Tag: Ravindra Jadeja

Ravindra Jadeja

  • India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত যে পাকিস্তান নয় তা সহজে প্রমাণ করে দিল রোহিত ব্রিগেড। বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ২-০ টেস্ট সিরিজে পরাজিত শাকিবরা। এই সিরিজ খেলতে নামার আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানানোর কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তাদেরই হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলেও শীর্ষস্থান আরও মজবুত হল ভারতের।

    টাইগারদের স্বপ্ন চুরমার

    চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে বৃষ্টির কারণে প্রথম তিন দিন মাত্র খেলা হয়নি বললেই চলে। মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এই টেস্ট ম্যাচটা হয়ত ড্র হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও নিজেদের সম্মান বাঁচাতে পারত। কিন্তু, শেষ ২ দিন রোদ ঝলমলে আকাশে টাইগারদের সেই স্বপ্নটাও কার্যত চুরমার হয়ে গেল রোহিত-যশস্বী-জাদেজা-অশ্বিনদের হাতে। জোড়া অর্ধ শতরান করে ম্যাচের সেরা হলেন যশস্বী জয়সওয়াল।

    দুরন্ত ভারত

    কানপুরে ভারত টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথমদিন ৩৫ ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল। এরপর চতুর্থদিন তারা ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত নতিস্বীকার করে। ১৪৬ রানে তারা অলআউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের জন্য ৯৪ রানের টার্গেট ছিল। রোহিত-গিল দ্রুত ফিরলেও দ্বীতিয় ইনিংসেও স্বপ্রতিভ ছিলেন যশস্বী। তিনি অর্ধ শতরান করেন। কোহলির অপরাজিত ২৯-এর সুবাদে ভারত সহজেই জয় হাসিল করে। এর ফলে, দুম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট চলছে না টি২০, বোঝা দায়। ইংল্যান্ডের বাজবলের ছোঁয়া রোহিত-যশস্বীর ব্যাটে। ওপেনিং জুটিতে তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত। ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১০.১ ওভারে হল ১০০ রান। টেস্টে দ্রুততম শতরানের রেকর্ড করল ভারত। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ করেছিল ভারত। নিজেদেরই নজির ভেঙে দিল টিম ইন্ডিয়া। 

    দ্রুত রান তোলাই লক্ষ্য

    কানপুরে বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়নি। ভারত-বাংলাদেশ ২য় টেস্টের প্রথম দিন  বাংলাদেশ ব্যাট করার পর ফের চতুর্থ দিন নামে। ২৩৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জিততে হলে ভাল শুরু করতে হত ভারতকে। দ্রুত রান তুলতে হত। সেটাই করেন রোহিত ও যশস্বী। প্রথম ওভার থেকে বড় শট খেলা শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ওঠে ১২ রান। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দু’টি ছক্কা মারেন রোহিত। তিনিও হাত খোলেন। সেই ওভারে ওঠে ১৭ রান। তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর দেখায় দুই ব্যাটারকে। ২২ রান তোলেন তাঁরা। ৩ ওভারে ৫১ রান করে ভারত। রোহিত ৬ বলে ১৯ ও যশস্বী ১৩ বলে ৩০ রান করেন। টেস্টের ইতিহাসে প্রথম কোনও দল এত কম বলে ৫০ রান করল।

    বুদ্ধিমত্তার সঙ্গেই ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় ভারতীয় দল। যেখানে আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ রান রেটে কখনও ১০০ রানই ওঠেনি, সেখানে ভারতীয় দল ২৮৫ রান তুললে ৩৪.৪ ওভারে, অর্থাৎ রান রেট ৮.২২। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সর্বোচ্চ ৭.৫৪ রান রেটে করেছিল ২ উইকেটে ১৮১ রান। ২৪ ওভারে সেই রান তুলে ডিক্লিয়ার করেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল সেই রান রেটকেও ছাপিয়ে গেল।

    জাদেজার রেকর্ড

    বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে এক জোড়া মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের খালেদ আহমেদকে আউট করে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন বাঁহাতি অলরাউন্ডার। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন তিনি। টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিলেন ভারতীয় অলরাউন্ডার। আপাতত রবীন্দ্র জাদেজা এশিয়ার অলরাউন্ডারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৩,০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকার করলেন। তবে গোটা ক্রিকেট বিশ্বে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জাদেজা এই কৃতিত্ব কায়েম করলেন। রবীন্দ্র জাদেজার থেকে দ্রুত এই রেকর্ড কায়েম করেছেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার ইয়ান বোথাম। ৭২ টেস্ট ম্য়াচেই বোথাম এই রেকর্ড কায়েম করেন। সেখানে জাদেজা ৭৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যদি বাংলাদেশের হয়, তাহলে শেষ বেলাটা অবশ্যই ভারতের (India Vs Bangladesh)। পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে ভারতে এসেছেন শাকিবরা। স্বভাবতই দুরন্ত ছন্দে প্রতিবেশীরা। শুরুটাও করলেন একেবারে আক্রমণাত্মক মেজাজে। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে দিনের শেষে প্রায় সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৩৯।

    পরিকল্পিত বোলিং বাংলাদেশের

    টসে জিতে এদিন বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম টেস্টের (India Vs Bangladesh) প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ভেঙে দেন হাসান মাহমুদ। চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফ সেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকে। ভারতের ব্যাটারদের বিরুদ্ধে এদিন নির্দিষ্ট পরিকল্পনা করে নেমেছিল বাংলাদেশ। হাসানের সব চেয়ে বড় শক্তি একই লাইন ও লেংথে দীর্ঘ স্পেল করা। তাঁর বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন, তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছে। রোহিত ও বিরাট অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। শুভমন আবার লেগ স্টাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। তাঁদের দুর্বলতা জেনেই বল করতে নেমেছিলেন বাংলাদেশের পেসাররা। সেটাই স্পষ্ট হয়ে যায় বিরাটদের আউট হওয়ার ধরনে।

    দুরন্ত অশ্বিন

    এদিন চা পানের বিরতি পর্যন্ত খেলায় ছিল বাংলাদেশ (India Vs Bangladesh)। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ১০১ তম টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। ১১২ বলে ১০২ রানে অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। অশ্বিন যখন নেমেছিলেন, তখন ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। ২৫০ রান উঠবে কি না, সেই চিন্তায় চুপ কোচ গম্ভীর। সেখানে অশ্বিন নেমেই পাল্টা মারের খেলা শুরু করলেন। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করতে শুরু করেন অশ্বিন। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। প্রশংসা করতে হবে জাদেজারও। অশ্বিনীকে যোগ্য সঙ্গত দিয়েছেন জাদেজা। দিনের শেষে ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত তিনি। তাঁদের সামনে বাংলাদেশের বোলারদের দাপট ফিকে হয়ে যায়। দিনের শুরুতে উইকেট তুলে হাসানেরা যে চাপ তৈরি করেছিলেন, তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। গ্যালারিতে শুরু হয় গুঞ্জন, ভারত কিন্তু পাকিস্তান নয়! এত সহজে এখান থেকে ট্রফি নিয়ে পদ্মাপারে যাওয়া যাবে না!

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ravindra Jadeja: বিশ্বজয়ের পর বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাডেজা, ট্যুইট করলেন স্ত্রী

    Ravindra Jadeja: বিশ্বজয়ের পর বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাডেজা, ট্যুইট করলেন স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে দলে তাঁর মতো আরেকজনও নেই। ক্রিকেটার হিসেবে সেই রবীন্দ্র জাদেজা (Rivaba Jadeja) তাঁর ক্যারিশমা দেখিয়েছেন বাইশ গজে। এবার তিনি শুরু করলেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। সম্প্রতি, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচিতে গত ২ সেপ্টেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদস্যপদও পুনর্নবীকরণ করা হয়েছে। সেই কর্মসূচিতেই প্রথমবার বিজেপির খাতায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেটের ‘জাড্ডু’। 

    ট্যুইট করলেন জাদেজার স্ত্রী (Rivaba Jadeja)

    ২০২২ সালে বিজেপির টিকিটে জামনগর (উত্তর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জাদেজার স্ত্রী রিভাবা জাদজো (Rivaba Jadeja) ভোটে জিতেছিলেন। সেই ২০১৯ সাল থেকে বিজেপি করছেন মোদির ভক্ত রিভাবা। এবার তাঁর ডাকেই সাড়া দিয়ে জাদেজাও পদ্মশিবিরে এলেন। রিভাবাই তাঁর এক্স হ্যান্ডেলে নিজের ও রবীন্দ্রর বিজেপি সদস্য-কার্ড পোস্ট করেছেন। আগামী দিনে জাদেজাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা হয়তো সময় বলবে।

    <

    বিশ্বকাপ জয়ের পরই অবসর ঘোষণা

    ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর সৌরাষ্ট্রে জন্মগ্রহণ করেন রবীন্দ্র জাদেজা। তিনি ৭২টি টেস্ট এবং ১৯৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট খেলায় ২৯৪টি এবং একদিনের ম্যাচে ২২০টি উইকেট নিয়েছেন। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার মোট ৬,০০০ রান করেছেন। ইংল্যান্ডে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতে জাদেজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। টি-টোয়েন্টি ম্যাচে জাদেজা চারটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ী দলের সদস্য ছিলেন। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

    সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    এই সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভারতীয় জনতা পার্টির ২০২৪ সদস্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগদান করেন। বিজেপি সর্বশেষ অভিযানের মাধ্যমে ১০ কোটি সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০১৪ থেকে ২০২৯ সালের মধ্যে মোট ১৮ কোটি সদস্য দলে নথিভুক্ত হয়েছেন। যেখানে বিজেপি জনপ্রিয় সেখানে সদস্য সংগ্রহ করা সহজ, কিন্তু আমাদের প্রভাব বিস্তার এবং সমর্থন পেতে সবচেয়ে দুর্বল ভোট কেন্দ্র থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা উচিত। আমাদের অবশ্যই চ্যালেঞ্জিং এলাকায় কঠোর পরিশ্রম করতে হবে।’’ এরপর তিনি বলেন, ‘‘জনসঙ্ঘের (বিজেপির পূর্বসূরি) সময় কর্মীরা প্রচণ্ড উৎসাহে দেওয়ালে প্রদীপ আঁকতেন। এভারে ক্ষমতায় আসা যাবে না বলে উপহাস করত রাজনৈতিক প্রতিপক্ষরা। আমরা সেই কর্মী যাঁরা দেওয়ালে প্রত্যয়ের সঙ্গে পদ্ম এঁকেছিলাম। কারণ, দেওয়ালে আঁকা পদ্ম মানুষের হৃদয় জয় করবে তা জানতাম, আর সেটাই হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়ে এক ঐতিহাসিক নজির গড়লেন তিনি। টেস্ট ম্যাচের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন। তাঁর এই অসাধারণ সাফল্য ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে।

    ৯ উইকেটে নিয়ে টেস্ট-তালিকার শীর্ষস্থানে

    ক্রিকেটের তিন রকমের তালিকার ক্রম প্রকাশ করে থাকে আইসিসি। টেস্ট ম্যাচ, এক দিনের ক্রিকেট এবং টি২০ ক্রিকেটে বোলার, ব্যাটার, ফিল্ডারদের আলাদা ক্রমতালিকা প্রকাশ করা হয়। বিশাখাপত্তনমের টেস্ট ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিবেচিত হয়েছিলেন বুমরা (Jasprit Bumrah)। ফলস্বরূপ, বুধবার আইসিসি-র টেস্ট-র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ পেলে দেখা যায়, বুমরা এক নম্বর জায়গাটি দখল করেছেন। আগে থেকেই তিনি একদিনের ক্রিকেট ও টি-২০ বোলারদের র‌্যাঙ্কিয়েও শীর্ষে ছিলেন। ফলে, তিনিই হলেন বিশ্ব ক্রিকেটের এখনও পর্যন্ত প্রথম ও একমাত্র বোলার, যিনি তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছেন। এটাই বিশ্বরেকর্ড।

    অশ্বিন-রবীন্দ্র-বিষেণ ছিলেন তালিকায় আগে

    বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় রবিচন্দন অশ্বিনকে টপকে শীর্ষ উঠে এসেছেন বুমরা (Jasprit Bumrah)। আইসিসি থেকে তাঁর পয়েন্ট ঘোষণা করা হয়েছে ৮৮১। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিনসো রাবাদা, তাঁর পয়েন্ট ৮৫১। আর তৃতীয় স্থান দখল করেছেন ৮৪১ পয়েন্টে রবিচন্দন অশ্বিন। পাশাপাশি, এই প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটের বোলারদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং বিষেণ বেদি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিত-জাদেজার শতরান, দুরন্ত অভিষেক সরফরাজের, ভাল জায়গায় ভারত

    India vs England: রোহিত-জাদেজার শতরান, দুরন্ত অভিষেক সরফরাজের, ভাল জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াল টিম ইন্ডিয়া। সৌজন্যে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। শেষ বেলায় দুরন্ত ইনিংস সরফরাজ খানের। এই তিন জনের ব্যাটে প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩২৬। দিনের শেষে ক্রিজে রয়েছেন জাদেজা। ১১০ রানে খেলছেন তিনি। সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব। 

    ভারতের ইনিংস

    যদিও বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। ৩৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ১০, শুভমান গিল ০ ও রজত পাতিদার ৫ রান করে আউট হন। সেখান থেকে দলকে টানেন রোহিত ও জাদেজা জুটি। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় ১৮৫ রানে ৩ উইকেট। কঠিন পরিস্থিতিতে রোহিতের সঙ্গে ব্যাট করতে নামেন জাদেজা। ঘরের মাঠে আত্মবিশ্বাসী শুরু করেন তিনি। হাতের তালুর মতো চেনা পিচে ব্যাট করতে কোনও সমস্যা হচ্ছিল না তাঁর। রোহিতও হাত খোলেন। তিনি জানতেন, সুযোগ পেলে রান নিতেই হবে। স্লিপে রোহিতের একটি ক্যাচ ছাড়েন জো রুট। এক বার উডের বল হেলমেটে লাগে তাঁর। তাতে মনোযোগ নষ্ট হয়নি রোহিতের। নিজের খেলাটা খেলে যান তিনি। চা বিরতির পর শতরান করেন রোহিত। শতরানের পরেও রোহিতের খেলার ধরন বদলায়নি। বাধ্য হয়ে লেগ সাইডে ছ’জন ফিল্ডার রেখে ক্রমাগত বাউন্সার করার পরিকল্পনা করে ইংল্যান্ড। তাতে ধৈর্য হারিয়ে ১৩১ রানের মাথায় আউট হন রোহিত।

    অভিষেকে চমক সরফরাজের

    তার পরে ব্যাট করতে নামেন সরফরাজ। দেখে মনেই হল না অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তিনি। শুরু থেকেই সাবলীল, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করলেন সরফরাজ। মাত্র ৪৮ বলে অর্ধশতরান করলেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ বলে ৬২ রান করে জাদেজার ভুলে রান আউট হন সরফরাজ। জাদেজা অবশ্য নিজের শতরান হাতছাড়া করেননি। ঘরের মাঠে আরও একটি শতরান করলেন তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও টিমে থাকছেন না বিরাট কোহলি। রাজকোট তো বটেই রাঁচিতেও হয়তো ফিরবেন না কিং কোহলি। সিরিজের শেষ ম্যাচে  ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য ফিরতে পারেন বিরাট। তবে কোহলি না ফিরলেও দলের সঙ্গে যোগ দিতে পারেন লোকেশ রাহুল ও রবীন্দ্র  জাদেজা। ভাইজ্যাগ টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে রাজকোট টেস্টে তাঁর ফিরে আসা কার্যত নিশ্চিত। বিসিসিআই সূত্রে খবর, নির্বাচকেরা শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল সম্ভবত এই সপ্তাহেই বাছাই করবেন।

    অনিশ্চিত কোহলি

    ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর তিন দিন আগে, বিসিসিআই ঘোষণা করেছিল যে, কোহলি ‘ব্যক্তিগত কারণে’ প্রথম দু’টি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।  দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। যে কারণে জাতীয় টিম থেকে ছুটি নিয়েছেন, এমনই শোনা যাচ্ছে। তৃতীয় টেস্টে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, আরও দুই টেস্টে সম্ভবত কোহলিকে পাওয়া যাবে না। ভারতের সিনিয়র তারকা ব্যাটসম্যান রাজকোট এবং রাঁচিতে অনুষ্ঠিত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট মিস করতে পারেন। ৬ মার্চ ধর্মশালায় শেষ টেস্টে দলে ফিরতে পারেন কোহলি। তাই আপাতত তাঁকে বাইরে রেখেই রাজকোটে সিরিজ ২-১ করার পরিকল্পনা শুরু করেছেন অধিনায়ক রোহিত। হায়দ্রাবাদ টেস্ট হারের পর ভারতীয় টিমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। সে সব মিটিয়ে বিশাখাপত্তনমে ভারত দুরন্ত প্রত্যাবর্তন করেছে। সিরিজ ১-১ করেছে রোহিত ব্রিগেড। খুশি অধিনায়ক রোহিত শর্মা। এখন সিরিজে এগিয়ে যাওয়ার চিন্তা তাঁর মাথায়।

    ফিরছেন সিরাজ, জাদেজা, রাহুল

    চোটের কারমে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। এবং জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তিনি এখন বেঙ্গালুরুর এনসিএ-তে পর্যবেক্ষণে রয়েছেন। এনসিএ-র ফিজিয়োর কাছ থেকে চূড়ান্ত রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। তবে রাহুল এবং জাদেজা-দুই খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তৃতীয় টেস্টের আগে আরও এক সপ্তাহ বাকি। জাদেজা তৃতীয় টেস্টে ফিরতে না পারলেও, রাহুলের প্রত্যাবর্তনের আশা প্রবল। ফিরছেন মহম্মদ সিরাজও। সিরাজের প্রত্যাবর্তন বোলিং লাইন-আপের শক্তি বাড়াবে।

  • ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন সিরাজ, রাহুল। চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন রোহিত। থমথমে কোহলি। ড্রেসিংরুমে চোখ ভিজে আসে সকলের। সেই সময় গোটা দলের মনোবল বাড়াতে ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    রোহিতদের প্রেরণা দিতে মোদি

    সবকিছু….সবকিছুই উজাড় করে দিয়েছিলেন তাঁরা। টানা ১০টি ম্যাচে জিতেছিলেন। কিন্তু ফাইনালে হেরে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা হাতে আসেনি। তারপর যে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কতটা কষ্ট হতে পারে; তা হয়ত নিজেদের দেখেই বুঝতে পারবেন ভারতবাসী। বাইরে থেকে সমর্থন করেই মন খারাপ হয়ে গিয়েছে। কিন্তু ওই ১৫-২০ জন তো জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। আর তাঁদের পাশে দাঁড়াতেই ভারতের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। দেখা করেন রোহিতদের সঙ্গে। 

    আবেগাপ্লুত জাদেজা-শামি

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদির সঙ্গে ছবি পোস্ট করে জাদেজা লেখেন, ‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে থেমে গিয়েছি আমরা। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন আমাদের স্বস্তি দিয়েছেন। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এসেছিলেন, সেটা অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।’ 

    ম্যাচের শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়া তারকা পেসারকে সান্ত্বনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies:  গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    India vs West Indies: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সামনে প্রতিরোধ গড়ে তুলছে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট যাতে একপেশে না হয়, তার জন্য প্রার্থনা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। সেইমতোই লড়াই করছে ক্যারিবিয়ান শিবির। শততম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বিরাট কোহলির সেঞ্চুরি এবং অশ্বিন-জাডেজার হাফসেঞ্চুরি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপলের ওপেনিং জুটি দারুণ শুরু করে। টেস্ট ক্রিকেটের মতোই ব্যাট করেন। প্রয়োজনে বল ছেড়েছেন, তেমনই রানও করেছেন। গত ম্যাচের মতো তাড়াহুড়ো করতে দেখা যায়নি। ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ রানে ক্রিজে রয়েছেন। তরুণ ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ক্রিজে।

    গাভাসকরের সঙ্গে কোহলির মিল

    দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ৫০তম টেস্টে সুনীল গাভাসকর কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের নজির ছুঁয়ে ফেলেছিন। সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ১২১ রান করে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে তথা ত্রিনিদাদের চলতি ম্য়াচে বিরাট কোহলি কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন। কাকতলীয় বিষয় হল, কোহলিও এই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১২১ রানে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন টেস্টে সর্বদাই উল্লেখযোগ্য কিছু ঘটনার সাক্ষী থাকে। ২০০২ সালে কিংস্টোনে দু’দেশ নিজেদের মধ্যে ৭৫তম টেস্ট ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করে ভারতকে। সেটিই ছিল ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষবার টেস্ট জয়। তার পর থেকে এখনও পর্যন্ত ২১ বছরে এই নিয়ে মোট ২৫টি টেস্ট খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট বাদ দিলে ২৪টি ম্যাচে ভারত অপরাজিত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটিও ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়াকে।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    বিরাট-আবেগ, ভাইরাল ভিডিও

    ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় বারবার বলেছেন, দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) চ্যালেঞ্জ করবে। দ্বিতীয় দিনের শেষে যেন তেমনটাই মনে হচ্ছে। এদিন দেশের বাইরে টেস্ট সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা শেষ হয় বিরাট কোহলির। নিজের আন্তর্জাতিক ৫০০তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিং কোহলি। প্রায় সাড়ে চার বছর পর পাওয়া কোহলির সেঞ্চুরিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভারত। ২৯তম টেস্ট সেঞ্চুরি পেতে দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান লাগতো কোহলির। ১৮০তম বলে কাঙ্খিত সেই সেঞ্চুরি তুলে নেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৬তম সেঞ্চুরি। 

    কোহলির খুব ভক্ত ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক জোশুয়া দা সিলভার মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দা সিলভা কোহলিকে বলছেন, তাঁর মা কোহলির ভক্ত।

    শনিবার সকালে টিম বাস থেকে নামার সময় সাংবাদিক বিমল কুমার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে জোশুয়া দা সিলভার মা কোহলির সঙ্গে দেখা করছেন।

    সেই বিশেষ ভক্তকে নিজের জন্য অপেক্ষা করতে দেখে ভারতীয় ক্রিকেটার আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কোহলিকে দেখে নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কোহলিকে জড়িয়ে ধরে তার গালে একটি চুম্বন করেন এছাড়া কথা বলার সময় জোশুয়ার মা কোহলিকে বলেন, তিনি অসাধারণ এবং তার সুন্দরী স্ত্রীও রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies 2023: ডমিনিকায় নাটকীয় প্রথম সেশনে অশ্বিন-জাদেজা দাপট! চাপে ওয়েস্ট ইন্ডিজ

    India vs West Indies 2023: ডমিনিকায় নাটকীয় প্রথম সেশনে অশ্বিন-জাদেজা দাপট! চাপে ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies 2023) প্রথম টেস্টে শুরুটা বেশ ভালোই করলো টিম ইন্ডিয়া। টস হারলেও আয়োজক দেশের উপর ক্রমশ জাঁকিয়ে বসছে ভারতীয় বোলাররা। ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬ উইকেটে ১১৭ রান। আলিক অ্যাথাঞ্জে ৪১ রানে ক্রিজে আছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন আলজারি জোসেফ (৪)।

    অশ্বিনদের দাপট

    টস জেতার সুবিধা কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার কার্লোস  ব্রাথওয়েট ও ত্যাগনারয়ান চন্দ্রপল সাবধানেই শুরু করেছিলেন। উইকেট বাঁচিয়ে বড় রান করাই ছিল তাদের লক্ষ্য। ভারতীয় পেসাররা উইকেট নিতে না পারায় অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আনেন। আর সেটা কাজেও লেগে যায়। দিনের অন্যতম সেরা ডেলিভারিতে চন্দ্রপলকে বোল্ড করেন অশ্বিন। উইকেট দেখেই বোঝা যাচ্ছিল স্পিনাররা সুবিধা পাবেন। সেই মতো ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2023) চার ব্যাটসম্যানকে এখনও পর্যন্ত আউট করেছেন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। ক্যারিবিয়ান ক্যাপ্টেন ব্রেথ ওয়েটকেও আউট করেন অশ্বিন। পর পর উইকেট খুইয়ে বেশ চেপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

    ভারতীয় পেসার দের মধ্যে প্রথম খাতা খোলেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান রেইফারকে (২)। তারপর জাদেজা ফেরান ব্ল্যাক উড ও জসুয়া ডি সিলভাকে। চাপের মুখে পাল্টা আক্রমণ শানান জেসন হোল্ডার ও  অ্যাথানাজি। যার সুবাদে শতরানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies 2023)। তবে সেই ঝাঁঝ দীর্ঘ স্থায়ী হয়নি। হোল্ডার ১৮ রানে সিরাজের বলে ধরা পড়েন শার্দুলের হাতে। জোসেফের উইকেট নেন অশ্বিন। প্রথম দিনেই যেভাবে উইকেট পড়তে দেখা গিয়েছে, তাতে ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা বেশি। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    এদিকে টেস্ট অভিষেক হলো জসস্বীর। তিনি যে ওপেন করবেন সেটা আগেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাই তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে শুভমান গিলকে। এই ম্যাচে (India vs West Indies 2023) উইকেট কিপিং করছেন ঈশান কিষান। বাদ পড়েছেন কে এস ভরত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share