Tag: Result

Result

  • JEE Advanced 2022: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত 

    JEE Advanced 2022: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৮শে অগাস্ট জেইই অ্যাডভান্সড (JEE Advanced 2022)- এর পরীক্ষা নিয়েছে আইআইটি বম্বে (IIT Bombay)। এবার পরীক্ষার দায়িত্বে ছিল তারাই। ১ সেপ্টেম্বর রেসপন্স শিট প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইআইটি বম্বে। উত্তরপত্র প্রকাশিত হবে সেপ্টেম্বরের ৩ তারিখ। লগইন আইডি দিয়ে লগইন করে ডাউনলোড করতে হবে উত্তরপত্র। 

    গত ২৮ অগাস্ট তিন ঘণ্টার দুটি পর্বে হয়েছে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: গেট ২০২৩- এর বিজ্ঞপ্তি জারি আইআইটি কানপুরের

    সব কিছু ঠিকঠাক চললে জেইই অ্যাডভান্সড ২০২২-এর ফলাফল ১১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

    কী করে দেখবেন ফলাফল? 

    ১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।

    ২. হোমপেজে, রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। 

    ৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।

    ৪. আপনার স্কোর কার্ড স্ক্রিনে দেখতে পাবেন। 

    ৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।

    আরও পড়ুন: পড়ুয়ারা পড়বে দেশের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

    এরপরেই ১১ সেপ্টেম্বর শুরু হবে এএটির (AAT) রেজিস্ট্রেশন।  jeeadv.ac.in – এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। ১২ সেপ্টেম্বর অবধি চলবে এই রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সড- এর পরীক্ষা নেবে আইআইটি বম্বে। 

    টাই ব্রেকিং রুল কী?

    একের বেশি পরীক্ষার্থী যদি একই নম্বর পান, তাহলে সেই ক্ষেত্রে ‘টাই ব্রেকিং রুল’ প্রয়োগ করা হবে। 

    কী করে করা হবে এই পার্থক্য?

    যেই পরীক্ষার্থীর বেশি পজিটিভি নম্বর পাবেন, তিনিই আগে বিবেচ্য হবেন।

    তারপরেও যদি নম্বর এক হয়, তাহলে যে অঙ্কে বেশি নম্বর পাবেন, তাঁকে বেশি নম্বর দেওয়া হবে। 

    তারপরেও এই সমস্যার সমাধান হলে, দুই পরীক্ষার্থীকেই একই র‍্যাঙ্ক দেওয়া হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    JEE Main Session 2 Result: জেইই মেইন সেশন ২- এর ফল প্রকাশ করেছে এনটিএ, স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স মেইনের সিজন ২ (JEE Main Session 2) -এর ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ফলাফল দেখা যাবে  এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের তাদের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরের (Registration Number) প্রয়োজন হবে।

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

    এই বছর জেইই মেইন সেশন ২ এর পরীক্ষা শুরু হয়েছিল ২৫ শে জুলাই এবং শেষ হয়েছে ৩০ শে জুলাই। প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) মেইন ২০২২ সেশন ২ এর উত্তরপত্র (Answar Key) ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করেছে। রবিবার ৭ অগাস্ট সকাল ১০টায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে এনটিএ। ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন স্কোর কার্ডও। 

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    কী করে ডাউনলোড করবেন স্কোর কার্ড  

    • প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান।
    • হোমপেজে ‘ JEE মেইন ফলাফল সেশন২’ লিঙ্কে ক্লিক করুন।
    • জন্মের তারিখ ও  অ্যাপ্লিকেশন নং দিয়ে লগইন করুন।
    • আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি
      এরপর সাবমিটে বাটনে ক্লিক করুন।
    • আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 
    • ফলাফল এবং স্কোরকার্ড ভালো করে পরীক্ষা করুন।
    • প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য।

    আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি 

    ফল দেখতে কী তথ্য প্রয়োজন?

    • অ্যাপ্লিকেশন নম্বর
    • জন্মের তারিখ
    • পাসওয়ার্ড 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

     

     

  • JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম সেশনের ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১১ জুলাই মাঝরাতে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা http://jeemain.nta.nic.in- এই ওয়েবসাইটে তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন। এই সেশনে ১৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ স্কোর করেছেন অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তালিকায় সাধারণ  বিভাগের ১০ জন ছাত্র, ওবিসি-এনসিএল বিভাগের ২ জন ছাত্র এবং সাধারণ-ইডাবলিউএস বিভাগের ২ জন ছাত্র রয়েছে৷ জেইই মেইন সেশন ২ পরীক্ষার ফল ঘোষণার পরে প্রথম কে তাঁর নাম ঘোষণা করা হবে।

    এ বছর ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জেইই সেশন ১- এর ফলাফল ঘোষণা করা হয় প্রায় মধ্যরাত ১:৩০ টার দিকে। তারপরেই জেইই মেইন স্কোর কার্ড ২০২২ ডাউনলোড করার লিঙ্কগুলিও  সক্রিয় করেছে এনটিএ।

    এবার ভারতের বাইরের ১৭টি শহরসহ দেশের ৪০৭টি শহরের ৫৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    গত বছরের মতন, এইবার পরীক্ষা চারটির পরিবর্তে মাত্র দুটি সেশনে নেওয়া হচ্ছে। 

    জেইই মেইন ২০২২ সেশন ২- এর জন্যে আবেদন প্রক্রিয়া চলছে৷ জুলাই ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ সেশন ২- এর পরীক্ষা নেবে এনটিএ। 

    কী করে দেখবেন ফল:

    • প্রথমে জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in দেখুন।
    • হোম পেজে, ‘জেইই মেইন সেশন-১ ফলাফল লিঙ্ক’-এ ক্লিক করুন।
    • এরপর লগইন করে ক্রেডেনশিয়াল লিখুন।
    • জেইই মেইন সেশন-১ ফলাফল স্ক্রিনে খুলবে।
    •  ফলাফল দেখুন ও ডাউনলোড করুন।
    • ফলাফলের একটি প্রিন্টআউট নিন এবং আরও রেফারেন্সের জন্য এটি আপনার কাছে রাখুন।

    উভয় শিফটের এনটিএ স্কোর একত্রিত করে সামগ্রিক যোগ্যতা তৈরি করা হবে। জেইই মেইন কাট-অফ এবং অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (এআইআর) জেইই মেইন সেশন ২ এর পরেই প্রকাশিত হবে। 

    একনজরে মেধা তালিকা: 

    তেলেঙ্গানা থেকে জাস্টি যশবন্ত ভিভি এস

     হরিয়ানার সার্থঙ্ক মহেশ্বরী

     তেলেঙ্গানার অনিকেত চট্টোপাধ্যায়

     তেলেঙ্গানা থেকে ধীরজ কুরুকুন্দা

     অন্ধ্রপ্রদেশের কোয়না সুহাস

     ঝাড়খণ্ডের কুশাগ্র শ্রীবাস্তব

     পাঞ্জাবের মৃণাল গর্গ

     আসাম থেকে স্নেহা পারেক

     রাজস্থানের নভ্যা

     অন্ধ্রপ্রদেশের পেনিকালপতি রবি কিশোর

     অন্ধ্র প্রদেশের প্লিসেটি কার্তিকেয়া

     

  • UPSC Prelims Result 2022: ইউপিএসসি প্রিলিমস-এর ফল প্রকাশিত, কীভাবে দেখবেন?

    UPSC Prelims Result 2022: ইউপিএসসি প্রিলিমস-এর ফল প্রকাশিত, কীভাবে দেখবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ইউপিএসসির প্রিলিমিনারি (UPSC Prelims) পরীক্ষার ফল। ফল ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। সরকারি ওয়েবসাইটটিতে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন। এই বছর, ৫ জুন সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। আইএএস, আইপিএস, আইএফএস-সহ আরও একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা হওয়ার স্বপ্ন নিয়ে, প্রতিবছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।   

    কীভাবে দেখবেন পরীক্ষার ফল? 

    প্রথমে upsc.gov.in-এই ওয়েবসাইটে যান।
    হোমপেজে ‘whats new’-এ ক্লিক করুন।  
    এবার ‘Result: Civil Services (Preliminary) Examination, 2022’- এই লিঙ্কে ক্লিক করুন। 
    নতুন একটি পেজ খুলবে। সেখানেই প্রিলিমিনারির ফল দেখা যাবে।

    আরও পড়ুন: নারীশক্তির জয়! ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম তিনে তিন কন্যা

    এই পরীক্ষায় নম্বর, কাট অফ মার্কস (Cut-off Marks) এবং প্রিলিমিনারির আন্সার কি (answer key) ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে মূল পরীক্ষার ফল বেরনোর পর তা দেখা যাবে। 

    যেসব পরীক্ষার্থীরা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, এবার তাঁদের মূল পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ এবার তাঁদের বসতে হবে ইউপিএসসি মেইন-এ। নিয়ম মেনে মূল পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে প্রিলিমিনারিতে পাশ করা পরীক্ষার্থীদের।

    আরও পড়ুন: ইউপিএসসি মেধাতালিকায় দ্বিতীয় বাংলার মেয়ে, সাফল্য কলকাতারও

    এবছর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা দুটি শিফটে হয়েছিল। মর্নিং শিফটে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেলের শিফটে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত পরীক্ষা হয়েছে। প্রতিবছর প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী দেশ সেবার লক্ষ্য নিয়ে এই পরীক্ষায় বসেন। 

    গতবছর ২০২১ সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ১০ অক্টোবর হয়েছিল। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল। কোভিডের কারণেই পিছিয়ে যায় গত বছরের পরীক্ষা। ২০২২ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেইন পরীক্ষা নেয় ইউপিএসসি। ফলাফল ঘোষণা হয় ১ মার্চ। ইন্টারভিউ নেওয়া হয় ৫ এপ্রিল থেকে ২৬ মে। এরপরই ৩০ মে ফলাফল ঘোষণা করে ইউপিএসসি। 

  • CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: মে মাসের ২৪ তারিখ শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ হয়েছে। জন মাসের শেষে বা জুলাই মাসে শুরুতেই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে   cbseresults.nic.in- এই লিঙ্কে। দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড। 

    কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।

    আরও পড়ুন: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় সবাইকেই বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে।

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    কী করে দেখবেন সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল? 

    প্রথমে cbseresults.nic.in – এই লিঙ্কে যান। 

    এই হোমপেজে ‘results’ বলে লিঙ্কটায় ক্লিক করতে হবে। 

    একটি নতুন পেজে (http://cbseresults.nic.in) রিডাইরেক্ট করে দেওয়া হবে। 

    সেখানে ‘CBSE Class 10th Result 2022‘ বা ‘CBSE Class 12th Result 2022‘ লিঙ্কটিতে ক্লিক করুন। 

    সেখানে রোল নম্বর দিয়ে ‘submit‘- এ ক্লিক করুন। 

    এভাবেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল দেখতে পারবেন পড়ুয়ারা। 

    এছাড়াও বিভিন্ন অ্যাপেও দেখা যাবে ফল। 

     

  • JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রথম সেশনের ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম দফার পরীক্ষা জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত হয়েছে। এনটিএ দেশের ৫০১ টি শহরে এবং দেশের বাইরের ২২টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে। আজই যেকোনও মুহূর্তে ফল প্রকাশ করতে পারে এনটিএ। jeemain.nta.nic.in – এই লিঙ্কে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।    

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

    শুক্রবার এনটিএ জানিয়েছে, “জেইই মেইন ২০২২ -এর ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ৯ তারিখেই সম্ভবত দেখা যাবে ফল।” ৬জুলাই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। যেহেতু জেইই মেইন পরীক্ষাটি একাধিক শিফটে নেওয়া হয় তাই প্রতিটি শিফটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কথা বিবেচনা করে, পার্সেন্টাইল স্কোরকেই বিবেচনা করবে এনটিএ। প্রথম পত্র (বিএ এবং বিটেক) এবং দ্বিতীয় পত্র (বি আর্কিটেকচর এবং বি প্ল্যানিং) -এর ফল প্রকাশ করবে এনটিএ।  

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    প্রতিটি ভুল উত্তরের জন্যে এক নম্বর করে কাটা হবে। একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে টাই ব্রেকিং পদ্ধতি অনুসরণ করা হবে। 

    জেইই মেইন সেশন ২ -এর রেজিস্ট্রেশন এখনও চলছে। jeemain.nta.nic.in ওয়েবসাইটে আজ অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১-৩০ জুলাই অবধি নেওয়া হবে সেশন ২- এর পরীক্ষা। 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নিচ্ছে এনটিএ।  

     

LinkedIn
Share