Tag: Russia ukraine

Russia ukraine

  • Russia Ukraine: ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাল রাশিয়া, বিদ্যুৎ বিপর্যয়

    Russia Ukraine: ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাল রাশিয়া, বিদ্যুৎ বিপর্যয়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক বছর হতে চলল বন্ধ হয়নি রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধ। এবার ইউক্রেনে মরিয়া আক্রমণ চালাল রাশিয়া। জানা গিয়েছে, শুক্রবার দিনভর ইউক্রেনে তুমুল মিসাইল আক্রমণ চালাল ভ্লাদিমির পুতিনের দেশ। এদিন বেশ কয়েক ডজন রকেট, ক্রুজ মিশাইল এবং কামিকাজে ড্রোন দিয়ে চালানো হয় হামলা। ইউক্রেনের আধিকারিকরা জানান, এদিন হামলা চালানো হয়েছে রাজধানী কিভেও। আর দু সপ্তাহ পরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি হবে। তার ঠিক আগেই ইউক্রেনে ব্যাপক হামলা চালাল মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন, পুরো আক্রমণ পর্বে রাশিয়া অন্তত ৭০টি মিশাইল ছুড়েছে। তারা বেছে বেছে নাগরিক ও পরিকাঠামোর ওপর আঘাত করছে।

    হামলা…

    তিনি বলেন, দুর্ভাগ্যবশতঃ ওরা আঘাত করছে। দুর্ভাগ্যবশতঃ হামলার শিকার হচ্ছেন আমাদের দেশের অনেকে। তাঁদের আত্মীয়-স্বজনকে সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই। কিভের মেয়র ভিটালি ক্লিটসচকো সোশ্যাল মিডিয়ায় জানান, রাজধানী কিভের ওপর ১০টি মিসাইল (Russia Ukraine) ছোড়া হয়েছে। ইউক্রেনের খারকিভ ওব্লাস্ট শহরের রাজ্যপাল বলেন, হামলায় অন্তত আটজন সাধারণ মানুষ জখম হয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, খারকিভে এদিন অন্তত ১২টি রকেট হানা হয়েছে। প্রসঙ্গত, খারকিভ হল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। তিনি জানান, রাশিয়ার হামলার জেরে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। খারকিভের প্রায় দেড় লক্ষ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুতের অভাবে নিদারুণ দুর্ভোগ ভোগ করছে। জাপোরিঝাঝিয়া শহরের মেয়র আনাতোল্লি কুর্তিয়েভ বলেন, বিপুল সংখ্যক রকেট হানার ঘটনায় শহরের বিস্তীর্ণ অংশের মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের শিকার।

    আরও পড়ুুন: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

    যদিও এই হামলায় জখম হওয়ার কোনও খবর মেলেনি। রাশিয়া ইউক্রেনের (Russia Ukraine) পূর্ব ডনেস্ক শহরে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের অভিযোগ, দুটো রাশিয়ান ক্রুজ মিশাইল শুক্রবার ইউক্রেনের বর্ডার অতিক্রম করেছে। রোমানিয়ান এয়ারস্পেসে  গিয়ে পরে ফের ইউক্রেনে ফিরে এসেছে। যদিও ন্যাটোর সদস্য রোমানিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের দেশের বর্ডারের ২২ মাইলের মধ্যে চলে এসেছিল রাশিয়ান মিশাইল, যদিও এয়ারস্পেস অতিক্রম করেনি। তবে মলদোভার বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিশাইল তাদের এয়ারস্পেস অতিক্রম করেছে। প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালায় বলে অভিযোগ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা যুদ্ধের সময় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মোদির সেই ‘বাণী’ হৃদয় ছুঁয়ে গিয়েছিল বিশ্বের ছোট বড় দেশগুলির রাষ্ট্র প্রধানদের। তবে মোদির সে কথায় কান দেননি পুতিন (Putin)। সেই কারণে গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া এখনও চলছে। তবে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধে যে দাঁড়ি টানতে পারেন একমাত্র মোদিই, এবার তা বিশ্বাস করতে শুরু করেছে আমেরিকা। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত।

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ…

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে গোটা বিশ্ব ভাগ হয়ে গিয়েছে আড়াআড়িভাবে। রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের পাশেও দাঁড়িয়েছে বিশ্বের বহু দেশ। আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। সেই কারণেই যুদ্ধ এখনও থামেনি। এমতাবস্থায় এল হোয়াইট হাউসের বিবৃতি। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত শেষ করার যে কোনও প্রকার পদক্ষেপকে স্বাগত জানাবে।

    হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে পুতিনের হাতে এখনও সময় আছে। এর পরেই তিনি বলেন, আমরা ইউক্রেন-রাশিয়া (Russia Ukraine) সংঘাত শেষ করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাব।

    আরও পড়ুুন: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকেই দায়ি করেছেন কিরবি। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি দায়ি। যুদ্ধ বন্ধে এদিন মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ শেষ করার জন্য একাধিকবার পুতিনকে আবেদন করেছেন, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি।

    গত বছর উজবেকিস্তানের সমরখন্দে পুতিনকে মোদি বলেছিলেন, এটা যুদ্ধের (Russia Ukraine) সময় নয়। সে প্রসঙ্গ টেনে এদিন কিরবি বলেন, প্রধানমন্ত্রী মোদির বিশ্বাস সঠিক এবং আমেরিকা সব সময় মোদির এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rajnath at DefConnect 2.0: বিশ্বের সঙ্গে সাযুজ্য রেখে ভারতকে আরও শক্তিশালী হতেই হবে, বললেন রাজনাথ

    Rajnath at DefConnect 2.0: বিশ্বের সঙ্গে সাযুজ্য রেখে ভারতকে আরও শক্তিশালী হতেই হবে, বললেন রাজনাথ

    মাধ্য়ম নিউজ ডেস্ক: পৃথিবীজুড়ে ক্ষমতার ভরকেন্দ্রের সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। তার সঙ্গে সাযুজ্য রেখে প্রতিরক্ষা (defence) ও শান্তি বজায় নিশ্চিত করতে নিজেদের আরও শক্তিশালী রাষ্ট্র (powerful nation) হিসেবে গড়ে তোলা ছাড়া আর কোনও উপায় নেই ভারতের (India)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russo-Ukrainian War) প্রেক্ষিতে এমনটাই জানালেন রাজনাথ সিং (Rajnath Singh)। 

    প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প সম্মেলন ‘ডেফকানেক্ট ২.০'(DefConnect 2.0) -এর উদ্বোধনে এসে প্রতিরক্ষামন্ত্রী (defence minister) জানান, বিশ্বে এখন অনেক ঘটনাই ঘটছে যার ফলে ভারত প্রভাবিত হচ্ছে। তিনি বলেন, গত বছর (ফেব্রুয়ারি) এরো ইন্ডিয়ার সময় থেকে এখন এই একটা বছরে বিশ্ব অনেকটা পাল্টে গেছে। এতটাই যে, তা পরিমাপ করা অসম্ভব। এখন প্রত্যেকটি নতুন বিপদ আগের তুলনায় আরও জটিল, আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

    রাজনাথ বলেন, আমরা এখনও কোভিড বিপর্যয় থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। অথচ, বিশ্বের সামনে এসে উপস্থিত হয়েছে ইউক্রেন (ukraine) সমস্যা। বিশ্বের (শক্তির) ভারসাম্য যে হারে সময়ের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে, নিজেদের শক্তিশালী করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। 

    রাজনাথ যোগ করেন, এর আগে, মধ্যপ্রাচ্য (Middle east) থেকে শুরু করে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানে (Pakistan) অস্থিরতা দেখেছে বিশ্ব। এর পাশাপাশি, বিশ্বে এখন অনেক কিছুই ঘটে চলেছে, যার প্রভাব ভারতে পড়ছে। যে কারণে, নিজেদের ক্ষমতাবলে প্রতিরক্ষা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। 

     

LinkedIn
Share