Tag: Red Chillis Entertainment

Red Chillis Entertainment

  • Dunki: জুটি বাঁধলেন রাজকুমার-শাহরুখ! আগামী বছর ‘ডাঙ্কি’ রূপে আসছেন কিং খান, সঙ্গী তাপসী 

    Dunki: জুটি বাঁধলেন রাজকুমার-শাহরুখ! আগামী বছর ‘ডাঙ্কি’ রূপে আসছেন কিং খান, সঙ্গী তাপসী 

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঠানের পর নিজের পরবর্তী কাজ সম্পর্কে একটি মজাদার ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করলেন বলিউড বাদশা শাহরুখ খান। ওই ভিডিওতে দেখা যায় যে, রাজকুমার হিরানির অফিসে ছবির খোঁজে হাজির হয়েছেন শাহরুখ। সেখানে গিয়ে দেখছেন থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস, পিকে, সঞ্জুর মতো একাধিক ছবির পোস্টার সাজানো। প্রতিটি ছবিই সেই অভিনেতার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। পোস্টার দেখছেন শাহরুখ আর ভাবছেন কবে সেখানে তাঁর ছবির পোস্টার লাগবে। এমন সময় হাজির স্বয়ং পরিচালক রাজকুমার হিরানি। তখন সরাসরি তাঁকে আর্জি জানান কিং খান। তিনি বলেন যে, কবে তাঁকে কাস্ট করবেন পরিচালক? উত্তরে রাজকুমার হিরানি জানান যে তাঁর কাছে একটি চিত্রনাট্য আছে যেখানে কমেডি আছে, ইমোশন আছে, রোম্যান্স আছে। জেনে খুশি হয়ে যান শাহরুখ। কিন্তু সেখানে শাহরুখ তাঁর সিগনেচার স্টাইল ব্যবহার করতে পারবেন না শুনে একটু মুষড়ে পড়েন অভিনেতা, কিন্তু পরিচালককে নিশ্চিত করেন যে তিনি অন্য স্টাইলেই অভিনয় করবেন। পরিচালককে ছবির নাম জিজ্ঞেস করতেই মন ভেঙে যায় শাহরুখের। ছবির নাম ‘ডাঙ্কি’। ডাঙ্কি নামটা শুনেই হতবাক। এবার কি তাঁকে গাধার চরিত্রে অভিনয় করতে হবে। সরাসরি পরিচালককে জিজ্ঞেস করেন ডাঙ্কি। তখন পরিচালক তাঁকে বলেন যে, তাঁর ছবির নাম ডাঙ্কি। ছবির নাম জেনে মন ভেঙে গেলেও এই ছবির জন্য রাজি হয়ে যান শাহরুখ। মজাদার এই ভিডিওতেই জানা যায় যে আগামী বছর ২২শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবির ঘোষণা করে শাহরুখ লেখেন, ‘স্যার আপনি তো আমার সান্তাক্লজ। আপনি শ্যুটিং শুরু করুন আমি ঠিক সময়ে সেটে পৌঁছে যাব। আমি সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে কাজ করার জন্য উচ্ছ্বসিত ও আনন্দিত। ‘

    [tw]


    [/tw]
    এই পরিপ্রেক্ষিতে রাজকুমার হিরানি লেখেন, “প্রিয় শাহরুখ, অবশেষে তোমার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। তোমার সাথে ডাঙ্কিতে কাজ করতে পারে আমি খুবই আনন্দিত ও উচ্ছসিত।” 
    এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। নতুন ছবির নাম ঘোষণার পর থেকে খুশির জোয়ারে ভাসছেন বলি অভিনেত্রী। শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবি থেকে আইকনিক ‘কায়নাত’ সংলাপ টুইট করে তাপসী লিখেছেন, ‘হ্যাঁ এখনও পর্যন্ত এটি করা কঠিন, এবং এটি কঠিন যখন আপনি নিজের চেষ্টায় সবকিছু করেন। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এই ছবির প্রযোজনা করবে। 

LinkedIn
Share