Tag: rekha patra bjp

rekha patra bjp

  • Suvendu Adhikari: ‘‘এবারের ভোটে আর গুন্ডামি করতে দেব না’’, রেখার সভায় হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘এবারের ভোটে আর গুন্ডামি করতে দেব না’’, রেখার সভায় হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নজিরবিহীনভাবে এবারের লোকসভা ভোটে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী ব্যবহৃত হবে বাংলায়। বাহিনী সংখ্যায় বাংলার পিছনে রয়েছে জম্মু-কাশ্মীরও। বাংলায় ৯২০ কোম্পানি ফোর্স পাঠানোর কথা জানিয়েছে কমিশন। এই আবহে  শুক্রবারই বসিরহাটের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি করেন, ‘‘এবারের ভোটে আর গুন্ডামি করতে দেব না। সব বুথে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। লাগলে আরও বাহিনী আসবে।’’

    রেখার সমর্থনে শুভেন্দুর পদযাত্রা

    জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় বাহিনী আসে ১ মার্চ। দ্বিতীয় দফায় ৭ মার্চ। ১ এপ্রিল আরও ২৭ কোম্পানি রাজ্যে আসার কথা। ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ৩ আসনে ভোট রয়েছে। প্রথম দফার ভোটে সবমিলিয়ে ২২৫ থেকে ২৫০ কোম্পানি বাহিনী থাকবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী করেছে সন্দেশখালির আন্দোলনের প্রতিবাদী ‘মুখ’ রেখা পাত্রকে। শুক্রবারই রেখাকে সঙ্গে নিয়ে বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত পদযাত্রা এবং পথসভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ৪ কিমি রাস্তা জুড়ে হয় শুভেন্দুর পদযাত্রা।

    কী বললেন শুভেন্দু?

    এদিনের সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘অবাধ ভোটের ব্যবস্থা আমরা করে দেব। চোরের দলকে হারাতেই হবে। রেখাকে আমরা দিল্লি পাঠাবই।’’ কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। এদিনের রোড শো শেষে বক্তব্যে তিনি (রেখা) বলেন, ‘‘কীভাবে বক্তৃতা করতে হয় আমি জানি না। তবে এটুকু বলতে পারি, জিতলে আপনাদের কথা দিল্লিতে তুলে ধরব।’’ শাহজাহানকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘‘আপনি বলেছিলেন, সন্দেশখালিতে ঢুকলে আমার ছাল চামড়া গুটিয়ে দেবেন, আপনি জেলে আর আমি বাইরে। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওর বাকি শাগরেদগুলোকেও ভেতরে ভরব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bashirhat: বসিরহাট কেন্দ্রে চমক বিজেপির, সন্দেশখালির প্রতিবাদী রেখার ওপর ভরসা মোদির

    Bashirhat: বসিরহাট কেন্দ্রে চমক বিজেপির, সন্দেশখালির প্রতিবাদী রেখার ওপর ভরসা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বড় চমক বিজেপির। বসিরহাটে কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী করল সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। বসিরহাট কেন্দ্র (Bashirhat) নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে ছিল। কারণ এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির মহিলাদের আন্দোলন বেশ কয়েকমাস ধরে সারা দেশে খবরের শিরোনামে রয়েছে। বিজেপি কাকে প্রার্থী করে! সেদিকেই ছিল সকলের নজর। অবশেষে সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের প্রতিবাদী মুখকেই বিজেপি বেছে নিল প্রার্থী হিসাবে। রাতারাতি প্রত্যন্ত গ্রামের রেখা পাত্র সারাদেশের খবরে শিরোনামে উঠে এলেন। রেখা পাত্রের নামে সিলমোহর দেন খোদ প্রধানমন্ত্রী। এমনটাই দাবি বিজেপির।

    কে এই রেখা পাত্র? সন্দেশখালির কোথায় বাড়ি তাঁর? 

    রেখা পাত্রের বাড়ি সন্দেশখালির (Bashirhat) পাত্র পাড়ায় বলে জানা গিয়েছে। সন্দেশখালির মহিলারা যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তখন একেবারে সামনের সারিতে ছিলেন রেখা। আন্দোলনের অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন তিনি। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নেমেছিলেন রাস্তায়। সামনের সারিতে থেকে দিতেন স্লোগানও। প্রার্থী হয়ে রেখা বলেন, ”নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ আমার মতো গ্রাম্য মহিলাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য।”

    রেখা পাত্রের নামে সিলমোহর দেন প্রধানমন্ত্রী?

    সূত্রের খবর, সন্দেশখালি থেকেই নাম খুঁজছিল বিজেপি। তখনই উঠে আসে রেখা পাত্রের নাম। সেটা রাজ্য বিজেপির নেতারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। এরপর সেই মতো দলের রাজ্যস্তরে এনিয়ে আলোচনাও হয়। এরপর সেই নাম পাঠানো হয় কেন্দ্রীয় বিজেপির কাছে। সূত্রের খবর, রেখা দেবীর নামে সিলমোহর দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী। সভার পর সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই মহিলাদের মধ্যেই নাকি ছিলেন রেখা পাত্রও। সূত্রের খবর, সেই সময়ই বসিরহাটের প্রার্থী হিসেবে রেখাদেবীকে (Bashirhat) ভাবতে শুরু করে বিজেপি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share