Tag: Rinku Singh

Rinku Singh

  • Gautam Gambhir: কালীঘাটে পুজো দিলেন গম্ভীর, ইডেন থেকেই ভালো দিনের আশা ভারতীয় দলের

    Gautam Gambhir: কালীঘাটে পুজো দিলেন গম্ভীর, ইডেন থেকেই ভালো দিনের আশা ভারতীয় দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুঃসময় কাটাতে ঈশ্বরের শরণাপন্ন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বুধ-সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন গম্ভীর। তার আগে মায়ের আশীর্বাদ নিতে ছুটে গেলেন কালীঘাট মন্দিরে। আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে যাত্রা শুরু করার আগেও কালীঘাটে পুজো দিয়েছিলেন গম্ভীর। এবারও সেই ধারা বজায় রাখলেন।

    কালীঘাটে আরতি গম্ভীরের

    মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ইডেনে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল। তার আগে কালীঘাটে মা কালীর মন্দিরে হাজির টিম ইন্ডিয়ার হেড কোচ। সঙ্গে কয়েকজন সাপোর্ট স্টাফ। হাত জোড়‌ করে, চোখ বন্ধ করে, মনোযোগ দিয়ে দেবীর আরাধনা করতে দেখা যায় গম্ভীরকে (Gautam Gambhir। এরপর দু’হাতে মা কালীর মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। তারপর করেন আরতি। শেষে মা কালীর মূর্তিতে মাথা ঠুকে প্রণাম করেন গম্ভীর। ইডেন গার্ডেন থেকে অনেক কিছু পেয়েছেন। আইপিএলে ক্রিকেটার, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর, মেন্টর হিসেবেও ট্রফি জেতেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গম্ভীরের জীবনে বড় অবদান রেখেছে কলকাতা। 

    ভালো দিনের আশা

    দ্রাবিড় পরবর্তী যুগে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি এই সিরিজে কোচ গম্ভীরের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে বোর্ডের। ইতিমধ্যেই লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা কোচ রাখার দাবি উঠেছে। যা গম্ভীরের কানেও হয়তো গিয়েছে। মুখে স্বীকার না করলেও, যথেষ্ট চাপে আছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জানেন, ইংল্যান্ড সিরিজ জেতা ছাড়া গতি নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে তাই পুজো সারলেন গৌতি। 

    গম্ভীরের অস্ত্র

    চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের শক্তি পরখ করে নেওয়ার জন্য আজ, ইডেনে নামবে ভারত-ইংল্যান্ড (India vs England)। ইতিমধ্যেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুকের মতো মারকুটে ব্যাটারদের পাশাপাশি ৫ বোলার নিয়ে নামবে ইংল্যান্ড। তিন পেসার এবং দুই স্পিনারে দল সাজিয়েছে তারা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলের জার্সিতে নামবেন মহম্মদ শামি। তবে নজর থাকবে কেকেআরের দুই তারকা রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীর দিকে। ইডেনের চেনা পিচে গম্ভীরের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন তাঁরা।

    কখন শুরু ম্যাচ?

    বুধবার অর্থাৎ ২২ জানুয়ারি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে।

    কোথায় দেখানো হবে?

    টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ১ (এসডি এবং এইচডি) চ্যানেলে দেখা যাবে ম্যাচ। তাছাড়াও স্টার স্পোর্টস হিন্দি ১ (এসডি এবং এইচডি) -এও সরাসরি সম্প্রচার হবে ম্যাচের। ওটিটি প্লাটফর্মে হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে ভারত-ইংল্যান্ড ম্যাচের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rinku Singh: পাত্রী সাংসদ, সুপ্রিম কোর্টের আইনজীবী! চলতি বছরেই কি বিয়ের পিঁড়িতে রিঙ্কু?

    Rinku Singh: পাত্রী সাংসদ, সুপ্রিম কোর্টের আইনজীবী! চলতি বছরেই কি বিয়ের পিঁড়িতে রিঙ্কু?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বিয়ে করতে চলেছেন ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। দাবি করা হচ্ছে, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন তিনি। জোর গুঞ্জন, ইতিমধ্যেই নাকি বাগদান-পর্বও সেরে ফেলেছেন কেকেআর তারকা। ক্রিকেট-রাজনীতির ব্যতিক্রমী বিয়ের গল্পে রীতিমতে মজেছে সব মহল। যদিও, প্রিয়া সরোজের বাবা জানিয়েছেন, প্রিয়া এবং রিঙ্কুর (Rinku Singh Priya Saroj) বিয়ে সংক্রান্ত কথাবার্তা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এখনও তাঁদের এনগেজমেন্ট হয়নি।

    প্রিয়ার পরিচয় 

    উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ (Rinku Singh Priya Saroj)। যাঁর বয়স মাত্র ২৬। লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড করেছিলেন। সেই তরুণী প্রিয়াই নাকি হাবুডুবু খাচ্ছেন রিঙ্কুর (Rinku Singh) প্রেমে! অবশ্য হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কিনা, তার কনফার্মেশন এখনও মেলেনি। কারণ, প্রিয়ার বাবা আবার দাবি করেছেন, বিয়ের প্রস্তাব যে এসেছে রিঙ্কুর বাড়ি থেকে, তা সত্যিই। কিন্তু তাঁরা এখনও সিদ্ধান্ত নিয়ে ওঠেননি। প্রিয়া সরোজের বাবা, বিধায়ক তুফানী সরোজের কথায়, রিঙ্কুর পরিবার আমাদের বড় জামাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু, বাগদানের খবর একেবারেই ভুয়ো। প্রিয়ার আরও একটি পরিচয় আছে, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। 

    আরও পড়ুন: না মানলেই কড়া শাস্তি! রোহিত-বিরাটদের জন‍্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি বোর্ডের

    রিঙ্কুর সঙ্গে পরিণয়

    বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টিমে রিঙ্কুকে (Rinku Singh) ম্যাচ উইনার হিসেবে ধরা হচ্ছে। কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র। যেদিন ফর্মে থাকেন, একাই ধুয়েমুছে দেন প্রতিপক্ষকে। টিম ইন্ডিয়ার হয়ে রিঙ্কু ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছেন। আলিগড় থেকে উঠে আসা রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। কলকাতার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত সদস্য তিনি। অঘটন না ঘটলে এই রিঙ্কুই (Rinku Singh) ভারতীয় ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ। দলের হয়ে ক্রিকেট খেলতে খেলতে কীভাবে প্রেম হল রিঙ্কু-প্রিয়ার? নানা গুঞ্জন বাজারে ভাসছে ঠিকই, তবে কোনওটাকেই নিশ্চিত বলে ধরা যাচ্ছে না। অর্থাৎ প্রিয়া-রিঙ্কুর (Rinku Singh Priya Saroj) প্রেমকাহিনি জানতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিল কেকেআর। এমনকি ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাও এখন রিটেনার নন। কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম এখন রিঙ্কু সিং। তাঁকে দেওয়া হল ১৩ কোটি। তবে কী ভবিষ্যতে কেকেআর অধিপতি রিঙ্কু! এমন কথাও শোনা যাচ্ছে ক্রীড়া মহলে। ইতিমধ্যেই আগামী আইপিএলের জন্য রিটেনার লিস্ট প্রকাশ করেছে ১০ দল। কেউ ধরে রেখেছে ছ’জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু’জনকে। 

    কোন দলে কোন কোন ক্রিকেটার

    আগামী আইপিএলে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।  রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রেখেছে তারা। রিঙ্কুকে ধরে রাখতে হলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি দিতে হত। নাইটরা রিঙ্কুকে যে হারাতে চাইবেন না, তা জানাই ছিল। শুধু টিমে রেখে দেওয়া নয়। বাড়তি সম্মান ও মাইনে দুইই একসঙ্গে বাড়ানো হল। রিঙ্কুকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিন জনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে।  দু’জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। কেকেআর-এর হাতে রয়েছে ৫১ কোটি টাকা।

    কার হাতে কত টাকা

    পাঞ্জাব কিংসের হাতে রয়ছে ১১০.৫ কোটি টাকা। মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রেখেছে তারা। দু’জনেই আনক্যাপড (যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রভসিমরনকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা। তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটীদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড যশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।

    দিল্লি-গুজরাট-চেন্নাই-মুম্বইয়ের অন্দর মহল

    দিল্লি ক্যাপিটালস চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। অক্ষর প্যাটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা রাখল দিল্লি। সেই সঙ্গে রেখেছে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির। হাতে আছে ৭৩ কোটি টাকা।

    পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে রাখা যাবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ধোনি এবারে আনক্যাপড। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিসা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি)। চেন্নাই সুপার কিংস-এর হাতে রয়েছে ৫৫ কোটি টাকা।

    আরও পড়ুন: নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? রাজ্যের সরকারি ছুটিই বা কতদিন?

    পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পেয়েছেন। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে। হায়দরাবাদ ও মুম্বই দুই দলের হাতেই রয়েছে ৪৫ কোটি করে টাকা। ছ ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রাজস্থান রয়্যালস-এর হাতে আছে ৪১ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। রোহিতরা জানেন প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ। আর ক্যারিবিয়ান উইকেটে স্পিনাররা সাফল্য পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তাই ভারতও অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবতে পারে। সুপার এইটের ম্যাচে ভারতের (India vs Afghanistan) তুরুপের তাস হতেই পারেন কুলদীপ যাদব। 

    কুলদীপে ভরসা ফ্লেমিংয়ের

    সুপার এইট পর্বের (T20 World Cup 2024) ম্যাচগুলো ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানকার উইকেট আমেরিকার উইকেটের থেকে অনেকটাই আলাদা হবে। আমেরিকার উইকেটে বাউন্সের সমস্যা ছিল। স্পঞ্জি বাউন্স, বল হঠাৎ হঠাৎ করে ওঠানামা করার ফলে এই উইকেট পেসারদের সহায়তা করেছে। তবে ক্যারিবিয়ানভূমে উইকেট একেবারেই পাটা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আদর্শ টি-টোয়েন্টি ফর্ম্যাটের ব্যাটার সহায়ক উইকেট হতে চলেছে এই উইকেটগুলো। মাঝে-মাঝে এই উইকেটে বল স্পিন করতে পারে বলেও আশা বিশেষজ্ঞদের।  এই পাটা উইকেটে ভারতের হয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব, এমনই ধারণা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং-এর। ফ্লেমিং আশা করেছেন, ভারতীয় প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে কুলদীপকে। তাঁর মতে ক্যারিবিয়ানভূমের উইকেটে বল হাতে ভারতের হয়ে ম্যাচ উইনার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে কুলদীপের।

    রান চান বিরাট

    সোম ও মঙ্গলবার প্র্যাকটিস নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় কিং কোহলিকে। বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে রানে ফিরতে মরিয়া বিরাট। চলতি বিশ্বকাপে ৩টি ইনিংসে মাত্র ৫ রান করেছেন বিরাট। এদিন অনুশীলনেও তাঁকে অস্বস্তিতে পড়তে হয়। তাঁর চোখ-মুখে চিন্তার ছাপ ছিল স্পষ্ট। মঙ্গলবার বার্বাডোজে অনুশীলনের সময়ে দলের চার স্পিনার জাদেজা, কুলদীপ, অক্ষর, চাহাল সকলকেই হাত ঘোরাতে দেখা যায়। রোহিত-সূর্যরা দলের স্পিনারদের বিপক্ষে খেলে নিজেদেরও ঝালিয়ে নেন। আফগানিস্তান এবার বিশ্বকাপে ভাল খেললেও রশিদ খান, মহম্মদ নবি, নুর আহমেদদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, আইপিএলে এই বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট কোহলিরা। তাই আফগান স্পিনারদের (India vs Afghanistan) শক্তি-দুর্বলতা জানেন তাঁরা। এদিন অনুশীলনে কুলদীপকেও দীর্ঘক্ষণ হাত ঘোরাতে দেখা গিয়েছে। মঙ্গলবার কোহলি ও রোহিতকে বল করেন কুলদীপ। অনুশীলনে মাঝে মাঝেই কুলদীপের কাছে পরাস্ত হন দুই ওপেনার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ঠিক এক মাস পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাম্প্রতিক কালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh)। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের দল থেকে রিঙ্কুর বাদ পড়ার কারণ ব্যাখা করলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম কম্বিনেশনের জন্যই বাদ যেতে হয়েছে রিঙ্কুকে (Rinku Singh) দাবি আগরকরের।

    কেন বাদ রিঙ্কু

    রিঙ্কু সিংকে (Rinku Singh) কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাঁকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগরকরের। তিনি বলেন,   ‘খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এতে রিঙ্কুর কোনও হাত নেই। স্রেফ কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে। রোহিত বাড়তি স্পিনার চেয়েছিল। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকে। রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। ও কাছাকাছি থাকবে।’

    রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রশ্ন

    ভারতের বিশ্বকাপের (T20 World Cup 2024) দল ঘোষণা করার কয়েক দিন আগে থেকে বিশেষজ্ঞেরা নিজেদের মতো করে দল নির্বাচন করছিলেন। এমন এক জনকেও চোখে পড়েনি, যিনি নিজের দল থেকে রিঙ্কুকে বাদ দিয়েছেন। সবাই ধরেই নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আলিগড়ের ছেলেকে। কিন্তু তা হয়নি। শিবম দুবের কাছে হেরে গিয়েছেন রিঙ্কু। আইপিএল শুরু হওয়ার আগে ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছিলেন, যে হেতু বিশ্বকাপের আগে ভারত আর কোনও সিরিজ় খেলবে না, তাই আইপিএলের পারফরম্যান্স দেখেই দল তৈরি হবে। রিঙ্কুর আইপিএলের পারফরম্যান্স এ বার রিঙ্কুচিত হয়নি। এ বার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১২৩ রান করেছেন তিনি। কিন্তু এবার রিঙ্কু বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গত বার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

    বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচনের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার উইকেটে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল রিঙ্কু। আফগানিস্তানের বিরুদ্ধে ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে ২১২ রান করেছিল ভারত। রোহিত শতরান করেছিল। ওকে গোটা ইনিংস জুড়ে সঙ্গ দিয়েছিল রিঙ্কু। সেগুলো কি নির্বাচকদের চোখে পড়েনি? খুব খারাপ একটা দল হয়েছে। চার জন স্পিনারের কী দরকার? চার জনকেই তো খেলানো যাবে না। কয়েক জনকে খুশি করার জন্য এই দল নির্বাচন করা হয়েছে। জঘন্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) গত ম্যাচে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে চেন্নাইয়ের কাছে থমকে গিয়েছে নাইটদের জয়ের ঘোড়া। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে কোনও মূল্যে জয় চায় কেকেআর। তাই বৃহস্পতিবার সকালেই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে সাফল্য প্রার্থনা করেই আরাধনা করেন রিঙ্কুরা। অন্যদিক, আজ খুশির ইদ। টিম হোটেলেই ইদ পালন করলেন গুরবাজরা।

    কালীঘাটে পুজো-অর্চনা

    কলকাতা নাইট রাইডার্সের (KKR) অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কেকেআর ব্রিগেডের বেশ কয়েকজন ক্রিকেটার কালীঘাটে এসে পুজো দিচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে। একথা বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’ পাশাপাশি এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি শ্যামা সংগীতও। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরাও এই ভিডিয়ো দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। 

    ইদের প্রার্থনা

    আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা।

    টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CSK vs KKR:  বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    CSK vs KKR: বিধ্বংসী ব্যাটিং বড় ভরসা নাইটদের, পর পর দুই ম্যাচ হেরে আজ কেকেআর-এর সামনে চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজেয় কেকেআর। জয়ের পথ থেকে সরতে নারাজ নাইট শিবির। মঙ্গলবার চিপকে চেন্নাইয়ের বিপক্ষে নামার আগে সতর্ক গৌতম গম্ভীর। বিশ্বজয়ী অধিনায়ক যে দেল সে দলকে সবসময়ই সমীহ করা উচিত মত গোতির। তবে প্রথম তিন ম্যাচের মতোই বিধ্বংসী ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করতে প্রস্তুত কলকাতা। আর পরপর দুই ম্যাচ হেরে নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা পরিবেশের সুযোগ নিতে মরিয়া মাহিরা।

    কে কোন জায়গায়

    চার ম্যাচে চেন্নাইয়ের খাতায় দু’টি জয় ও দু’টি হার৷ এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা৷ সোমবার পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা কেকেআরের বিরুদ্ধে নামছে সিএসকে৷ আইপিএল ইতিহাসে নাইটরা কখনই প্রথম তিনটি ম্যাচে পরপর জেতেনি৷ এই মরশুমে সেই কাজটাই করে দেখিয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়স আইয়াররা৷ শুরু থেকে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাট করে, নাস্তানাবুদ করে দেওয়ার কৌশল নিয়েছে কেকেআর৷ আর এখানেই ঘরের মাঠে খেলার ফায়দা নিতে চাইছে চেন্নাই৷ সুনীল নারাইন, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলদের বিধ্বংসী ব্যাটিংকে রুখতে স্পিন সহায়ক উইকেট বানাতে পারে সিএসকে৷ সেক্ষেত্রে ঋতুরাজরা নিজেরাও বিপাকে পড়তে পারেন। কারণ, নাইট শিবিরে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার মতো স্পিনার রয়েছে৷ তাই জয়ে ফিরতে হলুদ ব্রিগেডকে লড়াই করতেই হবে। 

    ধোনিদের ঘরে রিঙ্কু

    আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচের প্রায় ২৪ ঘণ্টা আগে চেন্নাই সুপার কিংসের (CSK) ড্রেসিংরুমে ঢুকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। তবে প্রতিপক্ষের কৌশল জানতে নয়, গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাটে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে। মাহির সঙ্গে নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রিঙ্কু সিং। মাত্র এক ঘণ্টার মধ্যে রিঙ্কু সিংয়ের ওই ইন্সটাগ্রাম পোস্টে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার লাইক পড়েছে।

    মাহির মতো না হলেও ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে ফিনিশার হিসেবে বেশ নাম করেছেন রিঙ্কু। তাই হয়তো আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিদেশের মাঠে খেলার জন্য মাহির থেকে জরুরি টিপস নিতেই সিএসকে-র সাজঘরে ভারতীয় ক্রিকেটের নয়া তারকা রিঙ্কু সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে (IPL 2024) যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চলতি আইপিএলে চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শ্রেয়সরা। এখনও পর্যন্ত এই মরশুমে আইপিএলে ৯টি ম্যাচ হয়েছে।  ৯টি ম্যাচেই হোম টিম জিতেছে। এটাই এখনও পর্যন্ত যে কোনও আইপিএলে সর্বোচ্চ টানা হোম টিমের জয়ের ধারা। এই ধারা আজ, কলকাতা ভাঙতে পারে কি না তাই দেখার।

    নাইট শিবিরে পরিবর্তন

    ইডেনের পিচে তিন জন পেসার নিয়ে খেলেছিল কেকেআর। এ বার ম্যাচ বেঙ্গালুরুতে। সেখানকার পিচ অনুযায়ী চূড়ান্ত দল ঠিক করা হবে। তবে, এখনই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না কেকেআর শিবির। ব্যাটিংয়ে পরিবর্তন আনা হতে পারে। গত ম্যাচে ঘরের মাঠে টপ অর্ডার রান পায়নি। বেঙ্গালুরু মণীশ পাণ্ডের ঘরের মাঠ। তাই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এরই মধ্যে নাইট শিবিরে পরিবর্তন করা হয়েছে। নিলামে কেনা আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁর চোট রয়েছে। সেই জায়গায় আল্লা গজনফরকে দলে নিয়েছে কেকেআর। তিনি দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। এই তরুণ আফগান স্পিনারের উপর ভরসা রাখছে নাইটরা।

    রিঙ্কুর বেতন বাড়ছে

    আইপিএলে (IPL 2024) রিঙ্কু সিংকে কেকেআর প্রথম নিয়েছিল ২০ লাখ টাকায়। সেই শুরু, তারপর দিন যত এগিয়েছে ততই চওড়া হয়েছে নাইট তারকার ব্যাট। নাইট দলের মধ্যমণি আলিগড়ের এই ২৬ বছরের তারকা। যাঁকে দলের সবাই ভালবাসেন। মালিক শাহরুখ শিবিরে এসেই খোঁজ করেন রিঙ্কুর। চলতি মরশুম থেকে নাইট রিঙ্কুর বেতন  মরশুম প্রতি এক কোটি টাকা। এছাড়াও আরও বাড়তি সুবিধে পাবেন তিনি। কেকেআরের যে কতকগুলি কো স্পনসর রয়েছে, তার থেকে লভ্যাংশ বাবদ অর্থ পাবেন রিঙ্কু। পাশাপাশি, ম্যাচ প্রতি ইনসেনটিভের ক্ষেত্রেও রিঙ্কু বেশি অর্থ পাবেন। কেকেআর দলে রিঙ্কুর পাঁচবছর হয়ে গেল। তিনি এমনিতেই ম্যাচ পিছু পান পাঁচ লক্ষ টাকা। এই মরশুমে নাইট রাইডার্স তাঁকে রেখেছে চার কোটি ৭৫ লক্ষ টাকায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচ টাই। নাটকীয় ভাবে প্রথম সুপার ওভারও টাই। দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের ফয়সালা হল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ভারত। বুধবার বেঙ্গালুরুতে রোহিত শর্মার দল দ্বিতীয় সুপার ওভারে ১০ রানে হারাল ইব্রাহিম জাদরানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক কুড়ি-বিশের মঞ্চে ফর্মে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। জোড়া নজির গড়লেন তিনি।

    ম্যাচে নাটকীয় মোড়

    বুধবার,  প্রথমে ব্যাট করে ভারত করে ৪ উইকেটে ২১২ রান। জবাবে আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে আফগানেরা। রোহিত বল তুলে দেন মুকেশ কুমারকে। সফরকারীদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম বলেই রান আউট হন নাইব। নামতে হয় মহম্মদ নবিকে। মুকেশের ৬ বলে আফগানেরা করেন ১ উইকেটে ১৬ রান। জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত। ৫ বলের পর পায়ে টান ধরায় উঠে যান রোহিত। মাঠে নামেন রিঙ্কু সিং। আজমতুল্লা ওমরজাইয়ের ৬ বলে ভারতও তোলে ১৬ রান। রোহিত করেন ১৩ রান। ফলে দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ। এবার প্রথমে ব্যাট করে ভারত। নামেন রোহিত এবং রিঙ্কু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিঙ্কু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এ বার বল দেন রবি বিষ্ণোইকে। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে বিষ্ণোই ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন।

    রোহিতের রেকর্ড

    বেঙ্গালুরুতে ৬৯ বলে ১২১ রানের ইনিংসই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। এক আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৮। বুধবার ২০ ওভারের ক্রিকেটে পঞ্চম শতরান করলেন রোহিত। এ দিনের ইনিংসের পর ভারতের অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। টপকে গেলেন কোহলির কীর্তি। ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে কোহলি করেছিলেন ১৫৭০ রান। এ দিন অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে কোহলিকে টপকে যান রোহিত। বুধবারের ইনিংসের পর অধিনায়ক হিসাবে ৫৪টি ম্যাচে তাঁর রান হল ১৬৪৮। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিকও হলেন রোহিত। তাঁর শতরানের সংখ্যা পাঁচ। তাঁর পরে রয়েছেন  সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেরই শতরানের সংখ্যা ৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share