Tag: Repo Rate

Repo Rate

  • RBI Repo Rate: ফের রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক?

    RBI Repo Rate: ফের রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে চলছে অস্থিরতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) জেরে বিশ্ববাসীর গায়ে লেগেছে মুদ্রাস্ফীতির আঁচ। বদলে গিয়েছে ভূ-রাজনৈতিক সমীকরণ। বেড়েছে উদ্বেগ-উত্তেজনা। এই যুদ্ধের প্রভাব যে বিশ্ব অর্থনীতিতে পড়বে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভাষণ দিতে গিয়ে তা জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সেটা যে নিছকই কথার কথা নয়, তা বোঝা গিয়েছিল মার্কিন ফেডারেল রিজার্ভের (US Federal Reserve) সুদ বৃদ্ধিতে। কেবল আমেরিকার শীর্ষ ব্যাংকই নয়, বেলাগাম মুদ্রাস্ফীতির রাশ টানতে উদ্যোগী হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংকগুলোও।

    বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছিল ০.৭৫ শতাংশ। চলতি বছরে এটা পঞ্চমতম হার বৃদ্ধি। চলতি বছর এটা শুরু হয়েছিল শূন্য থেকে। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহে ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও রেপো রেট (Repo Rate) বাড়াতে পারে। আরবিআইয়ের পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই বাজার বিশেষজ্ঞদের ধারণা, তার পরেই রেপো রেট বাড়ানো হতে পারে ৫০ বেসিস পয়েন্ট।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    আইসিআইসিআই সিকিউরিটিজের এক বিশ্লেষকের বিশ্বাস, রিজার্ভ ব্যাংক পলিসি রেট বাড়তে পারে আরও ০.৫ শতাংশ। এই মাসের শেষের দিকে এটা করা হতে পারে। বাকি ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানো হতে পারে ডিসেম্বরে। একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, অল্প কয়েক দিনের মধ্যে ভারতে রেপো রেট হঠাৎ করে ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশ হয়েছে। এক বাজার বিশেষজ্ঞের মতে, আমরা আশা করি, মুল্যবৃদ্ধি সামাল দিতে গিয়ে বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে ৩৫-৫০ পয়েন্ট।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি চিন-আমেরিকার দ্বন্দ্বের (China US conflict) জেরে বদলে গিয়েছে ভূ-রাজনৈতিক সমীকরণ। বেড়েছে আন্তর্জাতিক অস্থিরতা। প্রভাব পড়েছে বাণিজ্যে। ফলে, বেড়েছে দ্রব্যমূল্য। তৈরি হয়েছে সঙ্কট। বৃদ্ধি পেয়েছে চাহিদা। এসব প্রভাব ফেলেছে ব্যাংকিং সেক্টরে। যার প্রভাব আবার আছড়ে পড়েছে সার্বিক অর্থনীতিতে। তাই বাড়ানো হতে পারে বেসিস পয়েন্ট। বাজার বিশ্লেষকদের মতে, আমেরিকা যে দফায় দফায় সুদের হার বাড়িয়ে চলেছে, তা ভারতীয় স্টক মার্কেটের (Indian Stock Exchange) পক্ষে ঝুঁকির হতে পারে। কিন্তু এটা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sensex: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

    Sensex: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পতন সেনসেক্সের (Sensex)। পতন হয়েছে নিফটিরও (Nifty) । আজ শুক্রবার সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের কাছাকাছি। এই সময় সীমায় নিফটির পতন হয়েছে প্রায় ৩৫০ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঢঞ্জের সূচক শেষ হয় ৫৮,৮৪০ পয়েন্ট। গতকালের তুলনায় যা ১.৮২ শতাংশ নীচে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক বন্ধ হয়েছে ১৭,৫৩০ পয়েন্টে। গতকালের তুলনায় ১.৯৪ শতাংশ নীচে। 

    শেয়ার বাজারের বিশ্লেষকদের মতে, পতনের ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার ডোমেস্টিক মার্কেট সেই ইঙ্গিতই দিচ্ছিল। ভারতের এই শেয়ার বাজারে বিশ্ব অর্থনীতির প্রভাবও কম নয়। আমাদের দেশে যেমন রিজার্ভ ব্যাংক, তেমনি আমেরিকার সর্বোচ্চ ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই ব্যাংক বিশ্ব অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। সম্প্রতি এই ব্যাংক এত দ্রুত রেট বাড়িয়ে দিয়েছে যে, বলা হচ্ছে যে গত কয়েক দশকে এমনটা হয়নি। তার প্রভাবও পড়েছে ভারতে। ঘটনার জেরে মার্কিন অর্থনীতিও মুখোমুখি হতে পারে তীব্র আর্থিক মন্দার। 

    জানা গিয়েছে, ফেডারেল রিজার্ভ টার্মিনাল ফেড রেট বৃদ্ধি করেছে ৪.২৫ শতাংশ হারে। তার জোরালো প্রভাব পড়েছে ইক্যুইটির ওপর। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজনীন এই ট্রেন্ডের প্রভাব এড়াতে পারেনি ভারতীয় অর্থনীতিও। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের এখন অপেক্ষা এবং পরিস্থিতির ওপর নজর রাখা ছাড়া কিছু করার নেই। সেপ্টেম্বরের ২১ তারিখে বৈঠকে বসছেন ফেডারেল ব্যাংকের কর্তারা। সেই পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। ঘটনার জেরে কেবল ভারত নয়, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন এশীয় শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। 

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো আইটি সংস্থার শেয়ারের দর পড়েছে। স্বাভাবিকভাবেই এই সব সংস্থার শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আপাতত সিঁদুরে মেঘ দেখছেন। দিন কয়েক আগেও এই সংস্থাগুলির শেয়ার বাজারে দর ছিল চড়া। এখন তা একলপ্তে কমে গিয়েছে অনেকখানি। 

    ভারতের রিজার্ভ ব্যাংক ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেপো রেট (Repo Rate) রেখেছিল ৫.৯০ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, যদি মুদ্রাস্ফীতি চলতে থাকে, তাহলে আমরা বিশ্বাস করি রিজার্ভ ব্যাংক ডিসেম্বরে ফের রেপো রেট বাড়াবে। তার পরেই ফের ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Term Deposit Interest Hike: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন?    

    Term Deposit Interest Hike: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন?    

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা তৃতীয়বারের জন্য নিজেদের রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। দেশে বাড়ছে মুদ্রাস্ফীতির (Inflation) হার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমতাবস্থায় রেপো রেট বৃদ্ধি করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না দেশের শীর্ষ ব্যাংকের সামনে। তাই এক প্রকার বাধ্য হয়েই রেপো রেট বাড়িছে রিজার্ভ ব্যাংক। এই রেপো রেট বাড়ায় নয়া সুদের হার ঘোষণা করেছে দেশের বিভিন্ন ব্যাংক (Bank)।  

    আমরা জানি, ভারতের সিংহভাগ বাসিন্দাই ভরসা করেন ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর। এর প্রধান কারণ হল, এতে বাজারের হাল যাই হোক না কেন, সুদ মেলে ডিপোজিটের সময় ব্যাংক যে প্রতিশ্রুতি দেয়, সেই হারে। তাছাড়া টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলাও সোজা। গত দু তিন বছরে একাধিকবার সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাংক। এই সময় সীমার মধ্যেই ছিল করোনা অতিমারি পরিস্থিতি। তার পরেও ফিক্সড কিংবা টার্ম ডিপোজিটে অগ্রহ বাড়েনি আমজনতার।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    আমজনতাকে ব্যাংকমুখী করতে নয়া সুদের হার ঘোষণা করেছে দেশের একাধিক বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা এবং তার প্রতিদ্বন্দ্বী ইয়েস ব্যাংক ১০ অগাস্ট থেকে টার্ম ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকে ৭ থেকে ১৪ দিনের জন্য ২ কোটি টাকার কম জমা রাখলে সুদ মিলবে ২.৫০ শতাংশ হারে। তিন বছর থেকে ১০ বছরের মধ্যে হলে সুদ মিলবে ৫.৯০ শতাংশ। প্রবীণ নাগরিকেরা পাবেন অতিরিক্ত .৫ শতাংশ।

    এর চেয়েও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে ইয়েস ব্যাংক। ৭ থেকে ১৪ দিনের মেয়াদি আমানতে তারা দিচ্ছে ৩.২৫ শতাংশ সুদ। তিন বছরের ঊর্ধ্বে এবং ১০ বছর পর্যন্ত টাকা জমা রাখার ক্ষেত্রে সুদ মিলবে ৬.৭৫ শতাংশ হারে।

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    টার্ম ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে আর একটি বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক। এই সুদ মিলবে দু কোটি কিংবা তার বেশি টাকা জমা রাখা হলে। সেক্ষেত্রে সুদ মিলবে ৩.২৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হারে। সুদের হার বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাংকও। দু কোটি টাকার কম জমা রাখা হলে সুদ মিলবে ২.৫০ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হারে। জমা টাকার পরিমাণ দু কোটি টাকার বেশি হলে সুদ মিলবে ৫.৯০ শতাংশ হারে।

     

  • FD New Rule: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম

    FD New Rule: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শেয়ার বাজারের ওঠা-নামায় অভ্যস্ত নই। তাই টাকা বাড়ানোর ক্ষেত্রে আমরা স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটেই ভরসা রাখি। লাভের অঙ্ক কম ঠিকই, তেমন ঝুঁকিও নেই। 

    আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন?

    যদি ফিক্সড ডিপোজিট করতে চান বা ইতিমধ্যেই করে থাকেন, তাহলে এই খবরটা জানতেই হবে আপনাকে। ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সংক্রান্ত নিয়মে বদল এনেছে আরবিআই (RBI)। নতুন নিয়ম অবশ্যই জেনে রাখতে হবে আপনাকে। রিজার্ভ ব্যাংকের রেপো রেট (Repo Rate) বাড়ানোর সিদ্ধান্তের পর একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংক এফডি-তে সুদের হার বাড়িয়েছে। তাই অনেকেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের জন্য ঝুঁকছেন। তাই এফডি করার আগে জেনে নিন আরবিআই-র নয়া নিয়ম। 

    আরও পড়ুন: লোন অ্যাপ থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক আরবিআই

    কী বদল হল নিয়মে? 

    মেয়াদপূর্তির পরে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে না নিলে কম সুদ পাবেন। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট যে হারে সুদ দেয় ব্যাংক, সেটাই হবে ফিক্সড ডিপোজিটের সুদ। বর্তমানে ব্যাংকগুলি সাধারণত ৫ থেকে ১০ বছরের দীর্ঘ মেয়াদের এফডিতে ৫%-র বেশি সুদ দেয়। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার প্রায় ৩ থেকে ৪ শতাংশ।

    ফিক্সড ডিপোজিট ম্যাচিওয়র হওয়ার পর অনেকেই ব্যাংকে যেতে দেরি করেন। তখন ফিক্সড ডিপোজিটের হারেই সুদ পেতেন। এবার তা হবে না। আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, এফডি ম্যাচিওরিটির পরে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের সুদের মধ্যে যেটা কম হবে সেই হারে পাবেন গ্রাহকরা। এই নতুন নিয়মগুলি সমস্ত বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র আর্থিকব্যাংক, সমবায় ব্যাংক, স্থানীয় আঞ্চলিক ব্যাংকগুলির আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

    ধরুন আপনি ৫ বছরের একটি এফডি করিয়েছেন। যা ম্যাচিওর হয়ে গিয়েছে, কিন্তু এই টাকা তুলছেন না। এফডির সুদ সেই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের থেকে কম হয়, তাহলে আপনি এফডির সুদ পেতে থাকবেন। এফডি-র সুদ সেভিংস অ্যাকাউন্টের সুদের চেয়ে বেশি হলে মেয়াদপূর্তির পরে সেভিংস অ্যাকাউন্টের সুদ মিলবে। অর্থাৎ, যেটা কম, সেই হারে সুদ মিলবে।

    আগে এফডি ম্যাচিওর হওয়ার পর টাকা না তুললে ব্যাংক এফডি-র সময়সীমা বাড়িয়ে দিত। সেই অনুযায়ী সুদও মিলত। কিন্তু এখন তা হবে না। মেয়াদপূর্তির পর টাকা তোলা না হলে এফডির সুদ পাওয়া যাবে না। মেয়াদপূর্তির সঙ্গে সঙ্গে তাই টাকা তুলে নেওয়া বা নতুন করে এফডি করা দরকার। 

     

  • RBI Hikes Repo Rate: ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?    

    RBI Hikes Repo Rate: ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?    

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রেপোরেট (Repo Rate) বাড়াল দেশের শীর্ষ ব্যাংক (Reserve Bank)। রেপোরেট বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। শুক্রবার এই ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। রেপোরেট বাড়ানোয় মুদ্রাস্ফীতি অনেকটাই বাড়ানো যাবে বলে দাবি তাঁর। রেপোরেট বাড়ানো হলেও দেশের জিডিপি গ্রোথ (GDP Growth) ৭.২ শতাংশই থাকছে।  

    গত জুন মাসে একবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক (RBI)। তারপর বাড়ল এবার। এদিন রিজার্ভ ব্যাংকের মানিটারি পলিসি বৈঠক বসেছিল। ছয় সদস্যের কমিটির প্রধান ছিলেন শক্তিকান্ত দাস। তার পরেই জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই রেপোরেট বাড়ানো জরুরি। সেই কারণেই রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ব্যাংক।

    এদিন গভর্নর বলেন, পরপর তিনবার রেপোরেট বাড়ানোর নেপথ্যে রয়েছে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা। চলতি বছরের মে মাসে প্রথম বাড়ানো হয় রেপোরেট। ফের বাড়ানো হয় জুনে। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন অগাস্ট মাসে বাড়তে পারে রেপোরেট। সেই মতো শুক্রবার রেপোরেট বাড়ানো হল ৫০ বেসিস পয়েন্ট। রেপোরেট বাড়ানো হলেও, জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশই রেখেছে রিজার্ভ ব্যাংক। ২০২৩-’২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    রেপোরেট বেড়ে যাওয়ার সুদের বোঝা বাড়বে। তবে দেশের শীর্ষ ব্যাংকের শীর্ষ কর্তার দাবি, রেপোরেট বাড়ানোয় অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে মুদ্রাস্ফীতি। ২০২২-’২৩ অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির হার ৬.৭ শতাংশ হবে বলেও দাবি রিজার্ভ ব্যাংকের গভর্নরের। তাঁর দাবি, ২০২৩-’২৪ অর্থবর্ষে সেটা আরও কমে ৫ শতাংশে চলে আসবে বলেও দাবি শক্তিকান্ত দাসের। রেপোরেট বাড়ায় সেনসেক্স ৮৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৮ হাজার ৩৮৭। নিফটি ছুঁল ১৭ হাজার ৩৯৭।  

    প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক যে হারে অন্য ব্যাংককে ঋণ দেয়, তাই হল রেপো রেট। রেপোরেটের বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাড়বে ঋণ গ্রহীতাদের ওপর সুদের বোঝা।

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

  • Repo Rate: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?  

    Repo Rate: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যবিত্তের কপালে ভাঁজ। ফের রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। দু’মাসে দু’বার।

    বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানান, আর্থিক নীতি নির্ধারক কমিটির (Monetary policy committee) সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) বা ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন রেপো রেট হয়েছে ৪.৯ শতাংশ।

    আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হবে বলে জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর। এক মাস আগেই, অর্থাৎ মে মাসেই ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪ শতাংশ বাড়ানো হয়েছিল রেপো রেট। পর পর দুমাসে, দুদফায় মোট ৯০ বেসিস পয়েন্ট (০.৯ শতাংশ) বাড়ল রেপো রেট।আর্থিক নীতি নির্ধারক কমিটি রেপো রেট বৃদ্ধির এই সিদ্ধান্তে  অনুমোদন দিয়েছে।

    আরও পড়ুন: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    রেপো রেট বাড়ার ফলে গাড়ি-বাড়ির ইএমআই-এ (EMI) যেমন সুদ বাড়বে, ঠিক তেমনই সাধারণ ঋণ দেওয়ার ক্ষেত্রেও সুদের হার বাড়াবে ব্যাঙ্কগুলি। অর্থাৎ সব মিলিয়ে বিপদে পড়তে চলেছেন সাধারণ মানুষ। এর আগেও রেপো রেট বৃদ্ধির পর এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্ক ইএমআই বাড়িয়ে মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি করেছিল। 

    দেশে অতিমারীর প্রকোপকালে রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। মুদ্রাস্ফীতি ও বাজারে নগদ জোগানের ভারসাম্য বজায় রাখতে রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানো হয়েছিল। এরপর থেকে টানা বেশ কয়েক মাস, ১১ দফায় রেপো রেটে কোনও বদল আনেনি আরবিআই। তবে দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে পরপর দুই দফায় রেপো রেট মোট ৯০ বেসিসট পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

    আরও পড়ুন: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    আরবিআই (RBI) চেয়েছিল, মুদ্রাস্ফীতি যাতে ৬ শতাংশের মধ্যে থাকে। কিন্তু ভারতে মুদাস্ফীতির হার এখন ৬.৭%। শক্তিকান্ত দাস বলেন, “চলতি অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের উপরে থাকতে পারে। মূল্যস্ফীতিকে নামিয়ে আনতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।”

    রেপো রেট বৃদ্ধির বিষয়ে আগে থেকেই আগাম আঁচ পেয়েছিলেন অর্থনীতিবিদরা। তাদের ধারণা ছিল , রেপো রেট ৩৫-৫৫ শতাংশের মধ্যে রাখতে পারে শীর্ষ ব্যাঙ্ক। তেমনটাই পূর্বাভাস দিয়েছিলেন তাঁরা। সেই পূর্বাভাসেরই প্রতিফলন ঘটল আরবিআই-এর এদিনের সিদ্ধান্তে। মুদ্রাস্ফীতির ধারা অব্যহত থাকলে অগাস্ট মাসে ফের রেপো রেট বাড়াতে পারে আরবিআই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

     

LinkedIn
Share