Tag: Sameer Wankhede

Sameer Wankhede

  • Aryan Khan: “আমার কি এসব প্রাপ্য ছিল?” মাদককাণ্ডে নিরবতা ভাঙলেন আরিয়ান খান

    Aryan Khan: “আমার কি এসব প্রাপ্য ছিল?” মাদককাণ্ডে নিরবতা ভাঙলেন আরিয়ান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গতবছর অক্টোবর মাসের শুরুর দিকে মাদককাণ্ডে (Drug case) জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। একমাসের হাজতবাসের পর অক্টোবরের শেষে জামিন পান আরিয়ান। তারকা সন্তানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক পাচারের মতো একাধিক অভিযোগ এনেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গ্রেফতারি অভিযানের হোতা ছিলেন তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। গোটা দেশ ফুঁসে উঠেছিল খান পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে এনডিপিএস অ্যাক্ট (Narcotic Drugs and Psychotropic Substances Act) ১৯৮৫ অনুসারে, ছমাস থেকে কুড়ি বছরের সাজা হতে পারত আরিয়ানের। এরপর চলতি বছরের ২৮ মে কোনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগও ওঠে।

    আরও পড়ুন: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    বিতর্কের সূত্রপাত থেকে এযাবৎ পুরো বিষয়টিতে মুখে কুলুপ এঁটে ছিলেন আরিয়ান। এবার নিরবাতা ভাঙলেন। প্রশ্ন করলেন, “আমার কি এসব প্রাপ্য ছিল?” এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন এনসিবি কর্তা সঞ্জয় সিং। এনসিবি কর্তাকে শাহরুখজাদার প্রশ্ন, “স্যার আপনারা আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী বানিয়ে দিলেন! আমি মাদক ব্যবসায় টাকা  জোগাই? ওরা আমার কাছে কোনও মাদক পায়নি, তাও আমাকে গ্রেফতার করে। বিষয়টা অদ্ভুত না? আপনারা আমার সঙ্গে অত্যন্ত  খারাপ করেছেন। আমার ভাবমূর্তিটাই নষ্ট করে দিয়েছেন। আমাকে কেন এতগুলো সপ্তাহ জেলে থাকতে হল? সত্যিই কি আমার এসব প্রাপ্য?”  

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    শাহরুখের (Shahrukh Khan) সঙ্গে নিজের সাক্ষাতের কথাও উল্লেখ করেন সঞ্জয় সিং (Sanjay Singh)। তিনি বলেন, “আমি অন্যান্য বন্দিদের পরিবারের সঙ্গে যেহেতু দেখা করেছি, তাই যখন জানতে পারলাম, শাহরুখ খান দেখা করতে চান, তখন আর না করিনি।” এনসিবি কর্তা জানান, বাদশা খান ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, আরিয়ান একা ঘুমোতেও পারছিলেন না। তাঁকে সঙ্গ দিতে শাহরুখ তাঁর শোবার ঘরে থাকতেন।  
     
    শাহরুখের চোখে জলও দেখেছিলেন সঞ্জয়। শাহরুখ আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “আমাদেরকে ভয়ঙ্কর দানব বানিয়ে দেওয়া হল। এমন অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া হল যারা সমাজকে ধ্বংস করে দেয়। ছেলের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকে সত্ত্বেও আমাদের এই অপমানের মধ্যে দিয়ে যেতে হল।”  

     

  • Aryan Khan: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে  শাহরুখ পুত্র আরিয়ান

    Aryan Khan: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজ (Cordelia Cruise) কাণ্ডে আরিয়ান খানকে (Aryan Khan) বেকসুর খালাস দিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি (NCB)। সংস্থার চার্জশিটে বলা হয়েছে শাহরুখ-তনয়ের কাছে কোনও মাদক পাওয়া যায়নি।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) ছ’হাজার পৃষ্ঠার চার্জশিটে নাম ছিল না আরিয়ান খান সহ ছয় জনের। এরপরেই এনসিবি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। এমনকী গ্রেফতারির দিন আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি। পাশাপাশি, তিনি মাদক সেবন করেছেন এমন প্রমাণও মেলেনি। তাই আরিয়ানকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

    বলি-পাড়ার খবর, মাদক মামলা (Drug case) থেকে মুক্তি পাওয়ার পরই আমেরিকা যাওয়ার কথা ভাবছেন শাহরুখ-তনয়। এতদিন মামলা চলার জন্য তাঁর দেশের  বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এখন নির্দোষ প্রমাণ হওয়ায় সেই বাধা কেটে গেল। পাসপোর্ট-সহ সমস্ত কাগজপত্র হাতে পেলেই নিজের পরবর্তী কাজে মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দেবেন আরিয়ান। ইতিমধ্যেই কয়েকটি ওয়েব সিরিজ পরিচালনার চিন্তাভাবনা করছেন আরিয়ান।

    আরও পড়ুন: নির্দোষ আরিয়ান, এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ

    সাত মাস আগে ক্রুজ কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। গ্রেফতার করা হয় তাঁর দুই বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যদের।  প্রায় একমাস জেলে কাটানোর পর অবশেষে গত বছর ৩০ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন শাহরুখ-পুত্র। এতদিন তাঁর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা চালিয়ে গিয়েছে এনসিবি। একাধিকবার আদালতে বাড়তি সময়ও চাওয়া হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। তা-ও শাহরুখ তনয়ের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি এই তদন্তকারী সংস্থা।

    সূত্রের খবর, বন্ধু আরবাজ মার্চেন্টের বয়ানই আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ২০২১ সালের ৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকে আরবাজ বারবার NCB আধিকারিকদের জানিয়েছেন যে আরিয়ান নির্দোষ। তিনি নিজে জুতোর নীচে চরস নিয়ে গিয়েছিলেন সে কথাও কবুল করেন আরবাজ। তবে আরিয়ান বিষয়টি জানার পরেই তাঁকে সাবধান করেছিলেন এবং ওই কাজ করতে বারণ করেছিলেন, এ কথাও জানান আরবাজ।

    এদিন এনসিবির পেশ করা চার্জশিটে নাম ছিল না আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থা। এনডিপিএস (NDPS) আইনের বিভিন্ন ধারায় বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের হচ্ছে। শুক্রবার আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহত্গি (Mukul Rohatgi) জানান, ছেলে ক্লিন চিট পাওয়ায় অবশেষে চিন্তামুক্ত হয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। তাঁর কথায়, “আমার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে আমি তো চিন্তামুক্ত হয়েছি ঠিকই। শাহরুখ খানও আজ চিন্তামুক্ত হলেন।” 

  • Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী মাদক মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে অসফল হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় (Drug case) তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) বদলি করা হল তামিলনাড়ুর চেন্নাইয়ে।

    প্রমোদতরী ‘ক্রুজ কর্ডেলিয়া’ (Cordelia cruise) থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্রকে গ্রেফতারের নেপথ্যে ছিলেন এই প্রাক্তন এনসিবি আধিকারিক। ঘটনার তদন্তের গাফিলতি অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। আরিয়ানের বিরুদ্ধে চার্জশিটে কোনও প্রমাণই দেখাতে পারেনি এনসিবি। আরিয়ান মাদক কিনেছিলেন বা পাচার করেছিলেন এরকম কোনও প্রমাণ মেলেনি। এমনকি সে মাদক সেবন করেছিলেন কি না তাও জানা যায়নি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    কারণ, এনসিবির কর্তারা গ্রেফতারের পর তাঁর কোনও মেডিক্যাল টেস্ট করাননি। সেই গাফিলতির মাশুলই কি দিতে হল সমীর ওয়াংখেড়েকে? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরেই মুম্বাই থেকে চেন্নাইয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই আইআরএস (IRS) অফিসার।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে এনডিপিএস আইনের (NDPS Act) ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজও হয় বাদশা-পুত্রের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হলেও নিয়মিত এনসিবি দফতরের ডেকে জেরা করা হয়েছে তাঁকে।

    অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় এনসিবি। আর এর পরই সমীরের বদলিতে অনেকেই মনে করছেন দুটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

     

     

  • Aryan Khan Drugs Case: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    Aryan Khan Drugs Case: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক মামলার (Drugs case) যখন স্বস্তিতে খান পরিবার তখনই বিড়ম্বনা বাড়ল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র চোখে নির্দোষ আরিয়ান খান (Aryan Khan)। শাহরুখ (Shah Rukh Khan)-পুত্রের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

    চার্জশিট পেশ হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। এনসিবি-র (NCB) প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিল সরকার। সূত্রের খবর ভুয়ো মামলা সাজানোর জন্য এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

    গত বছর অক্টোবর মাসে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর বন্ধুদের। একাধিকবার তাঁর জামিন না-মঞ্জুর করে আদালত। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান বলিউড-বাদশার ছেলে। তার পরেও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাঁকে। অবশেষে শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস শাহরুখ পুত্র, আমেরিকার পথে আরিয়ান

    সূত্রের খবর, এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে নির্দেশ গিয়েছে অর্থ মন্ত্রকের (Ministry of Finance) কাছে। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই মাদক-কাণ্ডে জিজ্ঞাসাবাদ-সহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বই শাখার উপরে। তার নেতৃত্বে ছিলেন সমীরই।

    পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে। ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয় সমীরকে। আরিয়ান নির্দোষ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির মুখে প্রাক্তন এনসিবি কর্তা।

    মুম্বইয়ের এই মাদক মামলায় প্রথম থেকেই ব্যাকফুটে ছিলেন সমীর। এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik) আগেই অভিযোগ করেছিলেন, ‘বলিউড বাদশা’র থেকে অবৈধভাবে টাকা নেওয়ার জন্যই এই মামলা সাজিয়েছেন সমীর। তাঁর বিরুদ্ধে জাল সার্টিফিটেক দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগও ওঠে। 

    এভাবে মাদক মামলার ফাঁসিয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকেই টাকা তুলতেন সমীর, বলে অভিযোগ। অনেকের দাবি, নভি মুম্বাইয়ে জাল লাইসেন্স নিয়ে বার এবং রেস্তোঁরা চালাতেন সমীর। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

LinkedIn
Share