Tag: Rupankar Bagchi

Rupankar Bagchi

  • Rupankar Bagchi: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে রূপঙ্কর

    Rupankar Bagchi: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে রূপঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে ফের বিপাকে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। কমেন্টে শুধু লিখেছেন ‘ভালোবাসা নিও’। আর এতেই রেগে আগুন অরিজিতের ভক্তরা। হু ইজ কেকে ম্যান… এই মন্তব্যের রেশ শেষ হতে না হতেই কলকাতায় কনসার্টে মৃত্যু হয় কেকে- র। তারপর থেকেই কেকে ভক্তদের রোষানলে জ্বলে পুড়ে যাচ্ছেন রূপঙ্কর। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। বিভিন্ন কাজ, এমনকী মিও আমরের সঙ্গে চুক্তিও হারাতে হয়েছে তাঁকে। সেই পুরোনো ঘটনাকেই মনে করালেন ভক্তরা। অরিজিতের ছবিতে একটি মাত্র মন্তব্য করতেই রে-রে করে উঠলেন শিল্পীর ভক্তরা।

    কী ঘটেছে? 

    এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন অরিজিৎ সিং। সদ্য ফেসবুকের ডিসপ্লে পিকচার বা ডিপি বদল করেছেন তিনি। অরিজিতের ফেসবুক প্রোফাইলে আবার সেই পুরনো ডিপি। যাতে মাথা নীচু করে স্টেজকে প্রণাম করছেন গায়ক। সেই ছবিতে লাভ প্রতিক্রিয়া দিয়েছেন রূপঙ্কর (Rupankar Bagchi)। পাশাপাশি সেই ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ভালোবাসা নিও’। আর পাঁচজনের মত কমেন্ট করেন রূপঙ্কর। তারপর? অরিজিত ভক্তদের কথায়, আর যাই হোক ওকে নিয়ে ছেলেখেলা না। কেউ কেউ সোজা জিজ্ঞেস করলেন, “হূ ইজ অরিজিত ম্যান?” এক নেটিজেন লেখেন, ‘আবার অরিজিৎ সিংকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছেন নাকি? অন্য এক নেটিজেন লেখেন, ‘ওর উপর নজর দেবেন না প্লিজ। ওকে বাঁচতে দিন।’ যদিও একথার উত্তর দেন নি রূপঙ্কর।

    আরও পড়ুন: “কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই তৃণমূলের”, রাহুলের খোঁচার জবাব মহুয়ার 

    রূপঙ্করের (Rupankar Bagchi) পাশে দাঁড়িয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘অনভিপ্রেত, সে কথা একবাক্যে সবাই স্বীকার করে নিয়েছে এমন কী উনি নিজেও। আবেগের বশে হোক বা যে কোন কারণেই হোক, উনি যা বলে ফেলেছেন, তা যদি নিন্দনীয় হয়, তবে পরবর্তীতে যে পরিকল্পিত আক্রমণ আপনারা করে চলেছেন, তা নিন্দার যোগ্য।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share