Tag: Salman Rushdie

Salman Rushdie

  • Salman Rushdie: এক চোখের দৃষ্টি হারিয়েও ভেঙে পড়েননি সলমন রুশদি, প্রকাশিত হল নতুন উপন্যাস ‘ভিকট্রি সিটি’

    Salman Rushdie: এক চোখের দৃষ্টি হারিয়েও ভেঙে পড়েননি সলমন রুশদি, প্রকাশিত হল নতুন উপন্যাস ‘ভিকট্রি সিটি’

    মাধ্যম নিউজ ডেস্ক: হামলাকারীর ছুরিতে ক্ষতবিক্ষত হওয়ার পর প্রায় ৬ মাস কেটে গিয়েছে। সেই হামলার পর প্রথম সাক্ষাৎকার দিলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি। এর পাশাপাশি সাহিত্যের মঞ্চেও হাজির সলমন রুশদি। আমেরিকায় তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনায় মারাত্মক জখম হন জনপ্রিয় এই সাহিত্যিক৷ সেই ভয়াবহ অতীত পিছনে ফেলে নিজের নতুন উপন্যাস প্রকাশ করলেন সলমন৷ উপন্যাসের নাম ‘ভিকট্রি সিটি’ (Victory City) ! অর্থাৎ, ‘বিজয় শহর’। এর পাশাপাশি সংবাদমাধ্যমে ইন্টারভিউও দিলেন তিনি। তাঁর উপর ভয়ানক হামলা হওয়ার পরেও তিনি বেঁচে আছেন বলে নিজেকে ভাগ্যবান বললেন রুশদি।

    সলমন রুশদির সাক্ষাৎকার

    নিউ ইয়র্কের একটি পত্রিকার জন্য সাক্ষাৎকার দিতে গিয়ে রুশদি তাঁর যন্ত্রণার কথা বলেন। আবার রুশদি ওই হামলা থেকে রক্ষা পাওয়ায় ছেলে জাফর এবং মিলন-সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। ৭৫ বছর বয়সি লেখক জানিয়েছেন, সেই হামলার পর থেকে তিনি ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি)’-এ ভুগছেন। রুশদি বলেন, “আমার বাইরের ক্ষতগুলি প্রায় সেরে উঠছে ধীরে ধীরে। হাতের আঘাতগুলি সারানোর জন্য নিয়মিত হ্যান্ড থেরাপির মধ্যে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার সঙ্গে যা হয়েছে, তার তুলনায় আমি দ্রুতই সুস্থ হয়ে উঠছি।” তিনি জানিয়েছেন, তিনি আগের মত তেমন টাইপ করতে পারছেন না। তিনি বলেছেন, “বছরের পর বছর ধরে নিন্দা ও তিক্ততা এড়াতে কঠোর চেষ্টা করছি। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে আমি এই পুরো ঘটনাটির সঙ্গে মোকাবেলা করেছি। অতীতে যা যা ঘটেছিল তার চেয়ে আগামীকাল কী ঘটবে তা আরও গুরুত্বপূর্ণ।”

    আজ প্রকাশিত হল ‘ভিকট্রি সিটি’

    এটি সলমন রুশদির ১৫তম উপন্যাস৷ সূত্রের দাবি, আমেরিকার মঞ্চে হামলার শিকার হওয়ার আগেই এই উপন্যাসটি লেখার কাজ শেষ করে ফেলেছিলেন তিনি  শোনা যাচ্ছে, সলমন রুশদির এই নয়া উপন্যাসটি আদতে একটি ঐতিহাসিক নারী চরিত্রের উপর চিত্রিত মহাকাব্য। যা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়৷ সলমন সেই কাহিনিকেই ইংরেজিতে অনুবাদ করে নিজের মত করে সাজিয়েছেন৷

    প্রসঙ্গত, শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি রুশদির উপর হামলা চালানো হয়। তাঁর উপর যে যুবক এই হামলা চালিয়েছিলেন, তাঁর নাম হ্যাডি মাটার৷ ২৪বছরের ওই যুবককে ঘটনার পরই গ্রেফতার করা হয়৷ এই হামলায় সলমন রুশদির একটি চোখ মারাত্মকভাবে জখম হয়৷ মুম্বইয়ে জন্মগ্রহণকারী এই ব্রিটিশ-মার্কিন ঔপন্যাসিক এক চোখের দৃষ্টি হারিয়েছেন। ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয় তাঁকে৷ ভারতীয় বংশোদ্ভূত হলেও গত বিশ বছর ধরে নিউ ইয়র্কেরই বাসিন্দা রুশদি।

  • Salman Rushdie: ‘রুশদি বেঁচে আছে শুনে অবাক হয়েছিলাম’, বিস্ফোরক মন্তব্য হামলাকারী হাদি মাতারের

    Salman Rushdie: ‘রুশদি বেঁচে আছে শুনে অবাক হয়েছিলাম’, বিস্ফোরক মন্তব্য হামলাকারী হাদি মাতারের

    মাধ্যম নিউজ ডেস্ক: সলমন রুশদির (Salman Rushdie) ভয়াবহ হামলার পরও কীভাবে এখনও বেঁচে আছেন তিনি? এমনটাই প্রশ্ন করতে শোনা গেল তাঁর হামলাকারী হাদি মাতারকে (Hadi Matar)। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে হাদি বলেন,  ‘রুশদি বেঁচে আছে শুনেই আশ্চর্য হয়েছিলাম’।

    প্রসঙ্গত, শুক্রবার, ১২ অগাস্ট নিউইয়র্কের (New York) শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন সলমন রুশদি। সেখানে  আচমকাই এক ব্যক্তি ছুরি নিয়ে তাঁর দিকে ধেয়ে আসে। সোজা রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি ১০-১২ বার ছুরি দিয়ে কোপ মারে লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক। প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরপর হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা। জানা গিয়েছিল, অভিযুক্তের নাম হাদি মাতার (Hadi Matar)। বয়স ২৪ বছর। হাদির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। 

    আরও পড়ুন: ভাল আছেন রুশদি, এবার প্রাণে মারার হুমকি হ্যারি পটারের স্রষ্টাকে

    এরপরই জেলবন্দি হাদি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য় করে। শুধু তাই নয়, মাতার যে ভারতীয় বংশোদ্ভূত রুশদিকে পছন্দ করেন না, সে বিষয়েও বলে। মাতার বলে, ‘‘আমি রুশদিকে পছন্দ করি না। আমি মনে করি না যে, তিনি খুব একটা ভাল মানুষ।“ মাতার রুশদির লেখা উপন্যাসের কথা এনে জানিয়েছেন, তিনি এই উপন্যাসের কিছু পাতা পড়েছেন, এরপরই তার ভালো লাগেনি। উনি এর মাধ্যমে ইসলাম ধর্মকে আক্রমণ করেছেন ও ইসলাম ধর্মের বিশ্বাসে আঘাত করেছেন।   

    প্রসঙ্গত, ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ (‘The Satanic Verses’)। এর জন্যে বহুদিন ধরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ইসলাম ধর্মকে অসম্মান করার জন্য তাঁর নামে ফতোয়া জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লাহ রুহোল্লা খোমেইনি (Ayatollah Ruhollah Khomeini)। মাতার এদিন এও জানিয়েছে যে সে খোমেইনির ফতোয়া দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেনি। তবে সে বলে, “আমি আয়াতোল্লাহকে সম্মান করি। আমার মতে, উনি একজন অসাধারণ মানুষ। এই বিষয়ে আমি এতটাই বলতে পারি।” শুক্রবার হাদি মাতারকে আদালতে হাজির করা করা হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

    সলমন রুশদির অবস্থা স্থিতিশীল। তবে একটি চোখ হারাতে পারেন এই বুকারজয়ী সাহিত্যিক। এছাড়া তাঁর স্নায়ু এবং লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রুশদিকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। জানা গিয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷

  • Salman Rushdie: ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

    Salman Rushdie: ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও আশঙ্কা কাটেনি সলমন রুশদির (Salman Rushdie)। শুক্রবার নিউইয়র্কের একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই ছুরিবিদ্ধ হন ৭৫ বছর বয়সী এই বিখ্যাত লেখক। মুহূর্তের মধ্যে তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অস্ত্রোপচার হয়। বর্তমানে ভেন্টিলেশনে (Ventilation) রয়েছেন লেখক,  এমনটাই জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, সুস্থ হয়ে গেলেও একটি চোখ হারাতে পারেন এই বুকারজয়ী সাহিত্যিক। এছাড়া তার হাতের স্নায়ু এবং যকৃৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখন। 

    আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’ হবে না, নির্দেশ জারি করল কর্তৃপক্ষ  
     
    শুক্রবার, ১২ অগাস্ট নিউইয়র্কের (New York) শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন সলমন রুশদি। পরিচয় পর্ব শুরু হতেই, আচমকাই ছুরি নিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। সোজা রুশদির ওপর ঝাঁপিয়ে পড়েন, এলোপাথাড়ি ১০-১২ বার ছুরির (Stab) কোপ মারেন লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজক ও প্যারামেডিকরা। প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।    

    জানা গিয়েছে, ঘাড়ে ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে রুশদির। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক ঘণ্টা দীর্ঘ অস্ত্রপোচার করা হয়। কথা বলার ক্ষমতা হারিয়েছেন লেখক। সুস্থ হলেও হারাতে পারেন একটি চোখ। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, “খবর খুব একটা ভাল নয়। সলমন হয়তো একটি চোখ খোয়াতে পারেন। তাঁর হাতের স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যকৃতেও ছুরির আঘাত লাগায়, তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।” 

    আরও পড়ুন: এক এক করে আপনাদের হাতও ছাড়বেন মমতা, কার উদ্দেশ্যে বললেন মালব্য? 
     
    অনুষ্ঠানের স্থান থেকেই হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেন আয়োজকরা। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হাদি মাতার। বয়স ২৪ বছর। নিউজার্সির ওই বাসিন্দার কাছে রুশদির অনুষ্ঠানের পাসও পাওয়া গিয়েছে। কী কারণে সে হামলা চালাল, তা এখনও জানা যায়নি। 

    ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদিকে বহু বছর ধরে কার্যত গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ – এর জন্যে বহুদিন ধরেই মৌলবাদীদের বিষনজরে রয়েছেন তিনি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। ওই বইয়ের কারণেই নব্বইয়ের দশকেও ইতালির মিলানে তাঁর উপর হামলা চালানো হয়। গত ২০ বছর ধরে নিউ ইয়র্কেই থাকছেন ভারতীয় বংশদ্ভুত এই লেখক। তাঁর ওপর এই হামলার তীব্র নিন্দা হয়েছে বিশ্বজুড়ে।  

  • Salman Rushdie: ভাল আছেন রুশদি, এবার প্রাণে মারার হুমকি হ্যারি পটারের স্রষ্টাকে

    Salman Rushdie: ভাল আছেন রুশদি, এবার প্রাণে মারার হুমকি হ্যারি পটারের স্রষ্টাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট করেছিলেন আর এক সাহিত্যিক হ্যারি পটারের (Harry Potter) স্রষ্টা জেকে রাউলিং (JK Rowling)। এবার হামলার হুমকি দেওয়া হল তাঁকেও। তাঁরই করা ট্যুইটের নীচে হুমকি দিয়ে লেখা হয়েছে, এরপর আপনার পালা।

    রুশদির ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারে একটি পোস্ট করেছিলেন হ্যারি পটারের স্রষ্টা। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান সমমনের জখম হওয়ার খবরে অসুস্থ বোধ করছেন। রুশদির দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। সেই ট্যুইটের নীচেই জনৈক ইউজার লেখেন, ভাববেন না। এরপর আপনার পালা। ওই ট্যুইটার হ্যান্ডেল থেকেই সলমন রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের প্রশংসাসূচক পোস্টও করা হয়েছে। ইউজারের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেছেন রাউলিং। অন্য একটি পোস্টে লেখিকা জানান, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ওই ইউজারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। অনেকেই তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান হ্যারি পটারের স্রষ্টা।  

    আরও পড়ুন :ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

    দিন দুই আগে নিউইয়র্কের একটি অনুষ্ঠান চলাকালীন হামলার শিকার হন রুশদি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক যখন মঞ্চে গিয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন আচমকাই এক যুবক সেখানে পৌঁছে গিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন রুশদিকে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইলি জানান, রুশদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সামান্য কথাও বলেছেন। করেছেন স্বভাবসিদ্ধ রসিকতাও। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে। রুশদি যে আগের তুলনায় ভালো আছেন, ট্যুইটবার্তায় তা জানিয়েছেন তাঁর বন্ধু সাহিত্যিক আতিশ তাসির। সেখান থেকেই জানা গিয়েছে, রুশদি এখন আর ভেন্টিলেশনে নেই। কথা বলেছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রুশদির লিভার, স্নায়ু এবং একটি চোখে গুরুতর চোট রয়েছে।

    এদিকে, রুশদির হামলাকারী বছর চব্বিশের হাদি মাতারকে আটক করেছে পুলিশ। নিউ জার্জির ওই বাসিন্দার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, সে শিয়া চরমপন্থী।

     

LinkedIn
Share