Tag: RBI Governor Shaktikanta Das

RBI Governor Shaktikanta Das

  • Repo Rate Unchanged: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

    Repo Rate Unchanged: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণের চাপ থেকে মধ্যবিত্তকে স্বস্তি দিতে রেপো রেট (Repo Rate Unchanged) বাড়ানোর পথে হাঁটল না রিজার্ভ ব্যাঙ্ক। আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই থাকছে। এই নিয়ে টানা ৬ বার রেপো রেট অপরিবর্তিত রাখল দেশের শীর্ষ ব্যাঙ্ক। 

    কী বললেন শক্তিকান্ত দাস?

    গত ৬ তারিখ থেকে শুরু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটির (এমপিসি) বৈঠক (RBI Monetary Policy)। এই দ্বিমাসিক বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট নিয়ে নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর ছিল সকলের। তিনদিনের বৈঠক শেষে বৃহস্পতিবার সিদ্ধান্ত ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘‘এবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কমিটি রেপো রেট (Repo Rate Unchanged) ৬.৫০ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছয় সদস্যের মধ্যে পাঁচজন এর পক্ষে রায় দিয়েছেন।’’ একইভাবে, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটির হারও যথাক্রমে ৬.২৫ ও ৬.৭৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। 

    শীর্ষ ব্যাঙ্কের ঘোষণায় স্বস্তিতে মধ্যবিত্ত

    রেপো রেট (অর্থাৎ, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) অপরিবর্তিত (Repo Rate Unchanged) থাকার ফলে, গৃহ ঋণ থেকে শুরু করে ব্যক্তিগত ঋণ, গাড়ির ঋণ ও শিক্ষা ঋণে সুদের হার একই থাকবে। তা বাড়বে না। রেপো রেট বৃদ্ধি পেলে, মধ্যবিত্তদের সমস্যা বাড়ত। কারণ, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও ঋণের ক্ষেত্রে সুদের হারও বাড়িয়ে দিত। কিন্তু, রেপো রেট স্থির থাকায়, আশা করা যাচ্ছে যে, ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করবে না। 

    মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত

    রিজার্ভ ব্যাঙ্কের মতে, রেপো রেট স্থির (Repo Rate Unchanged) থাকলে, মুদ্রাস্ফীতির মোকাবিলা করা সহজ হবে। যে কারণে, গত ৬ বার রেপো রেট এক রাখার ফলে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম পরানো গিয়েছে। শক্তিকান্ত দাস বলেন, ‘‘বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। মূদ্রাস্ফীতিও কিছুটা কমবে বলে মনে হচ্ছে (RBI Monetary Policy)। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’’ এরসঙ্গেই তাঁর দাবি, জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা আগে ৬.৫ শতাংশ রাখা হলেও তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digital Banking Unit: ডিবিইউ-এর মাধ্যমে কী কী সুবিধা পাবেন, জানালেন আরবিআই গভর্নর

    Digital Banking Unit: ডিবিইউ-এর মাধ্যমে কী কী সুবিধা পাবেন, জানালেন আরবিআই গভর্নর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং পরিষেবাকে আরও উন্নত করতে স্থাপন করা হল ডিজিটাল ব্যাংকিং ইউনিট (Digital Banking Unit)। ভারতের ডিজিটাল ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ৭৫তম স্বাধীনতা উদযাপনের অংশ হিসাবে এই ডিবিইউগুলি খোলা হয়েছে। এই ডিজিটাল ব্যাংকিং ইউনিটগুলি দেশের ডিজিটাল পরিকাঠামো আরও জোরদার করবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস

    উল্লেখ্য, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫টি জেলাতে ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট (Digital Banking Unit)-এর ব্যবস্থা করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসও।

    শক্তিকান্ত দাস জানান, ডিবিইউগুলি (Digital Banking Unit) ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বেশি সক্রিয় করে তুলবে। এর পাশাপাশি কোনও অসুবিধা ছাড়াই ব্যাংকিং ব্যবস্থার সুবিধা পাওয়ায় গ্রাহকরা উন্নত পরিষেবা উপভোগ করতে পারবেন। ব্যাংকিং পরিষেবাকে কাগজহীন, দ্রুত ও নিরাপদ করার জন্যই এই পদক্ষেপ। তিনি আরও জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের ব্যাংকিং পরিষেবার জন্যই ডিজিটাল পরিকাঠামোকে আরও বেশি উন্নত করার পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। তিনি উল্লেখ করেছেন, সরকারের এই পদক্ষেপের জন্য দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক উভয় থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে ও ছ’মাস সময়ের মধ্যে দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের জন্য ৭৫টি জেলায় ৭৫ টি ডিবিইউ স্থাপন করে রেকর্ড গড়ে তোলা হয়েছে।

    আরও পড়ুন: স্বাধীনতার অমৃতকালে ৭৫ জেলায় ৭৫ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন মোদির

    এছাড়াও ব্যাংকগুলি তাদের ব্যবসার প্রসারে ডিজিটাল বিজনেস ফেসিলিটেটরস এবং বিজনেস করেসপন্ডেন্ট নিয়োগ করতে পারে বলেও শক্তিকান্ত জানান। এই ডিবিইউগুলিতে (Digital Banking Unit) সঞ্চয়, ঋণ, বিনিয়োগ এবং বিমার পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে আরবিআই গভর্নর বলেন, “ঋণ দেওয়ার ক্ষেত্রে ডিবিইউগুলি প্রাথমিক ভাবে ছোট অংকের খুচরো এবং এমএসএমই ঋণের সুবিধা সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দেবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া থেকে ঋণের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, পুরোটাই ডিজিটাল প্রক্রিয়ায় হবে।” সেদিন জানানো হয়েছে যে, ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় ৭৫টি ডিবিইউ তৈরির কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং এই ক্ষেত্রের অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর একটি নির্দেশিকা জারি করে আরবিআই।

    এছাড়াও এই ডিবিইউ-এর (Digital Banking Unit) মাধ্যমে গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্ট খোলা, তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স খুঁজে বের করা, পাসবুক প্রিন্ট করা, টাকা পাঠানো, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা ছাড়াও ক্রেডিট-ডেবিট কার্ড এবং ঋণের জন্য সহজেই আবেদন করতে পারবেন। গ্রাহকদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলার জন্যও এই ইউনিটগুলো কাজ করবে।

  • Cardless Cash Withdrawl: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    Cardless Cash Withdrawl: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ব্যাঙ্ক গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম (Bank ATM) থেকে কার্ডবিহীন নগদ টাকা তুলতে পারবেন। শীঘ্রই এই কার্ডলেস ব্যবস্থা (Cardless Cash Withdrawl) চালু হতে চলেছে বলে জানি গিয়েছে। 

    সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করেছে, সমস্ত ব্যাঙ্কের এটিএম-এই কার্ড ছাড়া লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। 

    দেখে নেওয়া যাক কীভাবে এই কার্ড ছাড়া লেনদেন হবে। ধরে নেওয়া যাক, এক জন এসবিআই-এর গ্রাহক যদি ১০ হাজার টাকা এটিএম থেকে তুলতে চান। সেক্ষেত্রে তাঁকে কী করতে হবে। প্রথমে এসবিআই-এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ (Mobile Banking App) বা ইয়োনো ডাউনলোড করে নিতে হবে। 

    এর পর কাছের এটিএমে গিয়ে সিলেক্ট করতে হবে ইওনো-এর মাধ্যমে নগদ টাকা তোলার পদ্ধতি। কোনও গ্রাহকের কাছ থেকে এর পর কত টাকা তুলতে চান, তার একটি অঙ্ক জানতে চাওয়া হবে। সেখানে নির্দিষ্ট অঙ্ক, উদাহরণ মতো ১০ হাজার লিখতে হবে।

    এর পর গ্রাহক একটি ওটিপি পাবেন। তাঁকে সেই ওটিপি দিতে হবে এটিএম স্ক্রিনে। তা হলেই এই লেনদেন সম্পূর্ণ হবে। আপাতত আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা, এইচডিএফসি ও এসবিআই-এর মতো কিছু ব্যাঙ্কে এই সুবিধা রয়েছে।

    এই বিষয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) বলেন, ‘এবার দেশের সব ব্যাঙ্কেই ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে। এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে লেনদেন আরও সহজ হবে। 

    ভারতের লেনদেন ব্যবস্থা ক্রমশ অনেকটাই মোবাইল ভিত্তিক হয়ে পড়ছে। মুদি দোকান থেকে চায়ের দোকান বা শপিং মলের কোনও বড় দোকান, সর্বত্রই ইউপিআই (UPI) ব্যবহার করে লেনদেন করা হয়। তবে দেশে খুব কম সংখ্যক ব্যাঙ্কের এটিএম-এ কার্ডলেস লেনদেন করা যায়। 

    আরবিআই-এর (RBI) মতে এই পদ্ধতিতে টাকা তোলার নিয়ম চালু হলে কার্ড স্কিমিং বা ক্লোনিং (card cloning) বন্ধ হবে। স্কিমার বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা সাধারণ মানুষের টাকা চুরি করতে পারবে না। এর অর্থ, এই ধরনের লেনদেন চালু হলে এটিএম সম্পূর্ণ নিরাপদ হবে।

     

LinkedIn
Share