Tag: Saltlake Karunamayee

Saltlake Karunamayee

  • TET Scam: ‘চুরি যাওয়া চাকরি ফেরত দাও’! রাতভর রাস্তায় শুয়ে দাবি টেট উত্তীর্ণদের

    TET Scam: ‘চুরি যাওয়া চাকরি ফেরত দাও’! রাতভর রাস্তায় শুয়ে দাবি টেট উত্তীর্ণদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চুরি যাওয়া চাকরি, ফেরত চাই। এই দাবিতে ঘুমহীন রাত কাটল রাস্তায় শুয়ে। দীর্ঘ ২০ ঘণ্টা পার। এখনও সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান চলছে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। গতকাল বেলা ১২টা থেকে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেন। চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এপিসি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। উল্টোদিকেই বেসরকারি হাসপাতাল। রাতেই আন্দোলনকারীদের পুলিশ জানায়, অবস্থানস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে।  হাসপাতালে অ্যাম্বুল্যান্স যেতে-আসতে সমস্যা হচ্ছে। আইন হাতে তুলে না নেওয়ার জন্য বিক্ষোভকারীদের উদ্দেশে মাইকে আবেদন জানায় পুলিশ। তবু অবস্থান-বিক্ষোভে অনড় প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁরাও যে এক অসুস্থ রাজনীতি ও পরিস্থিতির শিকার। তাঁরাও নিরুপায়।

    আরও পড়ুন: বক্স খাটের ভিতর থেকে মিলল ৬কোটি টাকা! ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে শিবপুরের শৈলেশকে খুঁজছে পুলিশ

    সোমবার চাকরির দাবিতে করুণাময়ীতে SSC ভবনের সামনে অবস্থান করে টেট চাকরিপ্রার্থীরা। ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এদিন জমায়েত করেন। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মিছিল এগোতেই পথ আটকায় পুলিশ। চাকরিপ্রার্থীরা তাঁদের টপকে সামনের দিকে এগোনোর চেষ্টা করেন। তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ পুলিশি বাধা অগ্রাহ্য করে চাকরিপ্রার্থীরা ছুটতে শুরু করলে ধস্তাধস্তি বাধে। কাতারে কাতারে যুবক–যুবতীদের আটকাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ধরপাকড়ের প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। তার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। অবশেষে, পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীদের ৪ প্রতিনিধি।

    আরও পড়ুন: নিয়োগের দাবি করায় এভাবে হেনস্থা টেটে সফল প্রার্থীদের?

    প্রসঙ্গত, নিয়োগের দাবিতে গত ১৫ অক্টোবর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হাজির ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। এদিন এসএসসি ধর্নামঞ্চের পাশেই জড়ো হন তাঁরা। পুলিশ এসে কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনে অনড় ২০১৪ সালের প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। আজ ৬৩ দিনে পড়ল তাঁদের ধর্না অবস্থান। প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই শূন্যপদে চাকরির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ১ হাজার ৪০০ জন চাকরিপ্রার্থী। আজ, মঙ্গলবার সেই মামলারও শুনানি হওয়ার কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share