Tag: RCB

RCB

  • IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিল কেকেআর। এমনকি ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাও এখন রিটেনার নন। কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম এখন রিঙ্কু সিং। তাঁকে দেওয়া হল ১৩ কোটি। তবে কী ভবিষ্যতে কেকেআর অধিপতি রিঙ্কু! এমন কথাও শোনা যাচ্ছে ক্রীড়া মহলে। ইতিমধ্যেই আগামী আইপিএলের জন্য রিটেনার লিস্ট প্রকাশ করেছে ১০ দল। কেউ ধরে রেখেছে ছ’জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু’জনকে। 

    কোন দলে কোন কোন ক্রিকেটার

    আগামী আইপিএলে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।  রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রেখেছে তারা। রিঙ্কুকে ধরে রাখতে হলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি দিতে হত। নাইটরা রিঙ্কুকে যে হারাতে চাইবেন না, তা জানাই ছিল। শুধু টিমে রেখে দেওয়া নয়। বাড়তি সম্মান ও মাইনে দুইই একসঙ্গে বাড়ানো হল। রিঙ্কুকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিন জনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে।  দু’জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। কেকেআর-এর হাতে রয়েছে ৫১ কোটি টাকা।

    কার হাতে কত টাকা

    পাঞ্জাব কিংসের হাতে রয়ছে ১১০.৫ কোটি টাকা। মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রেখেছে তারা। দু’জনেই আনক্যাপড (যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রভসিমরনকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা। তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটীদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড যশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।

    দিল্লি-গুজরাট-চেন্নাই-মুম্বইয়ের অন্দর মহল

    দিল্লি ক্যাপিটালস চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। অক্ষর প্যাটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা রাখল দিল্লি। সেই সঙ্গে রেখেছে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির। হাতে আছে ৭৩ কোটি টাকা।

    পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে রাখা যাবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ধোনি এবারে আনক্যাপড। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিসা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি)। চেন্নাই সুপার কিংস-এর হাতে রয়েছে ৫৫ কোটি টাকা।

    আরও পড়ুন: নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? রাজ্যের সরকারি ছুটিই বা কতদিন?

    পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পেয়েছেন। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে। হায়দরাবাদ ও মুম্বই দুই দলের হাতেই রয়েছে ৪৫ কোটি করে টাকা। ছ ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রাজস্থান রয়্যালস-এর হাতে আছে ৪১ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024:  অধরা আইপিএল! চোখে জল কোহলি-কার্তিকের, রাজস্থানের কাছে হেরে বিদায় বেঙ্গালুরুর

    IPL 2024: অধরা আইপিএল! চোখে জল কোহলি-কার্তিকের, রাজস্থানের কাছে হেরে বিদায় বেঙ্গালুরুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আশা জাগিয়েও পারলেন না কাপ আর ঠোঁটের দূরত্ব রয়েই গেল কিং কোহলির। বিশ্বকাপে চুম্বন করেছেন। কিন্তু আইপিএল (IPL 2024) এখনও অধরা রইল তাঁর কাছে। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হার মেনে এ বারের মতো আইপিএল সফর শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RR vs RCB)। ধোনির মতোই চোখের জলকে সঙ্গী করেই ক্রিকেট কেরিয়ারে ইতি দীনেশ কার্তিকেরও। বুধবার এলিমিনেটরে আরসিবিকে ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার-টু-তে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস। একদিকে উৎসবের মেতেছিল আরআর, অন্যদিকে শোকের পরিবেশ বেঙ্গালুরু শিবিরে।

    বাড়ল কোহলির অপেক্ষা

    প্রথম আট ম্যাচে মাত্র একটি জয়। কেউ ভাবেনি আরসিবি প্লে-অফ (IPL 2024) অবধি পৌঁছতে পারে। তবে বিরাটের সেই মন্তব্য, ‘অনেক সময়, ১ শতাংশ সুযোগই যথেষ্ঠ।’ সেই মন্ত্রেই যেন টানা আধডজন ম্যাচ জিতে প্লে-অফ। এর পরের সফরটা আর পেরনো হল না। আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবিতেই খেলছেন বিরাট কোহলি। একবারও ট্রফির স্বাদ পাননি। প্লেয়ার, ক্যাপ্টেন দুই ভূমিকাতেই নজর কেড়েছেন। কিন্তু দলকে ট্রফি এনে দিতে পারেননি। তাই কোথাও যেন একটা বিষাদ লুকিয়ে থাকে সাম্প্রতিক ক্রিকেটের রাজার মধ্যে। একটা না পাওয়ার খিদে পরের আইপিএলেও থাকবে কোহলির মধ্যে। 

    কার্তিকের বিদায়

    চলতি আইপিএলে (IPL 2024) দুরন্ত বেশ কয়েকটি ইনিংস খেলিছিলেন দীনেশ কার্তিক। শুরু থেকে এমন কিছু ইনিংস খেলেছিলেন, যার ফলে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু বয়স কোথাও দাঁড়ি টানে। তারুণ্যের জোয়ারে হারিয়ে যায় অভিজ্ঞতাও। তাই বিশ্বকাপের দলে জায়গা মেলেনি। আইপিএল থেকেও এবার বিদায়। বিরাটের আলিঙ্গন, টিমের গার্ড অব অনার,চোখের কোনটা চিকচিক করে উঠল কার্তিকের। আর ক্রিকেটার হিসাবে নয়, এবার হয়তো অন্য ভূমিকায় মাঠে আসবেন দীনেশ কার্তিক। 

    ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে ক্ষুব্ধ

    বহু লড়াই করে প্লে অফে (IPL 2024) পৌঁছে ছিটকে যাওয়ার পর হতাশা চেপে রাখতে পারলেন না আরসিবি (RR vs RCB) অধিনায়ক ফাফ ডুপ্লেসি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ফ্যাফ ডু’প্লেসি বলেন, ‘মাঠে শিশির পড়ছিল। আমাদের মনে হয়েছে, ব্যাট হাতে আমরা কিছুটা কম রান করেছিল। আমি মনে করি, ২০ রান মতো আমরা কম করেছি এই পিচে। ২০ রান আরও করতে পারলে, এখানে ভালো স্কোর হতো। তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য দেখছি কোনও স্কোরই যথেষ্ট নয়। তবে কৃতিত্ব খেলোয়াড়দেরই যায়, তারা ভালো লড়াই করেছে।’ 

    আরও পড়ুন: গোটা দেশে সময় একটাই! আইএসটি নির্ধারণে রেল ও সর্দার প্যাটেলের ভূমিকা জানেন?

    নতুন লড়াই রাজস্থানের

    টানা পরাজয়ের পর রাজস্থান (RR vs RCB) প্লে-অফে (IPL 2024) এসে ফের জয়ে ফেরে। টানা চার ম্যাচ হারের পরে দুর্দান্ত জয়ে আইপিএল খেতাবি দৌড়ে থেকে যেন পায়ের নীচে শক্ত জমি ফিরে পেলেন সঞ্জু স্যামসনরা। বুধবার ম্যাচের পরে রাজস্থান রয়্যালস অধিনায়ক জানিয়ে গেলেন, নতুন ভাবে লড়াই করার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। সঞ্জু বলেন, ‘‘কিছু ভাল দিন যেমন গিয়েছে, কিছু খারাপ দিনের সাক্ষীও হতে হয়েছে। কিন্তু প্রতিকূলতা অতিক্রম করে ঘুরে দাঁড়ানোটাই গুরুত্বপূর্ণ। অসুস্থতার জন্য আমাদের দলে অনেকেই নিজেদের একশো শতাংশ সেরা ক্রিকেট খেলতে পারেনি, তার পরেও কোচ সঙ্গকারা স্যর ম্যাচের যে নকশা তৈরি করেছিলেন, তা ঠিক ভাবে প্রয়োগ করেছি। তার জন্য সতীর্থদের কাছে কৃতজ্ঞ।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ পর্বের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ভেস্তে গেল বৃষ্টিতে। এবার একটাই লক্ষ্য প্লে-অফ (IPL 2024)। আগামিকাল, মঙ্গলবার প্লেঅফের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেট রান রেটে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় সানরাইজার্সের।

    কবে, কোথায়, কোন ম্যাচ

    সূচি অনুযায়ী (IPL 2024) প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে। আগামী ২১ মে  প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরদিন অর্থাৎ ২২ মে একই স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
    আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।

    আরও পড়ুন: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    বৃষ্টির আশঙ্কা

    আমেদাবাদে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। লিগ (IPL 2024) পর্বে গুজরাট-কলকাতা এবং গুজরাট-হায়দরাবাদ দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার নক আউটে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা ও হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের বিপক্ষে খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা থাকছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বনাম বিরাট কোহলি (Virat Kohli)! সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেটের সেরা দুই মুখ। শনিবাসরীয় সন্ধ্যায় চলতি আইপিএলে (IPL 2024) এটাই হতে পারে ক্রীড়া বিনোদনের সেরা উপকরণ। অনেকেই মনে করছেন এটা আইপিএলের কোয়ার্টার ফাইনাল (RCB vs CSK)। যে জিতবে শিকে ছিঁড়বে তার কপালেই। তবে প্লে-অফে উঠতে গেলে শুধু জিতলেই হবে না। কোহলিদের বড় ব্যবধানে জিততে হবে। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ। লড়াই চতুর্থ স্থানের জন্য। 

    ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ

    আজ, শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের (IPL 2024) দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। অনেকে মনে করছেন আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আগামী বছর আর হয়ত হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন না মাহি। 

    আরসিবি-র সমীকরণ

    চলতি আইপিএলে (IPL 2024) শুরুটা  ভাল না হলেও টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র (RCB vs CSK) প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে।  প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    আইপিএল পয়েন্ট টেবিলে শেষে মুম্বই

    আইপিএলের (IPL 2024) শেষ ম্যাচেও ভাগ্য বদলাল না মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠে হেরে গেল হার্দিকরা। লিগের ‘লাস্ট বয়’ হিসাবেই আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, লখনউ জিতেও প্লে-অফে উঠতে পারল না। রান রেটের কারণেই ছিটকে গেল লোকেশ রাহুলরা। আগে ব্যাট করে লখনউয়ের তোলা ২১৪/৬-এর জবাবে মুম্বই থামল ১৯৬/৬ স্কোরে। জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনউয়ের মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে এমনিই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, আরসিবি জিতলে ১৪ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেট চেন্নাইয়ের থেকে ভাল হয়ে গেলে তারাই চতুর্থ স্থানে শেষ করবে। রান রেটে লখনউ শেষ করেছে দিল্লিরও নীচে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের শেষ পাঁচে রয়েছে যথাক্রমে দিল্লি, লখনউ, গুজরাট, পাঞ্জাব, মুম্বই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বিরাট গর্জনেই বেঙ্গালুরুর দাপট দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা, ফের কি ক্যাপ্টেন কিং কোহলি?

    IPL 2024: বিরাট গর্জনেই বেঙ্গালুরুর দাপট দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা, ফের কি ক্যাপ্টেন কিং কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) দুরন্ত কামব্যাক করেছে আরসিবি। প্রথম দিকে বেশ কিছুটা নড়বেড়ে ছিল বেঙ্গালুরু। তবে পরপর পাঁচটা ম্যাচ জিতে এখম তারা প্লে-অফের দৌড়ে। টুর্নামেন্টে বারবার শোনা গিয়েছে বিরাট (Virat Kohli) গর্জন। ১৩টি ম্যাচে ৬৬১ রান করেছেন কোহলি, সর্বোচ্চ রান অপরাজিত ১১৩। এবার ফের আগামী মরশুমে আরসিবির অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে ফিরিয়ে আনার দাবি উঠল। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং-সহ অনেকেই এই দাবি তুলেছেন।

    কী বললেন হরভজন

    আগামী মরশুমের জন্যে ২০২৫ সালে আইপিএলের (IPL 2024) মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে আরসিবি বিরাট কোহলিকে রেখে দেবে এটা প্রায় নিশ্চিত। তাই অন্যান্য খেলোয়ারদের থেকে বিরাট কোহলিই ভাল পছন্দ হতে পারেন বলে মনে করেছে হরভজন। প্রাক্তন স্পিনারের কথায়,  “আরসিবি যদি প্লে-অফে উঠতে না পারে তাহলে কোনও ভারতীয়কে দায়িত্ব দেওয়া উচিত। বিরাট কোহলিই বা নয় কেন! চেন্নাইতে দেখুন ধোনির গুরুত্ব অনেক, তেমন বিরাটও অনেক বড় নেতা, ও জানে আরসিবির কী ভাবে খেলা উচিত।” সেই সঙ্গে আরও বলেন, “আরসিবি এখনও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, ঠিক যেটা বিরাট কোহলি চায়। আমার তো মনে হয় বিরাট কোহলিকে পরের বছর অধিনায়ক করা উচিত।” 

    কমলা টুপির মালিক

    ২০২১ সালে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি (Virat Kohli), তাঁর অধিনায়কত্বে ২০১৬ সালে ফাইনালে পৌঁছয় আরসিবি। চলতি বছরেও (IPL 2024) দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি, অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন বিরাট। এই মুহূর্তে আইপিএলে (IPL 2024) কমলা টুপির মালিক কোহলি। ১৩ ম‌্যাচের ১৩ ইনিংসে ৬৬১ রান করেছেন যিনি। দেড়শো প্লাস স্ট্রাইক রেটে। কিন্তু বিরাটের গনগনে ফর্ম সত্ত্বেও আরসিবি (RCB) শেষ পর্যন্ত প্লে অফে যাবে কি না, এখনও নিশ্চিত নয়। 

    আরও পড়ুন: তিক্ততার অবসান! কে এল রাহুলকে নৈশভোজের আমন্ত্রণ সঞ্জীব গোয়েঙ্কার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: শেষ হাসি হাসল কেকেআর, আরসিবিকে ১ রানে হারিয়ে ইডেন মাতাল নাইটরা

    IPL 2024: শেষ হাসি হাসল কেকেআর, আরসিবিকে ১ রানে হারিয়ে ইডেন মাতাল নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টানটান উত্তেজনা শেষে শেষ হাসি হাসল কেকেআর (IPL 2024)। রবিবারও ম্যাচ প্রায় কেড়ে নিয়েছিলেন উইল জ্যাকস ও রজত পাটিদার। নিজের প্রথম ওভারেই এই দু’জনকে ড্রেসিংরুমে পাঠিয়ে দিলেন রাসেল। আইপিএলের অন্যতম সেরা ফিনিশার দীনেশ কার্তিককেও ফেরালেন তিনি। মিচেল স্টার্কের কেরামতিতে এক রানে জিতে আরসিবিকে পরাস্ত করল কেকেআর।

    টসে হার (IPL 2024)

    এদিন টসে হেরে গিয়ে আগে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (IPL 2024)। অফ ফর্মে রয়েছেন সুনীল নারাইন। তবে প্রথমে ফিল সল্ট ও পরে শ্রেয়স আয়ারের অর্ধশতরানের সৌজন্যে ছয় উইকেটে ২২২ রান তোলে কেকেআর। এদিন ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ও ফ্যাফ ডুপ্লেসি। তবে বেঙ্গালুরুকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন জ্যাকস ও পাটিদার। তাঁদের ড্রেসিংরুমে ফেরান রাসেল। অন্তিম ওভারে স্টার্ককে তিনটি ছক্কা হাঁকান কর্ণ শর্মা। তিনি আউট হওয়ার পর ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল দু’রান।

    পাওয়ার প্লে-র সুযোগ নিতেও ব্যর্থ

    দ্বিতীয় রান নিতে গিয়ে ব্যর্থ হন লকি ফার্গুসন। তাঁকেও ফিরতে হয় ড্রেসিংরুমে। প্রথম দু’ওভারে ৩৬ রান দিয়ে কেকেআরের কাজ কঠিন করে দিয়েছিলেন স্টার্ক। সেই ক্রাইসিস পিরিয়ড কাটান বোলাররা। তখনও জয়ের জন্য প্রয়োজন ২১ রান। স্টার্কের ব্যর্থতায় ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। এদিন মহম্মদ সিরাজকে ছয় ও চার মেরে শুরুটা করেছিলেন ফিল সল্ট। দ্বিতীয় ওভারে যশ দয়ালকে দুটি চার মারেন। তবে সুনীল খেলতেই পারছিলেন না। পাওয়ার প্লে-র সুযোগও এদিন (IPL 2024) কাজে লাগাতে পারেনি কেকেআর।

    আরও পড়ুন: “বাড়িতে পুরুষ না থাকলে মেয়েদের হাত ধরে টানাটানি করে তৃণমূল কর্মী”, বললেন নির্যাতিতা

    পাওয়ার প্লে-র মধ্যেই ফিরে যান অঙ্গকৃশ রঘুবংশীও। মিড-অনের ওপর দিয়ে হালকা শট খেলতে গিয়ে উইকেট খোয়ান তিনি। হাতে উইকেট থাকায় পাওয়ার প্লে শেষ হওয়ার পর মন দিয়ে খেললেন শ্রেয়স ও বেঙ্কটেশ আয়ার। বল ধরে খেলছিলেন তাঁরা। সুযোগ থাকা সত্ত্বে কাজে লাগাতে পারলেন না অফ ফর্মে থাকা বেঙ্কটেশ।

    আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২০৪ রান তাড়া করে জিতেছে আরসিবি। তাই এই ম্যাচে নিজেদের ছাপিয়ে যেতে পারত তারা। প্রথম বলেই হর্ষিত রানাকে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন কোহলি। তবে শেষ রক্ষা হয়নি। ড্রাগ আউটে ফিরেও ক্ষিপ্ত দেখায় তাঁকে। এদিনের নায়ক দ্রে রাশ। তবে শেষমেশ শেষ হাসি হাসে কেকেআরই (IPL 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: ৪০ ওভারে প্রায় ৫৫০ রান! আইপিএলে রেকর্ড রান তুলে জয় হায়দরাবাদের, হার বেঙ্গালুরুর

    IPL 2024: ৪০ ওভারে প্রায় ৫৫০ রান! আইপিএলে রেকর্ড রান তুলে জয় হায়দরাবাদের, হার বেঙ্গালুরুর

    মাধ্যম নিউজ ডেস্ক: চরিত্র বদলাচ্ছে ২২ গজের। দশ বছর আগেও টেস্ট ক্রিকেটে ২দিন ব্যাট করে সাড়ে পাঁচশো রান তুলত কোনও দল। এখন ঝোড়ো ক্রিকেটের যুগে ৪০ ওভারে প্রায় ৫৫০ রান উঠল! সোমবার চলতি আইপিএল-এ (IPL 2024) হায়দরাবাদ বনাম বেঙ্গালুরুর ম্যাচে রানের বন্যা বয়ে গেলো। সানরাইজার্স হায়দরাবাদের (RCB vs SRH)  তোলা রেকর্ড ২৮৭ রানের জবাবে বেঙ্গালুরুর ইনিংস শেষ হল ৭ উইকেটে ২৬২ রানে। সেটাও রেকর্ড। খেলা কোথায় যাচ্ছে। খুব দেরি নেই, যখন টি-২০ ম্যাচের একটি ইনিংসে ৩০০ রান এবং একদিনের ম্যাচে ৫০০ রান উঠবে, ম্যাচ শেষে এমনই অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের।

    রানের বন্যা

    আইপিএলে (IPL 2024) ফের রেকর্ড রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ রানে হারাল আরসিবিকে। এদিন ট্র্যাভিস হেডের ১০২ ও হেনরিখ ক্লাসেনের ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই আইপিএলের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স। নিজেদের তিন ম্যাচে আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলে যে রেকর্ড গড়েছিল সানরাইজার্স, তা কামিন্সরা নিজেরাই ভেঙে ফেলেন।  চিন্নাস্বামী ফের দেখল ব্যাটারদের তাণ্ডব কাকে বলে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। তবে শেষ হাসি হাসল কামিন্সরাই। এই নিয়ে আইপিএলের সাতটি ম্যাচ খেলে ছ’টিতেই হারল বেঙ্গালুরু। দীনেশ কার্তিকের লড়াইও বেঙ্গালুরুর হার বাঁচাতে পারল না। অন্য দিকে, ছ’টি ম্যাচ খেলে চারটিতে জয় পেল হায়দরাবাদ।

    লড়াই বেঙ্গালুরুর

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন কোহলিরাও (RCB vs SRH)। কিন্তু ধারাবাহিক ভাবে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছতে পারলেন না তাঁরা। ওপেন করতে নেমে কোহলি করলেন ২০ বলে ৪২। ৬টি চার এবং ২টি ছয় মারলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অপর ওপেনার ডুপ্লেসি ছিলেন বেশি আগ্রাসী। তাঁর ব্যাট থেকে এল ২৮ বলে ৬২ রানের ইনিংস। বেঙ্গালুরু অধিনায়ক নিজের ইনিংস সাজালেন ৭টি চার এবং ৪টি ছক্কা দিয়ে। শুরুর ভালটা ধরে রাখতে পারলেন না বেঙ্গালুরুর পরের ব্যাটারেরা। পর পর আউট হলেন উইল জ্যাকস (৭), রজত পাটীদার (৯) এবং সৌরভ চৌহান (শূন্য)। ফলে বিনা উইকেটে ৮০ থেকে ৫ উইকেটে ১২২ হয়ে যায় বেঙ্গালুরু। এই চাপ আর সামলাতে পারেনি ডুপ্লেসির দল। শেষ দিকে ব্যাট হাতে লড়াই করলেন কার্তিক। কিন্তু উইকেটের অন্য প্রান্তে সঙ্গীর অভাবে দলকে জয়ের চৌকাঠ পার করে দিতে পারলেন না। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত কার্তিকের ব্যাট থেকে এল ৩৫ বলে ৮৩ রানের অবিশ্বাস্য ইনিংস। মারলেন ৫টি চার এবং ৭টি ছক্কা। রানের ফোয়ারার মাঝেও তিন উইকেট নিয়ে বল হাতে বেশ প্রভাবিত করলেন বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share