Tag: ravi shastri

ravi shastri

  • BCCI Awards: পুরস্কৃত ঝুলন, বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন চার জন

    BCCI Awards: পুরস্কৃত ঝুলন, বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন চার জন

    মাধ্যম নিউজ ডেস্ক: গত চার মরশুমের সফল ক্রিকেটারদের পুরস্কৃত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গত চার বছরের চারটি পুরস্কার তুলে নিলেন মহম্মদ শামি (Mohammed Shami), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল। মঙ্গলবার হায়দ্রাবাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। আমন্ত্রিত ছিলেন বেন স্টোকসেরা। এই প্রথম বিসিসিআইয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কোনও দলকে।

    পলি উমরিগড় অ্যাওয়ার্ড 

    পুরুষদের ক্রিকেটে বিসিসিআই বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার দেয়। যার নাম পলি উমরিগড় অ্যাওয়ার্ড। ২০১৯-২০ মরশুমের জন্য যে পুরস্কার পেলেন মহম্মদ শামি। ২০২০-২১ মরশুমের জন্য সেই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরশুমের জন্য পেলেন যশপ্রীত বুমরা ও গত মরশুমের জন্য পুরস্কার পেলেন শুভমন গিল। পুরস্কার পাওয়ার পর শামি বলেন, ”আমি অনেকটা সময় চোটের জন্য মাঠের বাইরে। দেশের জার্সিতে খেলাটা আমার কাছে সম্মানের। সবসময় মুহূর্তটা উপভোগ করি। দলের জন্য যখন যেমন প্রয়োজন, সেভাবে খেলতে চাই। নিজেকে উজাড়় করে দিতে চাই।”অশ্বিন বলেন, ”নম্বর, মাইলস্টোন এই সব নিয়ে ভাবি না বেশি। কেরিয়ারের শুরুর দিকে এগুলো মাথায় আসত। কিন্তু এখন আর ভাবি না। খেলাটা উপভোগ করতে চাই শুধু।”

    আর কী কী পুরস্কার দেওয়া হল

    ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কোভিডের জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠান করেনি বিসিসিআই। তাই এ দিন গত চার মরশুমের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন ক্রিকেটারেরা। শাস্ত্রীর সঙ্গেই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। ২০২২-২৩ মরশুমের জন্য মহিলাদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা। তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে ২০১৯-২০ মরশুমের জন্যও। ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমের জন্য পুরস্কৃত হয়েছেন স্মৃতি মন্ধানা। ২০২২-২৩ মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেককারী ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২১-২২ মরশুমের জন্য এই পুরস্কার পেয়েছেন শ্রেয়স আয়ার। ২০২০-২১ মরশুমের জন্য অক্ষর পটেল এবং ২০১৯-২০ মরশুমের জন্য ময়ঙ্ক আগরওয়াল এই পুরস্কার পেয়েছেন। ২০২০-২১ মরশুমে সব থেকে বেশি উইকেট নেওয়ার স্বীকৃতি পেয়েছেন বাংলার ঝুলন গোস্বামী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    মাধ্যম নিউজ ডেস্ক: থ্রি সিক্সটি ব্যাটসম্যানের তকমা আগেই পেয়েছিলেন সূর্য কুমার যাদব। এবার তার নামের পাশে যোগ হল আরও এক বিশেষণ। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, সূর্য হল থ্রি ফরম্যাট প্লেয়ার। অর্থাৎ শুধু ওয়ানডে কিংবা টি টোয়েন্টি নয় টেস্ট খেলার উপযুক্ত ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শাস্ত্রীর কথাতে সেটাই যেন ধরা পড়ল।

    আরও পড়ুন: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    অল্প সময়ের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য কুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন তিনি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত একান্ন রান করে সূর্য কুমার বুঝিয়ে দিয়েছেন এবারের কাপযুদ্ধে আরও বড় চমক দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে কমেন্টেটার রবি শাস্ত্রী সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমি তোমাকে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে দেখলে অবাক হব না। লাল বলের ক্রিকেটেও তুমি এরকম অনেক চমকপ্রদ ইনিংস উপহার দেওয়ার ক্ষমতা রাখো।’ যা শুনে মুচকি হাসেন সূর্য কুমার। কারণ রবি শাস্ত্রী কার্যত তাঁর মনের কথাটি বলে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, “আমি জানি টেস্ট দলের জন্য সূর্য কুমারকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। বিশ্বাস করুন, ছেলেটা তিন ফরম্যাটে সমান দক্ষতায় সেরা পারফরম্যান্স মেলে ধরার ক্ষমতা রাখে। পাঁচ দিনের ক্রিকেটেও ও অনেককে চমকে দেবে। টেস্টে ওকে পাঁচ নম্বরে ব্যাট  করতে পাঠানো উচিত।”

    আরও পড়ুন: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    রবি শাস্ত্রী যখন ভারতীয় দলে কোচিং করছিলেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্য কুমার যাদবের। তাই তাঁদের সম্পর্কের রসায়ন বেশ মজবুত। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রসঙ্গে সূর্য কুমার বলেছেন, “জীবনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে রবি স্যারের সেই কথাগুলো আমার কানে আজও বাজে। টিম হোটেলে একটা পুলের ধারে বসে ছিলেন উনি। আমাকে ডেকে বললেন, যাকে বিন্দাস দেনা। অর্থাৎ মনের খুশিতে ব্যাট করো। দারুন লেগেছিল ওই কথাগুলো। আজও তাই মনে গেঁথে রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share