Tag: Restrictions

Restrictions

  • China: প্রবৃদ্ধির গতি রোধ করতে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা চিনের! জবাবে কী করল ভারত?

    China: প্রবৃদ্ধির গতি রোধ করতে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা চিনের! জবাবে কী করল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: অত্যাবশ্যক খনিজ ও যন্ত্রপাতি রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে চিন (China)। ভারতের শিল্প প্রবৃদ্ধির গতি (Indias Growth) রোধ করতেই চিন অত্যাবশ্যক খনিজ ও যন্ত্রপাতির রফতানিতে বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো খনিজ। এগুলি সৌরশক্তি ও সেমিকন্ডাক্টরের জন্য গুরুত্বপূর্ণ। টানেল-বোরিং মেশিন রফতানিতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই মেশিন মূলত ব্যবহৃত হয় মেট্রো নির্মাণের মতো পরিকাঠামো প্রকল্পে।

    নয়া উপায় উদ্ভাবন (China)

    তবে চিন ভারতের সাপ্লাই চেনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলেও, ভারতীয় আমদানিকারীরা একটি নয়া উপায় বের করে ফেলেছেন। দুবাইয়ের জেবেল আলি বন্দরের মাধ্যমে সরবরাহ করে ঝামা ঘষে দিয়েছে বেজিংয়ের মুখে। সচল রয়েছে সাপ্লাই লাইন। ২০২৩ সালের অগাস্টে চিন (China) গ্যালিয়াম ও জার্মেনিয়াম রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এই নিষেধাজ্ঞা প্রযোজ্য কেবলমাত্র ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলির ক্ষেত্রে।

    ভায়া দুবাই আমদানি

    মোদি জমানায় রকেট গতিতে এগোচ্ছে দেশ। এই প্রবৃদ্ধির ক্ষেত্রে ওই খনিজগুলি ভারতের দ্রুত বেড়ে ওঠা রিউনিউয়েবল এনার্জি বা পুনর্ব্যবহারযোগ্য শক্তি খাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত সৌর সেল ও মডিউল তৈরিতে। চিন ওই খনিজগুলির বিশ্বের বৃহত্তম সরবরাহকারী দেশ। এই গুরুত্বপূর্ণ সম্পদেরই সরবরাহ বন্ধ করে দিয়েছে বেজিং। তার জেরে ভারতের সৌরশক্তি উৎপাদনের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি হচ্ছে। তবে অগ্রগতি যাতে বাধাপ্রাপ্ত না হয় তাই ভারতীয় আমদানিকারীরা এই খনিজ পদার্থ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দুবাইয়ের মাধ্যমে আমদানি করছে ভারতে।

    জানা গিয়েছে, এখন ক্যাপিট্যাল গুডসগুলি প্রথমে আমদানি করা হয় দুবাইয়ে। সেখানে সেগুলি বিক্রি করা হয় ভারতীয় ব্যবসায়ী ও কোম্পানিগুলির কাছে। কখনও কখনও আবার লিজও দেওয়া হয়। ফলে সরাসরি এড়ানো যায় চিনের রফতানি নিষেধাজ্ঞা।

    আরও পড়ুন: সিঁদুর সরিয়ে মহিলাদের কপালে ক্রস, বিহারে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ৩ মিশনারি

    সূত্রের খবর, দুবাই-ভিত্তিক ব্যবসায়ী বা কোম্পানিগুলি চিন থেকে যন্ত্রপাতি লিজে নেয় বা আমদানি করে। পরে সেগুলি রফতানি করে ভারতে। এই পদ্ধতি ভারতীয় কোম্পানিগুলিকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে। এতে অবশ্য আন্তর্জাতিক বাণিজ্য আইনও লঙ্ঘিত হয় না। এই পদ্ধতির সব চেয়ে বড় ত্রুটি হল হাতফের হওয়ার দরুণ প্রকল্পের খরচ বেড়ে গিয়েছে ১০ শতাংশ পর্যন্ত। যে জিনিস আসতে ১৫ দিন লাগত, সেটাই হাত ঘুরে আসতে সময় লাগছে তিন মাস (Indias Growth)। এছাড়া, লজিস্টিকস, গুদামজাতকরণ এবং অর্থায়ন সম্পর্কিত অতিরিক্ত খরচও যুক্ত হচ্ছে (China)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • TET 2022: “স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে হবে”, টেট নিয়ে বাড়তি সতর্কতা পর্ষদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

    TET 2022: “স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে হবে”, টেট নিয়ে বাড়তি সতর্কতা পর্ষদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির একের পর এক অভিযোগে ইতিমধ্যেই বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর মধ্যেই আগামী ১১ই ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা (TET 2022)। এই অবস্থায় স্বচ্ছতা নিয়ে যাতে কোনওভাবেই প্রশ্ন না ওঠে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায় পর্ষদ। আর সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলকভাবে থাকতে হবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

    আরও পড়ুন: ‘ডিসেম্বরে লাড্ডু নিয়ে আসব’, ডায়মন্ড হারবারের সভায় কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

    কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? 

    সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে (TET 2022) উল্লেখ করা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র পরীক্ষার পদ্ধতি নিয়ে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ এবং বাহির পথে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে এক ঘণ্টা আগে। তার আগে কোনওভাবে প্রশ্নপত্র পাঠানো যাবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং কর্মচারীদের গলায় বৈধ পরিচয় পত্র ঝুলিয়ে রাখতে হবে। পরীক্ষার্থীদের জন্যেও রয়েছে একাধিক নিয়ম। মোবাইল বা ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ।

    বিতর্ক এড়াতেই যে এই কড়াকড়ি তা কার্যত স্বীকার করে নিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, “টেট (TET 2022) যাতে স্বচ্ছ ভাবে হতে পারে তার জন্যই সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা নতুন করে আর কোনও বিতর্ক চাই না। সেই চেষ্টায় চালাচ্ছি।”

    সম্প্রতি ২০১৪ সালের টেট (TET 2022) উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে পর্ষদ। সেখানে দেখা যায় উচ্চমাধ্যমিকে কেউ কেউ পূর্ণমানের থেকে বেশি নম্বর পেয়েছেন। টেটের অ্যাডমিট কার্ড দেওয়া নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share