Tag: sabarimala temple

sabarimala temple

  • Sabarimala Temple: ৯ দিনে শবরীমালা দর্শন ছয় লাখের বেশি ভক্তের, মন্দিরের রাজস্ব ছুঁয়েছে ৪১ কোটি টাকা!

    Sabarimala Temple: ৯ দিনে শবরীমালা দর্শন ছয় লাখের বেশি ভক্তের, মন্দিরের রাজস্ব ছুঁয়েছে ৪১ কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় দিনে ছয় লাখের বেশি ভক্ত শবরীমালা (Sabarimala Temple) দর্শন করেছেন। মন্দিরের রাজস্ব ছুঁয়েছে ৪১ কোটি টাকা। দেশব্যাপী দর্শনার্থীদের (Devotees) জন্য ভান্দিপেরিয়ার সাথরাম, ইরুমেলি এবং পাম্বাতে তিনটি স্পট অনলাইন বুকিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে পুণ্যার্থীদের মধ্যে আয়াপ্পান দর্শনকে ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। উল্লেখ্য কেরলের এই মন্দিরের দেবতা হলেন কুমার কার্তিক ঠাকুর। তাঁকে ঘিরে ২ মাস ধরে চলে মণ্ডলম-মাকারাভিলাক্কু তীর্থযাত্রা। এই সময়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় মন্দির-চত্বরে।

    বোর্ড সভাপতির বক্তব্য(Sabarimala Temple)

    ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (টিডিবি) সভাপতি (Sabarimala Temple) পিএস প্রশান্ত বলেন, “মন্দিরের দরজা ১৬ নভেম্বর (বৃশ্চিকম ১) খোলা হয়েছিল, বর্তমান সময়ের মধ্যে ৬,১২,২৯০ জন তীর্থযাত্রী মন্দির দর্শন করেছেন। গত বছরের একই সময়সীমায় আগত ভক্তের (Devotees) সংখ্যা ছিল ৩০৩৫০১ জন। ফলে এই বছর ভক্তদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে সংগৃহীত রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪১.৬৪ কোটি টাকায়, যা গতবারের তুলনায় ১৩.৩৩ কোটি বেশি। তবে সবটাই হয়েছে আগত দর্শনার্থীদের নানা সুযোগ-সুবিধা এবং পরিষেবার ব্যবস্থা করার ফলে। ভক্তদের ক্রমবর্ধমান চাপ সামলানোর জন্য পাম্বার মনাপুরাম অনলাইন বুকিং কেন্দ্রে নানা ব্যবস্থা করা হয়েছে।”

    আরও পড়ুনঃ ‘দায়ী প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়’! মহারাষ্ট্রে উদ্ধবদের বিপর্যয় নিয়ে মন্তব্য সঞ্জয় রাউতের

    আগত ভক্তদের সকলেই দর্শন করতে পারবেন

    মন্দির (Sabarimala Temple) কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, এমন আর এমন কোনও পরিস্থিতি নেই যাতে আগত দর্শনার্থীদের মন্দির দর্শন না করেই ফিরে যেতে হবে। অনলাইন বুকিং বিশেষ ভাবে কার্যকর হয়েছে। তবে যাঁরা অনলাইনে বুকিং করে আসবেন, তাঁদের স্পট বুকিংয়ের জন্য আধার কার্ডের নকল কপি রাখতে হবে। সকল দর্শনার্থীদের প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে পিএস প্রশান্ত আরও বলেন, “মন্দিরের পাশে অবস্থিত পাম্বা নদীতে কাপড় ফেলে যাওয়ার সঙ্গে পুজোর রীতির কোনও সম্পর্ক নেই। তা নদীকে অনেকটাই দূষিত করে। তাই ভক্তদের (Devotees) অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করতে হবে।” মন্দিরের ট্রাস্টের সঙ্গে আরও ২০টি সরকারি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় মন্দির দর্শনে বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISIS Terrorist Shahnawaz: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    ISIS Terrorist Shahnawaz: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। পরে ধর্মান্তরিতও করা হয় ইসলামে। শবরীমালা মন্দির সহ কেরলের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছকও কষেছিল। শেষমেশ ভেস্তে গেল বিস্ফোরণের পরিকল্পনা। গ্রেফতার হল ইসলামিক স্টেট জঙ্গি শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz)। গত সপ্তাহে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে শাহনওয়াজ ওরফে শফি উজ্জামাকে।

    কেরলের বিভিন্ন জায়গায় হামলার ছক

    জানা গিয়েছে, ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা তার (ISIS Terrorist Shahnawaz) নির্দেশে কেরলে জঙ্গি হামলার ছক কষেছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ছকও কষা হয়েছিল। এর মধ্যে রয়েছে বিখ্যাত শবরীমালা মন্দিরও। শাহনওয়াজের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। ধৃত তিন জঙ্গিকে জেরা করেই এই তথ্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ (NIA)। কেরলের শবরীমালা মন্দির দেশের অন্যতম ধনী মন্দিরগুলির একটি। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এখানে আসেন দেব দর্শনে। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই টার্গেট করা হয়েছিল শবরীমালাকে।

    দিল্লি পুলিশের দাবি

    দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার এইচজিএস ঢালিওয়াল জানান, সম্প্রতি শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz) ও তার দলবল কেরলে পৌঁছে গিয়েছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন ধরে শবরীমালা মন্দির এলাকার একটি জঙ্গলে লুকিয়েছিল তারা। জঙ্গিরা এলাকায় একটি আইএসআইএসের পতাকা পুঁতে রেখেছিল। সেই পতাকার সঙ্গে ছবিও তুলেছিল। এই ছবি উদ্ধার করা হয়েছে। কেরলকে কেন্দ্র করে একটি নয়া গোষ্ঠী তৈরি করতেই এসেছিল শাহনওয়াজ।

    তদন্তকারীরা জানাচ্ছেন, দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল স্লিপার মডিউল। শাহনাওয়াজদের ডেরায় হানা দিয়ে পাকিস্তান থেকে পাঠানো কিছু পুস্তিকা উদ্ধার করেছে পুলিশ। স্পেশাল সেলের স্পেশাল সিপি বলেন, বিস্ফোরক তৈরির প্রচুর উপাদান উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে লোহার পাইপ, প্লাস্টিকের টিউব। পাকিস্তান থেকে পাঠানো পিস্তল, গুলি, বোমা তৈরির মসলাও উদ্ধার হয়েছে।

    আরও পড়ুুন: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    জানা গিয়েছে, শাহনওয়াজ সহ মোট তিনজনই আইএসআইএসের স্লিপার সেলের সদস্য। শাহনওয়াজ ছাড়া বাকি দু’জন হল আরসাদ ওয়ারিস এবং মহম্মদ রিজওয়ান আশরাফ। এই তিনজনই বি-টেক পাশ। এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল শাহনওয়াজের নাম। এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছিল ৩ লক্ষ টাকা। হামলা চালানোর জন্য এরা পুণে থেকে একটি বাইক চুরি করেছিল। বিস্ফোরণের পুরো প্রক্রিয়াটা যাতে নিখুঁত হয়, তাই ট্রায়াল রানও দিয়েছিল এরা। শাহনওয়াজ (ISIS Terrorist Shahnawaz) ইঞ্জিনয়র ছিলেন। বাসন্তী প্যাটেল নামে এক হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর বাসন্তীর নাম হয় মারিয়ম।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share