Tag: ration scam in west bengal

ration scam in west bengal

  • Ration Scam: এবার কার পালা? রেশন দুর্নীতির তদন্তে ভয়ে কাঁপছেন বালুঘনিষ্ঠ ব্যবসায়ী-কাউন্সিলাররা

    Ration Scam: এবার কার পালা? রেশন দুর্নীতির তদন্তে ভয়ে কাঁপছেন বালুঘনিষ্ঠ ব্যবসায়ী-কাউন্সিলাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে নেমে প্রতিদিনই ইডির হাতে উঠে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যে টাকা আসত, সেই টাকা অন্য প্রভাবশালীদের কাছেও কি যেত? এবার এই প্রশ্নের উত্তর পেতে খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যে দুদিন আগেই রাজ্যজুড়ে ফের অভিযানে নামে ইডি। রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এবং নদিয়ার মন্ত্রীঘনিষ্ঠ তিনজন ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, ইডির নজরে রয়েছে আরও ডজন খানেক ব্যবসায়ী। আবার সল্টলেকের এক ব্যবসায়ীও রয়েছে ইডির আতসকাচের তলায়। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বিলাসবহুল বাড়িতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রায়ই আসতেন।

    নগদেই হত কোটি কোটি টাকা লেনদেন 

    ইডি সূত্রে দাবি করা হচ্ছে, রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় বাকিবুর রহমান প্রভাবশালী মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠদের কাছে যে টাকা পাঠাতেন, সেটার কোনও ব্যাঙ্ক লেনদেন হত না এবং পুরোটাই নগদে করা হত। কোটি কোটি টাকা লেনদেন এভাবেই নগদে করতেন ধৃত বাকিবুর। নগদ টাকা কোথায় যেত তা জানার চেষ্টা করছে ইডি। অন্যদিকে, বাকিবুরের কোম্পানির মতোই আরও একটি কোম্পানি রয়েছে ইডির তদন্তকারী সংস্থার নজরে। সেটি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড। ইডির দাবি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে শস্য বাকিবুরের মতোই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কাছেও যেত।

    ইডির নজরে একাধিক কাউন্সিলার 

    ইডির নজরে রয়েছে উত্তর চব্বিশ পরগনার একাধিক কাউন্সিলার। প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের তালিকাও তৈরি করছে কেন্দ্রীয় সংস্থা। আগামী সপ্তাহ থেকেই এই কাউন্সিলারদের (Ration Scam) তলব করা হতে পারে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর বর্তমান আপ্ত-সহায়ককে জেরা করে এ বিষয়ে একাধিক তথ্য নাকি সামনে এসেছে। বরানগর, দমদম, বনগাঁ, মধ্যমগ্রাম সহ উত্তর চব্বিশ পরগনার একাধিক পুরসভার কাউন্সিলারের দুর্নীতিতে যুক্ত থাকার যোগ পেয়েছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share