Tag: Rohit Sharma

Rohit Sharma

  • ICC World Cup 2023: অনুশীলনে নেই কোহলি! বেঙ্গালুরুতে মাঠে নেমে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

    ICC World Cup 2023: অনুশীলনে নেই কোহলি! বেঙ্গালুরুতে মাঠে নেমে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে রবিবার নেদারল্যান্ডসের মুখোমুখি ভারত (Team India Practice)। টানা ৮ ম্যাচে জয়ের পর অপরাজিত থেকেই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে অবিচল রোহিত শর্মারা। তাই বেঙ্গালুরু পৌঁছে বুধবারই অনুশীলন শুরু করেছে রোহিত-ব্রিগেড। কিন্তু প্র্যাকটিস সেশনে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হল ভারতীয় ব্যাটারদের।

    ঐচ্ছিক অনুশীলন রোহিতদের

    বুধবার ঐচ্ছিক অনুশীলন (Team India Practice) ছিল দলের। ১৫ জনের মধ্যে ১০ জন অনুশীলন করেছেন। দেখা যায়নি বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি ও কুলদীপ যাদবকে। সূত্রের খবর বিরাট এখনও দলের সঙ্গে যোগ দেননি।  ইডেনে ম্যাচ পর তিনি বাড়িতে চলে যান, বলে খবর। তবে শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা এদিন সারাক্ষণ মাঠে থাকলেও অনুশীলন সেভাবে করেননি। তিনি বেশ কিছুক্ষণ পিচ পরিদর্শন করেন। তারপর কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারেন। কথা বলেন সতীর্থদের সঙ্গেও।

    আরও পড়ুন: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

    সমস্যায় ফেললেন বুমরা

    চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছেভারতীয় বোলারেরা। মাঠে যেমনভাবে প্রতিপক্ষ ব্যাটারদের বারবার সমস্যায় ফেলেছেন বুমরা-সিরাজরা, এদিন ঠিক তেমনই য়েছে ভারতীয় ব্যাটারদেরও। বুমরার বল গিয়ে লাগে ঈশান কিশনের পেটে। কিছু ক্ষণ অনুশীলন বন্ধ করে দেন তিনি। ব্যথা কমলে তার পরে আবার ব্যাটিং শুরু করেন। একই সমস্যায় পড়েন শুভমন গিলও। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণদের অবলীলায় মারছিলেন তিনি। কিন্তু বুমরার বল ব্যাটের মাঝে লাগাতে সমস্যা হচ্ছিল। বাকি ব্যাটারেরা কেউ বুমরার বলে অনুশীলন করেননি। বোঝা যাচ্ছিল, কতটা ফর্মে রয়েছেন ভারতীয় পেসার। বুধবার ঈশান, শুভমন ছাড়াও শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল ব্যাটিং অনুশীলন করেন। ব্যাটাররা যখন নেটে অনুশীলন করছেন, তখন বাউন্ডারি লাইনের ধারে ফিজিয়োর সঙ্গে সময় কাটালেন লোকেশ রাহুল। আগামী ম্যাচের আগে নিজেকে আরও ফিট করে তুলতে চান তিনি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিনে ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন। ইডেনে রবিবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচের আগে এমনই অভিমত কোচ রাহুল দ্রাবিড়ের। হেড কোচ বলেছেন, “বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে।”

    শীর্ষস্থান দখলের লড়াই

    রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।

    এগিয়ে কারা

    মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা সেটাই দেখার। সেমির লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চের প্লোয়ারদের এই ম্যাচে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ইডেনের ২২ গজের চরিত্র বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। অপরদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ বাদ দিলে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন তুলোধনা করছেন প্রতিপক্ষের বোলারদের।

    কী বললেন দ্রাবিড়

    কোহলির শতরান নিয়ে এদিন দ্রাবিড় বলেন, “বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    হার্দিকের বদলি হিসেবে দলে প্রসিদ্ধ কেন? এ প্রসঙ্গে দলের কোচ বলেন, ‘‘আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। এক জন স্পিনের, এক জন ব্যাটারের ও এক জন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ এই ভারসাম্যের কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্রাবিড়। দ্রাবিড় বলেন, ‘‘শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তা হলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।’’

    টিকিট ফেরালেন রাজ্যপাল

    ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফেরত পাঠালেন রাজ্যপাল। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। কিন্তু, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রায় সবসময় ওয়াকিবহাল থাকা রাজ্যপাল সেই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলেই রাজভবন সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে ‘বিরাট’ চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।

    ম্যাচের জন্য বিশেষ পরিষেবা

    আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।

    ইডেনে নিরাপত্তা বলয়

    ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পু‌লিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহ‌নের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    ICC World Cup 2023: শামি-সিরাজের দাপট! শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিল ভারত।  বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করল রোহিতরা। তবে খাতায় কলমে বিশ্বকাপ হলেও শ্রীলঙ্কার ব্যাটিংকে ক্লাব স্তরে নামিয়ে আনল শামি, সিরাজ, বুমরারা। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিন সেই শ্রীলঙ্কাকেই ৫৫ রানে অলআউট করে ৩০২ রানের বিশাল জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এ বারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতল তারা। ভারতের পয়েন্ট হল ১৪। পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। 

    দুরন্ত ছন্দে ভারত

    টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস। ঘরের মাঠে রান পেলেন না রোহিত শর্মা (৪)। অধিনায়ক ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন। কিন্তু ভারত তো এবার দল হিসেবে খেলছে। রোহিত পারলেন না তো কি হয়েছে ইনিংস গড়লেন গিল ও কোহলি। শ্রীলঙ্কার ফিল্ডারদের কার্যত দাঁড় করিয়ে রেখে তাঁদের শট ছুটল বাউন্ডারির দিকে। দর্শক হয়ে দেখতে হল প্রতিপক্ষের বোলারদের। ২২ গজের কোথায় বল ফেললে কোহলি, শুভমনের আগ্রাসনে রাশ টানা যাবে, তা ঠাওর করতেই পারল না শ্রীলঙ্কা। অল্পের জন্য দুজনেই শতরান হাতছাড়া করেন। কোহলি ৮৮ ও গিল ৯২ রান করেন। রান পেলেন শ্রেয়সও। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মাত্র তিনিই রান পাচ্ছিলেন না। ঘরের চেনা মাঠে চেনা মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে।

    শামি-সিরাজ-বুমরার গোলা

    ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে অন্ধকার ঘনিয়ে এল সিংহলী শিবিরে। ১৪ রানে ৬ উইকেট, ভাবা যায় না। ২০ ওভারের মশলা ম্যাচেও এমন স্কোর বোর্ড দেখা যায় না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি— তিন জনে যেন ইচ্ছামতো আউট করলেন শ্রীলঙ্কার ব্যাটারদের। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি।

    অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ শামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন শামি। এই ম্যাচে ফের পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা শামি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    India Vs Sri Lanka: আজ জিতলেই সেমির টিকিট নিশ্চিত ভারতের, প্রথম ব্যাটিং করবেন রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে দুই দলের একটা ইতিহাস রয়েছে বৈকি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার, লঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। ফের একবার বিশ্বকাপের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। 

    এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। রোহিত জানান, টসে জিতলে তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। ফলে, টস হারাটা ফ্যাক্টর নয়। পিচ ব্যাটিং সহায়ক। অন্যদিকে, শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দুশন হেমন্ত এসেছেন প্রথম একাদশে।  

    দুই দলের দুই লক্ষ্য

    দুই দল আজ নিজ নিজ পৃথক লক্ষ্য নিয়েই মাঠে নামছে। একদিকে, এই প্রথম ভারত এবং শ্রীলঙ্কা ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দল নামবে দু’টি আলাদা লক্ষ্য নিয়ে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয়ী ভারতীয় দল এখন দারুন ফর্মে রয়েছে। ভারতের মোট পয়েন্ট এখন ১২। তাও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে, রোহিতরা চাইবেন আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। একদিনের বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা।

    দুদলের একাদশ…

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, দুশন হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।

    ফর্ম নিয়ে সতর্ক রোহিত

    গতকাল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। প্রথম একাদশ নির্ধারণ করবেন পিচ দেখেই। রোহিত বলেন, ‘‘এই মুহূর্তে সব বোলারই ভালো ছন্দে রয়েছেন। সকলেই খেলতে মুখিয়ে রয়েছেন। ওদের বিশ্রামের দরকার নেই। ওদের শরীর ভালো জায়গায় রয়েছে। তবে, পিচ দেখে চূড়ান্ত কম্বিনেশন ঠিক করব।’’ চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ব্যাটার রোহিত শর্মাও। ৬টা ম্যাচে ৩৯৮ রান করেছেন। তা সত্ত্বেও তাঁর গলায় ধরা পড়ল সতর্কতার ছাপ। তিনি বললেন, ‘‘সবকিছু ক্লিক করাতেই তিনি সাফল্য এনে দিতে পারছি। তবে যদি আমি একটি খারাপ খেলা খেলি তখন আমি হঠাৎ করেই একজন খারাপ অধিনায়ক হয়ে যাব।’’

    কোথায়, কখন হচ্ছে ম্যাচ?

    আজ, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

    কীভাবে দেখবেন ম্যাচ?

    ভারতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। অনলাইনে ম্যাচ দেখতে পাবেন ডিজনি + হটস্টার অ্যাপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনওদিন রোহিত তো কোনওদিন বিরাট! কখনও বুমরাহ-সামি তো কখনও কুলদীপ-জাদেজা! দলগত সাফল্যেরই উদাহরণ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ছটি ম্যাচের ছটিতেই অপ্রতিরোধ্য ভারত। দলে আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই। সকলেই প্রতিটি ম্যাচই জিততে মরিয়া মানলেন অধিনায়ক রোহিত। প্রথম পাঁচ ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।‌ তাই পরের ম্যাচ থেকে এ বিষয়ে সতর্ক থাকার কথাও বললেন হিট-ম্য়ান।

    সতর্ক রোহিত

    রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বেকায়দায় পড়েন রোহিতরা। দ্রুত ফিরে যান গিল-কোহলি। চতুর্থ উইকেটে রোহিত এবং রাহুলের জুটিতে ৯১ রান যোগ না হলে দল সমস্যায় পড়ে যেত, মেনে নেন রোহিত। তিনি জানান, চোখ বন্ধ করে মোটেও আক্রমণাত্মক খেলবেন না। বরং পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক খেলবেন। প্রয়োজনে ইনিংস গড়ে তোলার কাজ করবেন। রোহিত বলেন, ‘প্রথম ১০ ওভারের পর পার্টনারশিপ গড়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র নিজের শট খেললে চলত না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হত। সেই অভিজ্ঞতা থাকলে কাজে লাগানো উচিত। তাও আমার মনে হয়েছিল ২০-৩০ রান কম হয়েছে। নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে বল কিছুটা নরম হয়ে যায়। তাই স্ট্রাইক রোটেট করা সহজ ছিল না।’

    দুরন্ত বোলিং

    লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের হাল ধরেন রোহিত। সেইসময় একেবারে দেখেশুনে খেলতে থাকেন। সেরকম ঝুঁকি নিচ্ছিলেন না। ১০১ বলে ৮৭ রানে আউট হয়ে যান। তিনি থাকলে ভারতের রানটা ২২৯ থেকে বেড়ে অত্যন্ত ২৫০-২৬০ হতে পারত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এত অল্প রানের পুঁজি নিয়েও যে এতো সহজে ম্যাচ জেতা যায় তা দেখিয়ে দেয় রোহিত-ব্রিগেড। ম্যাচের শেষে তাই আলাদা করে বোলারদের প্রশংসা করলেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘এত কম রানের পুঁজিতে এইধরনের বোলিং প্রতিদিন দেখা যায় না। আমাদের পেসাররা পিচের কন্ডিশন ব্যবহার করেছে। উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট পেয়েছে। পেসাররা এবং স্পিনাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। এরকম বোলিং আক্রমণ থাকলে ব্যাটারদের কর্তব্য ওদের লড়াইয়ের জন্য ন্যূনতম রানটুকু করা। তারপর ওদের ম্যাজিকের অপেক্ষা করা।’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যাহ্ন বিরতির সময় ভারতের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি, ভারত এই ম্যাচ জিতে যাবে। যেখানে এখন টি২০ ম্যাচে ২০০-র বেশি রান ওঠে, সেখানে ৫০ ওভারে ২৩০ রানের টার্গেট যে সহজেই পার করা সম্ভব, তা বলা বাহুল্য। কিন্তু, শামি-বুমরা সমৃদ্ধ ভারতীয় দলের বোলিং লাইন আপ দেখিয়ে দিল, এভাবেও ফিরে আসা যায়। এই রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায়। এদিন লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের দুরমুশ করে জিতল ভারত। এই জয়ের ফলে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মেন ইন ব্লু-রা। 

    এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংরেজরা। অন্য দিনের মতো, স্বভাবচিত আক্রমণাত্মক ঢঙেই শুরু করেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু, চতুর্থ ওভারেই ছন্দপতন ঘটে। প্রথম উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে বোল্ড হন শুভমান গিল। এক রান পরই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। এক পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একদিকে তখন দাঁড়িয়ে রোহিত। অন্যদিকে, একের পর এক তাঁর পার্টনার বদল হতে থাকে। 

    এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রোহিত। ১০১ বলে ৮৭ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কায়। এছাড়া, কে এল রাহুল করেন ৩৯ (৫৮ বল) এবং সূর্যকুমার যাদব করেন ৪৯ (৪৭ বল)। ৬ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান করে ভারত। 

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের ডেভিড মালান ও জনি বেয়ারস্টো জুটি। এদিনও ছন্দে ছিলেন না মহম্মদ সিরাজ। একদিকে, যখন জসপ্রিত বুমরা চাপ সৃষ্টি করছিলেন, তখন অন্যদিকে, তিনি রান দিচ্ছিলেন। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বুমরাই। বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মালানকে ফেরান তিনি। পরের বলেই ফের আঘাত হানেন বুমরা। প্রথম বলেই তাঁর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান জো রুট। 

    বুমরা যেখানে শেষ করেন, সেখান থেকেই যেন শুরু করলেন শামি। যেন ব্যাটনটা হস্তান্তর হয়ে যায়। শামির আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটারদের কাছে। এক সময় শামির বোলিং ফিগার ছিল ৫ ওভার- ২ মেডেন-৫ রান-৩ উইকেট। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, আজ বাইশ গজে কী তাণ্ডব ঘটিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, যখনই ইংল্যান্ড ব্যাটাররা কোনও পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছেন, তখনই বল করতে এসে, তা ভেঙে দিয়েছেন শামি। এদিন শামি ৪ উইকেট নেন। বুমরা নেন তিনটি।

    ভারতের পেস আক্রমণের কথা বলার পাশাাপাশি স্পিন আক্রমণের কথা ভুলে গেলে চলবে না। এদিনও দুর্ধর্ষ ফর্মে ছিলেন কুলদীপ যাদব। জস বাটলারকে তিনি যে বলে আউট করেছেন, সেটা এই বিশ্বকাপের সেরা ডেলিভারির তালিকায় থাকতে বাধ্য। এদিনের ম্যাচে ২ উইকেট নেন কুলদীপ। একইভাবে, বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন রবীন্দ্র জাডেজা। বুদ্ধিদিপ্ত বোলিং করে ইংল্যান্ড ব্যাটারদের ওপর তিনি এতটাই চাপ সৃষ্টি করেন, যার ফল ক্রিস ওকসের স্টাম্পিং।

    ফলস্বরূপ, ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে ১২৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের ব্যবধানে জয়ী হয় ভারত। এই জয়ের ফলে, ফের একবার পয়েন্ট তালিকার শীর্ষ পৌঁছে গেল মেন ইন ব্লু। ৬ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন ১২। ফলে, সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখল রোহিত-বাহিনী। অন্যদিকে, ৬ ম্য়াচে পাঁচটা হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল গতবারের চ্যাম্পিয়নদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড করেই যাচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধেও পরিচিত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছিলেন রোহিত। ৪০ বলে ৪৮ রানের ইনিংসেই নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।  ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। চলতি বিশ্বকাপের মঞ্চেই ছক্কা হাঁকানোর একাধিক ব্যক্তিগত নজির গড়েছেন রোহিত শর্মা। ক্রিস গেইলকে টপকে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড নিজের দখল নিয়েছেন ভারত অধিনায়ক। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন টপকেছেন তিনি।

    রোহিতের রেকর্ড

    বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে রান করার কৃতিত্ব সচিন তেন্ডুলকরের দখলে। তিনি করেছেন ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ১৭৪৩ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩১ রান। এই তিন জনের পরেই চলে এলেন রোহিত। বৃহস্পতিবারের ম্যাচের পর এক দিনের বিশ্বকাপে রোহিতের রান হল ১২৪৩। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লারা করেছিলেন ১২২৫ রান। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

    আরও পড়ুন: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

    সেরা ক্রিকেটার গিল

    বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময় গিলের জার্সির কলারে একটি ছোট সোনালি ব্যাজ দেখা গেল এদিন। যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের জার্সিতে দেখা যায়নি। গুঞ্জন গিল কেন এই ব্যাজ পরে মাঠে নেমেছেন। আসলে গিলকে সেই ব্যাজটি দেওয়া হয় আইসিসির তরফে। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের জন্যই শুভমন এই ব্যাজটি পরে মাঠে নামেন। অর্থাৎ, প্লেয়ার অফ দ্য মনথের স্বীকৃতিতেই গিলকে দেওয়া হয় বিশেষ সেই ব্যাজ।প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দু’বার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তোলেন শুভমন। তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেপ্টেম্বরে গিল মোট ৮টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ২টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ সাকুল্যে ৪৮০ রান সংগ্রহ করেন। 
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল বিশ্বকাপের ‘মারকি’ ম্যাচ। ১ লক্ষ ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত ও অপেক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

    একদিনের বিশ্বকাপে অভিষেক শুভমানের

    এদিকে সুস্থ হয়েই দলে ফিরলেন শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়ে চর্চা চলছিল। গতকালই গিলের ফেরা নিয়ে সাংবাদিক সম্মেলনে একটা ইঙ্গিত দিলেও একটা ধোঁয়াশা রেখেছিলেন রোহিত। তবে প্রত্যাশা ছিলই। সেটাই সত্যিই হল। এদিন টসে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অধিনায়ক নিজেই। গিল আসায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ঈষান কিশান। অর্থাৎ, একদিনের বিশ্বকাপে আজ ভারতের হয়ে অভিষেক হচ্ছে শুভমানের। ভারতীয় দলে এই একটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ, এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামির। অন্যদিকে, পাকিস্তানের দল অপরিবর্তিত রয়েছে।

    এক নজরে দেখে নেওয়া যাক দুদলের প্রথম একাদশ—

    ভারত— রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়শ আয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা। 

    পাকিস্তান—  বাবর আজাম (অধিনায়ক), আবদুল্লা শফিক, ইমাম উল-হক, মহম্মদ রিজওয়ান, সাউদ শকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি।

    বিস্তারিত আসছে…

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share