মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান থেকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি। এবার সেই হুমকিকে উপেক্ষা করে ঠিক দুই দিন পরেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন বলিউড বিখ্যাত নৃত্য পরিচালক রেমো ডি’সুজা (Remo D’Souza)। জানা গিয়েছে, তাঁকে ইমেল দ্বারা প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তবে হুমকির বিষয়ে কিছু মুখ না খুললেও স্ত্রী লিজেল ডি’সুজাকে নিয়ে অমৃত স্নান করেছেন এই পূর্ণ মহাকুম্ভে (Mahakumbh Mela 2025)।
সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করছেন (Mahakumbh Mela 2025)
১৪৪ বছরের পর হিন্দুদের মহামিলন মেলা পূর্ণ মহাকুম্ভ মেলায় (Mahakumbh Mela 2025) ইশ্বরের কাছে আশীর্বাদ কামনায় বিশেষ প্রার্থনা করলেন রেমো ডি’সুজা (Remo D’Souza)। নিজেকে সম্পূর্ণ ভাবে কালো পোশাকে সজ্জিত করে স্নান করেছেন তিনি। এই অমৃত স্নানের চিত্র নিজেই সামাজিক মাধ্যমে বিনিময় করেছেন। তবে মেলায় যাওয়ার আগে কালোকাপড় দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। নদীতে স্নানের পর গলায় ভেসে উঠল রুদ্রাক্ষের মালা। নিজের হাত জোর করে দেখা গেল সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করছেন। একই ভাবে স্বামী কৈলাসনন্দ গিরি মহারাজের কাছ থেকেও আশির্বাদ কামনা করেছেন।
“পরিণতি ভয়াবহ হবে!”
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রেমোর কাছে ওই হুমকির বার্তা এসেছিল। উল্লেখ্য বলিউডের চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, নৃত্য পরিচালকদের টার্গেট করে বার বার হামলা বা হুমকির ঘটনা আগেও ঘটেছে। সম্প্রতি সইফ আলি খানের ওপর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর হামালার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। হুমকি দিয়ে রেমোকে (Remo D’Souza) উদ্দেশ্য করে বলা হয়েছে, “নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের উপর নজর রাখছি। আট ঘণ্টার মধ্যে কোনও সদুত্তর না এলে পরিণতি ভয়াবহ হবে।”