag: Ratanti Kali Puja 2025

  • Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো হয়। অন্যান্য কালী পুজো অমাবস্যা বা পঞ্চদশী তিথিতে হলেও একমাত্র এই কালীপুজোই চতুর্দশী তিথিতে হয়ে থাকে। আসলে এই কালীপুজো রটনা থেকে শুরু হয়েছিল সেই জন্য এর নাম রটন্তী কালীপুজো। এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কাহিনি। দক্ষিণেশ্বর ও তারাপীঠে মহা সমারোহে এই পুজোর আয়োজন করা হয়।

     

    রটন্তী কালী পুজোর কাহিনী

    রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে ‘রটনা’ শব্দ থেকে। যার অর্থ কোনওকিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে, এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিলোকজুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয়। সেই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকীপুত্র শ্রীকৃষ্ণ। শোনা যায় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে, কৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা নিজের মন এর ডাককে উপেক্ষা করতে পারেননি, তিনি যান কৃষ্ণর সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। রাধার পিছনে ধাওয়া করেন তাঁর দুই ননদ জটিলা-কুটিলা। তাঁরা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে অয়ন ঘোষকে বলেন সে কথা। আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তাঁরা জোর করে আয়ান ঘোষকে কুঞ্জবনে নিয়ে যান। শ্রীরাধা ভীত হয়ে উঠলে তখন অভয় দেয় স্বয়ং কৃষ্ণ। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক, তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালী গাছের তলায় বসে আছেন, শ্রী রাধিকা তাঁর চরণ কমল নিয়ে সেবা করছে। এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ। চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা, রটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হল বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটন্তী কালী পুজো নামে পরিচিত।

     

    শ্রীরাধাই আদ্যাশক্তি!

    অপর এক প্রচলিত কাহিনি অনুযায়ী কৃষ্ণের প্রেমে মত্ত ছিলেন রাধা। এক দুপুরে কৃষ্ণের বাঁশির সুর শুনে গোপীনিরা সে দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন সামনেই কালীর মূর্তি। সেদিন গোপীনিরা বুঝতে পারেন যে, শ্রীরাধাই আসলে আদ্যাশক্তি। তার পর থেকে কালীর মাহাত্ম্য প্রচারিত হয়। এই দিন উপলক্ষেই এই বিশেষ তিথিতে প্রতি বছর রটন্তী কালী পুজোর আয়োজন করা হয়।

     

    ছিন্নমস্তার কাহিনী

    রটন্তী কালীর পুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গও। তন্ত্রশাস্ত্রে উল্লিখিত রয়েছে দশমহাবিদ্যার কথা। দশমহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা। লোকমুখে প্রচলিত রয়েছে, এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তাঁর সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই স্বমুণ্ড ছেদ করেন। ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়েছিল।

     

    এই বছর কখন পুজো

    চলতি বছর চতুর্দশী তিথি ২৭ জানুয়ারি রাত্রি ৭টা ৪৪ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হবে ২৮ জানুয়ারি ৭টা ৩১ মিনিটে। তার পরই মৌনী অমাবস্যা তিথি শুরু হবে। রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি। স্মার্ত মতে – মঙ্গলবার বিকেল ৫টা ১৭ মিনিটে শুরু, সন্ধে ৬টা ৫৩ মিনিটে শেষ। তন্ত্র মতে – আজ ২৭ তারিখ, সোমবার সন্ধ্যে ৭টা ৪৪ মিনিটে পুজো শুরু। সারা রাত চলবে রটন্তী কালীর আরাধনা।

     

    রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। অযথা কলহ জীবনকে দুর্বিসহ করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন এদিন। আবার প্রেম সম্পর্কে ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্যও এই তিথিতে কালী পুজো করা যায়। এ ছাড়াও গভীর রোগে গ্রস্ত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন। মনে করা হয় কালীর আশীর্বাদে শীঘ্র স্বাস্থ্যোন্নতি ঘটবে। উল্লেখ্য, শুক্রবার এই উপায় করলে বিশেষ লাভ হবে।

     

    দক্ষিণেশ্বরে বিশেষ পুজো

    দক্ষিণেশ্বরে বিশেষভাবে এদিন পূজিতা হন মা কালী। ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর। দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুতদৃশ্য দেখেছিলেন। তিনি দেখে ছিলেন , দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হবে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে। সন্ধেয় হয় গঙ্গা আরতি। প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। তারাপীঠে পুজো উপলক্ষ্যে এই দিন তারা মা-কে বিশেষ সাজে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ। সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়। অনেকেই এইদিনকে ভোরবেলা গঙ্গাস্নান করে মায়ের পুজো দিয়ে নিজের সামর্থ্য অনুসারে গরীব দুঃখীকে দান করে থাকেন। এই পবিত্র তিথিতে মায়ের আরাধনায় সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস।

LinkedIn
Share