Tag: Recruitment

Recruitment

  • CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    CRPF Recruitment: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিআরপিএফ। ১৪৫৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (CRPF Recruitment)। ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি। সিআরপিএফ- এ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) এবং হেড কনস্টেবল (মন্ত্রক)- এই দুই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এই পদগুলিতে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিআরপিএফ- এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in– এ যেতে হবে।  

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য 

    কবে থেকে শুরু হচ্ছে আবেদন?

    আবেদন শুরু হচ্ছে ৪ জানুয়ারি, ২০২৩

    আবেদনের শেষ দিন

    ২৫ জানুয়ারি, ২০২৩- এর মধ্যে আবেদন করতে হবে। 

    শূন্যপদ

    মোট শূন্যপদ ১৪৫৮।  অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। 

    আবেদন পদ্ধতি

    অনলাইনে গিয়ে আবেদন করতে হবে

    ওয়েবসাইট

    crpf.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

    বেতন

    বেতন হতে পারে ৯০ হাজার টাকা অবধি।

    আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    বয়সসীমা

    ২৫ জানুয়ারি ২০২৩- এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫- এর মধ্যে।

    শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীদের ১ মিনিটে ৩০ শব্দের হিন্দি টাইপিং স্পিড টেস্ট পাস করতে হবে। ১ মিনীটে যারা ৩৫ শব্দ লিখতে পারবেন তারা হেড কনেস্টেবল পদে আবেদন করতে পারবেন।   

    নিয়োগ প্রক্রিয়া

    • প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করতে হবে।
    • তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। 
    • স্টেনো পদের জন্যে নেওয়া হবে স্কিল টেস্ট। 
    • এরপর ডক্যুমেন্ট ভেরিফিকেশন এবং সব শেষে মেডিক্যাল টেস্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট (iPhone Factory India) বেঙ্গালুরুর হুসুরে ৬০,০০০ কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখনও বিশ্বব্যাপী সব আইফোনের বেশিরভাগ উৎপাদন হয় চিনেই। যদিও বিগত কয়েক মাস ধরেই সে দেশে একের পর এক কারণে উৎপাদনে ধাক্কা খেয়েছে মার্কিন সংস্থাটি। এই পরিস্থিতিতে ক্রমশ চিনের উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে অ্যাপেল। আর সেই কারণেই চিনের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সুযোগে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা রেখেছে টাটারা। ভারতে আইফোন উৎপাদক সংস্থাগুলি হল ফক্সকন, উইস্টন এবং পেগাট্রন। জানা গিয়েছে ফক্সকন ভারতে উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে চায়। চিনে শূন্য কোভিড নীতির পরে যখন আইফোনের সব থেকে বড় উৎপাদক ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, তখনই এই সিদ্ধান্ত নেয় ফক্সকন। দক্ষিণ ভারতে ৫৩,০০০ কর্মী নিয়োগ করে কর্মী সংখ্যা ৭০,০০০ করতে চাইছে ফক্সকন।  

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    গতকালই বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী পালন করেছে গোটা দেশ। আর সেই দিনই কেন্দ্রীয় মন্ত্রী আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার কথা ঘোষণা করলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর হুসুরে দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট তৈরি হয়েছে। সেখানে ৬০,০০০ কর্মী কাজ করছে। সেখানে কমপক্ষে ৬,০০০ জন রাঁচি এবং হাজারিবাগের আদিবাসী মহিলা কাজ করেন। তাঁদের আইফোন তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” 

     



    প্রসঙ্গত, চিনের বিভিন্ন প্রান্তে বার বার কোভিড লকডাউনের কারণে ব্যহত হচ্ছে আইফোন উৎপাদন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই জন্য চিনে আইফোন উৎপাদন ৩০ শতাংশ কমতে পারে। আর চিনে মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার এই সুবিধা নিতে মরিয়া ভারত। প্রায় ৫০০ একর জমির উপরে তামিলনাড়ুর হসুরে রয়েছে টাটাদের কারখানা। চলতি বছর সেপ্টেম্বরেই সেখানে ৫,০০০ মহিলা কর্মী নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে অনেকেই স্থানীয় আদিবাসী।  

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  

    হসুরে টাটাদের কারখানার মহিলা কর্মীরা মাসে ১৬,০০০ টাকা বেতন পান। যা এই কাজে অন্যান্য কোম্পানির কর্মীদের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। কোম্পানির তরফে কারখানা চত্ত্বরে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এছাড়াও কর্মীদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্বও নেয় সংস্থাটি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



  • Primary TET: পুজোর আগেই টেট উত্তীর্ণ আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    Primary TET: পুজোর আগেই টেট উত্তীর্ণ আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যমিক নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশে পুজোর আগে আবারও নিয়োগ। প্রাথমিক টেট (Primary Tet) উত্তীর্ণ আরও ৬৫ জনকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সোমবার একটি মামলায় এই রায় দান করেন তিনি। বিচারপতির নির্দেশে পুজোর আগে মোট ২৫২ জন চাকরি পেতে চলেছেন।  

    আরও পড়ুন: রাজ্যে বাড়ছে নাবালিকা বিয়ে, কন্যাশ্রীর সাফল্য কি শুধুই বিজ্ঞাপনে?  

    ২০১৪ সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল থাকার কারণে বহু চাকরিপ্রার্থীর নিয়োগ আটকে যায়। অভিযোগ ছিল, আদালত ভুল প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ করার নির্দেশ দিলেও, বহুদিন সেই নম্বর দেওয়া হয়নি। চলতি বছরের গোড়ায় সেই নম্বর দেওয়া হলেও বাড়তি নম্বর পেয়ে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ না করারও অভিযোগ ছিল। এই চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। এই ধরণের ৩টি মামলায় আগেই ১৮৭ জনকে পুজোর আগে নিয়োগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। আদালতের নির্দেশ মতো গত সপ্তাহে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এর পর সোমবার আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর এই নিয়ে পুজোর আগে চাকরি পাচ্ছেন মোট ২৫২ জন।  

    আরও পড়ুন: ভুল প্রশ্নের জের! ২৩ টেট পরীক্ষার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন এই যোগ্য প্রার্থীরা। ফলে পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে।” আদালতের নির্দেশ, শূন্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এবং সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। আদালতের এই রায়ে খুশিতে ভেসেছেন চাকরি প্রার্থীরা। বিচারপতির তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন মামলাকারী।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Primary TET: পুজোর আগেই টেট উত্তীর্ণ আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    Primary TET: পুজোর আগেই টেট উত্তীর্ণ আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যমিক নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশে পুজোর আগে আবারও নিয়োগ। প্রাথমিক টেট (Primary Tet) উত্তীর্ণ আরও ৬৫ জনকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সোমবার একটি মামলায় এই রায় দান করেন তিনি। বিচারপতির নির্দেশে পুজোর আগে মোট ২৫২ জন চাকরি পেতে চলেছেন।  

    আরও পড়ুন: রাজ্যে বাড়ছে নাবালিকা বিয়ে, কন্যাশ্রীর সাফল্য কি শুধুই বিজ্ঞাপনে?  

    ২০১৪ সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল থাকার কারণে বহু চাকরিপ্রার্থীর নিয়োগ আটকে যায়। অভিযোগ ছিল, আদালত ভুল প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ করার নির্দেশ দিলেও, বহুদিন সেই নম্বর দেওয়া হয়নি। চলতি বছরের গোড়ায় সেই নম্বর দেওয়া হলেও বাড়তি নম্বর পেয়ে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ না করারও অভিযোগ ছিল। এই চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। এই ধরণের ৩টি মামলায় আগেই ১৮৭ জনকে পুজোর আগে নিয়োগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। আদালতের নির্দেশ মতো গত সপ্তাহে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। এর পর সোমবার আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর এই নিয়ে পুজোর আগে চাকরি পাচ্ছেন মোট ২৫২ জন।  

    আরও পড়ুন: ভুল প্রশ্নের জের! ২৩ টেট পরীক্ষার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন এই যোগ্য প্রার্থীরা। ফলে পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে।” আদালতের নির্দেশ, শূন্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এবং সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। আদালতের এই রায়ে খুশিতে ভেসেছেন চাকরি প্রার্থীরা। বিচারপতির তরফে এটা পুজোর উপহার বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন মামলাকারী।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সরকারি চাকরির অপেক্ষায় যারা বসে রয়েছেন, তাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in – এ দেখে নিতে পারেন।

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আবেদন শেষের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। অনলাইনে করতে হবে আবেদন।
     
    শূন্যপদ

    নাবিক (জেনারাল ডিউটি) – ৫০ 
    যান্ত্রিক – ২০
    আইন – ১
    মোট – ৭১

    শিক্ষাগত যোগ্যতা

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পাশ করতে হবে। 

    যান্ত্রিক: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ৩-৪ বছর মেয়াদের ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।

    আইন: আইনের পদে যারা আবেদন করতে চান তাঁদের থাকতে হবে ল-এ স্নাতক ডিগ্রি এবং তাতে থাকতে হবে ৬০% নম্বর। 

    আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন? 

    বয়সসীমা 

    এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে|

    নির্বাচনের পদ্ধতি

    লিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।  

    আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

    বেতনক্রম

    ৫৬,১০০ টাকা (লেভেল ১০) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kalyani AIIMS: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    Kalyani AIIMS: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ-দুর্নীতি মামলা নিয়ে এবার বিপাকে পড়ল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানাল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত (investigation) করতে হলে আগে কেন্দ্রের অনুমতি নিতে হবে। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডির কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত চালানোর আগে এক কথায় সিআইডিকে সতর্ক করল হাইকোর্ট (Calcutta Highcourt)। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

    আরও পড়ুন: রাজীব ভট্টাচার্য কি কেষ্টর ‘বেনামি’, কার চিকিৎসার জন্য ৬৬ লাখ দিয়েছিলেন? তদন্তে ইডি-সিবিআই

    গত শুনানিতে কেন্দ্রের তরফের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। তাঁর যুক্তি ছিল, এইমসে বেআইনি কর্মী নিয়োগ মামলায় কয়েক জন কর্মীর নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে তাঁরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তাই তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কার্যত সেই দাবিই মেনে নিল আদালত। সিআইডিকে আদালত জানিয়েছে, দুর্নীতি দমন আইনের ১৭ (এ), ১৯৮৮ মোতাবেক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত, অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ করা যাবে না। এ ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ফলে কল্যাণী এইমসের কর্মীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রেও কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে। আগামী বুধবার, অর্থাৎ ২৪ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। 

    আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত! কীসের ভয় 

    সূত্রের খবর, এই মামলায় এতদিন সিআইডির তরফে শুনানি করা সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেশ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কোনও সিনিয়র আইনজীবীকে এখানে নিয়োগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

    এসএসসির ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়। তদন্ত শুরু করে সিআইডি। সিআইডিকে নথি হস্তান্তর করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। 

    তাঁদের অভিযোগ, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে।  

    যদিও এনিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, “এটা কোনও সরকারি চাকরি নয়। এটা কোনও কেন্দ্রীয় সরকারের সরাসরি চাকরি নয়। রাজ্য সরকারের চাকরিও নয়। চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। আর এরকম চাকরি যদি আমাদের সৌভাগ্য হয় তৃণমূলের যাঁরা আজ বিক্ষোভ দেখাল তাঁদের ঘরে ঘরে চাকরি দেব আমি। তৃণমূলের নেতা-মন্ত্রী-দাদাদের অঙ্গুলিহেলনে বাঁকুড়া মেডিক্যালে যেমন ঘরে ঘরে চাকরি পাচ্ছেন, সেখানে বিজেপির একটা ছেলেও নেই। বিজেপি করার জন্য তাঁরা কাজ পাচ্ছেন না। আর সেই ঠিকাদারি সংস্থার তৃণমূলের ছেলেরা শয়ে শয়ে চাকরি পাচ্ছেন।”  

  • SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI Recruitment 2022)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে করা হবে কর্মী নিয়োগ। শুরুতে এক বছরের জন্যে চুক্তি করা হবে। হাই-পারফর্ম্যান্স পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতি বছর এক বছর করে বাড়ানো যেতে পারে চুক্তির মেয়াদ। সর্বোচ্চ ৮ বছরের চুক্তি করা যাবে। ১৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২২। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

    এই বিষয়ে কিছু তথ্য জেনে নিন

    পদের সংখ্যা 

    ফিজিও থেরাপিস্ট: ৪২টি

    স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: ৪২টি

    ফিজিওলজিস্ট: ১৩টি

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?

    সাইকোলজিস্ট: ১৩টি

    বায়ো মেকানিক্স: ১৩টি

    নিউট্রিশনিস্ট: ১৩টি

    বায়ো কেমিস্ট: ২টি

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    পে স্কেল

    ১,০৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। বছরে ১০% হারে বাড়বে এই টাকা।

    চুক্তির সময়কাল

    শুরুতে ১ বছরের চুক্তি করা হবে। পরবর্তীতে ১ বছর করে সর্বোচ্চ ৮ বছর অবধি বাড়ানো যেতে পারে এই চুক্তি। 

    বয়সসীমা

    আবেদনের শেষ দিনে আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না।

    কী করে আবেদন করবেন?

    • websitehttps://sportsauthorityofindia.gov.in/saijobs/ – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
    • অন্য কোনও উপায়ে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না।
    • আবেদনকারীর একটি সচল ইমেল আইডি থাকা আবশ্যক। 
    • এই ইমেল আইডিতে এর মাঝে কোনও বদল আনা যাবে না।
    • আবেদনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই আবেদন করতে হবে। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    আবেদনের সময়সীমা

    ৫ অগাস্ট সন্ধ্যে ৬ টায় শুরু হয়েছে আবেদন করা। শেষ হবে ৫ সেপ্টেম্বর সন্ধ্যে ৬ টায়।

     

  • HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। একটি অ্যাপ্রেন্টিসশিপ কোর্সের জন্যে ট্রেনি নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা ৪৫৫। একমাত্র এনসিভিটি/ এসসিভিটি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই যাঁরা পাশ করেছেন, একমাত্র তাঁরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের এই আবেদনটি বিশেষভাবে যাচাই করে দেখা হবে যে তাঁরা পারিবারিক আয় সম্পর্কে সত্যি কথা বলছেন কি না। যদি এই সম্পর্কে কোনও মিথ্যে কথা বলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় তাহলে সেই প্রার্থীকে বাতিল করা হবে। এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জেনে নিন—

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন 

    আবেদনের শেষ তারিখ: ১০ অগাস্ট

    বেতন: অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী মাসিক ভিত্তিতে স্টাইফেন দেওয়া হবে। 

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?  

    শূন্যপদের সংখ্যা

    ফিটার – ১৮৬
    টার্নার – ২৮
    মেশিনিস্ট – ২৬
    কার্পেন্টর – ৪
    মেশিনিস্ট (গ্রাইন্ডার) – ১০
    ইলেক্ট্রিশিয়ান – ৬৬
    ড্রটসম্যান (মেকানিক্যাল) – ৬
    ইলেক্ট্রনিক মেকানিক – ৮
    পেইন্টার (জেনারেল) – ৭
    শীট মেটাল ওয়ার্কার- ৪
    মেকানিক (মোটর ভেইকেল) – ৪
    সিওপিএ – ৮৮
    ওয়েল্ডার – ৮
    স্টেনোগ্রাফার – ৬
    রেফ্রিজারেশন এবং এসি মেকানিক – ৪

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

    কী ভাবে আবেদন করবেন?

    • www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন। 
    • ‘HAL Nasik application form’ এবার এখানে গিয়ে আবেদন করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zj-CMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link – এই লিঙ্কে পাবেন ফর্মটি। 
    • এর পর যথাযথ তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করুন।
    • শেষে একটি লেখা আসবে, “Your response has been registered Thank You!”। অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।
    • এরপরে সরাসরি গিয়ে প্রার্থীকে বাকি তথ্য যাচাই করাতে হবে। অগাস্ট মাসের তৃতীয়  বা চতূর্থ সপ্তাহে হবে  এই ভেরিফিকেশন। তার আগে প্রার্থীকে ইমেইল করে দেওয়া হবে। 

     

  • DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organization) বা সংক্ষেপে (DRDO)। টেকনিক্যাল ক্যাডার (ডিআরটিসি) এর অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান এ- এর বিভিন্ন শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩রা সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ ২৩শে সেপ্টেম্বর। 

    DRDO CEPTAM 10 নিয়োগ ২০২২ সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য জেনে নিন।

    আরও পড়ুন: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    পরিচালনা কর্তৃপক্ষ: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা কারিগরি ক্যাডার (DRTC)
    পোস্টের নাম: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, টেকনিশিয়ান এ
    শূন্যপদের সংখ্যা: ১৯০১ 
    বিজ্ঞাপন নম্বর: CEPTAM-10 (DRTC)
    আবেদন করার তারিখ: ৩রা সেপ্টেম্বর- ২৩শে সেপ্টেম্বর 
    চাকরির স্থান: সারা ভারত
    সরকারী ওয়েবসাইট: www.drdoitgov.in
    আবেদন ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর কোনও ফি লাগবে না।  

    সরকারি ওয়েবসাইটটিতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। 

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    পরীক্ষার ধরণ 

    • লিখিত পরীক্ষা
    • ট্রেড টেস্ট (প্র্যাক্টিক্যাল) 
    • নথি যাচাই
    • মেডিক্যাল টেস্ট 


    কীভাবে আবেদন করবেন? 

    • সবার আগে দেখে নিতে হবে যোগ্যতা সংক্রান্ত কলাম। যোগ্য প্রার্থীদের আবেদনই কেবল গ্রহণ করা হবে। 
    • প্রথমে www.drdoitgov.in – এই ওয়েবসাইটটিতে যান। 
    • সেখানে ‘CEPTAM 10 Recruitment 2022 Apply Page’ এই ট্যাবটিতে যান।
    • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলআপ করুন।
    • অনলাইন আবেদন করার আগে সমস্ত নথি এবং তাদের স্ক্যানড কপি প্রস্তুত রাখতে হবে |
    • প্রার্থীদের পেমেন্ট গেটওয়েতে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। 
    • চূড়ান্ত জমা দেওয়ার আগে অবশ্যই আবেদনটি ভালো করে পড়ে নিন।
    • এবার ‘Submit’ – এ ক্লিক করলেই আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১ (একজিকিউটিভ), এসিআইও-২ (একজিকিউটিভ), জেআইও-১ (একজিকিউটিভ), জেআইও-২ (একজিকিউটিভ) পদে ৭৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    এক নজরে কিছু তথ্য:

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    আবেদন শুরু: বর্তমানে চলছে
    আবেদন পদ্ধতি: অফলাইন
    আবেদনের শেষ তারিখ: ১৯.০৮.২০২২

    যোগ্যতা

    যারা শেষ ডেপুটেশনের পর থেকে ৩ বছর কুলিং-অফ পিরিয়ড পূর্ণ করেছেন এবং যারা একটির বেশি ডেপুটেশনে অংশগ্রহণ করেননি তাঁরা নিজেদের আবেদনপত্র পাঠাতে পারেন, এই ঠিকানায়- ‘Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021’।  

    কী কী তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে? 

    শিক্ষাগত যোগ্যতা/ট্রেনিং সার্টিফিকেট যা আছে তার অ্যাটেস্টেড করা কপি এবং স্বাক্ষরিত বায়ো-ডেটা, কপিক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা অ্যাটেস্টেড করা ভিজিল্যান্স ক্লিয়ারেন্স এবং ইন্টিগ্রিটি সার্টিফিকেট। এছাড়াও বিগত ১০ বছরে অফিসারদের উপর আরোপিত বড়/ ছোট পেনাল্টির কপি (যদি থাকে)। 

    নির্বাচন প্রক্রিয়া

    প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় গেট স্কোর এবং ইন্টারভিউকে প্রাধান্য দেওয়া হবে। এর পর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে নির্বাচন করা হবে।

    ডেপুটেশনের মেয়াদ

    ডেপুটেশনের ন্যূনতম মেয়াদ হবে ৩ বা ৫ বছর (সংশ্লিষ্ট পোস্টের আরআর-এর উপর নির্ভর করে)। পরবর্তীতে তা আরও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

    বেতন ও শূন্যপদ

    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১/ একজিকিউটিভ (গ্রুপ-বি)- পে ম্যাট্রিক্সের লেভেল ৮ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা (শূন্যপদ- ৭০টি)
    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা (শূন্যপদ- ৩৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০- ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- গ্রেড- ২ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৩৫টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • হালওয়াই কাম কুক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৯টি)
    • কেয়ারটেকার- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০– ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ টেক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ৭টি)
LinkedIn
Share