Tag: ruturaj gaikwad

ruturaj gaikwad

  • IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলে (IPL 2024) প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য শুভমনদের মরিয়া ক্রিকেট উপহার দিল জোড়া শতরান। দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শনের ব্যাট থেকে এল শতরানের ইনিংস। তৈরি হল রেকর্ডের পর রেকর্ড। ভেঙে গেল আইপিএলে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এল আইপিএলের শততম শতরান।

    ভাঙল সচিনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে এদিন জিততেই হত গুজরাটকে (CSK vs GT)। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)। ভেঙে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৩২ বলে এদিন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। সিএসকের বিরুদ্ধে এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন তিনি। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাট তারকা।

    শুভমনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে শততম শতরান হল শুক্রবার। গুজরাট টাইটান্স (CSK vs GT) অধিনায়ক শুভমন গিল শতরান করলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৫০ বলে করা তাঁর শতরান আইপিএলে শততম। একই সঙ্গে আইপিএলে নিজের চতুর্থ শতরানও করলেন শুভমন। একটা সময় দু’জনেই ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। তবে আগে শতরান পূর্ণ করেন গুজরাট অধিনায়ক। নিজের খেলা ৫০তম বলে চার মেরে শতরান পূর্ণ করেন শুভমন। পরে সুদর্শনও তাঁর খেলা ৫০তম বলে ছয় মেরে শতরান পূর্ণ করেন। গুজরাটের দুই ওপেনারের ব্যাটিংয়ে এমন মিল আইপিএলে দেখা যায়নি। এটি একটি বিরল রেকর্ড। গিল সেঞ্চুরিতে মেরেছেন নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি সুদর্শন ১০০ রান নিতে মেরেছেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। 

    প্লে-অফের দৌড়ে টিকে গুজরাট

    জোড়া শতরানে‌ প্লে অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাট টাইটান্স। শুক্রবার রাতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে গুজরাট। জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় থেকে আট নম্বরে উঠে এল গুজরাট। জিইয়ে রাখল শেষ চারের আশা। অন্যদিকে হারলেও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধোনিদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    MS Dhoni: আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে কে এলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হচ্ছে ১৭তম আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অগণিত ক্রিকেট ভক্তের চেন্নাই সুপার কিংস-কে সমর্থনের একটাই কারণ, তা মহেন্দ্র সিং ধোনি। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এ বার আর অধিনায়ক থাকছেন না চেন্নাইয়ের। তাঁর বদলে নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগেই এমন ঘোষণা করল চেন্নাই। বৃহস্পতিবার, চেন্নাইয়ে আইপিএল অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।

    ২০২২ সালেও বদল হয়েছিল চেন্নাইয়ের অধিনায়ক

    প্রসঙ্গত, আইপিএলে ধোনি (MS Dhoni) বেশি দিন অধিনায়ক থাকছেন না, এটা আগেই বোঝা গিয়েছিল। তাঁর উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়েও জল্পনা চলছিল দীর্ঘদিন। প্রথম থেকেই শোনা যাচ্ছিল পরবর্তী অধিনায়ক রূপে রুতুরাজের নাম। বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল। ২৭ বছর বয়সি রুতুরাজ এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে এবারই প্রথম নয়। ২ বছর আগে, ২০২২ সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগেই এ ভাবে রবীন্দ্র জাডেজাকে আচমকা অধিনায়ক করা হয়েছিল চেন্নাইয়ের। তবে পরিকল্পনা সফল হয়নি। জাডেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচে হারতে থাকে। মাত্র আটটি ম্যাচের পরেই জাডেজাকে সরিয়ে ফের দায়িত্বে ফেরেন ধোনি (MS Dhoni)। প্রসঙ্গত, সেবার ধোনি নিজেই জাডেজাকে অধিনায়ক করেছিলেন বলে জানা যায়।

    ২০২৩ সালে ফের ধোনির নেতৃত্বে দাপট দেখায় চেন্নাই

    গত বছর ২০২৩ সালে ফের ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে দাপট দেখাতে থাকে চেন্নাই। ১৬তম আইপিএল-র ফাইনালে ওঠে তারা এবং গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম ট্রফি জিতে নেয়। সম্প্রতি অনুশীলনে ধোনিকে দেখা যাচ্ছিল বড় চুলে। ক্রিকেট ভক্তদের মনে ভাসছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি। বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটাই যেন ফিরে আসছিল সমর্থকদের মনে। ২০২৪ আইপিএল-র কাপ হাতে ধোনি, ভাবতে শুরু করেছিলেন অনেকেই। তবে তা আর হল না। ধোনি যেভাবে অধিনায়কত্ব ছাড়লেন, সেভাবেই কি পরের মরসুমে আইপিএল-ও ছেড়ে দেবেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মাহি ভক্তদের মনে। সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের (India Vs Ireland) বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে জসপ্রীত বুমরাহার দল ৫ উইকেটে তোলে ১৮৫ রান। জবাবে আয়ারল্যান্ড ভালো লড়াই করেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রানেই থেমে যায়। টিম ইন্ডিয়া জেতে ৩৩ রানে।

    ছন্দে বুমরাহ

    এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের আগে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বেশ কিছু ক্রিকেটারের কাছে। বিশেষ করে বুমরাহ, যিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন ১১ মাস পরে। অনেকের মনে এই প্রশ্ন ছিল যে, বুমরাহ কি আগের ফর্মে আছেন? তার উত্তর পেয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। আগুনে গতি ও বিষাক্ত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের তিনি বার বার চাপে ফেলেছেন। নিয়েছেন উইকেটও। যা শুধু বুমরাহর নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে।

    দাপট ভারতের

    অনেক দিন পর বেশ গোছানো লাগলো ভারতীয় ব্যাটিং। যশস্বী শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু বেশি আগ্রাসী হতে গিয়ে তিনি আউট হন ১৮ রানে। তবে ফের হতাশ করলেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং দেখে অনেকেই বলেছিলেন ছেলেটাকে বিশ্বকাপ দলে রাখা উচিত। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচই নামের প্রতি সুবিচার করতে পারলেন না এই বাঁহাতি। মাত্র এক রান করে মাঠ ছাড়তে হয় তিলককে। এর পর দলকে টানেন ঋতুরাজও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৬৮ রান। ঋতুরাজের সংগ্রহ  ৪৩ বলে ৫৮। আর সঞ্জু অনেক দিন পর ভালো ব্যাট করলেন। ২৬ বলে তিনি ৪০ রান করে আউট হন। ঋতুরাজ যখন আউট হলেন তখন ভারতের রান ছিল ১৫.১ ওভারে ৪ উইকেটে ১২৯। সেখান থেকে স্কোর ১৮৫তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অবদান রয়েছে রিঙ্কু সিংয়ের।

    কলকাতা নাইট রাইডার্সের এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলে নজর কেড়েছিলেন। যার সুবাদে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। গত ম্যাচে অভিষেক হলেও বৃষ্টির জন্য ব্যাট করতে পারেননি। রবিবার ডাবলিনে রিঙ্কু ঝোড়ো ব্যাটিংয়ে দর্কশদের মন জিতে নেন। ২১ বলে তিনি করেছেন ৩৮ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে। যিনি ২২ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    দুরন্ত বোলিং

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং শূন্য রানে ফেরেন। এরপর একই ওভারে আউট হন লরকান টাকার। দুটো উইকেটই নেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর হ্যারি টেক্টরকে ফেরান রবি বিষ্ণোই। তিনি সাত রান করেন। আয়ারল্য়ান্ডের হয়ে নজর কাড়েন ওপেনার অ্যান্ড্রু বালব্রিনি। তিনি ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। আর্শদীপ সিংয়ের বলে তিনি ক্যাচ আউট হন। এই ম্য়াচে নজর কাড়েন রবি বিষ্ণোই। তিনি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণা নেন দুটি উইকেট। একটি উইকেট নেন আর্শদীপ সিং। জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ১৯ তম এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের বিশ্ব কাপের ঠিক আগে এশিয়ান গেমস হওয়ায় কোনও সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে মেয়েদের এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    তরুণদের নিয়ে গড়া দল

    আলিগড়ের ছেলে, কলকাতা নাইট রাইডার্স টিমের পরিচিত মুখ রিঙ্কু ২০২৩ আইপিএলের অন্যতম সুপারস্টার। ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। এবার জাতীয় দলে জায়গা পেতে চলেছেন রিঙ্কু। শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে বোর্ড। যে দলে রয়েছে একাধিক চমক। এই টিমে রয়েছেন রিঙ্কু। প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের এশিয়ান গেমস টিমে এমন কয়েকজন মুখ রয়েছে যাঁরা আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিঙ্কু ছাড়াও তিলক ভার্মা, প্রভসিমরন সিং এবং জীতেশ শর্মার মতো তরুণরাও ডাক পেয়েছেন এশিয়ান গেমসের জন্য। বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার জায়গা পেয়েছেন দলে। রয়েছেন যশস্বী জসওয়ালও। তরুণদের নিয়ে গড়া  দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের উপর ভরসা রেখেছে বোর্ড। 

    পূর্ণশক্তির মহিলা দল

    অপরদিকে, এশিয়ান গেমসে ভারতীয় মহিলাদের মূল দলই খেলতে যাচ্ছে। রিচা ঘোষ বাংলাদেশ সফরে দলের বাইরে থাকলেও এশিয়ান গেমসে দলে ফিরেছেন তিনি। এছাড়া বাংলা থেকে রিচা ঘোষ ছাড়া সুযোগ পেয়েছেন তিতাস সাধু। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।

    আরও পড়ুন: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    স্কোয়াড : ঋতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াংশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরন সিং।

    ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি। স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড। সেটা হলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফির ম্যাচে আমেদাবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ তম ওভারে সাতটি ছক্কা হাঁকান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গরলেন ঋতুরাজ। 

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    ঋতুরাজের ইনিংস

    ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনারের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর তিনি ছক্কা হাঁকান। তারমধ্যে বোলার সিবা সিং একটি নো বল করেন। যার সুবাদে ফ্রি হিট পান ঋতুরাজ। সেই সুযোগও তিনি হাতছাড়া করেননি। ফ্রি হিটেও ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট ১৬ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি দশটি বাউন্ডারিও হাঁকিয়েছেন মহারাষ্ট্রের অধিনায়ক। ১৫১ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ভারতের মাটিতে যা আরও একটি রেকর্ড। একবার দেখে নেওয়া যাক কীভাবে সিবা সিংয়েরর ওভারে সাতটি ছক্কা মারলেন ঋতুরাজ। প্রথম বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান ঋতুরাজ।  তাঁর দ্বিতীয় ছক্কাটি এসেছে বোলারের মাথার উপর দিয়ে। সিবার তৃতীয় ডেলিভারি ছিল শর্ট পিচ। কিন্তু অনায়াসেই তা মিড উইকেট দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানটি। চতুর্থ ছক্কাটি লংঅফের উপর দিয়ে। সিবার পঞ্চম ডেলিভারি লো বল হলেও, ছক্কা হাঁকাতে ভোলেননি মহারাষ্ট্রের অধিনায়ক। ফ্রি হিটে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সপ্তম ছক্কাও মিড উইকেটের ওপর দিয়ে। 

    ছয় বলে ছয়টি ছয়

    ছয় বলে ছয়টি ছক্কা মারার নজির রয়েছে বহু। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হারসল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন। তবে ওভারে সাতটি ছক্কা মারার নজির এই প্রথম। অনেকে এখন ঋতুরাজকে সিক্স-আর-কিং বলে ডাকছেন। ধতুরাজের দুরন্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

LinkedIn
Share