Tag: sammi deen baloch

  • Pakistan: আন্দোলনের চাপে নতি স্বীকার পাক সরকারের, মুক্ত বালোচ নেত্রী সাম্মি দীন বালোচ

    Pakistan: আন্দোলনের চাপে নতি স্বীকার পাক সরকারের, মুক্ত বালোচ নেত্রী সাম্মি দীন বালোচ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থানীয়দের আন্দোলনের চাপে মুক্তি দেওয়া হল বালোচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) (BYC Leader) অন্যতম প্রধান নেত্রী সাম্মি দীন বালোচকে। তাঁকে (Pakistan) পাবলিক অর্ডার মেইনটেন্যান্স (পিওএম) আইনে গ্রেফতার করা হয়েছিল। সাম্মি দীনকে যে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিশ্চিত করেছেন তাঁর বোন মেহলাব বালোচ। তিনি বলেন, “আমার দিদি সাম্মি দীন শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে।” তিনি আইনজীবী জিবরান নাসির, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের সদস্য এবং ন্যায়বিচারের জন্য যাঁরা তাঁদের সংগ্রামকে সমর্থন করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন।

    সাম্মি দীনের আইনজীবীর বক্তব্য (Pakistan)

    সাম্মি দীনের আইনজীবী জিবরান নাসির জানান, সিন্ধু প্রদেশের সরকার এমপিও তালিকা থেকে তাঁর নাম সরিয়ে নেওয়ায় সাম্মি দীন মুক্তি পেয়েছেন। তিনি জনগণ ও মিডিয়ার চাপকে সাম্মি দীনের মুক্তির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওই আইনজীবী বলেন, “লালা ওয়াহাব, শেহদাদ, রাজিক এবং নাবালক সুলতান-সহ অন্যান্য বিওয়াইসি সদস্যদের বিরুদ্ধে এমপিও অর্ডার এখনও বলবৎ রয়েছে।” তিনি সরকারের কাছে সব আটক কর্মীর বিরুদ্ধে এমপিও প্রত্যাহারের দাবি জানান। শান্তিপূর্ণ প্রতিবাদের যে অধিকার তাঁদের রয়েছে, পাকিস্তান সরকারকে তাও ফের মনে করিয়ে দেন তিনি।

    আটকদের মুক্তির জোরালো দাবি

    এদিকে, বিওয়াইসি নেতা লালা ওয়াহাব বালোচও মুক্তি পেয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। এই দুজনকে মুক্তি দেওয়া হলেও, করাচি ও বালুচিস্তানে বিওয়াইসির বেশ কিছু সদস্যকে এখনও আটকে রাখা হয়েছে (Pakistan)। মাহরাং বালোচ, বেবার্গ বালোচ এবং শাহ জি সিবগাতুল্লাহর মতো প্রধান নেতারা এখনও হেফাজতে রয়েছেন। তাঁদের আটক করার প্রতিবাদে গত ১০ দিন ধরে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হিংসার খবরও রয়েছে। সাম্মি দীনের মুক্তিকে স্বাগত জানিয়েছেন জিরবান নাসির। তাঁর দাবি, বালুচিস্তান সরকারের হেফাজতে থাকা মাহরাং বালোচ ও অন্যান্য আটক বিওয়াইসি নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

    প্রসঙ্গত, বালোচ কর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। তাঁদের জোরপূর্বক গ্রেফতারের জেরে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে বালুচিস্তানে। মানবাধিকার সংস্থাগুলি (BYC Leader) সরকারের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন অবসানের আহ্বান জানিয়েছে। তিনি এই অঞ্চলে দমন-পীড়ন বৃদ্ধির প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন (Pakistan)।

LinkedIn
Share