Tag: Rinku Singh

Rinku Singh

  • IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ। নিজেই সে কথা জানালেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে (IPL 2023) বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। রাত পোহালেই ইডেনে ফের গুজরাটের মুখোমুখি কলকাতা। শেষ চারে পৌঁছতে গেলে এখন পরপর ম্যাচ জিততে হবে নাইটদের। 

    রিঙ্কুর কথা

    রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’ ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। হার্দিকদের বিরুদ্ধে শনিবার ইডেনে রিঙ্কুর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির।

    পর পর ৪ ম্যাচ হারার পরে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু শনিবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। লিগ টেবিলের (IPL 2023) সাপ-লুডোর খেলায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতিশ রানারা (Nitish Rana)। সাত নম্বরে থাকা কেকেআর-কে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে। ফলে এখনও ১০ পয়েন্ট পেতে হবে রানাদের। এখনও তাদের ৬টা ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ১০ পয়েন্ট তুলতে হলে ৫টা ম্যাচ জিততেই হবে।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বাংলাদেশে উড়ে গেলেন লিটন

    অন্যদিকে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে শুক্রবার সকালেই কলকাতা থেকে বাংলাদেশে উড়ে যান লিটন দাস। পরিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিটনকে মাঠে নামায় কেকেআর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ওভারে রিঙ্কু ঝড়ে বাজিমাত কেকেআর-এর। ৬ বলে ২৯ রান তুলে গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেল কলকাতা। নিশ্চিত হারের মুখ থেকে যেভাবে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে একাই কলকাতাকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু, তাতে মুগ্ধ নাইট অধিপতি। 

    মুগ্ধ শাহরুখ

    বলিউডে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের (GT vs KKR) বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। কেকেআরকে শুভেচ্ছা।” 

    রিঙ্কু যে পরিস্থিতিতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ওরকম অবস্থায় ল্যাজে গোবরে হতে দেখা গিয়েছে বহু তাবড় তাবড় ক্রিকেটারকে। কিন্তু রিঙ্কুকে দেখে মনে হচ্ছিল না চাপে আছেন তিনি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস ছিল তাঁর মধ্যে। সেই বিশ্বাসেই সফল তিনি। কিং খান হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। শুধু শাহরুখই নন, রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তাঁর ইনস্টা স্টোরিতে রিঙ্কুর ছবি দিয়ে লিখলেন, “অবিশ্বাস্য।” উত্তরপ্রদেশের এই ছেলের প্রশংসা করছেন সবাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ থেকে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম।

    আত্মবিশ্বাসী রিঙ্কু

    ম্যাচের পর রিঙ্কু বলেন, “আমি জানতাম আমি পারব। রানা ভাই (নীতীশ) আমাকে বলেছিল নিজের উপর বিশ্বাস রাখতে। সেই সঙ্গে শেষ পর্যন্ত ব্যাট করতে। তার পর যা হবে দেখা যাবে। আমার মাথায় শুধু ছক্কা হাঁকানোর কথাই ছিল। উমেশ ভাই (যাদব) আমাকে বলছিল বেশি না ভাবতে। শুধু নিজের মতো খেলতে। আমি কিছু ভাবছিলাম না। শুধু যেমন বল আসছিল, তেমন খেলছিলাম। প্রতিটা বল ব্যাটের মাঝখানেই লাগল। আমি বিশ্বাস রেখেছিলাম নিজের উপর, সেটার ফল পেলাম।”

    ভাঙল ধোনির রেকর্ড

    রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনও ব্যাটার আইপিএলের কোনও ম্যাচের শেষ ওভারে এত রান করতে পারেননি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি করেছিলেন ২৪ রান। তাঁর সেই কীর্তি রবিবার ম্লান হয়ে গেল রিঙ্কুর দাপটে।

    এদিন প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাট তুলেছিল ২০৪ রান। সবাই ভেবেছিল এই উইকেটে ম্যাচ জেতা কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কেকেআরের দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা ভাল খেলছিলেন। জেতার আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে আর একটু হলেই খানখান হয়ে যাচ্ছিল কেকেআরের স্বপ্ন। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। তারপর পরের ৫ বলে ৫টি ছক্কা মেরে ইতিহাস রিঙ্কুর। 

    আরও পড়ুন: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    শহরে লিটন 

    রবিবার শহরে এলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারে কেকেআর। কলকাতায় নাইটদের পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ১৪ এপ্রিল, সেই ম্যাচে নাইটদের জার্সি গায়ে ইডেনে নামতে পারেন লিটন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share